Saturday, February 6, 2021

এখন Itel Java User রা যেকোন Apps Or Game এর Permission Ask First Time করুন খুব সহজে

আস্সালামুআলাইকুম । বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন । আজ আমি Itel Java User দের জন্য চমকে দেওয়ার মতো একটা টিপচ নিয়ে এসেছি । আমরা যারা Itel Phone ব্যবহার করি । আমাদের জন্য একটা কমন Problem আমরা কোন zip অথবা jar file extract করতে অনেক বার Permission চায় । আজ আমি আপনাদের জন্য এমন একটি টিপচ নিয়ে এসেছি যেটা ব্যবহার করে আপনি যেকোন Apps Permission Ask First Time করতে পারবেন । প্রথমে বলে রাখি এই কাজ টি করার জন্য আপনার Class Editor Apps এর প্রয়োজন হবে । আপনি যদি চান আমার এখান থেকে download করে নিতে পারেন । download class editor

চলুন শুরু করা যাক


১.প্রথমে আপনি যে Apps টিকে Ask First Time করবেন আপনার জাবা লিষ্টে সেই App এর উপর যান
২. তারপর Options>Application Settings>Permission Sittings এ যান । তারপর Local Connection এ গিয়ে Always Allowed করে দিন ।
৩.Class Editor App টি Open TFCard এ যান

তারপর Java Folder এ যান

তারপর Installed Folder এ যান

এখন selector.utf এ যান

তারপর আপনি যে Apps কে Ask First Time করার জন্য Setting এ Always Allowed করেছেন সেটা যদি একেবারে উপরে হয় লিষ্টের উপরে দেখাবে । আপনি যেই App কে করবেন সেটার নাম এভাবে আসবে suite= App এর নাম । আমি BlueFTP করব তাই আমার এসেছে suite=BlueFTP

তার একটু নিচে দেখতে পাবেন permissions= 24 টি বড় হাতের অক্ষর আছে । এখন * প্রেশ করে (,) এর আগে পর্যন্ত টেনে কালো কালার করে 5 প্রেশ করে cut প্রেশ করুন


এখন আবার 5 প্রেশ করে Text এ গিয়ে 24 টি বড় হাতে A লিখে Ok করে দিন ।
তার একটী নিচে দেখতে পাবেন fg_permissin= 7 টি অক্ষর আছে । আগের নিয়মে অক্ষর গুলো কেটে আবার 7 টি বড় হাতের A লাগিয়ে দিন ।

এখন Ok বাটন প্রেশ করে save করে দিন ।
এখন থেকে যে App Ask First Time করলেন ঐ App টিতে মাত্র একবারি permission চায়বে ।
একন থেকে আপনার কষ্ট শেষ ।
কোন ভুল হলে ক্ষমা করবেন ?
সবাই কে ধন্যবাদ

The post এখন Itel Java User রা যেকোন Apps Or Game এর Permission Ask First Time করুন খুব সহজে appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: