Tuesday, November 24, 2020

বিদ্যুৎ বিল বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল বেশি এলে যে ৪টি কাজ করবেন

বিদ্যুৎ বিল বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল বেশি এলে যে ৪টি কাজ করবেন :
বিদ্যুৎ বিল বেশি আসার কারন, করণিয়,

বিদ্যুৎ এর কথা চিন্তা করে মাঝে মাঝে মাথায় আকাশ ভেঙে পরে। দেখা গেছে গত কয়েকমাস ধরে যে বিল আসত হঠাৎ করে তা বেড়ে দিগুণ হয়ে গেছে। অনেকে রীতিমতো চিন্তায় পরে যাচ্ছেন যে বিদ্যুৎ বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল কমানোর উপায়, বিদ্যুৎ বিল বেশি আসলে করনীয়, বিদ্যুৎ বিল বেশি আসার কারণ আর এজন্য করনিয় কি? বিদ্যুৎ বিল বেশি এলে কী করতে হবে তা অনেকেরই জানা নেই। বিদ্যুৎ বিল বেশি হলে চিন্তিত না হয়ে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।

১. আপনার হাতে আসা বিলটিতে যদি টাকার অংশ অস্বাভাবিক মনে হয় তাহলে প্রথমেই আপনাকে বিলে উল্লেখিত ইউনিটের দিকে খেয়াল করুন। অর্থাৎ আপনার আগের বিল থেকে বর্তমান বিল পর্যন্ত আপনি মোট কত ইউনিট ব্যবহার করেছেন বলে বলে উল্লেখ আছে তা দেখুন।

২. এবার আপনার বিদ্যুৎ সংযোগের মিটারটি দেখুন। আপনার বিলে সবশেষ কত ইউনিট পর্যন্ত উল্লেখ রয়েছে আর মিটারে কত ইউনিট উঠেছে তা মিলিয়ে দেখুন। মিটারে প্রদর্শিত সর্বমোট ইউনিট সংখ্যার চেয়ে যদি আপনার বিলে উল্লেখিত মোট ইউনিট কম থাকে তাহলে বুঝতে হবে বিল ঠিক আছে।
এক্ষেত্রে এক মাসে হঠাৎ বেশি বিল আসলেও সেটি আপনাকে দিতে হবে। ইতিপূর্বে মিটার না দেখে কম বিল করায় আপনার মিটারে অতিরিক্ত ইউনিট জমে ছিল এবং সবশেষ বিলে সেই ইউনিট সংযুক্ত হয়েছে।

৩. আর যদি বিলে উল্লেখিত সর্বমোট ইউনিটের সংখ্যা মিটারে প্রদর্শিত ইউনিট সংখ্যার চেয়ে বেশি হয় তাহলে নিশ্চিত হওয়া যাবে এটি বিল প্রস্তুতকারীদের ভুল। এমন হলে বিলের কপিটি নিয়ে স্থানীয় বিদ্যুৎ অফিসে যোগাযোগ করতে হবে।

৪.বিদ্যুৎ বিলের জটিলতা এভাবে সংশোধনের জন্য কোনো ফি বা খরচ নেই। সরাসরি গিয়ে বিলের কপিটি সংশোধন করিয়ে নিন।
এক্ষেত্রে আপনি যদি বিলের কপি সংশোধন না করিয়ে অতিরিক্ত বিল জমা দেন তাহলে সেটি আপনার পরবর্তী বিল থেকে কর্তন হবে। অর্থাৎ আপনি যে পরিমাণ টাকা বেশি দিয়েছেন পরের মাসের বিলে সেই পরিমাণ কম আসবে।

The post বিদ্যুৎ বিল বেশি আসার কারন কি? বিদ্যুৎ বিল বেশি এলে যে ৪টি কাজ করবেন appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: