আসসালামু আলাইলকুম।আশা করি সবাই ভালো আছেন।আপনারা বলেছিলেন 2go star rank কিভাবে বাড়াতে হয় তার জন্য একটি পোস্ট দিতে।তাই আজকে দেখাব যেভাবে আপনার আপনাদের 2go account এর star rank বৃদ্ধি করবেন।
এখন আলোচনায় আসা যাক।নিচের লেখা গুলো মনোযোগ সহকারে পড়েন।
О 2go star rank বৃদ্ধি করার উপায় সমুহ :
- অনলাইন থাকা
বন্ধু বাড়ানো
2go room এ চ্যাট করা
এই তিনটি হলো 2go star rank বৃদ্ধি করার প্রধান উপায়।
এই তিনটি উপায়ের মধ্যে সবচেয়ে বেশী rank বাড়ানো যায় online থাকার মাধ্যমে। আপনি যদি 24 ঘন্টাই অনলাইন থাকতে পারেন তাহলে আপনার rank খুব দ্রুত বূদ্ধি পায়।
তো অনেকেই বলবেন যে 24 ঘন্টা অনলাইন থাকা সম্ভব নাকি !!!
– হ্যাঁ , অবশ্যই সম্ভব।
কিভাবে তা পরে বলছি ।আগে জেনে নিন যেভাবে 2go তে অনলাইন থেকেও নেট ব্রাউজিং করবেন।
আপনি 2go তে অনলাইন থেকে facebook সহ বিভিন্ন সাইট বিভিন্ন সাইট ভিজিট এবং ডাউনলোড করতে পারবেন।
-নিচের স্টেপ গুলো দেখেন।(for itel phone and itel similar phone)
1. 2go এপ থেকে settings এ যান।
2. তারপর Help এ ক্লিক করেন।
3. তারপর নিচের দিকে যেয়ে visit site এ ক্লিক করেন।
যদি আপনি itel ফোন করে থাকেন এবং আপনার ফোনে opera mini ও Dorado Browser দুটো থেকে থাকে তাহলে আপনি visit site এ ক্লিক করার পর ব্রাউজার দুটোর লিস্ট দেখতে পাবেন।যেখান থেকে আপনি যেকোনো টি use করতে পারবেন।এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোন এ Settings > Phone settings > Browser selection > * Ask evrey time থাকতে হবে ।অন্যথায় যদি ডিফাল্ট ব্রাউজার সেট করা থাকে তাহলে ডিফাল্ট ব্রাউজার ই ওপেন হবে।আর যদি আপনি অন্য কোন ব্র্যান্ড এর ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফোনের built in ব্রাউজার সরাসরি ওপেন হবে।
এই ট্রিক টি ব্যবহার করে আপনার star rank ও বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েবপেজ ও ব্রাউজিং করতে পারছেন।
বিঃদ্রঃ তবে আপনি কোন jar , jad ফাইল ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে গেলে শেষে jar or jad file ইনস্টল হইতে চাইবে।জাভা তে 2go এপ টি চালু থাকায় মোবাইল দুই কাজ একসাথে করতে পারবে না।যার কারণে মোবাইল হ্যাং করবে। এছাড়া jar এবং jad এই দুই এক্সটেশন বাদে যেকোনো ধরনের ফাইল ডাউনলোড দিতে পারবেন।
এখন দেখাব যেভাবে আপনারা মোবাইল ব্যবহার করার সময় বাদে 2go তে online থাকবেন।
আমরা অনেকেই সারা রাত সারা দিন 2go online রেখে দেই।এতে করে অনেক চার্জ এর প্রয়োজন হয়।কারণ 2go app চলাকালীন display এর আলো জ্বলে থাকে সব সময়।এতে করে মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়।এটা খুব বড় সমস্যা।তাই আপনাদের জন্য একটি 2go app mod করে এনেছি।
এটার মাধ্যমে আপনি Display এর আলো বন্ধ করে রাখতে পারবেন। এতে করে চার্জ অনেক save হবে।
তো App টি এখান click here to download থেকে ডাউনলোড দিন।
আপনার যখন ফোন ব্যবহার এর প্রয়োজন পরবে না তখন এই এপটির মাধ্যমে আলো অফ করে 2go id online রেখে দিতে পারবেন।
আলো অফ করার স্টেপ সমুহ :
1. app টি install করে ওপেন করেন।
2. app install করে আপনার আইডি লগইন করবেন।
3. লগইন করার পর (*) press করবেন।সেখানে কিছু সেটিংস ও দুইটি আয়তাকার বক্স দেখতে পারবেন।এই দুইটি দ্বারা display এর আলো নিয়ন্ত্রন করতে পারবেন।
Box এ গিয়ে D-pad এর Left button right দ্বারা আলো কমানো বাড়ানো যাবে।নকিয়া ফোনে বেশি সুবিধা পাবেন। কিন্তু itel phone and এই জাতীয় ফোনে শুধু আলো অফ অন করতে পারবেন। আলো একেবারে কমালে আলো অফ হবে।যখন আপনি আলো কমিয়ে রাখবেন তখন আলো অফ হওয়ার পর আর কোনো key press করবেন না ।ঐ ভাবেই রেখে দিবেন।অন্যথায় কোনো key প্রেস করলে আলো আবার জ্বলে উঠবে।
এইভাবে আপনি আপনার 2go আইডি অনলাইন রাখতে পারবেন। আপনার যদি বাড়তি কোনো জাভা ফোন থাকে তাহলে আপনি 24 ঘন্টাই এভাবে অনলাইন থাকতে পারবেন।
বিঃদ্রঃ অনেকেই এ নিয়ে মোটামোটি জানে।তবে আপনাদের সুবিধার্থে একটি পুর্ণাঙ্গ ধারণা দ্বারা পোস্ট লেখলাম।সাথে একটি এপ ও মোডিফাই করে দিয়েছি।কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আশা করছি।
The post যেভাবে 2go স্টার র্যাকিং বৃদ্ধি করবেন , কয়েকটি নিন্জা টেকনিক। appeared first on Trickbd.com.
0 comments: