Tuesday, October 27, 2020

ব্লগার সাইটের নাম নির্বাচনে ব্যর্থ? নিয়ে নিন সেরা ব্লগার নাম জেনারেটর টুলস |

ব্লগার সাইটের নাম নির্বাচনে ব্যর্থ? নিয়ে নিন সেরা ব্লগার নাম জেনারেটর টুলস |

আপনি যদি একটি ব্লগ সাইট তৈরি করতে চান তাহলে নিশ্চয়ই আপনাকে ওই বক্সাইট এর জন্য কোন একটি সুন্দর এবং আকর্ষণীয় নাম জেনারেট করতে হবে।

এবং আপনার ব্লগারের নামটি এমন ভাবে জেনারেট করতে হবে যাতে করে এটি দেখে যে কেউ আকর্ষণীয় অনুভব করে। তবে আমরা ব্লগারের নাম জেনারেট করতে গিয়ে অনেকেই নানারকম অসুবিধার সম্মুখিন হয়ে থাকে।

আপনি যাতে যেকোনো ধরনের ব্লগার সাইট এর নাম সহজে নির্বাচন করতে পারেন সে জন্য ইন্টারনেটের জগতে বিভিন্ন রকমের ফ্রী টুলস রয়েছে।

যেটুলসগুলো আপনি একদম বিনামূল্যে ব্যবহার করতে পারবেন, কোন রেজিস্ট্রেশন সংক্রান্ত ঝামেলা ছাড়া। এবং একেকবারে আপনি আপনার ব্লগ সাইট রিলেটেড অনেকগুলো নাম আইডিয়া পেয়ে যাবেন।

এক্ষেত্রে আপনি যখনই ওই টুলস গুলো ব্যবহার করবেন,তখন আপনাকে এখানে থাকা যে বক্স হয়েছে সেই বক্সটিতে আপনার যে কোন একটি ছোট আইডির নাম লিখতে হবে।

এবং আপনি যখনই আপনার ওই আইডিয়া এর কথা টুলসকে জানিয়ে দিবেন, তখন সে আপনাকে ওই রিলেটেড কয়েকটা যার আইডিয়া নিচে বর্ণনা করবে। যেগুলো আপনি আপনার ব্লগার সাইট ব্যবহার করতে পারবেন।

আজকের এই পোস্টটিতে আমি সম্পূর্ণ আলোচনা করব blogger name generator এর যে সমস্ত ফ্রী টুলস আছে সেগুলো সম্পর্কে, যেগুলো আপনাকে কয়েক হাজার আইডিয়া দেবে।

Blogger name জেনারেটর কেন দরকার?

আপনি যদি একটি প্রফেশনাল টাইপের ব্লগার সাইট তৈরী করতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি আকর্ষণীয় এবং মনমুগ্ধকর নাম নির্বাচন করতে হয়।

আর প্রফেশনাল এবং মনমুগ্ধকর নাম নির্বাচন করতে না পেরে আমরা প্রায় সময়ই আমাদের ব্লগ সাইটের ব্র্যান্ডিং করতে পারিনা। এবং একটি আকর্ষণীয় দেখায় না।

এছাড়াও আমাদের মধ্যে অনেকেই নতুন একটি ব্লগ সাইট তৈরি করার ক্ষেত্রে নাম নির্বাচনে অক্ষম হয়ে থাকেন, ফলশ্রুতিতে আপনি এর সমস্ত প্রকার নেম জেনারেটর ব্যবহার করতে পারেন।

কারণ এই ব্লগ নেম জেনারেটর গুলোর মাধ্যমে আপনি খুব সহজেই বিভিন্ন রকমের ব্লগার সাইট এর নাম নির্বাচনের কাজটি সেরে ফেলতে পারবেন। এবং একটি আকর্ষণীয় ব্লগার সাইট তৈরি করতে পারবেন।

businessnamegenerator

এটি একটি Free Tool যার সাহায্যে আপনি যেকোনো ধরনের প্রকারের ব্লগ সাইটস রিলেটেড নাম জেনারেট করতে পারবেন।

আপনি যদি এই টুলটি ব্যবহার করে সমস্ত রকমের blogger name generate করতে চান, তাহলে আপনাকে প্রথমত এই ওয়েবসাইটে ভিজিট করার পরের প্রথমে যে বক্স রয়েছে এতে আপনার আইডিয়া এর কথা লিখতে হবে।

এখানে আইডিয়া বলতে মূলত আপনি যে niche নিয়ে কাজ করবেন সেই niche ব্যাপারে এই টুলসটি কে কিছুটা ধারণা দিতে হবে। যাতে করে ওই রিলেটেড ব্লগার নামের সমস্ত আইডিয়া আপনাকে দিতে পারে।

যেমন আমি যদি এখন আমার ব্লগার সাইট এর niche হিসেবে blog হিসেবে নির্বাচন থা।কি তাহলে আমি এই সার্চ বারে ব্লগ লিখে তারপরে সার্চ করলাম। এবং তারপরে এন্টার press করলাম।

আপনি নিশ্চয়ই উপরে দেয়ায় স্ক্রিনশটে এ সম্পর্কে পুরোপুরি দেখতে পারছেন যে যখনি আমি আমার ছোট একটি কিওয়ার্ড আইডিয়া লিখে সার্চ করলাম তখন এটি প্রায় এক হাজারের উপরে আইডিয়া দিল।

blogger name generator হিসেবে এটি একটি অসাধারণ ফ্রী টুলস ব্যবহার করতে পারেন।

name-generator.org.uk

blogger name generator হিসেবে এই টুলসটি অসাধারণ একটি টুলস। যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডে হাজারের উপরে আইডিয়া নিতে পারবেন।

এই ফ্রী টুলস এর একটি অসাধারণ গুনাগুন রয়েছে, আর সেটি হলো আপনি চাইলে এই টুলটি ব্যবহার করে একই সংখ্যক কিওয়ার্ডের বিভিন্ন রকমের রূপ দেখতে পারবেন।

ব্যাপারটা এরকম যে; আপনি চাইলে এই টুলটি ব্যবহার করার মাধ্যমে বিভিন্ন রকমের কিওয়ার্ড একইসাথে সার্চ করতে পারবেন, এবং এখান থেকে আপনি আপনার পছন্দের ব্লগারের নাম জেনারেট করতে পারবেন।

এই কাজগুলো সম্পাদনের জন্য আপনাকে উপরে উল্লেখিত যে tools রয়েছে এতে প্রবেশ করতে হবে এবং তারপরে এখানে যতগুলো বক্স রয়েছে সেই বক্সগুলোতে আপনার মনের মত আইডিয়া দিয়ে পূর্ণ করতে হবে।

এতে করে আপনি যখনই জেনারেট বাটনে ক্লিক করবেন তখন আপনি এই নামগুলো সহজে জেনারেট করতে পারবেন, এবং এই নামগুলো সহকারে আপনি বিভিন্ন ব্লগ সাইট তৈরি করতে পারবেন।

এই টুলসটি আরেকটি গুনাগুন রয়েছে আর সেটি হল, আপনি চাইলে এই টুলটি ব্যবহার করার মাধ্যমে রেনডম ব্লগ সাইট এর নাম এর আইডিয়া নিতে পারবেন. যা নিঃসন্দেহে ভালো একটি ব্যাপার।

satoristudio

এই টুলসটি মাধ্যমে আপনি যদি আপনার ব্লগার সাইট এর নাম নির্বাচন করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র এখানে আপনার ব্যান্ডের নাম লিখতে হবে।

এবং আপনি যখন আপনার ব্যান্ডের নাম লিখে তারপর এখানে সার্চ করবেন তখন আপনি অনেকগুলো ব্লগার নামের আইডি পেয়ে যাবেন. এবং এগুলো থেকে আপনি আপনার পছন্দের নাম নির্বাচন করতে পারবেন।

আর আপনি যদি এরকম অসাধারণ কোন ব্লগার নাম জেনারেটর টুলস এর অনুসন্ধান করে থাকেন, তাহলে উপরে উল্লেখিত যে টুলস রয়েছে এটি ব্যবহার করতে পারেন।

আপনি চাইলে ব্লগার নাম জেনারেটরের আরো যে সমস্ত সূত্র আছে সেগুলো নিচে দেওয়া লিঙ্ক থেকে সহজে এক্সেস নিতে পারবেন।

themeisle.com

domainwheel

www.nameboy

wordoid

আশাকরি উপরে উল্লেখিত টুলসগুলো আপনাকে নতুন রকমের ব্লগার সাইট তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ আইডিয়া দিবে. যেগুলো সমন্বয় আপনি ব্লগার সাইট তৈরি করতে পারবেন।

blogger name generator সম্পর্কে আমার মতামতঃ

আপনি যদি একটি সুন্দর রকমের ব্লগার নাম নির্বাচন করতে চান তাহলে অবশ্যই থেকে আপনি আপনার ব্র্যান্ডের নাম সহকারে নির্বাচন করবেন।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই কোন একটি trends টপিক নিয়ে ব্লগ সাইট তৈরি করতে হবে, এবং যারা ইতিমধ্যে কোন একটি ব্লগ সাইটের নাম পূর্বে থেকে সিলেক্ট করে নিয়েছে সেগুলো ব্যবহার করা থেকে বিরত থাকবেন।

তাছাড়া এই সমস্ত ফ্রী টুলস গুলো ব্যবহার করার মাধ্যমে অনেকেই এই একই রকম আইডিয়া জেনারেট করে নিয়েছে।যা ব্যবহার করা মোটেও ভালো হবে না। এটি কপিরাইট এর আওতাধীন হতে পারে।

অনলাইনে আয় করার পরিপুর্ন তাবিজ সম্পর্কে।

The post ব্লগার সাইটের নাম নির্বাচনে ব্যর্থ? নিয়ে নিন সেরা ব্লগার নাম জেনারেটর টুলস | appeared first on Trickbd.com.


গেস্ট ব্লগিং কি? কিভাবে করবেন গেস্ট ব্লগিং?

গেস্ট ব্লগিং কি? কিভাবে করবেন গেস্ট ব্লগিং?

গুগলে প্রায় 200 টিরও বেশি রেংকিং ফ্যাক্টর রয়েছে, এই ব্যাংকিং সেক্টর গুলোর উপরে নির্ভর করে আপনি গুগলের প্রথম পেইজে জয়েন করতে পারবেন কিনা।

আপনার ওয়েবসাইট কিংবা কনটেন্ট ব্যাংকিং সেক্টর গুলো যতটা মেনে চলবে আপনার রেংকিং এর মান তত বেশি উন্নত হবে।

আর গুগলে রেংকিং সেক্টরগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি হল ব্যাকলিংক তৈরী করা বা লিংক বিল্ডিং, এটি আপনার রেংকিং এর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনি যদি কোয়ালিটি ব্যাকলিংক তৈরি করতে পারেন তাহলে এটি আপনার রেংকিং অনেকটা এগিয়ে দেবে। তবে এই ব্যাকলিংক তৈরী করা কিন্তু অনেকগুলো ধাপ রয়েছে।

যে যত বেশি ওই বিষয়গুলোতে মনোযোগ দেবে সে তত বেশি ব্যাকলিংক তৈরী করতে পারবে, কোয়ালিটি ব্যাকলিংক পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপায় হল অন্যান্য ওয়েবসাইটে guest পোস্ট করা।

গেস্ট পোস্ট আসলে কি?

guest পোস্ট হল এমন এক ধরনের ব্লগিং, যার মাধ্যমে আপনি আপনার লেখার স্টাইল গুলো অন্য ব্লগ সাইটে প্রকাশ করেন এবং এর পরিবর্তে আপনি কিছু ডলার কিংবা অন্য কোনো স্বার্থ সিদ্ধি করেন.।

তবে অনেক ব্লগার রয়েছেন যারা গেস্ট পোস্ট করার জন্য শুধুমাত্র একটি কোয়ালিটি ব্যাকলিংক আশা করেন, ব্যাপারটা নিঃসন্দেহে ভালো যে আপনি যদি গেস্ট পোস্ট করে কোয়ালিটি ব্যাকলিংক পান তাহলে এটা আপনার রেংকিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একদম সহজ ভাবে বলতে গেলে গেস্ট পোস্টিং বলতে বুঝায় অন্যান্য ওয়েব সাইটে আপনার আর্টিকেলগুলো পাবলিশ করা, আর সেটা প্রায় ক্ষেত্রে অনেক কষ্টসাধ্য ব্যাপার।

guest blogging কিভাবে করবেন?

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা গেস্ট ব্লগিং করে কোয়ালিটি ব্যাকলিংক নিতে চান, কারণ একটিমাত্র কোয়ালিটি ডুফলো ব্যাকলিংক আপনার রেংকিং অনেকটা বৃদ্ধি করতে পারে।

এছাড়াও গেস্ট ব্লগিং এর দ্বারা আপনি চাইলে যে সমস্ত ওয়েবসাইটগুলোতে সবচেয়ে বেশি ভিজিটর আছে তাদের ওয়েবসাইট থেকে কোয়ালিটি ভিজিটর নিয়ে আসতে পারেন।

আপনি যদি একটি সফল গেস্ট পোস্ট করতে চান তাহলে এই পোস্টটি অবশ্যই কন্টিনুয়ে করুন, আশা করি এখানে আপনি পরিপূর্ণ গাইড লাইন পেয়ে যাবেন।

guest blogging সিক্রেট টিপস

গেস্ট ব্লগিং করতে হলে আপনি যে সমস্ত বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন সে সমস্ত বিষয় গুলোর একটি লিস্ট আমি নিচে দিয়ে দিচ্ছি।

▪ কোয়ালিটি Content
▪ একটি হাই অথরিটি সাইট
▪ বেশি ভিজিটর
▪ Spam score

কোয়ালিটি কনটেন্ট

আপনি যদি অন্য যে কোন ওয়েব সাইটে আপনার আর্টিকেল এর অনুমোদন নিতে চান তাহলে আপনাকে অবশ্যই একটি কোয়ালিটি আর্টিকেল বা কনটেন্ট লিখতে হবে।

এক্ষেত্রে আপনাকে অবশ্যই যেকোনো একটি সময়োপযোগী টার্গেটেড টপিক নির্বাচন করতে হবে এবং তার পরে এটা নিয়ে ভালোভাবে research করতে হবে।

আপনি যেকোন রকমের এবার নির্বাচনের আগে প্রথমে আপনাকে এই কী-ওয়ার্ড এর ভ্যালু এবং একটি কতটা ইউনিক বা কতটা ভিজিটর বয়ে নিয়ে আসতে পারবে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে।

আপনি চাইলে কি ওয়ার্ড নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় কিছু কিওয়ার্ড টুলস এর সহযোগিতা নিতে পারেন. নিচের দেয়া পোস্ট থেকে আপনি জনপ্রিয় কীওয়ার্ডস টুলস গুলো সংগ্রহ করতে সক্ষম হবেন।

keywordtool
secockpit
Jaaxy
Soovle

যখনই আপনি উপরুক্ত ওয়েবসাইট থেকে সমস্ত কিওয়ার্ড টুলস এর লিস্ট সংগ্রহ করে নিবেন তখন আপনি এখান থেকে যেকোন একটি টুলস নির্বাচন করে নিন।

এবং তারপরে ওই টুলস এর সাহায্যে আপনার যেকোনো একটি কিওয়ার্ড রিসার্চ করে নিন, আপনি সবচেয়ে হাই বেলু প্রোভাইড কোন কিওয়ার্ড রিসার্চ করতে পারেন।

কিওয়ার্ড রিসার্চ করা হয়ে গেলে এবার আপনাকে আপনার কনটেন্ট এর মান উন্নয়নের দিকে লক্ষ্য রাখতে হবে. কনটেন্টকে পুরোপুরি ব্যবহার উপযোগী করে তুলতে হবে।

এই সমস্ত কাজ সম্পাদনের জন্য আপনি নিয়ে ছেড়ে দেয়া বিষয়গুলো আপনার কনটেন্ট এর ভিতরে ঢুকিয়ে ফেলতে পারেন।

▪ ইমেজ।
▪ ইনফোগ্রাফিক্স।
▪ ভিডিও।
▪ অডিও এবং পডকাস্ট।

আপনাকে মূলত উপরে উল্লেখিত বিষয়গুলো আপনার আর্টিকেল এর মধ্যে প্রবেশ করাতে হবে, কারণ এই সমস্ত বিষয়গুলো আপনার আর্টিকেল কে আরো বেশি উন্নত করে তুলবে।

আর যখনই আপনি একটি ভাল কিওয়ার্ড রিসার্চ এবং আর্টিকেল লিখে ফেলবেন, তখন আপনি এটি চাইলে যে কোন ওয়েব সাইটে সাবমিট করতে পারেন। সাবমিট করার আগে আপনাকে যে বিষয়গুলো সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে সেগুলো হলো:

▪ ভালো ডোমেইন অথরিটি।
▪ এই সাইটের অর্গানিক ট্রাফিক।
▪ ট্রাস্টেড স্কোর।

আপনি যখন উপরে উল্লেখিত বিষয়গুলো সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন এবং এই বিষয়বস্তুগুলো সংখ্যা যখন আপনি লক্ষ্য করবেন সর্বাধিক রয়েছে, তখন আপনি ঐ সমস্ত সাইটের guest blogging নিঃসন্দেহে করতে পারবেন।

এবার প্রশ্ন হল আপনি যখন সবচেয়ে ভালো একটি আর্টিকেল লিখে ফেলবেন তখন আপনি ওই আর্টিকেল পাবলিশ করার মতো ওয়েবসাইট কোথায় পাবেন?

guest blogging Site কিভাবে পাবেন?

আপনি যদি একটি হাই ডু মিন অথরিটি যুক্ত গেস্ট ব্লগিং ওয়েবসাইট এর অনুসন্ধান করেন তাহলে আপনি প্রথমে গুগল সার্চ বারে গিয়ে টাইপ করতে পারেন আপনার Keyword এবং তারপরে write for us.

আপনি মূলত নিচের দেয়া সিক্রেট কিওয়ার্ডগুলো সার্চ করার মাধ্যমে আপনার পছন্দের গেস্ট ব্লগিং ওয়েবসাইট গুলো খুঁজে পেতে পারেন।

▪ Digital Marketing Write for us””
▪ Online marketing Write for us”
▪ SEO Write for us”
▪ Content Marketing Write for us”

উপরে উল্লেখিত যে কিওয়ার্ডগুলো আমি নিজে থেকে দিয়েছি এগুলো মূলত আপনাকে দেখানোর জন্য, আপনি চাইলে কী ওয়ার্ড এর জায়গায় আপনার পছন্দের যে কোন টপিক লিখে তারপরে Enter press করতে পারেন।

আর এভাবেই মূলত আপনি আপনার টার্গেটেড কি ওয়ার্ড রিলেটেড কোন একটি গেস্ট ব্লগিং ওয়েবসাইট খুঁজে পাবেন।

যখনই আপনি একটি গেস্ট ব্লগিং ওয়েবসাইট খুঁজে পাবেন তখন আপনাকে ওই গেস্ট ব্লগিং ওয়েবসাইটে একটি ইমেইল প্রেরণ করতে হবে।

একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, ওই ওয়েবসাইটে আপনার পোষ্ট পাবলিশ হবে কিনা তার সিংহভাগ নির্ভর করবে আপনার ইমেইল প্রেরণ করার কাছে, এক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ইন্টারেস্টিং ইমেইল লিখতে হবে।

আপনি আপনার ইমেইল এর মধ্যে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং টপিক যুক্ত করতে পারেন, এবং ওই ওয়েবসাইটের এডমিনিস্টার কে ইমপ্রেস করতে পারেন।

Hello, Hope you are doing Great! My name is XX YY and I’ am Marketing Manager in web development & Digital Marketing Firm. I’ve been following your blog for quite some time now, and I love your content and the topics you share with your readers on (phpocean.com) Such a great blog and I do appreciate your insights and thoughts. I noticed that you have a few opportunities for guest posting. I’m interested in contributing content to your blog. The Articles which I will be providing you will be 100% Unique, Copy Scape Protected. Please let me know if you are interested in this. We will discuss topics and charges. Thank you so much and hope to hear from you soon. Let me know what your views.

আপনি চাইলে উপরুক্ত যে ইমেইল রয়েছে সেই ইমেইল কিছুটা এডিট করে তারপরে আপনার গেস্ট ব্লগার ওয়েব সাইটের এডমিন এর কাছে প্রেরণ করতে পারেন।

এতে আপনি খুব ভালো একটি রেসপন্স পাবেন, এবং যখন আপনি কারও রেসপন্স আদায় করে নিতে পারবেন, তখন অন্তত পক্ষে তারা হয়তো আপনার আর্টিকেলটি কম করে হলেও একবার দেখবে।

আর তাই অবশ্যই আপনি একটি ইন্টারেস্টিং ইমেইল লিখুন এবং তারপরে যে কোন ওয়েবসাইটের এডমিন এর পাত্তা দেয় করে নিন।

একটি সফল গেস্ট ব্লগিং থেকে আপনার পাওয়া

আপনি যদি একটি সফল গেস্ট ব্লগিং করতে চান তাহলে আপনি এখান থেকে যে সমস্ত বিষয় গুলো পেতে পারেন সেগুলো হলো:

▪ কোয়ালিটি ডুফলো ব্যাকলিংক
▪ ট্রাফিক
▪ ব্যান্ড সিগন্যাল
▪ রেংকিং বৃদ্ধি সহ আরো অনেক কিছু।

আপনি যদি উপরোক্ত বিষয়গুলো যথাযথভাবে মূল্যায়ন করেন এবং তারপর একটি guest পোস্ট লিখে অন্য কোন ওয়েবসাইটে পাবলিশ করার ইচ্ছা পোষণ করেন, তাহলে অবশ্যই আপনার পোস্ট এপ্রুভ হবে।

The post গেস্ট ব্লগিং কি? কিভাবে করবেন গেস্ট ব্লগিং? appeared first on Trickbd.com.


wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই

wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই

আসসালামুআলাইকুম

ট্রিকবিডিতে আমি একজন নতুন টিউনার। এটা আমার প্রথম পোস্ট। প্রথম পোস্টে তো ভুল হতেই পারে তাই আশা করি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন আজকে টিউটোরিয়াল শুরু করি।

আজকের টপিক দেখলে আপনারা বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়ালে কি নিয়ে.। আজকের টিউটোরিয়াল ওয়াপকিজ এর footer-ads হাইড করা নিয়ে। এই পদ্ধতিতে দিয়ে আপনারা wapkiz এর footer-ads হাইড করতে পারবেন কোন সমস্যা ছাড়াই, আমি যে পদ্ধতিতে বলছি এ পদ্ধতিতে আপনাদের সাইটে কোনো সমস্যা হবে না। আপনাদের wapkiz সাইটে নিচে যে ডাউনলোড নাউ লেখাটা থাকে আমার দেয়া কোডটির মাধ্যমে শুধু সেই লেখাটির ওপর শেয়ার বাটন চলে আসবে। মানে আমি বলতে চাচ্ছি লেখাটির উপরে একটা বাটন চলে আসবে ফলে আগের এড টি দেখা যাবে না। আর যদি কেউ সেই শেয়ার বাটন এ ক্লিক করে তাহলে আপনার সাইটের লিংক করে তার ফেসবুক একাউন্টের মাধ্যমে শেয়ার হয়ে যাবে।😎😎


তো আগে একটা ডেমো দেখে নিই।
Demo 1

demo 2


ডেমো তো দেখলেন এবার আসি কোড টার কথায়। কোডটার ডাউনলোড লিংক নিচে।

Download Now
ডাউনলোড করা হয়ে গেলে এবার এটা আপলোড দিবেন কিভাবে সাইটে, এটা না জানলে কোড নিয়ে লাভ কি?!!
আপলোড দেওয়ার জন্য প্রথমে সাইটের এডমিন প্যানেলে যান,

তারপর Fooeter(edite) এ লিক করুন

তারপর html/tag code এ ক্লিক করুন।

তারপর আমার দেওয়া কোড টি পেস্ট করুন। আর visibility access টা After.. এ দিয়ে দিন। তারপর সেভ করুন।

ব্যাস কাজ শেষ। এখন আপনার সাইটে গিয়ে দেখুন, নিচের screenshot এর মতো দেখাচ্ছে। চিন্তা করবেন designed by Tahmied দেখাবে না। ওটা আমার সাইটের।

এখন যাদের ডাউনলোড করতে সমস্যা হচ্ছে তাদের বলছি, প্রথমে এই পোস্ট থেকে ডাউনলোড নাউ লেখায় ক্লিক করুন তারপর নিচের screenshot এর মতো পেজ ওপেন হবে –

এখান থেকে search files এ যান।

তারপর ওখানে “Wapkiz footer ads hider “-এই লেখাটি কপি করে পেস্ট করুন। তারপর ইনশাল্লাহ বুঝতে পারবেন।

পোস্টটি এতো কস্ট করে পড়লেন তার জন্য অনেক ধন্যাবাদ। ভালো লাগলে একটা লাইক দিয়েন।

ধন্যবাদ

The post wapkiz footer ads হাইড করুন আরো সহজে।। নতুন স্ক্রিপ্ট… সাইট ব্লক হওয়ার সম্ভাবনাও নেই appeared first on Trickbd.com.


Saturday, October 24, 2020

জাভাতে দেখুন IPL সহ সকল Cricket এর Live Score! তাও আবার জাভার একটি অ্যাপে। J2me Loder ইউজারও দেখতে পারেন। [Don’t Miss It]

জাভাতে দেখুন IPL সহ সকল Cricket এর Live Score! তাও আবার জাভার একটি অ্যাপে। J2me Loder ইউজারও দেখতে পারেন। [Don’t Miss It]

আস্সালামুআলাইকুম। আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি।
.
আজকে আমি একটা নতুন এবং হেল্পফুল পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি।
.
আশা করি সবার উপকারে আসবে। সবাই ধৈর্য ধরে সবাই পোষ্ট টা পরবেন আর কিছু না বুজলে কমেন্ট বক্সে কমেন্ট করেন। তো শুরু করা যাক।
.
অনেকেই হয়ত টাইটেল দেখে বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব।
.

Topic নিয়ে কিছু কথা


টাইটেল দেখে হয়ত বুঝে গেছেন কি নিয়া আলোচনা করব। আজকে আপনাদের সামনে হাজির হলাম অসাধারন একটা জাভা অ্যাপ নিয়ে।
.
যা দিয়ে আপনারা ক্রিকেটের এর সকল ম্যাচের লাইভ স্কোর দেখতে পারবেন।
.
আপনারা জানেন বর্তমানে আইপিএল চলছে । আমদের সবসময় হয়ত টিভিতে খেলা দেখার সময় হয় না । তাই আমরা লাইভ স্কোর দেখার চেষ্টা করি । তাই আপনাদের জাভা মোবাইল এর জন্য অসাধারন একটা Cricbuzz অ্যাপ নিয়ে আসলাম।
.
এই App ER অনেক ভার্সন আছে যেগুলো কাজ করে না আমার দেওয়া এই ভার্সনটি ১০০% কাজ করবে ইনশাআল্লাহ।
.
চলুন অ্যাপটা ডাউনলোড করে নিন এবং আপনার ফোনে ইনস্টল করুন।
.

App Info:


App Name : Cricbuzz
Size : 250+ Kb
All Java Mobile Supported
Click Here To Download
.
চলুন শুরু করি প্রথমে অ্যাপটা ওপেন করুন। পারমিশন চাইবে দিয়ে দিন।

এই অ্যাপটা একটু টাইম নিবে লোডিং হতে।

ধৈর্য হরাবেন না

দেখেন কাজ হয়েছে । ২১ তারিখের ম্যাচ ব্যাংগালুরু আর কলকাতা খেলা হয়েছে। ব্যাংগালুরু 8 উইকেটে জিতেছে।

একটু নিচে যান কে কে বল করছে আর ব্যাট করছে তাদের নাম এবং পারফরম্যান্স দেখাচ্ছে।

এবার আপনারা আরোও অপশনে পেতে মেনু বাটনে ক্লিক করুন।এখানে আরোও অনেক অপশন আছে।দেখতে পারেন।

এবার আমরা নেষ্ট ম্যাচ দেখব।মেনু বাটনে ক্লিক করে নেষ্ট ম্যাচ বাটনে ক্লিক করুন।

একটু টাইম নিবে। ওয়েট করুন।

এইতো এসেছে। এখানে কোন কোন দল খেলা হবে কোথায় হবে কয়টায় হবে তা শো করবে। দেখুন!

এবার সিডিউল মেনু খুজবো। সিডিউলে ক্লিক করুন।

এবারো একটু টাইম নিবে ওয়েট তো করতেই হবে!

এইতো ব্রো এসেগেছে। আপনার যেটার দরকার এটা খুজে নেন।

এভাবে আপনি আপনার লাইভ স্কোর দেথতে পারবেন।
.
এই অ্যাপ এ যা যা দেখতে পাবেন।
1.Commentary
2.Next Match
3.Previous Match
4.News
5.Schdule
6.ScoreCard
.
আশা করি পোষ্ট টা আপনার উপকারে আসবে।
.
আর একটা কথা কোনো প্রকার ভুল হলে ছোট্ট ভাই মনে করে ক্ষমা করে দিবেন। আর ভুলটা কমেন্ট বক্সে উল্লেখ করে দিবেন।
.
তো ভালো থাকুন সুস্থ্য থাকুন ট্রিক বিডির সাথে থাকুন ট্রিক বিডি নিয়ম কানুন মেনে চলুন আর ট্রিক বিডি কে আরো উন্নত করতে বেশি বেশি উন্নত পোষ্ট করুন!
.
খোদা হফেজ।

The post জাভাতে দেখুন IPL সহ সকল Cricket এর Live Score! তাও আবার জাভার একটি অ্যাপে। J2me Loder ইউজারও দেখতে পারেন। [Don’t Miss It] appeared first on Trickbd.com.


যেভাবে 2go স্টার র্যাকিং বৃদ্ধি করবেন , কয়েকটি নিন্জা টেকনিক।

যেভাবে 2go স্টার র্যাকিং বৃদ্ধি করবেন , কয়েকটি নিন্জা টেকনিক।

আসসালামু আলাইলকুম।আশা করি সবাই ভালো আছেন।আপনারা বলেছিলেন 2go star rank কিভাবে বাড়াতে হয় তার জন্য একটি পোস্ট দিতে।তাই আজকে দেখাব যেভাবে আপনার আপনাদের 2go account এর star rank বৃদ্ধি করবেন।

এখন আলোচনায় আসা যাক।নিচের লেখা গুলো মনোযোগ সহকারে পড়েন।

О 2go star rank বৃদ্ধি করার উপায় সমুহ :

    অনলাইন থাকা
    বন্ধু বাড়ানো
    2go room এ চ্যাট করা

এই তিনটি হলো 2go star rank বৃদ্ধি করার প্রধান উপায়।

এই তিনটি উপায়ের মধ্যে সবচেয়ে বেশী rank বাড়ানো যায় online থাকার মাধ্যমে। আপনি যদি 24 ঘন্টাই অনলাইন থাকতে পারেন তাহলে আপনার rank খুব দ্রুত ⚡ বূদ্ধি পায়।

তো অনেকেই বলবেন যে 24 ঘন্টা অনলাইন থাকা সম্ভব নাকি !!!



– হ্যাঁ , অবশ্যই সম্ভব।


কিভাবে তা পরে বলছি ।আগে জেনে নিন যেভাবে 2go তে অনলাইন থেকেও নেট ব্রাউজিং করবেন।

আপনি 2go তে অনলাইন থেকে facebook সহ বিভিন্ন সাইট বিভিন্ন সাইট ভিজিট এবং ডাউনলোড করতে পারবেন।

-নিচের স্টেপ গুলো দেখেন।(for itel phone and itel similar phone)

1. 2go এপ থেকে settings এ যান।



2. তারপর Help এ ক্লিক করেন।



3. তারপর নিচের দিকে যেয়ে visit site এ ক্লিক করেন।



যদি আপনি itel ফোন করে থাকেন এবং আপনার ফোনে opera mini ও Dorado Browser দুটো থেকে থাকে তাহলে আপনি visit site এ ক্লিক করার পর ব্রাউজার দুটোর লিস্ট দেখতে পাবেন।যেখান থেকে আপনি যেকোনো টি use করতে পারবেন।এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফোন এ Settings > Phone settings > Browser selection > * Ask evrey time থাকতে হবে ।অন্যথায় যদি ডিফাল্ট ব্রাউজার সেট করা থাকে তাহলে ডিফাল্ট ব্রাউজার ই ওপেন হবে।আর যদি আপনি অন্য কোন ব্র্যান্ড এর ফোন ব্যবহার করেন তাহলে আপনার ফোনের built in ব্রাউজার সরাসরি ওপেন হবে।


এই ট্রিক টি ব্যবহার করে আপনার star rank ও বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েবপেজ ও ব্রাউজিং করতে পারছেন।


বিঃদ্রঃ তবে আপনি কোন jar , jad ফাইল ডাউনলোড করতে পারবেন না। ডাউনলোড করতে গেলে শেষে jar or jad file ইনস্টল হইতে চাইবে।জাভা তে 2go এপ টি চালু থাকায় মোবাইল দুই কাজ একসাথে করতে পারবে না।যার কারণে মোবাইল হ্যাং করবে। এছাড়া jar এবং jad এই দুই এক্সটেশন বাদে যেকোনো ধরনের ফাইল ডাউনলোড দিতে পারবেন।


এখন দেখাব যেভাবে আপনারা মোবাইল ব্যবহার করার সময় বাদে 2go তে online থাকবেন।


আমরা অনেকেই সারা রাত সারা দিন 2go online রেখে দেই।এতে করে অনেক চার্জ এর প্রয়োজন হয়।কারণ 2go app চলাকালীন display এর আলো জ্বলে থাকে সব সময়।এতে করে মোবাইলের চার্জ খুব দ্রুত শেষ হয়ে যায়।এটা খুব বড় সমস্যা।তাই আপনাদের জন্য একটি 2go app mod করে এনেছি।



এটার মাধ্যমে আপনি Display এর আলো বন্ধ করে রাখতে পারবেন। এতে করে চার্জ অনেক save হবে।

তো App টি এখান click here to download থেকে ডাউনলোড দিন।

আপনার যখন ফোন ব্যবহার এর প্রয়োজন পরবে না তখন এই এপটির মাধ্যমে আলো অফ করে 2go id online রেখে দিতে পারবেন।

আলো অফ করার স্টেপ সমুহ :

1. app টি install করে ওপেন করেন।

2. app install করে আপনার আইডি লগইন করবেন।

3. লগইন করার পর (*) press করবেন।সেখানে কিছু সেটিংস ও দুইটি আয়তাকার বক্স দেখতে পারবেন।এই দুইটি দ্বারা display এর আলো নিয়ন্ত্রন করতে পারবেন।

Box এ গিয়ে D-pad এর Left button right দ্বারা আলো কমানো বাড়ানো যাবে।নকিয়া ফোনে বেশি সুবিধা পাবেন। কিন্তু itel phone and এই জাতীয় ফোনে শুধু আলো অফ অন করতে পারবেন। আলো একেবারে কমালে আলো অফ হবে।যখন আপনি আলো কমিয়ে রাখবেন তখন আলো অফ হওয়ার পর আর কোনো key press করবেন না ।ঐ ভাবেই রেখে দিবেন।অন্যথায় কোনো key প্রেস করলে আলো আবার জ্বলে উঠবে।

এইভাবে আপনি আপনার 2go আইডি অনলাইন রাখতে পারবেন। আপনার যদি বাড়তি কোনো জাভা ফোন থাকে তাহলে আপনি 24 ঘন্টাই এভাবে অনলাইন থাকতে পারবেন।


বিঃদ্রঃ অনেকেই এ নিয়ে মোটামোটি জানে।তবে আপনাদের সুবিধার্থে একটি পুর্ণাঙ্গ ধারণা দ্বারা পোস্ট লেখলাম।সাথে একটি এপ ও মোডিফাই করে দিয়েছি।কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত আশা করছি।






The post যেভাবে 2go স্টার র্যাকিং বৃদ্ধি করবেন , কয়েকটি নিন্জা টেকনিক। appeared first on Trickbd.com.


Php স্টাইলের বেস্ট ওয়েপকিজ সাইট হতে পারে আপনার ,পোষ্টটা দেখলে !

Php স্টাইলের বেস্ট ওয়েপকিজ সাইট হতে পারে আপনার ,পোষ্টটা দেখলে !

আসসালামু আলাইকুম
আপনারা সকলে কেমন
আছেন?
আশা করি ভালোই আছেন।
কেউ ভালো না থাকলে
আমাদের প্রিয়
ট্রিকবিডি সাইট কেউ
ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভালো আছি।
আমি আজ আপনাদের
সামনে হাজির হয়েছি
নতুন একটা পোষ্ট নিয়ে।
যার মাধ্যমে আমরা নতুন
কিছু শিখবো।
একটা কথাঃ
আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার
যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর
যদি
পারেন তাহলে কমেন্টে
ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে
আমি
ভুলটা সংশধনের চেষ্টা
করব।
আর যদি পোষ্টটা পড়ে
যদি,

একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা
লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

বিস্তারিত

Wapkeys.Com এর থিমটি শেয়ার করতে চলে এসেছি আপনি অবশ্যই এই থিমটি পছন্দ করবেন । থিমটার সিএসএস এটোমেটিকলি বিভিন্ন রকমের কালারে পরিবর্তন হতে থাকে যেগুলো আপনার পছন্দ হতেই হবে ।

*কিছু screenshot থিমটির ।*

Next
Next
Next
Next
Next
Next
Next

হ্যাঁ ভাই,ঠিকই দেখলেন অনেকেই আছেন যে ওয়েপকিজ সাইট পছন্দ করেন না কিন্তু যারা এই সাইটটি দেখবেন তাদের ১০০% পছন্দ হতেই হবো
আমি আজকেই ওয়েপকিজ এর একটা বিখ্যাত স্টাইলের সাইটের ওয়েপকিজ থিম সেয়ার করতে চলেছি ।।

সাইটিটি ,হয়তা তার এডমিনের/মালিকের এতোই প্রিয় হয়ে গেছে যে পেইড ডোমেইন নিছে ও তার ওয়েকিজ সাইটের জন্য ।

আপনি,প্রস্তুত সাইটটির ডেমো দেখার জন্য?
প্রথমে আপনি Demo দেখে আসুন ।।
কী পছন্দ হয়েছ ? অবশ্যই পছন্দ হওয়া লাগবে কেনো সাইটটি দেখতে অনেক সুন্দর আমার দেখা সবচেয়ে চমৎকার ডিজাইনের ওয়েপকিজ সাইট ।

আমার দেখে অনেক,পছন্দ হয়েছে । তাইতো আপনাদের মাঝে এটি শেয়ার করতে যাচ্ছি । ইনশাল্লাহ,আপনাদেরও অনেক পছন্দ হবে ।

এমনিতেও কিছু বিশেষ গুণ দেখে নিন ।
১.অসাধারন হেডার ।
২.চমৎকার ফুটার ।
৩. সুন্দর ক্যাটাগরি ।
4.অভুতপুর্ব লেটেস্ট আপটেড ।
৫.ডাউনলোড পেজ,টা দেখতে অনেক সুন্দর রিলেটেড ফাইল ও রয়েছে ।
৬.অসাধারন সিএসএস
৭.ব্যাকগ্রাউন্ড টা দেখার মতো ।

এছাড়াও অনেক ফিচার রয়েছে সাইটিতে । ডেমোটা দেখলে বুঝবেতেই পারবেন,সাইটটি কতটা সুন্দর ।

যদি সাইটটি পছন্দ হয়েই থাকে তাহলে থিম ডাউনলোড করে নিন ।

এবার,আপনার সাইটের পেনেল মোড এ যান ।

তারপরে অপশনটি সিলেক্ট করুন ।

এখন,ফাকা বক্সটিতে আমার দেওয়া ফাইলটি সিলেক্ট করে আপলোড দিয়ে দিন ।

কাজ শেষ,এবার সাইটটি দেখবেন আমার দেওয়া ডেমো এবং এর সাথে ১০০% মিলবে ।

ধন্যবাদ পোস্টটি পরার জন্য কোনো অসুবিধা হলে ফেসবুক অথবা কমেন্ট জানাবেন অবশ্যই ।

The post Php স্টাইলের বেস্ট ওয়েপকিজ সাইট হতে পারে আপনার ,পোষ্টটা দেখলে ! appeared first on Trickbd.com.