Tuesday, March 24, 2020

চার্জার এর আউটপুট কত ওয়াট – মাপুন একদম সহজে!

চার্জার এর আউটপুট কত ওয়াট – মাপুন একদম সহজে!

চার্জার এডপ্টার/পাওয়ার ব্যাংক কত ওয়াট এর, এটা যারা হিসাব পারেন না এই পোষ্ট তাদের জন্য।

পোষ্টটাকে আমি  তিনটা অংশে ভাগ করেছি।
১ম অংশ= থিওরি
২য় অংশ= মূল অংশ
৩য় অংশ= মন্তব্য

১ম অংশ (থিওরি):

Power (P) এর একক হলো Watt (W), Power হিসাব করা হয় Voltage(V) এবং Current (I) এর গুনফলে। Voltage এর একক Volt এবং প্রকাশ করা হয় V দিয়ে। Current এর একক Ampere এবং প্রকাশ করা হয় A দিয়ে। অতয়েব, P= V×A (watt)।

২য় অংশ (মূল বক্তব্য):

ছবিতে যেটা মার্ক করে দেখিয়েছি সব ব্রান্ডেড চার্জারেই এরকমভাবে আউটপুট রেটিংস গুলো লেখা থাকে। শাওমি চার্জারেঃ 5V= 3A/9V =2A/12V=1.5A, হুয়াওয়ে তেঃ 5V 2A OR 9V 2A।

/ এর আগ পর্যন্ত V এবং A গুন করলেই আউটপুট পাওয়া যাবে। যেমনঃ
5V×3A= 15 Watt
9V×2A= 18 Watt
12V×1.5A= 18Watt

কোন এডপ্টারে এরকমভাবে দুইটা বা তিনটা আউটপুট দেওয়া থাকতে পারে, সর্বোচ্চ আউটপুট যেটা পাবেন সেটাই ওই এডপ্টার বা পাওয়ারব্যাংক এর আউটপুট হিসাবে ধরা হবে। যেমন এই এডাপ্টারে ১৫ ওয়াট পেয়েছি আবার ১৮ ওয়াট পেয়েছি। তো এই এডপ্টারের আউটপুট হলো ১৮ ওয়াট।

৩য় অংশ (মন্তব্য): 

সকল পরিচিত ব্রান্ডের আউটপুট হিসাব এই রকম কিন্তু কপি বা লোকাল এডাপ্টারগুলোতে এরকম রেটিংস লেখা থাকলেও সেগুলো লিখিত রেটিংস অনুযায়ী আউটপুট দেয় না। কপি পাওয়ারব্যাংক গুলোও লিখিত রেটিংস অনুযায়ী আউটপুট দেয়না। আবার বেশি ওয়াট এর এডাপ্টার ব্যবহার করলেই ফোন দ্রুত চার্জ হবেনা। ফোনেরও দ্রুত চার্জ গ্রহণ করার ক্ষমতা থাকতে হবে।

পোষ্ট যদি জটিল মনে হয়ে থাকে তাহলে ২য় অংশটা আবার পড়তে পারেন। আশাকরি একবার পড়েই বুঝতে পেরেছেন। পোষ্ট পড়ার জন্য ধন্যবাদ।

The post চার্জার এর আউটপুট কত ওয়াট – মাপুন একদম সহজে! appeared first on ATC ToTo.


Saturday, March 14, 2020

Gf/Bf এর কল/মেসেজ হিস্টরি চেক করুন।নতুন ট্রিক!(using MyGP app)

Gf/Bf এর কল/মেসেজ হিস্টরি চেক করুন।নতুন ট্রিক!(using MyGP app)

CallSMSHistory!!!

*শেষে রয়েছে সহজ উপায়!!!

আসসালামু আলাইকুম।

আশা করছি সবাই ভাল আছেন।

অনেক আগে আমি দেখিয়েছিলাম কীভাবে গ্রামীনফোনের ওয়েবসাইট থেকে কল/মেসেজ হিস্টরি চেক করতে হয়।সম্প্রতি সেই পদ্ধতিটি বন্ধ করা হয়েছে।তাই আজ আপডেটেড ট্রিক নিয়ে আসলাম।

এই ট্রিকের মাধ্যমে আপনারা মাইজিপি এপ ইউজ করেই ইনকামিং এবং আউটগোয়িং কল/মেসেজ হিস্টরি চেক করতে পারবেন।

টাইপ -১: যারা আগে মাইজিপি ওয়েবসাইট থেকে কল/মেসেজ হিস্টরি দেখতেন তাদের শুধুমাত্র মাইজিপি এপ এবং পুর্বের ইমেইল আর পাসওয়ার্ড মনে থাকলেই চলবে।

টাইপ-২: যারা আগে কখনোই ওয়েবসাইট থেকে ট্রাই করেন নি, অর্থাৎ যারা একেবারেই নতুন করে শুরু করতেছেন  তারা প্রথমত  একটি ‘কানেক্ট ‘ একাউন্ট খুলে ইমেইল ও পাসওয়ার্ড সেট করে নিন।এক্ষেত্রে নিচের স্ক্রিনশট গুলো ফলো করুন।

*যার নাম্বারের হিস্টরি চেক করবেন তার কাছে এককালীন  দুইবার কোড যাবে। এটা কীভাবে কালেক্ট করবেন সেটা আপনার ব্যাপার।   

প্রথমেই গুগলে গিয়ে সার্চ করুন Connect লিখে।

এবার How can I manage….. এখানে ক্লিক করুন।

নিচের মতো আসলে যার হিস্টরি দেখতে চান তার নাম্বার টি এখানে দিয়ে সাইন ইন এ ক্লিক করুন।

সাইন ইন এ ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে ঐ কোডটি কালেক্ট করে চিহ্নিত জায়গায় বসিয়ে দিয়ে Verify Code এ ক্লিক করুন।

তারপর প্রথমেই আপনাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করে নিতে হবে।তাই নিচের স্ক্রিনশটটির মতো আসলে প্রথমেই পাসওয়ার্ড এ ক্লিক করুন।

একই পাসওয়ার্ড দুইটি ঘড়েই দিয়ে ‘সেভ করুন’ এ ক্লিক করুন।

এবার আসুন ইমেইল সেট করে নেই।ইমেইল সেট করে নেওয়ার জন্য ঐ নাম্বারে আরেকবার কোড যাবে।

এক্ষেত্রে ইমেইল এ ক্লিক করুন।

ইমেইলে ক্লিক করলে নিরাপত্তাজনিত কারনে আবার আপনাকে লগিন করতে হবে।এক্ষেত্রে কিছুক্ষণ আগেই যে নতুন পাসওয়ার্ড টি সেট করেছেন সেটি দিয়ে সাইন ইন এ ক্লিক করুন।

নিচের মতো আসলে SMS এ ক্লিক করুন।

এখন আরেকবার ঐ নাম্বারে কোড যাবে।ঐ কোডটি কালেক্ট করে এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই কোড এ ক্লিক করুন।

এবার আপনার নিজস্ব একটি ইমেইল দুইটি ঘড়েই বসিয়ে দিন এবং সেভ করুন।

সেভ করুন এ ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে।

এবার যে ইমেইলটি যুক্ত করেছেন, ইনবক্স চেক করে ইমেইলটি ভেরিফাই করে নিন। ভেরিফাই করতে নিচের মতো লিংকটিতে ক্লিক করবেন।

ভেরিফাই হয়ে গেলে এরকম দেখাবে।

বাবুরে!!! কাজ শেষ।!!!

এবার আসুন আসল কাজে যাই।

প্রথমত মাইজিপি এপটি ডাউনলোড করে ওপেন করে নিন।

Sign in with GP ID এখানে ক্লিক করুন।

ক্লিক করার পর নিচের মত আসলে sign in with email এখানে ক্লিক করবেন।

এরপর কানেক্ট একাউন্ট এ যে ইমেইল এড করেছিলেন সেই ইমেইলটি এখানে দিন এবং Sign in এ ক্লিক করুন।

সাইন ইন এ ক্লিক করলে পাসওয়ার্ড দেওয়ার অপশন আসবে।কানেক্ট একাউন্টে যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিন এবং সাইন ইন এ ক্লিক করুন।

সাইন ইন এ ক্লিক করলে সরাসরি মাইজিপি এপের ড্যাশবোর্ডে চলে আসবেন।

এবার কল/মেসেজ হিস্টরি দেখতে নিচের স্ক্রিনশটগুলো লক্ষ্য করুন।

>>

>>

>>

>>

 

তো আশা করছি বুঝতেই পারছেন কীভাবে কী করতে হবে 🙂 তারপরেও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।আমি সর্বোচ্চ চেষ্টা করব রিপ্লাই করে সমাধান দেওয়ার।

*সহজ উপায়:

*এতো ভেজাল না করে সরাসরি মাইজিপি এপে গিয়ে যার হিস্টরি দেখতে চান তার নাম্বার দিলে এবং তার কাছে থেকে কোডটি নিয়ে দিলেই তো হয়ে যায়।

হ্যা অবশ্যই এভাবেও হবে।তবে এক্ষেত্রে প্রত্যেকবার লগিন করার সময় ঐ নাম্বারে কোড যাবে।

এক্ষেত্রে যেভাবে করবেন তা স্ক্রিনশট এ দেখিয়ে দিচ্ছি।

>>

>>যার হিস্টরি দেখতে চান তার নাম্বার এখানে দিন এবং সাইন ইন এ ক্লিক করুন।

>> সাইন ইন এ ক্লিক করলে ঐ নাম্বারে একটি কোড যাবে।সেই কোডটি সংগ্রহ করে চিহ্নিত যায়গায় বসিয়ে ডানে তীর চিহ্নতে ক্লিক করুন।

>> অল ডান ব্রো! এবার উপরে দেখানো নিয়মে কল/মেসেজ হিস্টরি চেক করুন।😊

*নোট: এই পদ্ধতিতে একবার লগিন করলে আর লগ আউট করবেন না।নয়তো পুনরায় কোড নিতে হবে।

*আমি উপরে যে ট্রিকটি দেখিয়েছি সেক্ষেত্রে  একবার কোড নিতে পারলেই লাইফটাইম হিস্টরি দেখতে পারবেন কোনোরকম কোড নেওয়া ছাড়াই।😎

রবি,এয়ারটেল,বাংলালিংক সিমের এরকম ট্রিক্স প্রয়োজন হলে কমেন্ট করুন🙂

সকলের সর্বাঙ্গীণ সুস্থতা কামনা করছি।

ধন্যবাদ।

The post Gf/Bf এর কল/মেসেজ হিস্টরি চেক করুন।নতুন ট্রিক!(using MyGP app) appeared first on Trickbd.com.


ফোনের সাউন্ড কম হলে এটা শিখে নিন ৩০০ গুন জোরে বাজবে ১০০% শিউর

ফোনের সাউন্ড কম হলে এটা শিখে নিন ৩০০ গুন জোরে বাজবে ১০০% শিউর

হাই ভিউয়ারস
আশা রাখছি সবাই ভালো আছেন যেহেতু ট্রিকবিডির সাথে থাকেন তাহলে আশা করি আরো ভালো আছেন,কারণ এটা একটা বিশাল বড় প্লাটফর্ম যা টেকনোলজির আড্ডা হয়।

আশা করি সবাই ভালো শিখেছেন এবং আরো শিখবেন।

আমি ও অনেক কিছ শিখছি এবং আরো শিখবো এবং আপনাদের ও শিখানোর চেষ্টা করবো।

আমাদের মোবাইল গুলো তুলনামূলক সাউন্ড পাই না যে কোন গান বাজালে সাউন্ড হয় না।
এজন্য আকজে আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করবো যার মাধ্যমে আপনার মোবাইলের সাউন্ড বেড়ে যাবে আগের থেকে ৩০০ গুন তো বিশ্বাস হচ্ছে না তাই না।অনেক বক বক করে ফেলছি মাপ করে দিয়েন।

চলুন শুরু করা যাক___
প্রথমে অ্যাপস টা ডাউনলোড করুন।
warning আসলে ওকে করুন।

এখন সেটিংস আইকনে ক্লিক করুন।

Settings এ যান এবং ক্লিক করুন।

Maximum allowed boost ক্লিক করুন।

দেখুন সাউন্ড % চলে আসছে, আপনার ইচ্ছা মতো % সিলেক্ট করুন।

একটা গান চালিয়ে দেখুন এবং Boost টেনে দেখুন ১০০% সাউন্ড আগের থেকে বেরে গেছে।

মনে রাখবেন বেশি সাউন্ড দেওয়ার কারণে আপনার মোবাইল স্পিকার নষ্ট হয়ে গেলে আমি ও ট্রিকবিডি টিম দায়ী থাকবে না।নিজের মতো করে সাউন্ড দিন।

এতো সময় ধরে পোষ্টা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ট্রিকবিডির সাথে থাকুন।

The post ফোনের সাউন্ড কম হলে এটা শিখে নিন ৩০০ গুন জোরে বাজবে ১০০% শিউর appeared first on Trickbd.com.


পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করুন।

পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করুন।

হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন।

আমাদের সবার কম বেশি পাওয়ার ব্যাঙ্গ প্রয়োজন কিন্তু বাজারে পাওয়ার ব্যাঙ্কের অনেক দাম এছাড়া ভালো সার্ভস ও দেয় না এজন্য আজকে আমি আপনাদের শিখাবো কি ভাবে পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করা যায়।

এজন্য বাজার থেকে আমাদের এই পাওয়ার ব্যাঙ্ক ক্যাছিন টা কিনলে হবে।দাম নিবে ৪০০/৫০০ টাকা।

আর এরকম ল্যাপটপের ব্যাটারি এটা খুলুন।

তারপর এমন ব্যাটারি গুলো পাবেন।এগুলো হলে যথেষ্ট আর পুরাতন ব্যাটারি না থাকলে বাজার থেকে কিনে নেন।

ঐ ক্যাছিন টা খুলুন।

ব্যাটারি গুলো এভাবে সেটআপ করুন।

তারপর দেখুন স্কিনে চার্জ চলে আসছে এবং ক্যাছিন টা লাগান।

এই দুটা পয়েন্ট দিয়ে চার্জ সাবপ্লাই দিবে এবং অপর দুটা দিয়ে চার্জ দিতে পারবেন।

এছাড়া দুটি লাইট আছে রাতে কোন রকম পথ চলা যাবে।

একটা ব্যাটারিরর এমপির ৫ হাজার তাহলে ৮ ব্যাটারি এমপির কত বুঝতেই পারছেন।
৪০০০০ হাজার এমপির পাওয়ার ব্যাঙ্ক আপনি তৈরি করছেন।

অনন্য পাওয়া ব্যাঙ্কের তুলনায় অনেক বার চার্জ দিতে পারবেন কারণ বুজেন তো এটা ল্যাপটপের ব্যাটারি কম শক্তিশালী নয়।

আশা করি আপনাদের পোষ্টা বোঝাতে পেরেছি এবং ভালো লেগেছে।
ভুলত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

The post পুরাতন ল্যাপটপের ব্যাটারি দিয়ে হেব্বি শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক তৈরি করুন। appeared first on Trickbd.com.


থ্রিডি পেইড লঞ্চার ফ্রিতে ব্যবহার করুন। দারুণ লঞ্চার।

থ্রিডি পেইড লঞ্চার ফ্রিতে ব্যবহার করুন। দারুণ লঞ্চার।




আজকাল আমরা সবাই কম-বেশি স্মার্টফোন ব্যবহার করি।
আমাদের ফোনে দেওয়া লঞ্চার গুলো আমরা তেমন মন মত পাই না।
আপনি যদি এখনো,
স্মার্ট ফোনের লঞ্চার কাকে বলে, তা না জানেন তবে গুগলে সার্চ দিয়ে জেনে নিন।

তো আজকে আপনাদের মাঝে একটা পেইড বা যেটা টাকা দিয়ে কিনতে হয় ঠিক তেমন একটা লঞ্চার ভাগাভাগি করবো।

আশা করছি,
আপনাদের ভালো লাগবে।
লঞ্চারটির নাম

Next Launcher

যেহেতু পেইড, তাই আমি গুগল ড্রাইভ এ আপলোড করে দিলাম।

ডাউনলোড করে নিন

তারপর এপ্সটি ওপেন করুন

এবার সব পারমিশন গুলো এলাউ করে দিন

আপনার ফোনে এপ্সটি রান হয়ে যাবে, এনজয় এ ক্লিক করুন

দেখুন ফোনের চেহেরা পালটে গেছে

এ লঞ্চারটির দারুন ফিচার টি হচ্ছে থ্রিডি-লুক
থ্রিডি ফিচারটি চালু করতে

তারপর

তারপর

এবার দেখুন আরেক টা লুক দেখাচ্ছে।
এখানে আপনি ডানে-বায়ে স্যয়েপ করে,
খুব স্মুথলি এপ্স টি ব্যবহার করতে পারবেন।

————–

এছাড়াও আপনি চাইলে আপনার মন মত এপ্সটির সব কিছু কাস্টমাইজড করে নিতে পারেন
এপ্স>সেটিংস>

লঞ্চার হিসেবে এপ্স টি ব্যবহারে আমার খুব ভালো লেগেছে।
তাই,
আপনাদের সাথে শেয়ার করলাম।

সবার সু-সাস্থ্য কামনা করে বিদায় নিলাম।



The post থ্রিডি পেইড লঞ্চার ফ্রিতে ব্যবহার করুন। দারুণ লঞ্চার। appeared first on Trickbd.com.