Friday, February 14, 2020

[Part 2]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java +Android]

[Part 2]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java +Android]

আসসালামু আলাইকুম ও আদাব

    ট্রিকবিডির সকলে কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে ইনফর্মবিডি ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভাল আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।

    একটা কথাঃ

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

    আজকের পোষ্টঃ

আপনাকে ২য় পার্টে সাগতম।আগের পার্টে আমরা রেজিষ্টার ও একাউন্ট একটিভ করে ছিলাম।এবার আমরা ওয়ার্ডপ্রেস ইন্সটল করব।পিএইচপি তে জাভা দিয়ে এটাই অনেক কঠিন কাজ।এই ধাপ এর পর সবকিছুই সহজ।তো আজ আমরা এই কঠিন ধাপটার কাজ করব।অনেকেই বলে জাভা দিয়ে ওয়ার্ডপ্রেস ইন্সটল করা যায়।আজ আমি কোনো এপ ছাড়াই সফল ভাবে ইন্সটল করা শেখাবো।যেহেতু আমরা জাভা দিয়ে কাজ করছি।সেহেতু এই পার্টে ব্রাউজিং এর প্রবলেম হতে পারে তবে কাজ করবেই।হ্যাঁ আর একটা কথা ব্রাউজারের Mobile View অফ রাখবেন।নাহলে কাজ নাও হতে পারে।
তো শুরু করিঃ
1..এখানে যান অথবা ব্রাউজারের এড্রেস Cpanel.byethost.com বারে লিখুন।

2..তারপর ঐ খাতায় লেখা ইনফর্মেশন গুলো দিয়ে লগ ইন।ইউজার নেম হবে (ex: b24_5542674) এই ধরনের।

3..তো এবার যে পেজটা আসবে ওটা ব্রাউজার দিয়ে রিলোড করুন।তাহলে অনেক গুলো অপশন পাবেন।
4..অপশন গুলোমধ্যে নিজের দেখানো অপশনে ক্লিক করুন।মাথায় রাখবেন একই রকম দুটো অপশন আছে।আপনারা দ্বীতিয়টায় ক্লিক করবেন।

5..এই রকম পেজ আসবে।

6..সবঠিক থাকলে প্রথমেই ওয়ার্ডপ্রেস অপশন থাকবে ওটার ওয়ার্ডপ্রেস লেখায় ক্লিক করুন।

7..এবার একটু নিচে গিয়ে Install Now লেখায় ক্লিক করুন।

8..এবারের পেজ এর ইনফরমের ঠিক করে দিবেন।এর জায়গায় সাইট এর নাম ও এর জায়গার সাইট সম্পর্কে কিছু।এর জায়গায় আপনার নাম যা আপনার সাইটে দেখাবে।তার পাস.. দিন।ইন্সটল এ ক্লিক করুন।

success

সবঠিক থাকলে আপনার সাইট ভিজিট করুন।
কাল আমরা সুন্দর একটা থীম আপলোড দিবো।

……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।

Contact Me On Facebook

.
জাভা,এনড্রইড ও ওয়পকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।

    খোদা হাফেজ

The post [Part 2]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java +Android] appeared first on Trickbd.com.


[Part 1]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java+Android]

[Part 1]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java+Android]

আসসালামু আলাইকুম ও আদাব

    ট্রিকবিডির সকলে কেমন আছেন?

আশা করি ভালোই আছেন।কেউ ভালো না থাকলে ইনফর্মবিডি ভিজিট করে না।
আপনাদের দোয়ায় আমিও
ভাল আছি।

আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা পোষ্ট নিয়ে।

    একটা কথাঃ

আমি একজন মানুষ আর
মানুষ মাত্রই ভুল আমার যদি
ভুল হয় তাহলে কেউ খারাপ
কমেন্ট করবেন না।আর যদি
পারেন তাহলে কমেন্টে ভুলটা
দেখিয়ে দিবেন।তাহলে আমি
ভুলটা সংশধনের চেষ্টা করব।
আর যদি পোষ্টটা পড়ে যদি
একটুও উপকৃত হন তাহলে
একটা কমেন্ট ও একটা লাইক
দিয়ে যাবেন।
আচ্ছা, যাই হোক টাইটেল
দেখেত নিশ্চয়ই বুঝে
গেছেন যে,আজ কি বিষয়
নিয়ে কথা বলতে চাচ্ছি?
চলুন শুরু করা যাক।

    আজকের পোষ্টঃ

আজকে এমন একটা পোষ্ট নিয়ে এসেছি যেটা এর আগে কেউ করেনি।আমি নেটে সার্চ করেও পাই নি।যাই হোক আসল কথায় আসি।অনেকেই বলে এন্ড্রইড ছাড়া ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করা সম্ভব নয়।আমি জাভা দিয়েই ওয়ার্ডপ্রেস বানিয়েছি তাও থীম আপলোড সহ Demo।আমি তাই এটা আপনাদের মাঝে সেয়ার করছি।এন্ড্রইড ইউজাররা ভাবছেন এখনও জাভা ইউজার আছে হ্যাঁ আছে।আপনারা পারলে সাইটের জাভা ক্যাটাগরির পোষ্ট ভিউ দেখে আসুন।আমি এটা শুধু তাদের জন্যই দিচ্ছি যাদের আগ্রহ আছে।বাকীরা ১১১১হাত দুরে থাকুন।আর প্লিজ পোষ্টের কম্মেন্ট লিস্ট ময়লা করবেন না।আসলে ট্রিকবিডিতে অবুজ ছাগলের অভাব নেই।তো এবার আসল পোষ্টে চলে যাই।
1..নিজের ব্রাউজারে এড্রেসবারে byethost.com লিখুন বা এখানে ক্লিক করুন।

2..তারপর SignUp For Free Hosting এ ক্লিক করুন।

3..পরের পেজ প্রথম জায়গায় সাইট নাম এবং পরে ইমেইল ও ক্যপচা দিয়ে পূরন করে Register এ ক্লিক করুন।

4..সব ঠিক থাকলে আপনার ই-মেইল এ একটা বার্তা জাবে।স্প্যাম ফোল্ডার চ্যাক করুন।

5..এই রকম দেখতে পাবেন।

6..মেইলের ভিতরে গিয়ে এক্টিভেশন লিংকে ক্লিক করে একাউন্ট একটিভ করুন।
7..তারপর এই রকম অরো একটা মেইল আসবে।

8..এটার ভিতর গিয়ে আপনার ইউজার নেম ও পাস… খাতায় লিখে রাখবেন।
..
২য় পার্ট শিগ্রই আসবে।
……..

তাহলে আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ট্রিকে।

Contact Me On Facebook

.
জাভা,এনড্রইড ও ওয়পকিজ এর সকল টিপস পেতে আমাদের পেজে লাইক দিন।
ভিজিট করতে নিচে ক্লিক করুন।
Java-Android Tips And Wapkiz Help
নতুন নতুন জাভা গেম ও ওয়াপকিজ কোড পেতে পেতে চাইলে আমার সাইট ভিজিট
করতে পারেনঃ NkBD.Tk
আবারও বলছি কোনো ভুল হলে কমেন্টে যানাবেন
আর হ্যাঁ আপনার সময় থাকলে পোষ্টে একটা কম্মেন্ট ও লাইক করে যাবেন।
ভালো থাকুন সুস্থ থাকুন ট্রিকবিডির সাথেই থাকুন।

    খোদা হাফেজ

The post [Part 1]জাবা দিয়ে তৈরি করুন ট্রিকবিডি এর মতো ওয়ার্ডপ্রেস সাইট ১০০% Working…..{First On Net}…… [Java+Android] appeared first on Trickbd.com.


Thursday, February 13, 2020

গ্যালাক্সি আনপ্যাকড ২০২০ সম্পর্কে আপনার যা যা জানা প্রয়োজন

গ্যালাক্সি আনপ্যাকড ২০২০ সম্পর্কে আপনার যা যা জানা প্রয়োজন

এস১১ না এস২০? ১২০হার্জ রিফ্রেস রেটের ডিস্পলে কি আদৌ স্যামসাং ব্যবহার করবে? ১০০এক্স জুম কিভাবে সম্ভব!

এবছরের এস সিরিজের ফোনগুলোকে ঘিরে এমনসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিলো সবার মাথায়। গত ১১ ফেব্রুয়ারি  আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়ে গেলো স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট যেখানে তারা মোট ৪টি নতুন ফোন লঞ্চ করে। চলুন এক নজরে লঞ্চ হওয়া ফোনগুলো সম্পর্কে জেনে নিই-

(গ্যালাক্সি Z Flip) – সোর্সঃ CNet

Galaxy Z Flip: গতবছর স্যামসাং বাজারে এনেছিলো তাদের প্রথম ফোল্ডেবল ফোন গ্যালাক্সি ফোল্ড, এরই ধারাবাহিকতায় এবার স্যামসাং নিয়ে এলো তাদের ফোল্ডেবল ফোনের নতুন লাইন-আপ গ্যালাক্সি জি ফ্লিপ। ফোনের সামনে-পেছনে দুই জায়গাতেই স্যামসাং ব্যবহার করেছে গ্লাস। গ্যালাক্সি Z Flip-ই প্রথম ফোল্ডেবল ফোন যাতে ব্যবহার করা হয়েছে গ্লাস ডিস্পল। গ্লাস ডিস্পলেটি ২লক্ষ বার কোনো বিপত্তি ছাড়াই ফোল্ড করা যাবে বলে দাবি করছে স্যামসাং।   

৬.৭ ইঞ্চির ১০৮০পি (২১:৯) ডাইনামিক এমোলেড ডিসপ্লেটি ভাঁজ হয় ভার্টিক্যালি যেখানে গ্যালাক্সি ফোল্ড ভাঁজ হতো হরিজন্টালি। ১.১ ইঞ্চির একটি ছোট্ট এমোলেড কভার ডিসপ্লেও রয়েছে গ্যালাক্সি Z Flip-এ যেখানে ফোন ফোল্ডেড থাকা অবস্থায় টাইম, নোটিফিকেশন শো করবে। ফোনটিতে রয়েছে মোট তিনটি ক্যামেরা, পেছনের ক্যামেরা দুইটি ১২ মেগাপিক্সেলের যার একটি রেগুলার ক্যামেরা অন্যটি আল্ট্রা-ওয়াইড লেন্স, সামনে ব্যবহার করা হয়েছে ১০ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।  চিপসেট হিসেবে রয়েছে গতবছরের ফ্ল্যাগশিপ চিপ কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৫৫+। Z Flip-কে পাওয়ার ব্যাকআপ দিবে ৩৩০০ এমএএইচ এর ব্যাটারি যা ওয়্যারড বা ওয়্যারলেস দুইভাবেই রিচার্জ করা যাবে।

তবে ভার্টিক্যালি ফোল্ডিং ডিভাইস লোকজন কিভাবে গ্রহন করে এখন সেটাই দেখার বিষয়। আগামী ১৪ই ফেব্রুয়ারী থেকে বাজারে পাওয়া যাবে এই ফোনটি। Z Flip-এর দাম নির্ধারন করা হয়েছে ১৩৮০ ডলার।

স্যামসাং এস২০ লাইনআপ – Gizmodo UK

Galaxy S20 Series: এস১০ এর পর এস১১ না এনে ২০২০ উপলক্ষে স্যামসাং নিয়ে এলো এস২০ লাইনআপ। ৪বছর যাবত স্যামসাং প্রতিবছর এস লাইনআপে দুইটি করে ফোন লঞ্চ করত, গত বছর স্যামসাং তাদের রীতি ভেংগে এস লাইনআপে লঞ্চ করেছিলো চারটি ফোন। তবে এবছর এস২০, এস২০ প্লাস ও এস২০ আল্ট্রা ৫জি এই তিনটি ফোন লঞ্চ করলো স্যামসাং ।

গ্যালাক্সি এস২০ এর সামনে রয়েছে ৬.২ইঞ্চির ১৪৪০পি ১২০হার্জ হোলপাঞ্চ ডায়নামিক এমোলেড ডিসপ্লে যার টাচ রেস্পন্স রেট ২৪০হার্জ, নোট ১০-এর হোলপাঞ্চ থেকে এস২০ সিরিজের হোলপাঞ্চ প্রায় ৪০% ছোট। অন্যদিকে এস২০ প্লাস এ ব্যবহার করা হয়েছে ৬.৭ইঞ্চির ডিস্পলে।

এবছরের এস২০ সিরিজের অন্যতম প্রধান আপগ্রেড হলো ক্যামেরা। এস২০ এর পেছনে তিনটি ও এস২০ প্লাস এর পেছনে রয়েছে চারটি ক্যামেরা। দুটো ফোনেই রয়েছে ১২মেগাপিক্সেলের রেগুলার লেন্স, ১২মেগাপিক্সেলের ১২০° আল্ট্রা-ওয়াইড লেন্স ও  ৬৪মেগাপিক্সেলের ৩এক্স অপ্টিক্যাল জুম লেন্স যা দিয়ে ৩০এক্স পর্যন্ত জুম করা যাবে। এস২০+ এ চতুর্থ লেন্স হিসেবে ০.৩ মেগাপিক্সেলের থ্রিডি টাইম অফ ফ্লাইট (ToF) সেন্সর ব্যবহার করা হয়েছে। 

এস২০ সিরিজের ফোনগুলোই বিশ্বের প্রথম তিনটি ফোন যা ৮কে (8K@24fps) ভিডিও রেকর্ড করতে পারে।

সামনের দিকে দুটি ফোনেই রয়েছে ১০মেগাপিক্সেলের সেম লেন্স যা এখন ৪কে (4k@60fps) রেকর্ড করতে পারে।

ফোন দুটির প্রাণকেন্দ্রে আছে এক্সিনোস ৯৯০/স্ন্যাপড্রাগন ৮৬৫। র‍্যাম হিসেবে এস২০ সিরিজের তিনটি ফোনেই ব্যবহার করা হয়েছে LPDDR5 র‍্যাম যা LPDDR4x এর থেকে ৫০% পাওয়ারফুল একইসাথে ৩০% বেশি পাওয়ার এফিসিয়েন্ট। এস২০ কে শক্তির যোগান দিবে ৪০০০ এমএএইচ এর ব্যাটারি অন্যদিকে এস২০+ এ রয়েছে ৪৫০০ এমএএইচ এর ব্যাটারি।

৪জি ও ৫জি দুটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ ও এস২০ প্লাস। 

এস২০ ৫জি এর প্রাইস ৯৯৯ ডলার আর এস২০ প্লাস ৫জি এর ১১৯৯ ডলার।

Galaxy S20 Ultra 5G – PhoneArena

Galaxy S20 Ultra 5G: এবছর গ্যালাক্সি এস সিরিজে এসেছে এক নতুন সদস্য, নাম তার এস২০ আল্ট্রা ৫জি। আল্ট্রা নামের প্রতি সুবিচার করে স্যামসাং তাদের সবকিছু একদম নিংড়ে দিয়েছে এই এস২০ আল্ট্রা-য়। ৬.৯ ইঞ্চির বিশাল হোলপাঞ্চযুক্ত ১২০হার্জ ডিস্পলে, ১০৮ মেগাপিক্সেল মেইন লেন্স, ৪৮ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স, ১০০এক্স জুম, ১৬ গিগাবাইট র‍্যাম, ৫০০০ এমএএইচ ব্যাটারি- একবাক্যে বললে, It’s a tank!

১০৮ মেগাপিক্সেলের লেন্সটি ন্যানো-বিনিং টেকনোলজি ব্যবহার করে যা ৯টি পিক্সেলকে একসাথে মিলিয়ে একটি বড়ো পিক্সেল তৈরি করে। ৪৮মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম লেন্সটি ৫এক্স পর্যন্ত লসলেস ও সর্বোচ্চ ১০০এক্স জুম করতে পারে। বাকি দুটি লেন্স এস২০+ এর মতো ১২মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স ও ০.৩মেগাপিক্সেলের ToF সেন্সর।

১২/১২৮, ১৬/২৫৬, ১৬/৫১২ তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ৫জি।

১৩৯৯ ডলার গুনতে হবে এস২০ আল্ট্রা ৫জি-র বেস ভেরিয়েন্টের জন্য।

৬মার্চ থেকে বাজারে পাওয়া যাবে এস২০ সিরিজের ফোনগুলো।

Galaxy Buds Plus

Galaxy Buds Plus: ১১ফেব্রুয়ারী লঞ্চ হওয়া সব ফোনের মধ্যেই একটা বিষয়ের মিল রয়েছে, কোনো ফোনেই নেই ৩.৫মিলিমিটার ইয়ারফোন পোর্ট। সেকারণেই হয় একই ইভেন্টে স্যামসাং লঞ্চ করেছে তাদের ১৪৯ ডলার মূল্যের গ্যালাক্সি বাডস-এর সাক্সেসর গ্যালাক্সি বাডস প্লাস। 

এবছরের গ্যালাক্সি এস২০ লাইনআপের প্রধান ফোকাস ছিলো ক্যামেরা, ডিস্পলে ও ব্যাটারি। বিশেষ করে এস২০ সিরিজের ক্যামেরা ক্ষমতা নিয়ে স্যামসাং এতটাই  আত্মবিশ্বাসী যে তারা তাদের Galaxy Unpacked ইভেন্ট টেলিকাস্টের জন্য ক্যামেরা হিসেবে এস২০ সিরিজের ফোন ব্যবহার করেছে!

কাগজ-কলমে প্রত্যেকটা ফোনই এবছর বাজার কাঁপাবে বলে মনে করছে বেশিরভাগ টেক এক্সপার্ট। গ্যালাক্সি Z Flip ও এস২০ সিরিজ সম্পর্কে আপনার কি অভিমত? কমেন্ট করে জানাতে ভুলবেন না।

 

The post গ্যালাক্সি আনপ্যাকড ২০২০ সম্পর্কে আপনার যা যা জানা প্রয়োজন appeared first on ATC ToTo.


নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে মডিফাইড করা নতুন স্টাইলের ট্রিকবিডির থীম।

নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে মডিফাইড করা নতুন স্টাইলের ট্রিকবিডির থীম।

Hello Friend’s!!!
কেমন আছেন?
আশা করছি অনেক অনেক
ভালো আছেন!!!
আজ আমি আপনাদের মাঝে
নিয়ে এসেছি নতুন একটি
থীম।
এটা নতুন নয়।
খুবই জনপ্রিয় একটি
ওয়ার্ডপ্রেস থীম।
সেইটা হলো ট্রিকবিডি
থীম।আজ আমি
আপনাদের মাঝে থিমটা শেয়ার করবো ।
থীমটা দেখে আপনার পছন্দ
হবেই গ্যারান্টি!
কারণ থীমটাতে অসাধারণ
কালার দেওয়া হয়েছে।
অসাধারণ ভাবে মার্জিন
দেওয়া হয়েছে।
এক কথায় থীমটাতে সকল
ধরণের সুবিধা ও অসাধারণ
ডিজাইন আছে।
আর একটা কথা আমার কাছে
এটা ভালো লাগছে তাই
আমি ভালো বলেছি।
আপনার কাছে খারাপ
লাগতে পারে তাই খারাপ
বলবেন না। আর কথা না বলে চলুন পোস্ট টা শুরু করি। প্রথমে আমি কিছু স্কিনর্সট দেই।হেডার এর স্কিনর্সট কেমন পোস্টিং সিমেন্ট কেমন কারিগরি কেমন কারিগরির নিজের জায়গা কেমন । ফ্লুটোর আর আপনি যদি থেমটার লাইভ

ডোমো দেখতে চান তাহলে ক্লিক

এবং থেমটার

ডাউনলোড লিঙ্ক

পোষ্টি কেমন
লাগলো কমেন্ট করে
জানাবেন। এবং লাইক
দিবেন ।

The post নিয়ে নিন সম্পূর্ণ ফ্রীতে মডিফাইড করা নতুন স্টাইলের ট্রিকবিডির থীম। appeared first on Trickbd.com.


Monday, February 10, 2020

স্টাইলিশভাবে জিমেইল লিখুন আর অবাক করে দিন আপনার বসকে!

স্টাইলিশভাবে জিমেইল লিখুন আর অবাক করে দিন আপনার বসকে!


ছবিটা দেখে হয়তো অনেকেই ধারণা পেয়ে গেছেন আজকের পোস্টে আমি আপনাদেরকে ঠিক কী দেখাতে যাচ্ছি 😄

মূল কাজে চলে যাওয়ার আগে এই পোস্টের আইডিয়াটা কীভাবে পেলাম সেটা শেয়ার করি 😆

ট্রিকবিডিতে ট্রেইনার হওয়ার জন্য তিনটা মানসম্মত পোস্ট লেখা লাগে। তো আমি তিনটা পোস্ট লেখার পর ট্রেইনার রিকোয়েস্ট করে ২ দিন কোন সাড়া না পেয়ে হতাশ হয়ে 😞 রানা ভাইকে মেইল করতে গেলাম তখন কী লিখব সেটা ভাবতে থাকি আর মেইলবক্সে ক্লিক করে ধরে রাখি তারপর এই বিষয় সম্পর্কে ধারণা পেলাম।ভাবলাম আমার মতো হয়তো বিষয়টা অনেকেই জানে না।

তো এখন কাজের কথায় আসি…

কীভাবে সুন্দর করে জিমেইল লিখবেন?



  • তার জন্য গুগলের অফিশিয়াল জিমেইল এপটির প্রয়োজন হবে যেটা প্রায় সবার মোবাইলেই থাকে, না থাকলে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নিবেন।
  • তারপর, জিমেইল এপটিতে প্রবেশ করবেন
  • নিচে থাকা প্লাস আইকনে ক্লিক করবেন
  • Compose Email নামক বক্সে ক্লিক করবেন এবং ঐ জায়গায় কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন তাহলে Format নামক একটি অপশন পাবেন
  • ঐটায় ক্লিক করলে নিচের মতো কিছু অপশন দেখতে পাবেন
  • এবার ঐ ফাঁকা জায়গায় লিখুন “I Love TrickBD” তারপর, উপরে দেখানো পদ্ধতি অনুযায়ী Format থেকে Bold, Italic, Underline এসব অপশনগুলো আনুন। তারপর দেখুন আমি TrickBD লেখাটার কালার লাল করতে চাই তাই এই লেখাটাকে আগে সিলেক্ট করে নিতে হবে । তারপর A তে ক্লিক করে কালার সিলেক্ট করে নিতে হবে
  • দেখুন TrickBD লেখাটার কালার লাল হয়ে গেছে, একইভাব আপনি যেকোন লেখাকে সিলেক্ট করে যেকোন স্টাইল দিতে পারেন।
ধন্যবাদ পোস্টটা পড়ার জন্য যদিও বিষয়টা অনেকেরই সিম্পল লাগবে তবে এই সিম্পল বিষয়গুলোই আমরা অনেকে জানিনা 🙂

The post স্টাইলিশভাবে জিমেইল লিখুন আর অবাক করে দিন আপনার বসকে! appeared first on Trickbd.com.


Friday, February 7, 2020

হারিয়ে যাওয়া সকল নাম্বার ফিরিয়ে আনুন ফেসবুকের মাধ্যমে কোন জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই ১০০% গ্যারান্টি

হারিয়ে যাওয়া সকল নাম্বার ফিরিয়ে আনুন ফেসবুকের মাধ্যমে কোন জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই ১০০% গ্যারান্টি

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালোই আছেন আমিও আল্লাহর রহমতে ভালই আছি আজ আপনাদের জন্য একটি নতুন ট্রিক নিয়ে এসেছি এই ট্রিকের মাধ্যমে আপনারা আপনাদের হারিয়ে যাওয়া নাম্বার ফেসবুকের মাধ্যমে পাবেন। তো চলুন শুরু করা যাক সবাই স্কিনশট গুলো ফলো করুন













কোন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিয়েন আর না বুঝলে ইউটিউবে ভিডিও দেখে আসতে পারেন
ভিডিও লিংক এখানে ক্লিক করুন
আল্লাহ হাফেজ সবাই ভাল থাকবেন

The post হারিয়ে যাওয়া সকল নাম্বার ফিরিয়ে আনুন ফেসবুকের মাধ্যমে কোন জিমেইল অ্যাকাউন্ট ছাড়াই ১০০% গ্যারান্টি appeared first on Trickbd.com.