Monday, January 27, 2020

খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see)

খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see)



আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমদে বেশ ভালোই আছেন। আমি আজকে আপনাদের জন্য একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের তৈরি করা ফ্রেম আপলোড দিতে পারবেন। ফেসবুক প্রোফাইলে আমরা প্রায় সময় ই বিভিন্ন ধরনের ফ্রেম ব্যাবহার করি। কিন্তু সেই ফ্রেম গুলো অন্য কেউ তৈরি করে ফেসবুকে আপলোড করে দিয়ে থাকে।আপনারা হয়তো কখনো একবার হলেও ভেবেছেন যে এই ফ্রেম কিভাবে কাজ করে অথবা কিভাবে এই ফেসবুকে আপলোড করদে হয়। তো আজকে আমি আপনাদের সামনে এমন টিউটোরিয়াল নিয়ে হাজির যার মাধ্যমে আপনারা ফেসবুকে নিজের ফ্রেম আপলোড দিতে পারবেন।
তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক —


প্রথমেই আমরা আমাদের এনড্রয়েড থেকে যেকোনো ভালো ফটো এডিটর ওপেন করে নিবো।এক্ষেত্রে আমি Pixel Lab ব্যাবহার করছি।
প্রথমে আমাদের 1024 width এবং 1024 height এর প্রজেক্ট খুলে নিতে হবে।

এবার ছবিটিকে আমাদের transparent করে নিতে হবে।

এবার আপনার ক্রিয়েটিভিটি দিয়ে ছবিটাকে ভালোভাবে এডিট করে ফেলুন যেভাবে একটি ফ্রেমের এডিট করা হয়ে থাকে।
আমি আমার মনমতো একটি ডিজাইন এখানে দেখালাম।

ছবিটি এডিট হয়ে গেলে তা আপনার গ্যালারি তে সেভ করে নিন।
এবার এই লিংকে ক্লিক করুন।


Click_here

লিংকে ক্লিক করলে আপনাকে এরকম একটি ওয়েবপেইজ এ নিয়ে আসা হবে-
এখানে Create a frame এ ক্লিক করো।

একটু নিচে স্ক্রল করে আসলেই দেখবে Create frame নামে একটা বাটন দেয়া আছে। তাতে ক্লিক করুন।

এবার Get started এ ক্লিক করো।

এবার Upload art এ ক্লিক করো।

এবার আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে। প্রথমে যে ফটো এডিটর দিয়ে আমরা একটি ফ্রেম তৈরি করেছিলাম তা সিলেক্ট করে আপলোড করে দিতে হবে।

ছবিটি আপলোড হয়ে গেলে Next বাটনে ক্লিক করুন।

এবার প্রথম বক্সে আপনার ফ্রেম এর নাম দিন। যেহেতু আমি TipsJano24.com এর ফ্রেম তৈরি করেছি তাই এখানে নাম হিসাবে আমি TipsJano24.com দিয়ে দিলাম।এবং পরবর্তী কিওয়ার্ড বক্সে আমাদের কিছু রিলেটেড ট্যাগলাইন দিতে হবে। যেমন আমি TipsJano এর কিছু ট্যাগলাইন দিবো। এখানে এমন কিছু ট্যাগলাইন দিতে হবে যাতে লোকেরা সহজেই সার্চ করে আমার ফ্রেম টি পেতে পারে।
যেমন – TipsJano,TipsJano24,TipsJano24.com,TipsJano frame ইত্যাদি…।।
কিওয়ার্ড দেয়া হলে Next বাটনে ক্লিক করতে হবে।

এবার Publish লেখাতে ক্লিক দিলে আমাদের ফ্রেম টি সফলভাবে আপলোড হয়ে যাবে।

এখানে আবারো Ok বাটনে ক্লিক করে দিবেন।

এবার Done এ ক্লিক করুন।

এখানে আপনি আপনার ফ্রেম এর আপলোড অবস্হা দেখতে পারবেন। সাধারণত ফ্রেম আপলোড দেয়ার সাথে সাথেই তা এপ্রুভ করা হয়ে থাকে। তবে অন্য কারোর ফ্রেম নিজে কপি করলে বা কোনো কপিরাইট ছবি নিয়ে ফ্রেম তৈরি করলে তা ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিবে অথবা ফ্রেম Pending এ রেখে দিবে।

এভাবেই আপনারা আপনাদের নিজস্ব ফ্রেম তৈরি করে তা ফেসবুকে আপলোড দিতে পারবেন।
ফেসবুক ফ্রেম কিভাবে প্রোফাইলে সেট করতে হয় তা নিশ্চই সবার জানা আছে?
— তাহলে ভালো থাকুন সবাই…ইনশাআল্লাহ দেখা হচ্ছে আগামী কোনো post এ। —

The post খুব সহজে ফেসবুক ফ্রেম create করুন এবং Try it আপশন এড করুন [A to Z] ( must see) appeared first on Trickbd.com.


ফেসবুক যেকোনো মেসেজ মাত্র এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ডদের কাছে সেন্ড করুন [ Hot]



আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুকে এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ডদের কাছে মেসেজ পাঠাবেন।

আমরা অনেকেই আছি যারা এমন অনেক মেসেজ আছে যেটা খুব দ্রুত সবার কাছে ফরওয়ার্ড করতে চাই বা সবার কাছে দ্রুত মেসেজটা পাঠাতে চাই। ঠিক সেসময় যদি মেসেজটা একটা একটা করে সকল ফ্রেন্ডদের কাছে পাঠাতে যায় সেক্ষেত্রে সেটা অনেক সময় নিবে। কিন্তু আমরা যদি সেই মেসেজটা এক ক্লিকে কয়েক মিনিটের মধ্যে আমাদের সকল ফ্রেন্ডদের কাছে পাঠিয়ে দিতে পারি সেক্ষেত্রে আমাদের সময়টা অনেক বেচে যাবে এবং কাজটাও অনেক দ্রুত সম্পূর্ন হয়ে যাবে।

তো এটা কিভাবে করবেন সেটা জানতে পুরো পোষ্টটা মনোযোগ সহকারে ফলো করুন। আর যদি না বুঝেন সেক্ষেত্রে কমেন্ট বক্স তো থাকবেই। সেখানে একটা কমেন্ট করে আপনার সমস্যাটা জানিয়ে দিবেন। সো চলুন শুরু করা যাক…

প্রথমেই আপনারা প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে নিবেন।

তারপর অ্যাপটি অপেন করবেন এবং গুগলে ডুকে সার্চ করবেন Chrome webstore

তারপর সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন toolkit for fb

তারপর সবার প্রথমে যে টুলকিটটা দেখতে পাচ্ছেন সেটা ইনস্টল করবেন। আমি অলরেডি ইনস্টল করে ফেলছি সেজন্য Rate IT অপশন আছে। আপনাদেরটাতে Add To Chrome লেখা থাকবে। সেখানে ক্লিক করবেন।

তারপর আপনারা আমার এই লিংকে চলে যাবেন।

এখানে ক্লিক করুন

আমার লিংকে যাবার পর আপনারা নিচের মতো খালি বক্স পাবেন। সেখানে আপনার মেসেজটা লিখে দিবেন।

তারপর একটু নিচে নামবেন তারপর সেখানে Select All অপশনে ক্লিক করে দিবেন।

তারপর সবার নিচে নামবেন এবং ক্লিক করবেন SEND অপশনে। তারপর মেসেজ সবার কাছে যাওয়া শুরু হয়ে যাবে।



বর্তমানে ক্রোম ওয়েবস্টোর থেকে Toolkit For FB এক্সটেনশনটি রিমুব করে দিয়া হয়েছে। সেজন্য আপনারা এই পোষ্টটি দেখে এই Toolkit For FB এক্সটেনশনটি ইনস্টল করে নিন।


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। হয়তো অনেকেরই এটা জানা ছিলো বা আছে। কিন্তু পাশাপাশি অনেকেরই এটা অজানা ছিলো। ঠিক সেজন্য তাদের উদ্দেশ্য করেই আমার এই পোষ্টটি ছিলো।

আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাট আউল ফাউল কমেন্ট করবেন না প্লিজ


তো এই ছিলো আজকের পোষ্টের সকল নিয়ম কানুন। আশা করি আপনারা বুঝতে পারছেন সবকিছু। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট করে জানাবেন। আর যদি পোষ্টটি খারাপ লাগে তাহলে কেন খারাপ লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন, খারাপ কমেন্ট করবেন না প্লিজ


The post ফেসবুক যেকোনো মেসেজ মাত্র এক ক্লিকে আপনার সকল ফ্রেন্ডদের কাছে সেন্ড করুন [ Hot] appeared first on Trickbd.com.


Saturday, January 25, 2020

ফেসবুক লাইটে Dark Mode ব্যবহার করুন [ HoT Post ]

ফেসবুক লাইটে Dark Mode ব্যবহার করুন [ HoT Post ]

আসসালামু আলাইকুন, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি |

আর কথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আজকের পোষ্টটি হলে ফেসবুক লাইট সম্পর্কে|ফেসবুক লাইট ডার্ক মোড করবেন কিভাবে সেটাই আজ আমি এই পোষ্ট এ দেখাবো|

গুগল ক্রোম,টুইটার,মেসেঞ্জার ডার্ক মোড করা গেলেও ফেসবুক লাইড ডার্ক মোড করার কোনো অপশন দেয়নি ফেসবুক|

কিন্তু কাল যখন আমি ফেসবুক লাইড এপটি ঘাটাঘাটি করতেছিলাম,তখন এই ফিচারটি(ডার্ক মোড) আমার চোখে পড়ে|
তাই আজ আপনাদের সাথে শেয়ার করতেছি|

তো,,এর জন্য আপনাকে ফেসবুক লাইট এর অফিসিয়াল latest version টা ডাউনলোড করতে হবে,,আশা করি প্লে-স্টোর এ পেয়ে যাবেন,,সমস্যা হবে না|Beta version টা ডাউনলোড করবেন,,,এতে নতুন ফিচার গুলো সবার আগে পাবেন,,এর জন্য প্লে-স্টোর এ গিয়ে Facebook lite লিখে সার্চ করতে হবে,অতঃপর,Scroll down করে নিচে এসে Beta version এ জয়েন করতে হবে,,,

কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পাবেন যে আপনি বেটা টেষ্টার হয়ে গেছেন,,
তারপর এপটি ডাউনলোড দিন,,
এপ ডাউনলোড করার পর বেটা তে জয়েন করলে আবার আপডেট চাবে,,তাই আগে বেটা তে জয়েন করুন,তারপর ডাউনলোড করবেন|

দেখুন,,অন্যান্য সবার মতো আমার আইডি টাও সাধারন আছে,,

3 ডট অপশনে যান,,

scroll down করে নিচে আসুন,,



Settings এর পাশে যে arrow বাটন আছে সেখানে ক্লিক করুন,,

নিচে দেখুন Dark Mode নামে একটা অপশন আছে,,

ক্লিক করুন,,

দেখুন,,ডার্ক মোড হয়ে গেছে,,

(বিঃদ্রঃ Arrow button টা থাকলে হবে,,চেষ্টা করে দেখুন,,কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন|না বুঝে কমেন্টে অযথা কথা বলবেন না|আর তাও যদি না হয়,তবে নতুন একটা আইডি খুলুন,,তাহলে icon গুলা এমন হবে,,ফিচার টি পাবেন আশা করি|আবারও বলছি সব আইডির ক্ষেত্রে হবে না|নিচের ছবিটির মতো হলে পাবেন না|)

তো,,আজ এই পর্যন্ত,,
দেখা হবে আবার,,নতুন কোনো post নিয়ে|
ততদিন ভালো থাকুন,,সুস্হ থাকুন,,

The post ফেসবুক লাইটে Dark Mode ব্যবহার করুন [ HoT Post ] appeared first on Trickbd.com.


Saturday, January 18, 2020

[Hacking]ইমেইল স্পুফিং করুন ইচ্ছামত,কেউ বুজতেও পারবে না।শুধুমাত্র মজার জন্য ব্যবহার করবেন

[Hacking]ইমেইল স্পুফিং করুন ইচ্ছামত,কেউ বুজতেও পারবে না।শুধুমাত্র মজার জন্য ব্যবহার করবেন

 

ইমেইল স্পুফিং। অনেকেই হয়তো এই ব্যপারে জানেন।এটি হলো যেকারো ইমেইল এড্রেস ব্যবহার করে যেকোনো ইমেইল একাউন্টে মেসেজ করা এবং তা একদম কোনো এক্সেস ছাড়াই।

 

আসলে এইটি একটি পেইড সিস্টেম।মূলত,কিছু সংস্থা,হ্যাকাররা এই সিস্টেম এ এক্সেস দেয় তাদেরকে একটি পেমেন্ট করার পর।

কিন্তু ট্রিকবিডি মেম্বারদের জন্য আমি এটি একদম ফ্রি নিয়ে এলাম।

তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দেই কিভাবে আপনিও ইমেইল স্পুফিং করবেন।

 

তবে বিশেষ কথা হলো দয়া করে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না।শুধু বন্ধুদের সাথে মজা করবেন।যদি আপনি কোনো সমস্যায় পড়েন তবে আমি বা ট্রিকবিডি কোনো ভাবেই দায়ী থাকব না।

 

তাই প্রথমে সাইতে যান:https://n0tf0ound.000webhostapp.com/

 

এবার দেখতে পারবেন কিছু অপশন আসছে আপনার সামনে।

১.From বক্সে দিবেন যে এড্রেস থেকে মেইল পাঠাতে চাচ্ছেন

২.To বক্সে দিবেন যেই এড্রেসে স্পুফিং করতে চান

৩.Subject যেকোনো দিবেন

৪.Massage আপনার ইচ্ছামত টাইপ করবেন

এবার আপনার মেইল করার জন্য রেডি।

এখন Send বাটনে ক্লিক করবেন।

এবার দেখুন ট্রিকবিডি এর রিয়েল মেইলে আমার ইমেইল এড্রেসে মেইল চলে এসেছে।

মেইল্টি খুললাম।দেখুন একদম সেই মেইল্টি।যেটি আমি আমার সাইট থেকে পাঠিয়েছিলাম।

আর মেইল ৩-৫ সেকেন্ডের মধ্যে সেন্ড হবে।আর এই মেইল স্পাম ফোল্ডারে যাবে না।১০০% সেইফ এন্ড সিকিউর।

 

আশা করি ভালো লাগবে।ধন্যবাদ।আশা করি খুব তাড়াতাড়ি আরো টিউটোরিয়াল নিয়ে আসব ধন্যবাদ।

 

The post [Hacking]ইমেইল স্পুফিং করুন ইচ্ছামত,কেউ বুজতেও পারবে না।শুধুমাত্র মজার জন্য ব্যবহার করবেন appeared first on Trickbd.com.


নিয়ে নিন চরম একটি App এখোন আপনার শরীর যে কোন অংশ X-ray করে দেখতে পারবেন

নিয়ে নিন চরম একটি App এখোন আপনার শরীর যে কোন অংশ X-ray করে দেখতে পারবেন



আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও
ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা
হয়তো টাইটেল দেখেই বুঝে গেছেন।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক :

আসুন জেনে নেই এই Apps টির সর্ম্পকে

  • এই Apps টির নাম Real X-ray Simulator
  • এই App টি মাএ 15.4 Mb
  • এই টিতে প্রথমে আপনাকে ডাওনলোড করতে হবে। তারপর আপনাকে এই App টি চালু করতে হবে।তারপর আপনী আপনার মোবাইলের দিয়ে আপনি আপনার শরিলের যে অংশটি X-ray করতে চান সেই অংশটি Camra দিয়ে ছবি তুলতে পারবেন।এবং X-ray করে দেখতে পারবে
  • এই টিতে প্রথমে আপনাকে ডাওনলোড করতে হবে। তারপর আপনাকে এই App টি চালু করতে হবে।তারপর আপনী আপনার মোবাইলের দিয়ে আপনি আপনার শরিলের যে অংশটি X-ray করতে চান সেই অংশটি Camra দিয়ে ছবি তুলতে পারবেন।এবং X-ray করে দেখতে পারবেন।

    এবার জেনে নিন এই টি কেন আপনার প্রয়োজন

    আমরা সবাই খেলাধুলা করতে পছন্দ করি।
    তাই আপনাদের জেন কোন সমস্য না হয় সেজন্য এই App টি নিয়ে এলাম।
    মনে করেন আপনি ফুটবল বা ক্রিকেট খেলছেন তখন খেলতে খেলতে যদি আপনার শরীলের যে কোন একটি অংশতে আঘাত পেলেন তখন আপনী কি করবেন ।
    তখন আপনার কাছে যদি এই App টি থাকে তাহলে আপনি আপনার আঘাত পাওয়া স্তানে X-ray করে দেখতে পারবেতখন আপনার কাছে যদি এই App টি থাকে তাহলে আপনি আপনার আঘাত পাওয়া স্তানে X-ray করে দেখতে পারবেন।

    তো আর দেরি কিসের এখুনেই app টি নিচের লিংক থেকে ডাওনলোড করে নিন :
    Downlod This App

    নিচে কিছু Ss দেখে নিন :


    ধন্যবাদ পোষ্টি কষ্ট করে পড়ার জন্য।পোষ্টটি ভাল লাগলে লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন আর Informbd তে বেশি বেশি ভিজিট করবেন ধন্যবাদ পোষ্টি কষ্ট করে পড়ার জন্য।পোষ্টটি ভাল লাগলে লাইক,কমেন্ট এবং শেয়ার করবেন।সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন

    আল্লাহ হাফেজ

The post নিয়ে নিন চরম একটি App এখোন আপনার শরীর যে কোন অংশ X-ray করে দেখতে পারবেন appeared first on Trickbd.com.


Students এর জন্য দারুন ১০টি এপ্স যা আপনার ১০০% উপকারে আসবে

Students এর জন্য দারুন ১০টি এপ্স যা আপনার ১০০% উপকারে আসবে

1. Focus Booster: সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে সারাটাদিন তোমার কেমন গেল তার বিস্তারিত বর্ণনা দিবে  এই এপপ্স টি। যার থেকে এই তথ্য গুলির ভিত্তিতে তুমি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারবে।

লিংক

2. Forest: এই এপপ্স টি চালু করলে একটি গাছকে বেড়ে উঠতে দেখা যায়। এটি যখন চালু থাকে তখন তোমার মোবাইল বা হাতের স্মার্টফোন টি ব্যবহার থেকে বিরত থাকতে হবে।কারণ ব্যবহার করলে গাছটি মরে যাবে। এই এপপ্স টি সাধারণ তো তাদের জন্য উপকারী যারা মাত্রাতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করে।

লিংক

3. HeadSpace: এই এপপ্স টি আপনাকে ইয়োগা বা যোগ ব্যায়াম এ অনেক সাহায্য করবে। যোগ ব্যায়াম মানুষের রাগ কমাতে সাহায্য করে,স্মরণ শক্তি বৃদ্ধি করে ,এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে।

লিংক

4. Panda focus mode: এটি এমন একটি এপপ্স যা তুমি যখন তোমার ব্রাউজারে নতুন উইন্ডো ওপেন করবে তখন তোমার বাকি থাকা কাজ গুলার একটি তালিকা দেখাবে। তখন তোমার ফেলে থাকা কাজগুলো দেখলে তুমি সেগুলা খুব সহজে করতে পারবে।

লিংক

5. NOISLI: বিভিন্ন সুমধুর শব্দ ও সংগীত দিয়ে এই এপপ্স টি তোমার মনকে আত্মমধুর করে তুলবে এবং সাথে সাথে তোমার মনোযোগ বৃদ্ধি করবে।যখন তোমার মন ভালো থাকবে না বা তুমি যখন রাতে ঘুমাতে যাও তখন এটি তোমার অনেক উপকারে আসবে।

লিংক

6. Noizio: এটিও সাধারণত Noisli এর মত কাজ করে। এই এপপ্স টি বিভিন্ন সুমধুর শব্দ করে মানুষের মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে।

লিংক

7. Brain Fm:এই এপপ্স এ বিভিন্ন চ্যানেল রয়েছে তোমার বিভিন্ন কাজে সাহায্য করতে। তোমার মনোযোগ বৃদ্ধি করতে কৃত্তিম ভাবে এই এপপ্স টি তৈরি করা হয়েছে।

লিংক

8. Freedom: এই এপপ্স টি তোমাকে প্রোগ্রাম,এপপ্স, এমনকি ব্রাউজার থেকে তোমাকে ব্লক করে রাখতে সাহায্য করবে ।যার ফলে কাজে তোমার মনোযোগ বজায় থাকে। মনোযোগ বাড়াতে এই এপপ্স টি একটি বিশেষ ভূমিকা পালন করে।

লিংক

9. Hocus Focus: এই এপপ্সটি তোমার মোবাইলে যেই এপপ্স গুলা ব্যাবহার করার প্রয়োজন নেই সেগুলা ব্লক করে রাখে যাতে তুমি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করো তখন এটি এপপ্স গুলাকে ব্যবহার করতে নিরুসাহিত করে। এতে তোমার কাজে আরো মনোযোগ আকর্ষণ হয়।

লিংক


10. Self Control: এই এপপ্স টি আনস্টল করলে বা মোবাইল বন্ধ করে রাখলেও এপপ্স টি চলতে থাকে।এপপ্স টি বন্ধ করার একমাত্র উপায় হলো অপেক্ষা করা।আর এভাবেই এপপ্স টি আপনার ধৈর্য এবং মনোযোগ দুটি বৃদ্ধি করে।

লিংক

ধন্যবাদ

The post Students এর জন্য দারুন ১০টি এপ্স যা আপনার ১০০% উপকারে আসবে appeared first on Trickbd.com.


{Hot Post}এখন থেকে Andriod ইউজাররা পিসির মত ফোনের যে কোনো জায়গায় ভিডিও গান চালান।না দেখলেই মিস

{Hot Post}এখন থেকে Andriod ইউজাররা পিসির মত ফোনের যে কোনো জায়গায় ভিডিও গান চালান।না দেখলেই মিস


আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভাল আছেন।আমিও আল্লাহর রহমতে খুব ভাল আছি।আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি নতুন কিছু নিয়ে তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক


আজকে আমি Andriod ইউজারদের জন্য অসাধারন একটি Apps নিয়ে এসেছি।এটি মাধ্যমে আপনারা ফোনের যে কোনা জায়গায় পিসির মত ভিডিও গান চালাতে পারবেন
Apps Name=s Player
Apps Size=3MB
প্রথমে Apps টি Download করে নিন Download Link click here to download

ব্যাবহারের নিয়ম

*apps টি Download করে Open করার পর এই রকম দেখতে পারবেন

এবার আপনি এখান থেকে যেকোনো একটি ভিডিও সিলেক্ট করুন।এবার নিচের Sshot এর মত মার্ক করা জায়গায় ক্লিক করুন


এবার নিচের মত উপরে বামদিকে মার্ক করা জায়গায় ক্লিক করুন

তারপর এই রকম দেখতে পাবেন

এবার Player ক্লিক করে নিচের Sshot এর মত সবগুলা অন করে দিন

এবার Home বাটন টিপে কেটে দিন।দেখুন আপনার ফোনের Home Screen এ গানটি চলছে


এবার আপানার ফোনের যে কোনো জায়গায় ঢুকলেও গানটি চলবে।গানটি বন্ধ করতে গানটির উপরে ক্লিক করে Cross করে দিন
আশা করি সবাই বুঝতে পেরেছেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন।পোষ্টটি কেমন লাগল অবশ্যই জানাবেন।
সবাই সুস্থ থাকবেন
***আল্লাহ হাফেজ***

The post {Hot Post}এখন থেকে Andriod ইউজাররা পিসির মত ফোনের যে কোনো জায়গায় ভিডিও গান চালান।না দেখলেই মিস appeared first on Trickbd.com.


Wednesday, January 15, 2020

API আসলে কি ? দেখে নিন উদাহরণ সহ বিস্তারিত…

API আসলে কি ? দেখে নিন উদাহরণ সহ বিস্তারিত…



API কি ? উদাহরণ সহ বিস্তারিত…

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন ।

আজকে আমি আলোচনা করব API কি এর উপর, এবং এর ব্যাবহার এবং কিছু উদাহরণ দিয়ে API বুঝানোর চেষ্টা করব ।

একনজরে টপিক সমূহ :

  • API কি ?
  • API এর কয়েকটি উদাহরণ
  • API এর ব্যবহার

প্রোগ্রামিংয়ে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে । কিন্তু এপিআই কি জিনিস তা অনেকের কাছেই ক্লিয়ার না । আর এপিআই ডেভেলপমেন্টের কথা যদি বলা হয় তাহলে অনেকেই গুগল বা ফেসবুক এপিআই এর উদাহরন দিয়ে ইতি টেনে দেয় ।
বাংলাদেশের সফ্টওয়্যার ফার্মগুলোর মধ্যে এপিআই এর আগ্রহ চোখে পড়ার মত, তবে এপিআই ডেভেলপমেন্ট নিয়ে ভার্সিটি পর্যায়ে তেমন কোন সাড়া পাওয়া যায় না । তাই নতুনদের এপিআই ডেভেলপমেন্ট সর্ম্পকে
কিছু ধারনা দেয়াই আমার উদ্দেশ্য ।

এপিআই কি?

এপিআই হল Application Program Interface (API) যার মাধ্যমে একটি প্রোগ্রাম আরেকটি প্রোগ্রামের সাথে কিছু কথা [ ডাটা ] শেয়ার করতে পারে ।

An application program interface (API) is a set of routines, protocols, and tools for building software applications. Basically, an API specifies how software components should interact. Additionally, APIs are used when programming graphical user interface (GUI) components.

তো কেন দরকার এত কথা, প্রোগ্রামদের মধ্যে এত প্রেম কেন দরকার ? আমার প্রোগ্রামের ডাটা বা রিসোর্স আমি অন্য প্রোগ্রামের সাথে কেন শেয়ার করব ? উদাহরনের মাধ্যমে বোঝার চেষ্টা করে দেখি বুঝতে পারি কি না :
MS Word to API to Printer

এপিআই উদাহরন ১ :

ধরুন Canon কোম্পানি প্রিন্ট করার জন্য প্রিন্টার বানিয়েছে কিন্তু তারা তো মাইক্রোসফ্ট ওয়ার্ড বা টেক্স এডিটর বানায়নি । তাহলে মাইক্রোসফ্ট ওয়ার্ড কিভাবে ঐ প্রিন্টারে প্রিন্ট দিবে ?
নিশ্চই Microsoft আর Canon এর মাঝে কোন গোপন ব্যাপার-স্যাপার আছে ? ধরে নিলাম আছে, তাহলে অপেন অফিস বা অন্যন্য এডিটর,গুগল ক্রোম বা অন্যান্য প্রোগ্রাম গুলো কি করবে ?
কিংবা আপনি যদি কোন এডিটর বানান তবে আপনি কি করবেন ? তাছাড়া Canon ছাড়াও আরো অনেক প্রিন্টার আছে, আর হাজার হাজার এ্যাপ্লিকেশন আছে যেগুলো থেকে প্রিন্ট করা যায়।
তাহলে এসব প্রোগ্রাম কিভাবে প্রিন্টারের সাথে তথ্য বা ফাংশন আদান প্রদান করে? কিভাবে একটি প্রোগ্রাম প্রিন্টারকে বলবে তার ডকুমেন্টটি প্রিন্ট করে দিতে?

এ.পি.আই আসলে নতুন কিছু না । Canon বা অন্য যে কোন প্রিন্টারের সাথে কোন এ্যাপ্লিকেশন সফ্টওয়ারের কোন সম্পর্ক নেই । দুটো প্রোগ্রামই একটি ইন্টারফেস বা মাধ্যম ব্যাবহার করে যোগাযোগ করে থাকে ।
এই মাধ্যমকেই এপিআই বলে । মাইক্রোসফ্ট ওয়ার্ডে প্রিন্ট কমান্ড দিলে সে এপিআই এর কাছে প্রিন্টার স্ট্যাটাস রিকোয়েস্ট করে, এবং সব ঠিক থাকলে এপিআইকে ডকুমেন্ট প্রিন্ট করতে দেয় ।
এপিআই প্রিন্টার কে ঐ ডকুমেন্ট টি প্রিন্ট করতে বলে। প্রিন্টারের আসলে জানার দরকার সেই কোন প্রোগ্রাম প্রিন্ট করতে বলছে , তার কাছে এটা ডকুমেন্ট আসছে সে এটা রিড করে প্রিন্ট করবে ।

এপিআই উদাহরন ২ :

এবার একটি ছোট প্রোগ্রাম এর উদাহারন দেখা যাক !

# Open a file file = open (‘api.txt’ , ‘r’ ) # Read line line = file .readline() print line

উপরের প্রোগামটি একটি টেক্স ফাইলের [api.txt] প্রথম লাইন প্রিন্ট করবে । কিন্তু সেটা কিভাবে? আমি কি সরাসরি হার্ডডিস্ক থেকে বাইনারী ডাটা রিড করছি নাকি আমি কারো ভায়া হয়ে ডাটা পাচ্ছি ?

অথবা আপনি একটি ওয়ার্ড ফাইল ওপেন করলেন, মাইক্রোসফ্ট ওয়ার্ড প্রো.

প্রত্যেক অপারেটিং সিস্টেমের ই ফাইল হ্যান্ডেল করার জন্য ফাইল সিস্টেস এপিআই [ File System API ] থাকে । উইন্ডোজে NTFS এবং FAT ফাইল সিস্টেম অপারেশন হ্যান্ডেল করার জন্য এপিআই প্রদান করে থাকে ,
তেমনি লিনাক্সে ex2,ex3 সহ বিভিন্ন ফাইল সিস্টেম এপিআই থাকতে পারে । আমাদের প্রোগ্রামটি প্রথমে অপারেটিং সিস্টেমের ফাইল সিস্টেম এপিআই’র কাছে api.txt ফাইলটি রিড করার জন্য রিকোয়েস্ট করবে ।
ফাইল সিস্টেম এপিআই রিকোয়েস্ট ভেরিফাই করে ডাটা রিটার্ন করবে । অনুরুপভাবে রাইট করার জন্যও একই ভাবে এপিআই এর মাধ্যমে এক্সেস করতে হবে। সুতরাং এপিআই হল একটা কন্টেন্ট প্রোভাইডার বা হেন্ড্যেলার ।
তবে এই প্রোভাইডার কিছু নির্দিষ্ট শর্তে ডাটা এক্সেস দেয় আর সেই সর্তগুলোই বিভিন্ন ফাংশনে বিভক্ত থাকে । তাহলে আমরা বলতে পারি, এপিআই হল বিভিন্ন ফাংশনের সমষ্টি যা দুটো সিস্টেমের মধ্যে ডাটা আদান প্রদানের মাধ্যম হিসেবে কাজ করে ।

মি. এক্স: বুঝলাম এপিআই অনেক হাই লেভেলের সাবজেক্ট ! অপারেটিং সিস্টেম , ডিভাইস কিংবা বড় বড় সিস্টেম বানানোর জন্য এপিআই এর প্রয়োজন! ভাই আমি অত্যন্ত সাধারন প্রোগামার, আমি এসব জেনে কি করব, ঘুমোতে গেলাম !

এপিআই কথন: আপনি যে টাইপের বা যে লেভের প্রোগ্রামারই হোন না কেন এপিআই কি এবং সেটা আপনার লাইফ কতটা সহজ করে দিচ্ছে তা পুরো টিউটোরিয়াল জুড়ে বিভিন্ন উদাহরনের মাধ্যমে দেখানো হয়েছে ।

আমি প্রোগ্রামার নই ! এপিআই কি তা জেনে আমি কি করব?

আপনি যদি কোন সফ্টওয়্যার বা ওয়েব সার্ভিস বা মোবাইল এ্যাপ অথবা কোন হার্ডওয়্যার সলুশন তৈরী করতে চান কিংবা আপনি একজন ডিসিশন মেকার হন তবে API আপনার কাজে দিতে পারে ।

এপিআই এর সার্বজননীন ব্যবহার

একেক রকমের ব্যবহারকারীর কাছে একেক প্লাটফর্ম বেশি পছন্দের । কেউ স্মার্ট ফোনেই তাদের বেশিরভাগ কাজ করতে পছন্দ করে কেউ পিসিতে। কেউ এন্ড্রয়েড ব্যবহার করে কেউ বা আইফোন অথবা উইন্ডোজ, ফায়ারফক্স, লিনাক্স।
প্রতিনিয়ত স্মার্টফোনের ব্যবহার বাড়ছে, সেই সাথে বাড়ছে নতুন নতুন ও.এস. । এখন আপনি যদি চান আপনি যে সিস্টেম তৈরী করবেন তা সর্বাপেক্ষা বেশি মানুষকে অফার করতে,
তাহলে অবশ্যই আপনার সিস্টেমকে মাল্টিপ্লাটফর্মের জন্য উপযুক্ত করে তৈরী করতে হবে।

উদাহরন : আপনি প্রাত্যহিক হিসাব রাখার একটা প্রোগ্রাম বানাবেন যেটা ল্যাপটপে , এন্ড্রয়েডে , আইফোনে …. ইত্যাদিতে চলবে এবং সব ডিভাইসে হিসাব নিকাশ সবসময় আপডেটেড থাকবে ।

সাথে সাথে আপনি চাইবেন, অদূর ভবিষ্যতে আপনি নতুন কোন অপারেটিং সিস্টেম আসলে সেটাতে যেন সহজেই ইন্টগ্রেট করতে পারেন কিংবা আপনার পিএইচপি তে করা ওয়েব এ্যাপটি এঙ্গুলার জে.এস বা এ.এস.পি তে রি-ডেভেলপ করবেন ।
এক্ষেত্রে আপনি সহজেই নতুন কোন ফ্রন্টএন্ড এপিআই এর সাথে জুড়ে দিয়ে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন । এপিআই অনেক টা আপনার শরীর এবং শরীরে বিভিন্ন ফাংশন যেমন, হাটা, কথা বলা, অনুভুতি, ঘুমানো ইত্যাদি ।
আপনাকে একেক ড্রেসে একেক সময় একেক রকম লাগে । আপনার বেশভুষন বা স্টাইল যাই হোক আপনার দেহের অভ্যন্তরীন কাজ একই।
যেহেতু আপনার সিস্টেম এন্ড্রয়েড, আইফোন, পিসি সব যায়গায় একই কাজ করবে তাহলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোড না লিখে সবগুলোর জন্য একটি ব্রেইন তৈরী করলেন যার টেকনিক্যাল নাম এপিআই ।
অনেকটা আপনি আপনার মাথা কেটে কয়েকটা বিভিন্ন স্টাইলের বডিতে ইন্টারনেটের মাধ্যমে যুক্ত করে দিলেন । এখন আপনি যদি এই ব্রেইনে কোন পরিবর্তন আনেন সাথে সাথে সব প্লাটর্ফমে কিংবা আপনার নির্ধারিত প্লাটফর্মে সেই আপডেট টা চলে যাচ্ছে ।

সুতরাং বোঝাই যাচ্ছে এপিআই শুধু বিগবস-রাই ব্যবহার করে না, কারণ এটি প্রতিনিয়তই ব্যবহার করতে হচ্ছে ডেভেলোপারদেরকে, আর এর ব্যবহার শুধু হার্ডওয়্যার এবং ওএস এর মধ্যে সিমাবদ্ধ না । নিচে কয়েক প্রকার এপিআই এর উদাহরন দেয়া হল:

web service APIs, OS functional APIs, Hardware APIs,
SOAP XML-RPC JSON-RPC REST, Access to file system, Access to User Interface, Video Acceleration, Hard disk drivers, PCI Busses ইত্যাদি ।

তো বন্ধুরা আজ এ পর্যন্তই, জানিনা পোস্টটা কেমন হয়েছে, এটা আমার প্রথম পোস্ট, হয়ত কিছু এলোমেলো হয়ে থাকতে পারে…আজ থেকে লেখা শুরু করলাম, সো ভুলত্রুটি ক্ষমার চোখে দেখবেন…আর হ্যাঁ, পোস্টের কিছু তথ্য ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে ।

API সম্পর্কে আরো জানতে চাইলে Google তো আছেই ! Just Search and read !

অথবা নিচে ক্লিক করুন সোজা গুগলে নিয়ে যাবে 😊

নিচে ক্লিক করুন:👇

  • All about API
  • সবাই ভালো থাকবেন+সুস্থ থাকবেন

    আল্লাহ হাফেজ

    The post API আসলে কি ? দেখে নিন উদাহরণ সহ বিস্তারিত… appeared first on Trickbd.com.