Thursday, September 19, 2019

দেখে নিন, ফোনের Safe Mode কী? Safe Mode কিভাবে কাজ করে? আপনার ফোন Safe Mode এ কেনো রাখবেন?


আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কারণ ট্রিকবিডির সাথে থাকলে সকলে ভালোই থাকে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।

Safe Mode কী? কিভাবে কাজ করে? Safe Mode এ কেনো রাখবেন?


আপনার যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ইতিমধ্যেই জানেন কম্পিউটারে সাধারনত যদি কোন সমস্যা দেখা দেয় তো কম্পিউটার অটোমেটিক Safe Mode এ রান করে। আর Safe Mode এ রান করলে কম্পিউটারের software জনিত সমস্যা গুলো দ্রুত সমাধান হয়ে যায়।
এন্ড্রয়েড মোবাইলেও Safe Mode এ ঠিক একই রকম সুবিধা পাওয়া যায়। বিশেষ করে গেমস খেলার জন্য Safe Mode হচ্ছে সব চেয়ে নিরাপদ।
সাধারণত আমরা যখন মোবাইল অন কর তখন মোবাইলের System Apps সহ Install করা সকল এপস-ই Open হয়, কিন্তু আপনি যখন আপনার মোবাইল Safe Mode এ Open করবেন তখন শুধু মাত্র আপনার মোবাইলের System File গুলো রান করবে।
Safe Mode অনেক নিরাপদ এবং সহজ একটি প্রক্রিয়া, এটাতে ঘাবরানোর কিছু নেই। যদি একবার আপনারা এটা বুঝতে পারেন, তাহলে আর কখনোই আপনারা Safe Mode নিয়ে ভয় পাবেন না।

কিভাবে আপনার ফোন Safe Mode এ নিয়ে যাবেন :-


Safe Mode এ নিয়ে যাওয়ার জন্য প্রথমে আপনার ফোনের পাওয়ার বাটন এ ক্লিক করবেন। এরপর নিচের মত অপশনগুলো দেখতে পাবেন।
এরপর Power Off লেখায় চাপ দিয়ে ধরে থাকুন। নিচের মতো।

এরপর নিচের মতো দেখতে পাবেন
“Reboot to safe mode”. এরপর নিচের মতো Ok লেখায় ক্লিক করলেই আপনার ফোন Safe Mode এ চলে যাবে।

এভাবে আপনি আপনার ফোন Safe Mode এ নিয়ে যেতে পারেন।

এবার আসি কিভাবে আপনার ফোন আগের অবস্থায় নিয়ে আসবেন :-


সাধারণত আপনার ফোনকে আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আপনার ফোনের Power Button এ ক্লিক করে Restart দিলেই হবে। Safe Mode থেকে Normal Mode/আবার আগের অবস্থায় ফিরে আসবে।

টি আপনাদের ভালো লেগেছে। পোস্ট এ কোথাও ভুল হলে ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিবেন। আজ এ প্রর্য্যন্তই। কোনো কিছু না বুঝলে কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ট্রিকবিডির সাথেই থাকবেন।

[পোস্ট সম্পকির্ত যেকোনো প্রয়োজনে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন]

ধন্যবাদ←←←

→→→→→→→→→→♦←←←←←←←←←

The post দেখে নিন, ফোনের Safe Mode কী? Safe Mode কিভাবে কাজ করে? আপনার ফোন Safe Mode এ কেনো রাখবেন? appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: