Saturday, May 31, 2025

Banglalink Free MB + Minute নিয়ে নিন ২০২৫

Banglalink Free MB + Minute নিয়ে নিন ২০২৫

Banglalink ফ্রী MB নিয়ে নিন ২০২৫

কিভাবে পাবেন banglalink ফ্রী এমবি


Banglalink ফ্রী MB পাওয়ার জন্য প্রথমে মোবাইল এর ডায়াল প্যাড এ যান। এবং অফার পেতে ডায়াল করুন : *121*5999#
বেশ পেয়ে যান এমবি + মিনিট 72 ঘন্টার জন্য ।

আগের ইনকামের পোস্টটি যারা মিস করেছেন দেখে নিন এক নজরে

আমার টেলিগ্রাম চ্যানেলে কিভাবে আনলিমিটেড WhatsApp একাউন্ট ফ্রি খুলবেন ঐ টা দেখাবো আজকে ইনশাআল্লাহ ।

আমার ইনকাম রিলেটেড চ্যানেল

আমার ট্রিক্স রিলেটেড চ্যানেল

The post Banglalink Free MB + Minute নিয়ে নিন ২০২৫ appeared first on Trickbd.com.


সম্পূর্ন ফোল্ডার ব্যাকআপ করুন Dropsync অ্যাপ দিয়ে

সম্পূর্ন ফোল্ডার ব্যাকআপ করুন Dropsync অ্যাপ দিয়ে

আমাদের ফোনে এমন কিছু কিছু ফোল্ডার থাকে যেগুলো নিয়মিত আপডেট হতে থাকে প্রয়োজনীয় ফাইল দিয়ে। এমতাবস্থায় ড্রপসিঙ্ক (Dropsync) অনেক কাজের হতে পারে। ড্রপসিঙ্ক এমন একটি টুল যেটা আপনি যে ফোল্ডার ব্যাকআপ করতে চান, সে ফোল্ডারের সকল কিছু ড্রপবক্সের মধ্যে ব্যাকআপ করে দিবে। এমনকি ইতিমধ্যে ব্যাকআপ হওয়া ফাইল যদি মডিফাই করেন সেটাও ব্যাকআপ করে দিবে। এতে উক্ত ফোল্ডারের যতগুলো ডাটা আছে সব ড্রপবক্সে ব্যাকআপ হয়ে যাবে এবং হারানোর কোন ভয় থাকবে না। তো বুঝতেই পারতেছেন কতটা গুরুত্বপূর্ণ বিষয়। যাদের দরকার তারা অনেক আগে থেকেই এটা ব্যবহার করতেছে। তবে অনেকেই আমরা এই বিষয়ে কোন আইডিয়া রাখি না তাই পড়তে থাকুন এবং কিভাবে কি করবেন তা জেনে নিন।

কি কি দরকার

  • যেহেতু এটি ড্রপবক্স রিলেটেড একটি সফটওয়্যার তাই অবশ্যই আপনার একটি ড্রপবক্স এর একাউন্ট দরকার হবে যেখানে আপনার ফাইলগুলো ব্যাকআপ হবে।
  • ড্রপসিঙ্ক এপ্লিকেশন। যেটা সম্পর্কে এই আর্টিকেল আলোচনা করা হবে।
  • একটি অ্যান্ড্রয়েড ফোন।

সেটআপ প্রক্রিয়া

প্রথমত একটি ড্রপবক্স একাউন্ট ক্রিয়েট করে নিন। আপনার ক্রোম ব্রাউজারে বা পছন্দের ব্রাউজারে একাউন্টটি লগইন করে রাখুন।

এবার অ্যাপটি ডাউনলোড এর পর ওপেন করুন। Connect to Dropbox বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনাকে ব্রাউজারে রিডাইরেক্ট করা হবে সেখান থেকে আপনাকে ড্রপবক্স এর পারমিশন টি দিয়ে দিতে হবে নিচের মত।

এবার Choose what to sync অপশনে ক্লিক করুন। এবং তার পরের ধাপে গিয়ে Skip করে দিন স্ক্রিনশট এর মত।

Synced Folder অপশনে ক্লিক করুন। তারপরে Add Folder অপশনে ক্লিক করুন।

এবার Local folder in device থেকে থেকে কোন ফোল্ডারটি ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করুন।

এবং উপরে ড্রপবক্সে কোন ফোল্ডারে ব্যাকআপ করবেন সেটা সিলেক্ট করে দিন। Exclude hidden files অপশন আন-চেক করে দিতে পারেন। এরপরে সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।

লক্ষ করুন, এখানে Sync method এ ক্লিক করলে  Two-way (ডিফল্ট), Upload only এরকম বিভিন্ন অপশন আসবে।তো Two-way সিঙ্ক কি? এর মানে হলো দুই দিক থেকেই ফাইল সিঙ্ক হবে। আর আপলোড অনলি হচ্ছে শুধু আপলোড এর জন্য মানে ব্যাকআপ পার্পাস এ। এটা আপনার কিরকম লাগবে তা আপনি প্রয়োজন মত নির্বাচন করতে পারেন।

সব ঠিকঠাক থাকলে নিচের মত আসবে। এবং এখন থেকে নিয়মিত আপনার ফোল্ডারে যতগুলো ফাইল আছে সেগুলো ড্রপবক্সে সিঙ্ক্রোনাইজ হতে থাকবে।

কোন কোন ক্ষেত্রে এটি বেশি কাজের

যেমন ধরুন আপনার একটা ফোল্ডার আছে যা আপনার প্রতি নিয়ত ব্যাকআপ করা দরকার কারন সেখানে অনেক গুরুত্বপূর্ণ ফাইল আছে। এক্ষেত্রে ড্রপসিঙ্ক অনেক কাজের হতে পারে। আবার আপনার একাধিক ডিভাইস আছে, সেক্ষেত্রে আপনি সবগুলো ডিভাইস এ Dropsync দিয়ে সিঙ্ক্রোনাইজ করতে পারেন। এক্ষেত্রে আপনি সুবিধা পাবেন যে, যখন কোন একটি ডিভাইসে আপনি কোন ফাইল চেঞ্জ করবেন বা মডিফাই করবেন তখন সবগুলো ডিভাইসেই সেটা মডিফাই হয়ে যাবে। যেমন আমার কথা বলি, এখানে আমি মূলত Logseq এর নোটগুলো ব্যাকআপ করতেছি। এখন আমি চাইলে আমার পিসিতেও Dropsync বা সিমিলার কোন অ্যাপ্লিকেশন দিয়ে সিঙ্কক্রোনাইজ করে দুইটি ডিভাইসে সিমলেসলি নোট নিতে পারবো। এবং ফোন থেকে নোট এর কোন কিছু পরিবর্তন করলে সেটা পিসি তেও পরিবর্তন হয়ে যাবে।

উপসংহার

তো এই ছিল আজকের আর্টিকেল। এই আর্টিকেলে আপনি শিখলেন কিভাবে ড্রপসিঙ্ক অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার সম্পূর্ণ একটি ফোল্ডার এবং এর ভেতরে থাকা ফোল্ডার ও ফাইল ব্যাকআপ করবেন। যারা সম্পন্ন ফোল্ডার ব্যাকআপ করতে চান তাদের জন্য এটি অনেক কার্যকরী টুল হতে পারে। তো আর্টিকেলটি কেমন লাগলো জানাবেন। কোন বিষয় জানার থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।

The post সম্পূর্ন ফোল্ডার ব্যাকআপ করুন Dropsync অ্যাপ দিয়ে appeared first on Trickbd.com.


Friday, May 30, 2025

[HOT] Whatsapp একাউন্ট এড করে এবং রেফারে আগুন ইনকাম, বিস্তারিত পোস্টে!

[HOT] Whatsapp একাউন্ট এড করে এবং রেফারে আগুন ইনকাম, বিস্তারিত পোস্টে!

আসসালামুয়ালাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো রয়েছেন তো টাইটেল অথবা থাম্বেল দেখে হয়ত বুঝে গিয়েছেন কি নিয়ে আলোচনা করা হবে
আজকে আপনাদেরকে একটি দুর্দান্ত অফার শেয়ার করব ⬇ সকলেই পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন! আর নিজের মোবাইলে মাল্টিপল রেফার করে কোপ দিতে পারবেন
সবার প্রথমে ওয়েবসাইট গিয়ে রেজিস্টার করুন

🔥OK8JOB সীমিত সময়ের রেফার ইভেন্ট🔥

একই দিনে ৩ জন নতুন রেফারে রেওয়ার্ড , ৩০ হাজার পয়েন্ট
একই দিনে ৫ জন নতুন রেফারে রেওয়ার্ড ৬০ হাজার পয়েন্ট
একই দিনে ১০ জন নতুন রেফারে রেওয়ার্ড ৯০ হাজার পয়েন্ট
একই দিনে ৩০ জন নতুন রেফার রেওয়ার্ড , ৩০০ হাজার পয়েন্ট

এখন কথা হল কত পয়েন্টে কত টাকা ৩০ পয়েন্ট এ ২২৫ টাকা ৬০ হাজার পয়েন্ট এ ৪৫০ টাকা ৯০ হাজার পয়েন্ট এ ৬৫০ টাকা তাহলে মোট দশটি রেফার করার দ্বারা আমাদের মোট ইনকাম হলো ১,৩২৫ টাকা তাহলে ১০ দিয়ে ভাগ দিলে ১৩২ টাকা করে একটা নম্বরে পড়তেছে ভাবা যায় কিরকম একটা ইনকাম হবে ✅
তো বুঝতে পারতেছ কি রকম অফার ।
!
Only 3 Refer to 225TK
Only 5 Refer to 450 TK
Only 10 Refer to 650 TK
Only 30 Refer To 2250Tk

আরেকটু কাজটি বিস্তারিত বুঝিয়ে দেয়
সকাল ৯ টার সময় তিনটা রেফার করবেন এবং বোনাসের জন্য আবেদন করবেন ।

আবার সেম ২ ঘন্টা পর অর্থাৎ 11 টার সময় আবার দুই টা রেফার করে,
আবার বোনাসের জন্য আবেদন করবেন ।

আবার সেম ২ ঘন্টা পর ৫ টা রেফার করে বোনাসের জন্য আবেদন করবেন।

কেন এ ধরনের অপেক্ষা করতে হবে কারণ তাদের প্রোগ্রাম সকাল ৯ টা থেকে রাত 9 টা পর্যন্ত চালু থাকে এবং রেফারের মাঝে ২ ঘণ্টার ব্যবধান রাখতে হবে তার পরে আবেদন করলে রেওয়ার্ড দেয় 🥳 ইনস্ট্যান্ট!

বোনাস নেওয়ার জন্য এডমিনের কাছে আবেদন করব !

যাদের বেশি বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট রয়েছে তারা মাল্টিপল করে সেরকম একটা কোপ দিতে পারবেন ওকে!
Admin Id:- @OK888job_11 অথবা @ok8job1_001
বিশেষ দ্রষ্টব্য :মেইন একাউন্টে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করে রাখবেন অর্থাৎ যেটা থেকে রেফার করবেন । না হলে পেমেন্ট পাবেন না ।
আর রাত নয়টা পার হয়ে গেলে ওই দিনের কোন বোনাস পাবেন না ।

পেমেন্ট প্রুফ ⬇⬇


ওয়েবসাসাইট পেমেন্ট প্রুফ

বিকাশ পেমেন্ট প্রুফ

এডমিন রেওয়ার্ড দিয়েছে তার প্রুফ ✅

কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এড করবেন এবং অ্যাকাউন্ট খুলবেন এগুলো তো সকলেই জানেন সেজন্য আর পোস্টটি বড় করব না যদি কোন কিছু ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর এগুলো পাগলা অফার গুলো সবার আগে পেতে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন !

আমার ইনকাম রিলেটেড চ্যানেল

আমার ট্রিক্স রিলেটেড চ্যানেল

The post [HOT] Whatsapp একাউন্ট এড করে এবং রেফারে আগুন ইনকাম, বিস্তারিত পোস্টে! appeared first on Trickbd.com.


Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে।

Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে।

আসসালামুয়ালাইকুম ট্রিকবিডি বাসী। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন । উইন্ডোজ এ বোরিং লাগছে? চলুন একটু ম্যাক এ ঘুরে আসি ।

MacOs নিয়ে আর কি বলবো? সবাই জানেই কম বেশি । ম্যাক এর ইতিহাস পাতিহাঁস আর না বলি , এটি অ্যাপলের নিজস্ব একটি অপারেটিং সিস্টেম । যেটা মূলত তাদের ডিভাইস MacBook গুলো তে দিয়ে থাকে ।

ম্যাক এর পারফরমেন্স , ইউজার ইন্টারফেস, স্টেবিলিটি, সিকিউরিটি এক কথায় অসাধারণ । এই বিষয়ে আরেকটি কথা, যেহেতু আপেল তাদের হার্ডওয়ার ও সফ্টওয়ার নিজেরাই ডিজাইন ও ডেভেলপ করে তাই ঐভাবে ম্যাক এর এক্সপেরিয়েন্স পাবেন না । এটাকে বলা হয় Hackintosh, যা অফিয়াল Macintosh কে মডিফাই করে এসব কম্পিউটার এ চলার উপযোগী করা।

আর আমরা যেহেতু VMware এ ইন্সটল করব এখানে স্লো কাজ করবে, আর ম্যাক এর এনিমেশন, ব্লার ইফেক্ট গুলো পাবেন না, এগুলো পেতে হলে আরো কিছু মডিফিকেশন করা লাগবে , কার্নেল এক্সটেনশন অ্যাড করা লাগবে । সেই বিষয়ে পোস্ট চাইলে কমেন্ট এ জানাবেন।

Let’s jump into the installing steps . 

প্রথমে কিছু প্রয়োজনীয় ফাইল ডাউনলোড করতে হবে ।

১. MacOs Sequioa এর iso ফাইল।

Download Now

(চাইলে পুরাতন ভার্সন ইউজ করতে পারেন , পিসি কনফিগারেশন অনুযায়ী)

২.   Python ইন্সটল করে নিবেন ( এটা দেখালাম না)

৩. Vmware+কিছু এক্সট্রা ফাইলস । Download Now

ডাউনলোড করা রার ফাইল টা এক্সট্র্যাক্ট করে নিন ।

Rar Password: Chanchal

 

এরপর Unlocker ফোল্ডার ওপেন করে win-install.cmd ফাইলটি Run as administrator দিয়ে রান করুন ।

Create a new Virtual Machine এ ক্লিক করুন ।

Typical দিয়ে Next ক্লিক করুন ।

I will install the operating system later দিয়ে নেক্সট ক্লিক করুন ।

macOS 15 সিলেক্ট করে নেক্সট করুন ।

যেকোনো একটি নাম দিয়ে নেক্সট করুন ।

ডিস্ক সাইজ ১০০ জিবি এর মত দিয়ে Store virtual disk as a single file সিলেক্ট করে নেক্সট করুন । ডিস্ক সাইজ সর্বনিম্ন ৮০ জিবি রাখবেন ।

Customize Hardware এ ক্লিক করুন ।

Ram সেট করুন, আপনার পিসি এর কনফিগারেশন অনুযায়ী ।

এবার Number of Processors এর জায়গায় ১ দিন , এবং নিচের টায় ৪/৮ দিবেন, মনে রাখবেন এটা Opencore এর সাথে মিল রাখতে হবে, এটা ৪ দিলে Opencore 4 ফাইল টা ব্যাবহার করতে হবে, ৮ দিলে Opencore 8

এবার আবার Edit virtual machine settings এ ক্লিক করুন ।

CD/DVD থেকে ডাউনলোড করা ম্যাক ওএস এর ISO ফাইল টা সিলেক্ট করবেন ।

তারপর, Hard Disk থেকে Add এ ক্লিক করবেন ।

Hard Disk সিলেক্ট করে নেক্সট দিবেন ।

Use existing virtual disk এ ক্লিক করে নেক্সট দিবেন ।

এবার যেই Core দিছিলেন ওই Core অনুযায়ি Opencore সিলেক্ট করুন, তারপর Finish দিন ।

Keep existing format সিলেক্ট করুন । তারপর Ok দিয়ে বের হয়ে যান ।

একবার আমাদের Opencore কে disk 1 এ রাখতে হবে, আর ১০০ জিবি ওই হার্ড ডিস্ক টা কে disk 2 তে , না বুঝলে শর্ট ভিডিও তা দেখে নিন ।

এবার মেসিন টি রান করুন, Power on virtual machine এ ক্লিক করে ,

তারপর Install macOS 15 Beta  তে ক্লিক করুন ।

English সিলেক্ট করে নেক্সট দিন ।

Disk Utility তে ক্লিক করুন ।

তারপর যেখানে ইন্সটল করবেন , অর্থাৎ আগের বানানো ১০০ জিবি হার্ড ডিস্ক , সেটি সিলেক্ট করে Erase এ ক্লিক করুন ।

(লিস্ট এ না থাকলে File>Show all drive )

একটা নাম দিয়ে Erase করুন ।

তারপর ক্লজ করে দিয়ে আবার Install macos 15 Beta তে ক্লিক করুন

Agree তে ক্লিক করুন ।

Erase করা ডিস্ক টা সিলেক্ট করে continue দিবেন ।

তারপর ইন্সটল হতে থাকলে, কয়েক বার রিবুট হতে পারে, কিছু করতে হবেনা , এরর দেখানে Shut down করে আবার ওপেন করে ইন্সটল এ ক্লিক করবেন ।

তারপর নরমালি সেটাপ করুন, Screenshots গুলা দেখুন ।


Not now

Sign up later , (এখন অ্যাপেল আইডি কাজ করবেনা , পরে কনফিগার করতে হবে )


Setup later

Continue

Installation Done.

এবার ফুল ডিসপ্লে করতে হবে । তার জন্য VMware ক্লজ করে আবার ওপেন করুন, তারপর Edit virtual machine settings এ ক্লিক করুন ।

CD/DVD থেকে browse এ ক্লিক করে darwin.iso ফাইল টা সিলেক্ট করুন । ম্যাক এর iso ফাইল আর প্রয়োজন নেই ।

Vmware Tools এ ক্লিক করুন ।

Install VMware Tools এ ক্লিক করুন ।

Allow দিন ।

Install failed দেখালে Settings এ চলে যাবেন ।

Setting এ Privacy & Security থেকে Allow করে দিবেন ।

এরপর Reboot দিবেন অথবা VMware ক্লজ করে আবার ওপেন করে রান করবেন । ব্যাস কাজ শেষ ।

তো আজ এই পর্যন্তই । আর Icloud ব্যাবহার করতে চাইলে কমেন্ট এ জানাবেন, পোস্ট করে দিব । আর যদি Animation , Blur চান তাও জানাবেন । 

যেকোনো সমস্যায় আমাকে মেসেজ করতে পারেন ।

আমার ফেসবুক , টেলিগ্রাম

The post Apple MacOs ব্যবহার করুন উইন্ডোজ এর VMware দিয়ে। appeared first on Trickbd.com.