Friday, February 28, 2025

রোযা ভঙ্গের এবং রোযা মাকরুহ হওয়ার ২৯ টি কারণ গুলো জেনে নিন!

রোযা ভঙ্গের এবং রোযা মাকরুহ হওয়ার ২৯ টি কারণ গুলো জেনে নিন!


🙋‍♂️আস-সালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওবারাকাতুহু

Ramadan Mubarak🌙 আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ্ ভালো আছি

আজকে জেনে নিবো রোযা ভঙ্গ এবং রোযা মাকরুহ হওয়ার ২৯ টি কারণ

ইসলামি শরিয়ামতে, সিয়ামের শুদ্ধতা ও যথার্থতার জন্য নির্ধারিত কিছু বিধিবিধান রয়েছে, যার ব্যতিক্রম ঘটলে রোজা ভঙ্গ হয়, অন্যথায় মাকরুহ হয়ে যায়।

মহান আল্লাহ তাআলা প্রত্যেক মুমিন বান্দাকে রমজান মাসে ফরজ রোজা রাখার নির্দেশ দিয়েছেন। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে না বা ভঙ্গ করবে তার জন্য জান্নাতে প্রবেশ কঠিন হয়ে পড়বে।

পবিত্র রমজান মাসে যারা রোজা রাখেন, তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেন না। প্রত্যেক প্রাপ্তবয়স্ক, সুস্থ ও সবল মুমিনের জন্য রোজা রাখা আবশ্যক। শুধু পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়; বরং রোজা রাখা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়মও।

রোজা ভঙ্গের কারণ:
১. ইচ্ছা করে বমি করা
২. বমির বেশির ভাগ মুখে আসার পর তা গিলে ফেলা
৩. মেয়েদের মাসিক ও সন্তান প্রসবের পর ঋতুস্রাব
৪. ইসলাম ত্যাগ করলে
৫. গ্লুকোজ বা শক্তিবর্ধক ইনজেকশন বা সেলাইন দিলে
৬. প্রস্রাব-পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে
৭. রোজাদারকে জোর করে কেউ কিছু খাওয়ালে
৮. ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে
৯. রোজা রাখা অবস্থায় সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করলে
১০. ভুলবশত কোনো কিছু খেয়ে, রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে
১১. বৃষ্টির পানি মুখে পড়ার পর তা খেয়ে ফেললে
১২. কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে
১৩. জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে ছোলা পরিমাণ কোনো কিছু বের করে খেয়ে ফেললে
১৪. অল্প বমি মুখে আসার পর ইচ্ছাকৃতভাবে তা গিলে ফেললে
১৫. রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেয়ার সময় ভেতরে পানি চলে গেলে।

রোজা মাকরুহ হওয়ার কারণ:
১. সারা দিন রোজা সঠিকভাবে করার পরেও সন্ধ্যায় ইফতারের সময় আপনি যদি এমন কোনো খাবার গ্রহণ করেন যেটি ইসলামের দৃষ্টিতে হারাম, তাহলে আপনার রোজাটি মাকরুহ হবে।
২. কোনো কারণ ছাড়াই কিছু চিবাতে থাকলে রোজা মাকরুহ হবে।
৩. কোনো কিছু স্রেফ মুখে পুরে রাখলেন, খেলেন না তাতেও রোজা মাকরুহ হবে।
৪. গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়ায় রোজা মাকরুহ হয়। আর এসব করার সময় পেটে পানি চলে গেলে রোজা ভেঙে যায়।
৫. মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই, তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পরে গিলে ফেললে রোজা মাকরুহ হবে।
৬. রমজানের সারা দিন শরীর নাপাক রাখলেও রোজা মাকরুহ হবে।
৭. পাউডার, পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাকরুহ হয়ে যায়।
৮. মুখে গুল ব্যবহারে মাকরুহ হয় এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতর চলে গেলে রোজা ভেঙে যাবে।
৯. রোজা রেখে কারো গিবত করলে বা পরনিন্দা করলে রোজা মাকরুহ হয়।
১০. মিথ্যা কথা বলা মহাপাপ। রোজা রেখে এ কাজটি করলে তা মাকরুহ হবে।
১১. রোজা রেখে ঝগড়া-বিবাদ করলে রোজা মাকরুহ হবে।
১২. যৌন উদ্দীপক কিছু দেখা বা শোনা থেকে বিরত থাকতে হবে। এতেও রোজা মাকরুহ হয়।
১৩. নাচ, গান, সিনেমা দেখা ও তাতে মজে থাকলে রোজা মাকরুহ হয়।
১৪. রান্নার সময় রোজাদার কোনো কিছুর স্বাদ নিলে, লবণ চেখে দেখলে, ঝাল পরীক্ষা করলে মাকরুহ হয়। তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতেই হয়, তাহলে বৈধ হিসেবে ধরে নেয়া হয়।

ঢাকা এবং তার আশেপাশের সেহেরি এবং ইফতার এর সময়সূচী দেওয়া হলো

অনুগ্রহ করে চলুন সকলেই রমজান মাসের পবিত্রতা রক্ষা করি।এবং বেশি বেশি দান সদকা করি এবং সেহেরি আগে ২/৪ রাকাত তাহজুদ এ নামাজ পড়ি

আমার সাথে Connected থাকতে জয়েন হতে পারেন Telegram চ্যালানটিতে ⬇⬇⬇

🔥🔥🔥 MY TELEGRAM GROUP🔥🔥🔥


আজকে এই পযন্তই সকলেই ভালো থাকবেন এবং Trickbd সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ🙂

The post রোযা ভঙ্গের এবং রোযা মাকরুহ হওয়ার ২৯ টি কারণ গুলো জেনে নিন! appeared first on Trickbd.com.


অ্যান্ড্রয়েড ফোন এবং অ‌্যান্ড্রয়েড ট্যাবলেট এর মধ্যে পার্থক্য কি? কেনো অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে সস্তা? Android phone vs Android tablet

অ্যান্ড্রয়েড ফোন এবং অ‌্যান্ড্রয়েড ট্যাবলেট এর মধ্যে পার্থক্য কি? কেনো অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে সস্তা? Android phone vs Android tablet

اسلام عليكم و رحمة الله

হ্যালো গাইজ! কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর ভালো না থাকলে তো ভালো লাগার ওয়েবসাইট Trickbd আছেই। যেখান থেকে আমরা নিত্যনতুন টিপস এন্ড ট্রিকস পেয়ে যাই।

তো যাই হোক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে উপরিউক্ত টাইটেল দেখে জেনে গেছেন। হুম বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে অ্যান্ড্রয়েড ফোন এবং অ‌্যান্ড্রয়েড ট্যাবলেট এর মধ্যে পার্থক্য এবং সাদৃশ্য তুলে ধরবো।

সো, আর দেরি না করে, লেটস গো ইন দা টপিক।

অ্যান্ড্রয়েড ডিভাইসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে, বিশেষ করে স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে। অনেকেই দ্বিধায় থাকেন—ফোন নেবেন নাকি ট্যাবলেট? এ দুটি ডিভাইসের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য এবং সাদৃশ্য রয়েছে। তাছাড়া, অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রয়েড ট্যাবলেটের দাম স্মার্টফোনের তুলনায় কম। কেন এমন হয়?

আজকের ডিজিটাল যুগে স্মার্টফোন এবং ট্যাবলেট আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম এই ডিভাইসগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন এবং অ্যান্ড্রয়েড ট্যাবলেট আসলে কী? এদের মধ্যে পার্থক্য কোথায়? এই আর্টিকেলে আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব এবং এদের ব্যবহার, সুবিধা ও বৈশিষ্ট্য সম্পর্কে জানব।

অ্যান্ড্রয়েড কি?

অ্যান্ড্রয়েড ফোন হল এমন একটি স্মার্টফোন যা গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। অ্যান্ড্রয়েড একটি ওপেন-সোর্স প্ল্যাটফর্ম, যা বিভিন্ন কম্পানিকে তাদের ডিভাইসে ব্যবহারের অনুমতি দেয়। স্যামসাং, শাওমি, ওপ্পো, ভিভো, ওয়ানপ্লাস এবং অন্যান্য বহু ব্র্যান্ড অ্যান্ড্রয়েড ফোন তৈরি করে থাকে।

অ্যান্ড্রয়েড ফোনের বৈশিষ্ট্য

  • ইউজার ইন্টারফেস: অ্যান্ড্রয়েড ফোনে কাস্টমাইজযোগ্য ইউজার ইন্টারফেস থাকে। ব্যবহারকারীরা তাদের পছন্দ অনুযায়ী হোম স্ক্রিন, উইজেট এবং অ্যাপ আইকন সাজাতে পারেন।
  • গুগল সেবার সাথে ইন্টিগ্রেশন: গুগল ম্যাপস, জিমেইল, গুগল ড্রাইভ, গুগল ফটোসহ বিভিন্ন গুগল সেবা অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্টভাবে থাকে।
  • অ্যাপ স্টোর: গুগল প্লে স্টোর থেকে লক্ষাধিক অ্যাপ ডাউনলোড করা যায়, যা ব্যবহারকারীদের জন্য বাড়তি সুবিধা তৈরি করে।
  • হার্ডওয়্যার বৈচিত্র্য: অ্যান্ড্রয়েড ফোন বিভিন্ন প্রাইস রেঞ্জে পাওয়া যায়, যা ব্যবহারকারীদের জন্য বিভিন্ন অপশন প্রদান করে।

অ্যান্ড্রয়েড ট্যাবলেট কি

অ্যান্ড্রয়েড ট্যাবলেট হল একটি পোর্টেবল কম্পিউটিং ডিভাইস যা অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলে। এটি সাধারণত স্মার্টফোনের চেয়ে বড় স্ক্রিন এবং বেশি ব্যাটারি লাইফ নিয়ে আসে। ট্যাবলেটগুলি ভিডিও দেখার, গেম খেলার, ইবুক পড়ার এবং প্রোডাক্টিভিটি টাস্কের জন্য উপযুক্ত।

অ্যান্ড্রয়েড ট্যাবলেটের বৈশিষ্ট্য

  • বড় স্ক্রিন: ট্যাবলেটের স্ক্রিন সাধারণত ৭ ইঞ্চি থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হয়, যা ভিডিও দেখার এবং মাল্টিটাস্কিংয়ের জন্য উপযুক্ত।
  • পোর্টেবিলিটি: ট্যাবলেটগুলি হালকা এবং সহজে বহনযোগ্য, যা এগুলিকে ভ্রমণ এবং মোবাইল কাজের জন্য উপযুক্ত করে তোলে।
  • মাল্টিটাস্কিং: অনেক অ্যান্ড্রয়েড ট্যাবলেটে মাল্টি-উইন্ডো সুবিধা থাকে, যা একই সময়ে একাধিক অ্যাপ ব্যবহার করতে সাহায্য করে।
  • স্টাইলাস সমর্থন: কিছু ট্যাবলেট স্টাইলাস সমর্থন করে, যা নোট নেওয়া এবং ক্রিয়েটিভ কাজের জন্য উপযুক্ত।

Android phone vs Android tablet : পার্থক্য

1. আকার ও ডিজাইন

  • অ্যান্ড্রয়েড ফোন: সাধারণত ৫-৭ ইঞ্চি স্ক্রিনের হয়ে থাকে।
  • অ্যান্ড্রয়েড ট্যাবলেট: সাধারণত ৭-১৪ ইঞ্চি স্ক্রিনের হয়।

2. কলিং ও কানেক্টিভিটি

  • ফোন: সিম কার্ড সাপোর্ট করে, কল করা ও এসএমএস পাঠানো যায়।
  • ট্যাবলেট: বেশিরভাগ Wi-Fi নির্ভর, কলের জন্য WhatsApp বা Skype ব্যবহার করতে হয়।

3. পারফরম্যান্স ও হার্ডওয়্যার

  • ফোন: উন্নত প্রসেসর ও ক্যামেরা থাকে।
  • ট্যাবলেট: তুলনামূলকভাবে কম শক্তিশালী প্রসেসর ও ক্যামেরা ব্যবহৃত হয়।
বৈশিষ্ট্য অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড্রয়েড ট্যাবলেট
স্ক্রিন সাইজ সাধারণত ৫-৭ ইঞ্চি সাধারণত ৭-১২ ইঞ্চি
পোর্টেবিলিটি সহজে পকেটে বহনযোগ্য তুলনামূলকভাবে বড়, পকেটে বহনযোগ্য নয়
ব্যাটারি লাইফ সাধারণত কম সাধারণত বেশি
কলিং সুবিধা কল এবং এসএমস পাঠানোর সুবিধা আছে কিছু মডেলে কলিং সুবিধা নেই
মাল্টিটাস্কিং সীমিত মাল্টিটাস্কিং সুবিধা উন্নত মাল্টিটাস্কিং সুবিধা

Android phone vs Android tablet: সাদৃশ্য

  • উভয় ডিভাইসেই অ্যান্ড্রয়েড OS ব্যবহৃত হয়।
  • গুগল প্লে স্টোর থেকে একই অ্যাপ ডাউনলোড করা যায়।
  • Wi-Fi এবং Bluetooth উভয় ডিভাইসেই থাকে।

ট্যাবলেট কেন ফোনের চেয়ে সস্তা?

1. কম্পোনেন্ট ও হার্ডওয়্যার মান

ট্যাবলেটে সাধারণত সস্তা প্রসেসর, ক্যামেরা ও ডিসপ্লে ব্যবহার করা হয়, তাই দাম কম হয়।

2. বাজার চাহিদা ও প্রতিযোগিতা

ফোনের বাজার প্রতিযোগিতাপূর্ণ, তাই উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। কিন্তু ট্যাবলেটের বাজার তুলনামূলকভাবে কম প্রতিযোগিতামূলক।

3. ক্যামেরা ও উন্নত প্রযুক্তির অভাব

স্মার্টফোনের উন্নত ক্যামেরা ও ৫G সাপোর্ট থাকায় দাম বেশি হয়। ট্যাবলেটে সাধারণত নিম্নমানের ক্যামেরা ব্যবহার করা হয়।

4. পারফরম্যান্স ও সফটওয়্যার আপডেট

স্মার্টফোনের পারফরম্যান্স ও সফটওয়্যার আপডেট ভালো হলেও, ট্যাবলেটের ক্ষেত্রে এসব ততটা গুরুত্ব পায় না।

কোনটি আপনার জন্য বেস্ট?

  • অ্যান্ড্রয়েড ফোন: যদি আপনি একটি পোর্টেবল ডিভাইস চান যা সহজে পকেটে বহনযোগ্য এবং কলিং, মেসেজিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিংয়ের জন্য আদর্শ, তাহলে অ্যান্ড্রয়েড ফোন আপনার জন্য সঠিক পছন্দ।
  • অ্যান্ড্রয়েড ট্যাবলেট: যদি আপনি ভিডিও স্ট্রিমিং, গেমিং, ইবুক পড়া বা প্রোডাক্টিভিটি টাস্কের জন্য একটি বড় স্ক্রিন এবং বেশি ব্যাটারি লাইফ চান, তাহলে অ্যান্ড্রয়েড ট্যাবলেট আপনার জন্য উপযুক্ত।

উপসংহার

অ্যান্ড্রয়েড ফোন এবং ট্যাবলেট উভয়ই তাদের নিজস্ব ক্ষেত্রে অনন্য। আপনার প্রয়োজন এবং পছন্দ অনুযায়ী সঠিক ডিভাইস নির্বাচন করা গুরুত্বপূর্ণ। অ্যান্ড্রয়েডের বহুমুখিতা এবং ব্যবহারকারী-বান্ধব ইন্টারফেস এটিকে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তুলেছে। আপনি যদি একটি ছোট এবং বহনযোগ্য ডিভাইস চান, অথবা একটি বড় স্ক্রিন এবং উন্নত মাল্টিটাস্কিং সুবিধা চান, অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম উভয় ক্ষেত্রেই আপনাকে সেরা সমাধান দিতে পারে।

The post অ্যান্ড্রয়েড ফোন এবং অ‌্যান্ড্রয়েড ট্যাবলেট এর মধ্যে পার্থক্য কি? কেনো অ্যান্ড্রয়েড ট্যাবলেট অ্যান্ড্রয়েড ফোনের চেয়ে সস্তা? Android phone vs Android tablet appeared first on Trickbd.com.


ytdlp : বিভিন্ন কমান্ডের পরিচয় ও ব্যবহার : পর্ব-১

ytdlp : বিভিন্ন কমান্ডের পরিচয় ও ব্যবহার : পর্ব-১

নতুনরা এই পোস্ট শুরু করার আগে নিচের লেখাটি পড়ে আসুন। PC তে বিভিন্ন ওয়েবসাইট থেকে ভিডিও ডাউনলোড করার টুলস [ytdlp]


Basic Download Command:

yt-dlp (video link). example: ’’yt-dlp https://youtu.be/FtMdEJ6ni3k?feature=shared”

এই কমান্ডির মাধ্যমে ডিফল্ট ভাবে ভিডিওটির সর্বোচ্চ কোয়ালিটিতে ডাউনলোড হবে।


Check Available Format for The Video:

Video টির কোন কোন ফরম্যাট ডাউনলোডের করা যাবে তা চেক করার কমান্ড-

yt-dlp -F (video link) . Example: ”yt-dlp -F https://youtu.be/FtMdEJ6ni3k?feature=shared”

বামপাশের সবুজ রং এর কোডগুলো লক্ষ করুন।


Download the selected format:

Format list থেকে আপনার পছন্দের  অডিও ভিডিও ফরম্যাটের কোডটি নোট করুন। যেমন উপরে 1080p mp4 viddeo format code “270” এবং m4a audio code “140” ।

কমান্ড: yt-dlp -f (format code) (video link).  Example: ”yt-dlp -f 270+140 https://youtu.be/FtMdEJ6ni3k?feature=shared”


Downloading The Whole Playlist:

এটা একমাত্র টুল যার মাধ্যমে আপনি পুরো ইউটিউব প্লে-লিস্ট ডাউনলোড দিতে পারবেন এক ক্লিকে।

কমান্ড: yt-dlp (playlist link). Example: yt-dlp https://youtube.com/playlist?list=PLDPHd_U0ECxG3wMEgA–fdZpG9SJEGAQQ&feature=shared

প্লে-লিস্টের নির্দিষ্ট ভিডিও ডাউনলোড করার কমান্ড: yt-dlp -I (video1,video2, video5:video6)

যেমন আমি চাই একটি প্লে-লিস্টের ১,২ এবং ১০ থেকে ১৫ নাম্বার ভিডিও অর্থাৎ ৭টি ভিডিও ডাউনলোড দিতে। তাহলে কমান্ড হবে:  ”yt-dlp -I 1,2,10:15 https://youtube.com/playlist?list=PLDPHd_U0ECxG3wMEgA–fdZpG9SJEGAQQ&feature=shared” 

This is for today, if you are interested to learn more command, comment here. I will make the next blog as soon as possible. 

 

The post ytdlp : বিভিন্ন কমান্ডের পরিচয় ও ব্যবহার : পর্ব-১ appeared first on Trickbd.com.


ডিপসিকের নতুন এআই মডেল ‘আর টু’

ডিপসিকের নতুন এআই মডেল ‘আর টু’

আসসালামু আলাইকুম

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান ডিপসিক শীঘ্রই তাদের নতুন এআই মডেল ‘আর টু’ উন্মোচন করতে যাচ্ছে, যা বর্তমান ‘আর ওয়ান’ মডেলের চেয়ে আরও উন্নত ও কার্যকর।

উন্নত ফিচার ও কার্যকারিতা

নতুন মডেলটি উন্নতমানের কোডিং লেখার পাশাপাশি ইংরেজি ছাড়াও অন্যান্য ভাষায় উত্তর প্রদান করতে সক্ষম হবে। ফলে ডিপসিক চ্যাটবটের কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতায় নতুন মাত্রা

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ‘আর টু’ মডেলটি উন্মোচিত হলে ডিপসিক যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে।

সম্ভাব্য তারিখ

যদিও ডিপসিক আনুষ্ঠানিকভাবে উন্মোচনের তারিখ ঘোষণা করেনি, তবে প্রতিষ্ঠানটির ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, মে মাসের আগেই মডেলটি বাজারে আসতে পারে।

বর্তমান ‘আর ওয়ান’ মডেলের অর্জন

বর্তমান ‘আর ওয়ান’ মডেলটি তুলনামূলক কম শক্তিশালী এনভিডিয়া চিপ দিয়ে তৈরি হলেও, এটি বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর ব্যয়বহুল এআই মডেলের সঙ্গে সমান তালে প্রতিযোগিতা করছে।

বিশেষজ্ঞদের মতামত

প্রযুক্তি প্রতিষ্ঠান জেনসারের প্রধান পরিচালনা কর্মকর্তা বিজয়সিমহা আলিলুঘট্টা মনে করেন, ‘আর টু’ মডেলের আগমনে বৈশ্বিক এআই খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে, যা প্রযুক্তি খাতে আরও প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং এআই শিল্পে কয়েকটি প্রতিষ্ঠানের একচেটিয়া প্রভাব কমাবে।

The post ডিপসিকের নতুন এআই মডেল ‘আর টু’ appeared first on Trickbd.com.


Thursday, February 27, 2025

2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম।

2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম।

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবকই ভালো আছেন। পরিবর্তনশীল এই প্রযুক্তি জগতে আরেকটি প্রযুক্তি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টি নিয়ে বলতে যাচ্ছি সেটি হলো: ২০২৫ সালে ইউটিউব এর প্রদত্ত আপডেট, যা বন্ধ করে দিবে হাজারও ইউটিবারের ইনকাম। তো চলুন শুরু করা যাক।

ভিডিও শেয়ারিং এর জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় প্লাটফর্ম হলো ইউটিউব। এরা তাদের সেবাকে আরো উন্নত এবং নিরাপদ করার জন্যই প্রতিবছরই ছোট-বড় কিছু না কিছু আপডেট নিয়ে আসে তাদের প্লাটফর্মে। কিন্তু অন্যবারের তুলনায় এইবার এমন কিছু আপডেট ইউটিউব নিয়ে এসেছে, যা অনেক ইউটিউবারের জন্য একটি বিশাল বড় দুঃসংবাদ হতে চলছে। ২০২৫ সালে ইউটিউব যে আপডেটগুলো আনতে চলছ তার মধ্যে ৩ টি আপডেট গুরুত্বপূর্ণ। একটি আপডেট কন্টেন্ট ক্রিয়েটর এবং তার অনুসারীদের মধ্যে দুরত্ব কমাবে কিন্তু বাকি ২ টি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে তার চ্যানেল বন্ধ করতে বাধ্য করবে।

১. কন্টেন্ট ত্রিয়েটর এবং ইউজারদের মধ্যে পার্সোনারি কানেক্ট করা।


২০২৫ সালে ইউটিউব এমন একটি আপডেট আনছে যেটার মাধ্যমে একজন ক্রিয়েটর তার সাবসক্রাইবারদের সাথে সরাসরি পার্সোনালি যোগাযোগ করতে পারবে। ইউটিউব মনে করে এর মাধ্যমে একজন ক্রিয়েটর তার অনুসারীদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক পাবে। এছাড়াও একজন ক্রিয়েটর তার গ্রাহকের সকল সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং গ্রাহকের চাহিদা সম্পর্কে বুঝতে পারবে। সম্ভবত ইউটিউবের কমিউনিটি ট্যাব ফিচারটি বাতিল করে এই ফিচারটি আনতে চলেছে। আমার মতে ইউটিউবের এই ফিচারটি একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই সুবিধাজনক হবে।

২. স্পামিং ক্লিক/ Click Bait


এটার অর্থ হলো আমরা সচারাচরই এমন অনেক ভিডিও দেখতে পাই যেটার থামনেল এবং টাইটেলে যে তথ্য দেওয়া থাকে ভিডিওর ভেতরে গেলে তার নাম-গন্ধ কিছুই খুজে পাওয়া যায়। এই সিস্টেমে অনেক ইউটিউব চ্যানেল অনেক টাকা ইনকাম করছে ঠিকই কিন্তু এতে ব্যবহারকারী অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ইউটিউবের এই সিদ্ধান্ত। উদাহরণ সরুপ বলা যায় যে, কয়েকমাস আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যার টাইটেল এবং থামনেল ছিল যে, “হঠাৎ করে মা★রা গেলেন সাকিব আল হাসান”। কিন্তু আমরা সকলেই জানি যে এটা ভুয়া ভিডিও। এই ভিডিওর টাইটেল এর সাথে ভিডিওর কন্টেন্ট এর কোন মিল নেই। কিন্তু ক্রিয়েটর এর মাধ্যমে শুধু কিছু ফাও ভিউজ পেয়েছে। কিন্তু ইউটিউব এ ধরনের ভিডিও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আর এটার ফলে চ্যানেলেরও অনেক ক্ষতি হবে। তাই ইউটিউবের এই আপডেটটি চালু হওয়ার পূর্বে, আপনিও যদি এই ধরনের কন্টেন্ট আপলোড করে থাকেন তাহলে এক্ষুনি সেই ভিডিওর টাইটেল এবং থামনেল পরিবর্তন করে ফেলুন।

৩। লাইভ ট্রেডিং কন্টেন্ট রেস্ট্রিকশন


আমাদের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা ট্রডিং নিশ নিয়ে ভিডিও বানিয়ে থাকেন। ইউটিউবে ট্রেডিং টিউটোরিয়াল দিয়ে থাকেন। কিন্তু ২০২৫ সালে ইউটিউব যে আপডেট আনতে চলেছে সেটার মধ্যে সবচেয়ে বড় একটি আপডেট হলো এটা। আর এই আপডেটটি হলো আপনি শেয়ারবাজার বা ক্রিপ্টোমার্কেটের লাইভ চার্ট দর্শকদের দেখাতে পারবেন না। অর্থাৎ আপনি মার্কেটের লাইভ চার্ট নিয়ে কোন টিউটোরিয়াল বা ভিডিও বানাতে পারবেন না।
আপনি যদি ভিডিও বানাতেই চান তবে আপনাকে কমপক্ষে ২-৩ মাস পুরোনো চার্ট নিয়ে কাজ করতে হবে। এছাড়া আপনি ইউটিউবে ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। আপনার চ্যানেলে রেস্ট্রিকশন ও আসতে পারে।
ইউটিউব এই আপডেটটি মূলত তাদের নিরাপত্তার স্বার্থে নিয়ে আসছে। আজকাল অনেক ফেক ভিডিও করে আপলোড করছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর। তাই ইউটিউব এই ধরনের ফেক ভিডিও বন্ধ করার জন্যই এই আপডেটটি নিয়ে আসতে চলেছে। কিন্তু যদি ইউটিউব এই আপডেটটি নিয়ে আসে তাহলে অনেক ইউটিউবারকে তাদের চ্যানেল বন্ধ করতে হবে।
তবে এই আপডেটটি ভারতে চালু হওয়ার কথা চলছে। তবে এটা যদি ভারতে চালু হয় তবে বাংলাদেশেও এটা চালু হওয়ার সম্ভাবনা আছে।

আশা করি আজেকের আর্টিকেলটি আপনাদের কিছুটা হলেও উপকারে এসেছে। কোন ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দিয়েন। ট্রিকবিডির সাথেই থাকুন ধন্যবাদ।

The post 2025 সালে ইউটিউব এমন কিছু আপডেট আনতে চলেছে, যা বন্ধ করতে পারে হাজারো ইউটিউবারের ইনকাম। appeared first on Trickbd.com.


🅽🅴🆆 ➤ টেলিগ্রাম বটের মাধ্যমে সালাতের সময়সূচী দেখুন 🕌 ও নিজের চ্যানেলেও শেয়ার করুন সহজেই..

🅽🅴🆆 ➤ টেলিগ্রাম বটের মাধ্যমে সালাতের সময়সূচী দেখুন 🕌 ও নিজের চ্যানেলেও শেয়ার করুন সহজেই..


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন । আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি

আজ আপনাদের সাথে আমি যে বিষয়টি শেয়ার করব, তা হলো:
টেলিগ্রাম বটের মাধ্যমে সালাতের সময়সূচী দেখা ও নিজের চ্যানেলেও শেয়ার করার সহজ উপায়

১, প্রথমে @MuslimsDay_bot টি Start করি

২, “🕋 সালাতের সময়সূচি 🕋” তে ক্লিক করলে, এরকম পোস্ট দেখতে পাবেন । এখানে আপনি Refresh করে আজকের সালাতের সময়সূচী জেলা ও বিভাগভিত্তিক দেখতে পারবেন

৩, আপনি এটি আপনার চ্যানেল এ পোস্ট করতে চাইলে “🚀 চ্যানেলে পোস্ট করুন 🚀” এ ক্লিক করুন

৪, তারপর “+ Add bot as Channel admin! 🤖” এ ক্লিক করুন এবং আপনার চ্যানেলটি সিলেক্ট করুন

৫, Manage Messages থেকে Post Messages এ ক্লিক করে, Muslims Day bot টিকে Post করার পারমিশন দিন। এবং Add bot as Admin বাটনে ক্লিক করুন

৬, Confirm করে নিন

৭, এখন Done এ ক্লিক করুন। এরকম আসবে…

৮, এরপর, আপনার চ্যানেলের একটি পোস্ট Muslims Day বটে ফরওয়ার্ড করুন

৯, ফরওয়ার্ড হয়ে গেলে এরকম মেসেজ পাবেন

১০, এখন Send Post এ ক্লিক করলেই সালাতের সময়সূচীটি আপনার চ্যানেলে পোস্ট হয়ে যাবে

১১, Done! এখন নতুন মেসেজটি আপডেট করে নিন

১২, এরপর আপনার বিভাগ / জেলা সিলেক্ট করে টাইম আপডেট করে নিতে পারেন

১৩, এভাবেই সালাতের সময়সূচীটি আপনি আপনার চ্যানেলে শেয়ার করতে পারবেন

১৪, বটটি কেমন হয়েছে, রেটিং দিয়ে জানিয়ে দিবেন

ধন্যবাদ সবাইকে ❤

1⃣ আসছে মাহে রামাদান! এই পবিত্র মাস হোক রহমত, মাগফিরাত ও নাজাতের বারতা। আল্লাহ আমাদের সকল ইবাদত কবুল করুন! 🤲

রামাদান বিষয়ক প্রয়োজনীয় মাসআলা জানতে ক্লিক করুন

2⃣ সারা বছরের সালাত ও সাহরি-ইফতারের সময় দেখা এবং বিশুদ্ধ ইসলামী জ্ঞানের জন্য ডাউনলোড করতে পারেন Muslims Day অ্যাপ!

Download link: Play Store | App Store

জাজাকাল্লাহ খাইরান ♥

Post Creator:     
Our Telegram Channel:

The post 🅽🅴🆆 ➤ টেলিগ্রাম বটের মাধ্যমে সালাতের সময়সূচী দেখুন 🕌 ও নিজের চ্যানেলেও শেয়ার করুন সহজেই.. appeared first on Trickbd.com.