Friday, January 31, 2025

ল্যাপটপের মতো আপনার পিসির মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করুন খুব সহজেই With Twinkle Tray Softwer

ল্যাপটপের মতো আপনার পিসির মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করুন খুব সহজেই With Twinkle Tray Softwer

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি সফটওয়্যার সম্পর্কে যার মাধ্যমে ল্যাপটপের মতোন পিসির মনিটরে আলো/ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবেন খুব সহজেই ।

আমরা কম-বেশি সবাই বিভিন্ন কাজের প্রয়োজনে ল্যাপটপ বা পিসি ব্যাবহার করে থাকি।অনেক মনিটরে আলো বাড়ানোর জন্য যে বোতাম গুলো দেওয়া হয় কয়েক বছর যাওয়ার পর ঐ বোতাম গুলি নষ্ট হয়ে যায় আবার অনেকের কাছে বোতাম টিপে আলো কন্ট্রোল করাকে বিরক্তিকর মনে করেন।
তাই আমি আজকে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি তার মাধ্যমে আপনি ল্যাপটপের মতো খুব সজজেই আপনার মনিটরের ব্রাইটনেস সহজেই কন্ট্রোল করতে পারবেন। আর এই সফটওয়্যারটি আপনি আপনার উইন্ডোজ ১০/১১ অপারেটিং সিস্টেমে রান করতে পারবেন।

কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।

প্রথমে এই লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন-twinkletray.com

ডাউনলোড শেষ হলে ইন্সটলে ক্লিক করে দিন।


এরপর দেখবেন উপরে ছোট করে এনিমেশনের মাধ্যমে আপনাকে টিউটোরিয়াল দেখানো হবে। ঐ ভিডিওর মতো কাজ করে নিবেন তাহলেই হয়ে যাবে।এরপর Cancel বাটনে ক্লিক করে নিবেন।

এরপর পিসির নিচে টাস্কবারে আপ এরোতে ক্লিক করবেন।

এখন এইখান থেকে আপনি আপনার মনিটরের আলো /ব্রাইটনেস মাউসের মাধ্যেমে কন্ট্রোল করতে পারবেন।

আবার আপনি চাইলে সেটিংস অপশনে ক্লিক করে আপনার ইচ্ছামতো কাস্টমাইজ করতে পারবেন।

সেটিংস এ ক্লিক করার পর এই দুই অপশনটি চালু রাখবেন ।তাহলে পিসি অন করার পর এই সফটওয়্যারটি অটো চালু থাকবে।

আপনি চাইলে টাইমিং এর মাধ্যেমেও আলো কন্ট্রোল করতে পারবেন।Add Time এ ক্লিক করে সময় নির্বাচন করে দিবেন এবং ঐ সময়ে আপনার যতটুকু আলো প্রয়োজন তা সিলেক্ট করে দিবেন।আপনার দেওয়া সময়ে অটোমেটিক আপনার মনিটরের আলো কন্ট্রোল হয়ে যাবে।

ল্যাপটপের মতো ব্রাইটনেস কন্টোল করার জন্য এই সফটওয়্যারটি আমার কাছে বেস্ট মনে হয়েছে।আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি,

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

 

The post ল্যাপটপের মতো আপনার পিসির মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করুন খুব সহজেই With Twinkle Tray Softwer appeared first on Trickbd.com.


Wednesday, January 29, 2025

চলে আসলো নতুন এআই চ্যাটবট DeepSeek

চলে আসলো নতুন এআই চ্যাটবট DeepSeek

প্রথম যখন ChatGPT এসেছিল তখনকার মতোই আলোচনা হচ্ছে DeepSeek নিয়ে।ChatGPT এর সাথে আমরা সবাই পরিচিত,এছাড়া Gemini এর মতো আরো অনেক চ্যাটবটও এসেছিল এরই মধ্যে।কিন্তু নতুন করে আলোচনা হচ্ছে DeepSeek নিয়ে।অনেকেই বলছে এটি ChatGPT এর থেকেও ভালো।আজকে এটা নিয়েই আলোচনা করবো

প্রথমে DeepSeek সম্পর্কে জেনে নেয়া যাক।DeepSeek হলো একটি চাইনিজ এআই যা আপনি ChatGPT এর মতোই ব্যবহার করতে পারবেন।আর এর পারফর্মেন্স gpt-4o এর মতোই নিখুঁত।তবে অবাক করা বিষয় হলো এই এআই মডেল ট্রেইন করতে যেই অর্থ খরচ হয়েছে তা ChatGPT এর তুলনায় অনেক কম এবং আরো একটি বিষয় হলো এটি ওপেন সোর্স। বর্তমানে সম্পূর্ণ ফ্রিতেই এটি ব্যবহার করতে পারবেন।চাইলে আপনার লোকাল কম্পিউটারেও এই মডেলটি ডাউনলোড করতে পারবেন।

এখন দেখে নেয়া যাক ChatGPT এর মতো কীভাবে ব্যবহার করবেন।

-প্রথমে chat.deepseek.com এ গিয়ে লগিন করতে হবে।

-এখন আপনি ChatGPT এর মতো ব্যবহার করতে পারবেন

-এই চ্যাট বটের একটি ফিচার হলো DeepThink।চ্যাটবটের এই মডেলটি আরো নিখুঁতভাবে আপনাকে সমাধান দিতে সক্ষম।এছাড়াও thinking টাইমে সব step by step দেখতে পারবেন

 

এছাড়াও Web Search ফিচারও পেয়ে যাবেন

 

আমার অভিজ্ঞতা থেকে ব্যক্তিগত মতামত:

অনেকেই বলছে এটি চ্যাটজিপিটির চেয়ে শক্তিশালী তবে আমি ব্যবহার কালে খুব বেশি পার্থক্য দেখিনি।যে সময়ে এটি উত্তর দিচ্ছিলো ওই সময় এটিকে চ্যাটজিপিটির চেয়ে ফাস্ট বলা যেতে পারে কিন্তু অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে অনেক সময় নিচ্ছিলো।এর একটি সুবিধা চ্যাটজিপিটির মতো লিমিট নেই তবে image generate,data analysis,image recognition এর মত ফিচার এখনো এটাতে নেই।এটা বর্তমানে শুধু image বা file থেকে টেক্সট পড়তে সক্ষম

 

আজ এ পর্যন্তই।সবাই ভালো থাকবেন

 

Join করুন: Telegram: @techztricks

The post চলে আসলো নতুন এআই চ্যাটবট DeepSeek appeared first on Trickbd.com.


Tuesday, January 28, 2025

কিভাবে ভিডিও এডিটিং শিখে একটি সফল ক্যারিয়ার তৈরি করবেন [Updated 2025]

কিভাবে ভিডিও এডিটিং শিখে একটি সফল ক্যারিয়ার তৈরি করবেন [Updated 2025]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

ভিডিও এডিটিং বর্তমান সময়ে এক জনপ্রিয় স্কিল, যা কন্টেন্ট ক্রিয়েটর, ফিল্মমেকার ও ডিজিটাল মার্কেটারদের জন্য অপরিহার্য একটা বিষয়। সোশ্যাল মিডিয়ার এই যুগে ভালো ভিডিও মেকিং করা মানে আপনার মেসেজ আরো ভালোভাবে ভিউয়ার দের কাছে পৌঁছানো। তাই এই পোস্টে আমরা ভিডিও এডিটিং কে শুরু থেকে প্রোফেশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস আলোচনা করবো। তো চলুন শুরু করা যাক।

এটি কেবল মাত্র একটি ক্রিয়েটিভ স্কিল নয়,  আপনার আইডিয়া ভিউয়ার দের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়ার একটি মাধ্যম ও বটে। আপনি যদি ভিডিও এডিটিংয়ে নতুন হন বা আরও স্কিলড হতে চান, তাহলে এই পোস্ট টি আপনাকে শুরু থেকে প্রো লেভেলে নিয়ে যেতে সহায়তা করবে, ইনশা আল্লাহ।

 

ভিডিও এডিটিং শুরুর জন্য যা যা লাগবে

হার্ডওয়্যার

ভিডিও এডিটিং এর জন্য ভালো পিসি বা ডেস্কটপ একটি গুরুত্বপূর্ণ বস্তু। নিচে রিকমেন্ডেড কিছু হার্ডওয়্যার এর কনফিগারেশন দেয়া হলো যা মিনিমাম লাগবেই ভিডিও এডিটিং এর জন্য:

  • প্রসেসর (CPU): মিনিমাম Intel Core i5/i7 বা AMD Ryzen 5/7। একটি শক্তিশালী প্রসেসর দ্রুত ভিডিও এডিটিং সম্পন্ন করতে হেল্প করে।
  • গ্রাফিক্স কার্ড (GPU): NVIDIA GTX 1660 বা এর সেইম লেভেলের গ্রাফিক্স কার্ড দরকার হবে। উন্নত মানের গ্রাফিক্স কার্ড ইন্টেনসিভ কাজের জন্য অপরিহার্য একটা হার্ডওয়্যার।
  • RAM: ৮ জিবি মিনিমাম দরকার। তবে ১৬ জিবি বা বেশি হলে ভালো। বড় ফাইল বা 4K ভিডিও এডিট করার জন্য বেশি RAM এর দরকার পড়বে।
  • স্টোরেজ: এসএসডি (SSD) ফাস্ট এডিটিং জন্য দরকার পড়ে। ভিডিও ফাইলগুলো অনেক বড় হয়, তাই অতিরিক্ত স্টোরেজ এর দরকার পড়বে।

সফটওয়্যার

ভিডিও এডিটিং এর জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে। নিচে জনপ্রিয় কয়েকটি সফটওয়্যার নিয়ে ধারণা দেয়া হলো:

  • Adobe Premiere Pro: প্রোফেশনাল ভিডিও এডিটিং এর জন্য আদর্শ একটা সফটওয়্যার।
  • Final Cut Pro: MAC User দের জন্য শক্তিশালী একটি টুল।
  • DaVinci Resolve:  প্রোফেশনাল লেভেলের ভিডিও এডিটিং এর জন্য এটা একটা কালার গ্রেডিং টুল।
  • CapCut: মোবাইল এর জন্য ব্যবহার উপযোগী। শর্ট ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করা হয়। এর টেমপ্লেট ব্যবহার করে ভিডিও কে আরো আকর্ষণীয় করা সম্ভব। এটা পিসি তেও ইউজ করা যায়।
  • Filmora: পিসি আর ফোন উভয়ের জন্য অত্যন্ত জনপ্রিয় একটা সফটওয়্যার। এর মাধ্যমে এ আই ব্যবহার করে ভিডিও কে আকর্ষণীয় রূপ দেয়া সম্ভব। এছাড়া এর বিভিন্ন টুল ভিডিও এডিটিং কে আরো প্রাণবন্ত করে তুলতে সক্ষম।

 

বেসিক ভিডিও এডিটিং টেকনিক

ভিডিও এডিটিং শুরুর সময় কিছু বেসিক টেকনিক রপ্ত করা জরুরি। এগুলো আপনার এডিটিং স্কিল এর বেইস তৈরি করবে।

কাট & ট্রিম

ভিডিও এডিটিং এর সবচেয়ে মৌলিক স্টেপ হলো অপ্রয়োজনীয় অংশ কাট করে ফেলা। সঠিক স্থানে কাট করা আপনার ভিডিওকে আরো গতিশীল করবে আর ভিডিও এর বিষয়বস্তুকে আরও সুসংগঠিত করে তুলবে।

ট্রানজিশন ব্যবহার করা শিখুন

ভিডিও এর সিন চেঞ্জিং এর সময় স্লাইড, ফেইড বা কাস্টম ট্রানজিশন ব্যবহার করা ভিডিওকে আরও আকর্ষণীয় করে তোলে। তবে অতিরিক্ত ট্রানজিশন ব্যবহার এড়িয়ে চলুন যাতে ভিডিওটি আন-প্রোফেশনাল না লাগে।

টেক্সট & গ্রাফিক্স

ভিডিওর ওপর টাইটেল, সাবটাইটেল বা ইনফো-গ্রাফিক অ্যাড করতে ভুলবেন না কিন্তু! Adobe Premiere Pro তে টাইটেল ডিজাইন খুবই সহজ । এছাড়া Filmora সফটওয়্যার দিয়ে দৃষ্টিনন্দন টেমপ্লেট ব্যবহার করা যায়।

 

কালার গ্রেডিং & কালার কারেকশন

কালার কারেকশন

ভিডিওর ফুটেজের লাইটিং বা কালার ঠিক করার প্রোসেস কে কালার কারেকশন বলা হয়। ঠিকভাবে কালার কারেকশন ভিডিওর গুণমান বাড়িয়ে তোলে আর একটি প্রফেশনাল লুক দেয়। DaVinci Resolve দিয়ে সহজেই কালার কারেকশন এর কাজ করা যায়।

কালার গ্রেডিং

আপনার ভিডিওর মুড বা টোন সেট করার জন্য কালার গ্রেডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন, কোনো রোমান্টিক দৃশ্যের জন্য ওয়ার্ম টোন ব্যবহার করতে পারেন, আর থ্রিলারের জন্য ঠান্ডা নীল শেড ব্যবহার করতে পারেন। কালার গ্রেডিং আপনার স্টোরি টেলিং কে আরও আকর্ষণীয় করে তুলতে পারে।

অডিও এডিটিং

ভালো অডিও একটি ভিডিওর মান কয়েকগুণ বাড়িয়ে দেয়। তাই ভিডিওর ভিজ্যুয়ালের সঙ্গে মানানসই অডিও যোগ করা অতীব গুরুত্বপূর্ণ।

ব্যাকগ্রাউন্ড নয়েস রিমুভ করুন

Adobe Audition বা Audacity ব্যবহার করে অডিওর ব্যাকগ্রাউন্ড নয়েস খুব সহজেই রিমুভ করা যায়। এটা আপনার ভিডিও এর অডিও কোয়ালিটি আরো বাড়িয়ে দিবে।

সাউন্ড ইফেক্ট মিউজিক অ্যাড করুন

আপনাকে ভিডিওর জন্য উপযুক্ত সাউন্ড ইফেক্ট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বাছাই করতে হবে। এর জন্য  YouTube Audio Library এর ফ্রি সাউন্ড এফেক্ট গুলো মিউজিকের ভালো একটা সোর্স। এছাড়া কপিরাইট ফ্রি মিউজিক লিখে ইউটিউবে সার্চ দিলে ভালো ভালো অনেক সাউন্ড পেয়ে যাবেন খুব সহজেই।

ভয়েস-ওভার যোগ করুন

ভিডিও তে দেখানো মেসেজ কে আরো ক্লিয়ার করতে একটি ক্লিন ভয়েস ওভার অ্যাড করতে পারেন। এটি ভিউয়ার দের মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে।

 

মোশন গ্রাফিক্স & ভিজ্যুয়াল ইফেক্ট

মোশন গ্রাফিক্স

Adobe After Effects দিয়ে বেসিক মোশন গ্রাফিক্স তৈরি করতে পারেন। যেমন, লোগো অ্যানিমেশন, টাইটেল কার্ড ইত্যাদি।

ভিজ্যুয়াল ইফেক্ট (VFX)

স্লো-মোশন, গ্রিন স্ক্রিন এবং ট্র্যাকিং ইফেক্ট প্রোফেশনাল ভিডিও এডিটিং এ বড় একটা ভূমিকা রাখে। VFX ব্যবহার করে ভিডিওকে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।

 

 

শর্ট ভিডিও এডিটিং টিপস (Reels & TikTok এর জন্য)

সোশ্যাল মিডিয়ার জন্য শর্ট ভিডিও এডিটিংয়ের বিশেষ কিছু টেকনিক রয়েছে। নিচে সেগুলো তুলে ধরা হলো।

  • ফাস্ট কাট টেকনিক: রিল বা টিকটকের জন্য ভিডিও এডিটিংয়ে দ্রুত কাট দিতে হয়। এতে ভিডিও তে ভিউয়ার রা ভালোভাবে মনযোগ দিতে পারে আর তাদের বোরিং কম লাগে।
  • মিউজিক সিঙ্ক্রোনাইজেশন : মিউজিকের বিট অনুযায়ী কাট দিতে হবে। এটি ভিউয়ার দের আকর্ষণ করতে সহায়ক।
  • ট্রেন্ড ফলো করুন: ট্রেন্ডিং ইফেক্ট ও ফিল্টার ব্যবহার করুন। এর জন্য Capcut ব্যবহার করতে পারেন। এখানে প্রায় সব ধরণের ট্রেন্ডিং ইফেক্ট ও ফিল্টার পাওয়া যায়।
  • টেক্সট সাবটাইটেল: ভিডিওতে আকর্ষণীয় টেক্সট ও সাবটাইটেল অ্যাড করতে পারেন, যা অনেক দ্রুত ভিউয়ার দের মনোযোগ আকর্ষণ করতে পারবে।

কিছু প্রোফেশনাল টিপস

ক্লিপ অর্গানাইজ করুন

প্রজেক্ট ফাইল গুলো সাজিয়ে রাখুন। প্রতিটি ক্লিপের নাম সহজবোধ্য রাখুন যাতে দ্রুত খুঁজে পাওয়া যায়।

ক্লায়েন্টের ফিডব্যাক নিন

ক্লায়েন্টদের সাথে ভিডিওর প্রতিটি স্টেপ ব্যাখ্যা করুন ও তাদের ফিডব্যাক অনুযায়ী কাজ করুন। এটি কাজের মান আরো ইম্প্রুভ করতে সহায়তা করবে।

রেন্ডারিং সেটিংস জানুন

ভিডিও রেন্ডার করার সময় সঠিক ফরম্যাট এবং রেজোলিউশন সিলেক্ট করুন। সাধারণত, YouTube বা সোশ্যাল মিডিয়ার জন্য H.264 ফরম্যাট এবং 1080p রেজোলিউশন ভালো কাজ করে।

এছাড়াও আরো কিছু নির্দেশনা, যা আপনার ভিডিও এডিটিং এর সময়ে জানা দরকার।

  • রেজোলিউশন:

1080p (1920×1080) হলো স্ট্যান্ডার্ড রেজোলিউশন। তবে প্রয়োজন অনুযায়ী 720p বা 4K (2160p) রেজোলিউশন ব্যবহার করতে পারেন।

  • ফ্রেম রেট (Frame Rate):

ভিডিও রেকর্ডিং বা এডিটিং অনুযায়ী 24fps, 30fps, অথবা 60fps সিলেক্ট করতে হবে। YouTube এ 60fps ফ্রেম রেট পর্যন্ত সাপোর্ট করে।

  • বিট রেট (Bitrate):

YouTube-এর জন্য 1080p ভিডিওতে 8 Mbps (SDR) বা 10 Mbps (HDR) বিট রেট ভালো কাজ করে। 4K এর ক্ষেত্রে 35-68 Mbps বেছে নেওয়া উচিত।

  • অডিও সেটিংস (Audio Settings):

AAC ফরম্যাট এবং 320kbps অডিও বিট রেট সিলেক্ট করলে ভিডিও এর অডিও ভালো পাওয়া যায়।

 

 

ভিডিও এডিটর হিসেবে কিভাবে ক্যারিয়ার শুরু করবেন?

ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম

আপওয়ার্ক, ফাইভার এবং ফ্রিল্যান্সার এর মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ খুঁজে পাওয়া যায়। এর জন্য একটি প্রোফেশনাল প্রোফাইল তৈরি করতে হবে আর কাজের নমুনা আপলোড করতে হবে।

পোর্টফোলিও তৈরি

আপনার সেরা কাজগুলো একটি পোর্টফোলিওতে সাজিয়ে রাখুন। এর জন্য Behance বা Vimeo ব্যবহার করতে পারেন।

কোর্স এবং সার্টিফিকেশন

আপনার দক্ষতা বাড়ানোর জন্য কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স করতে পারেন। যেমন Udemy, Coursera বা LinkedIn Learning

ভিডিও এডিটিং শেখা একটি ধৈর্যের কাজ। তবে, সঠিক প্ল্যান ও প্রাক্টিসের মাধ্যমে আপনি দ্রুত প্রোফেশনাল লেভেলে পৌঁছাতে পারবেন। উপরের টিপসগুলো ফলো করে নিজের কাজের লেভেল আরো উন্নত করার চেষ্টা করুন এবং ভিডিও এডিটিং কে ক্যারিয়ার হিসেবে গড়ে তুলুন। প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক শিখুন এবং নিজের কাজের মান আরও বাড়ান।

ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ!

 

The post কিভাবে ভিডিও এডিটিং শিখে একটি সফল ক্যারিয়ার তৈরি করবেন [Updated 2025] appeared first on Trickbd.com.


Monday, January 27, 2025

২০২৫ সালে যা না জানলেই নয়! Social Engineering Attack কি? এর থেকে বেঁচে থাকার উপায়।

২০২৫ সালে যা না জানলেই নয়! Social Engineering Attack কি? এর থেকে বেঁচে থাকার উপায়।

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

আজকে আমি একটা সচেতনতামূলক পোস্ট নিয়ে হাজির হয়েছি। তা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ্যাটাকস। অনেকেই হয়তো এই টার্ম এর সাথে অপরিচিত। আমি আজকে এর ছোটখাটো একটা পরিচিতি দিয়ে আলোচনা শুরু করবো।

 

 

প্রথমেই একটা ঘটনা দিয়ে শুরু করা যাক।

আমার একটা বন্ধুর ফেসবুক আইডি তে হঠাৎ করেই দেখতে পাই স্টোরি তে আর পোস্টে কিছু অপ্রীতিকর পোস্ট। সে এ্যাডাল্ট কিছু শেয়ার দিয়েছে। দেখেই ভেবে নিয়েছিলাম যে আইডি হ্যাক হয়েছে হয়তো। সত্যিই তাই। বন্ধুকে কল দেয়ার পর জানতে পারলাম তার আইডি হ্যাক হয়েছে। এরপর জিজ্ঞেস করলাম সে এমন কিছু করেছিলো কিনা যাতে করে তার আইডির এক্সেস অন্য কেউ নিতে পারে।

সে বললো সে তেমন কিছুই করে নি। পরে আরো ভালোভাবে জিজ্ঞেস করলাম।

বললো তেমন কিছু না, একটু কৌতূহলবশত একটা গেইমে লগিন করে এক্সেস দিয়েছিলো। সে ওইটা সাধারণ ভাবে নিলেও আর তেমন উল্লেখযোগ্য মনে না করলেও ওইটাই প্রধান নাটের গুরু।

গেইম টা ছিল এমন- আপনার আইডি তে কে কে লুকিয়ে ভিজিট করে তা জেনে নিন।” অনেকেই হয়তো এইরকম কোনো অ্যাড দেখেছেন নিজের আইডিতে। কেউ এড়িয়ে গেছেন আবার কেউ কৌতূহলবশত টেস্ট ও করেছেন। অনেকে কোনো সমস্যার সম্মুখীন হন নি, আবার অনেকের আমার ওই বন্ধুর মতো অবস্থা হয়েছে।

এই যে ছোট একটা ট্রিকে পা দিয়ে আইডির বারোটা বাজিয়ে দিলো এই ট্রিক টাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আর এই ইঞ্জিনিয়ারিং দিয়ে যে আক্রমণ করা হলো সেটাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এট্যাক। আশা করি বুঝতে পেরেছেন।

বর্তমানে ডিজিটাল যুগে এই Social Engineering Attacks একটি বড় থ্রেট। এটি এমন একটা ট্রিক যেখানে এট্যাকার রা মানুষের মনস্তাত্ত্বিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তথ্য চুরি, টাকা হাতিয়ে নেওয়া বা অন্যান্য অপরাধ্মূলক কাজ করে থাকে। এই ধরনের আক্রমণ থেকে নিরাপদ থাকতে হলে আমাদের সচেতনতা এবং কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এই পোস্টে আমরা Social Engineering Attacks এর ধরন আর  এইটা থেকে বাঁচার উপায় জানবো।

প্রথমেই চলুন Social Engineering Attack-এর প্রকারভেদ সম্বন্ধে জেনে নেয়া যাক।

  • Phishing

এটা সম্বন্ধে সবাই-ই কমবেশি জানেন। ট্রিকবিডি তে এটা নিয়ে আগেও বহুত পোস্ট হইছে। ইমেইল, মেসেজ বা ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীর সংবেদনশীল তথ্য (যেমনঃ- পাসওয়ার্ড, ব্যাংক ডিটেইলস) চুরি করার প্রচেষ্টা কেই ফিশিং বলা হয়। অনেকে হয়তো নিজেরাই ফিশিং শিখেও নিয়েছেন ট্রিকবিডি থেকে। 🤐

  •  Spear Phishing

নির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর লক্ষ্য করে করা আক্রমণ, যেখানে আক্রমণকারী আগে থেকে শিকার সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করে এটাকেই স্পেয়ার ফিশিং বলা হয়।

  • Pretexting

প্রিটেস্টিং হলো এমন এক ধরণের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং যেখানে একজন অপরিচিত ব্যক্তি ইউজারকে বিশ্বাস করাতে চায়, যে সে একজন নির্দিষ্ট ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানের মেম্বার, যার মাধ্যমে সে গোপন তথ্য ডেটা সংগ্রহ করতে পারে। এটি সাধারণত তথ্য চুরি, প্রতারণা বা পরিচয় চুরির উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এট্যাকার রা ফেইক পরিচয় ব্যবহার করে ভিক্টিমের বিশ্বাস অর্জনের চেষ্টা করে আর তথ্য বের করে। যেমন, নিজেকে ব্যাংকের কর্মী হিসেবে পরিচয় দেওয়া।

উদাহরণসকরূপঃ প্রায়শই দেখা যায় যে, কেউ একজন ফোন করে একটা ব্যাংক কর্মচারীকে বলছে যে সে ব্যাংকের সিস্টেমের একজন টেকনিক্যাল এসিস্ট্যান্ট। সিস্টেম আপডেট করতে তার গুরুত্বপূর্ণ কিছু তথ্যের প্রয়োজন। লোকটা কর্মচারীকে নিজের পরিচয়ও এমনভাবে বলে যে তাকে কর্মচারীর পরিচিত বা সিস্টেমেরই কোনো পার্ট ও মনে হতে পারে।

এইভাবে সেই কর্মচারীর কাছ থেকে ব্যাংকের গ্রাহকের তথ্য চুরি হতে পারে। অথচ যে নিজেকে টেকনিক্যাল এসিস্ট্যান্ট হিসেবে দাবি করেছে, সে মূলত একজন হ্যাকার।

  •  Baiting

লোভনীয় কিছু যেমন ফ্রি গিফট বা সফটওয়্যার দেখিয়ে ব্যবহারকারীকে ফাঁদে ফেলা কে বেইটিং বলা হয়। এটা ইদানিং অনেক পরিমাণে বেড়েছে। দেখা যায় যে, হঠাৎ ফোনে এস এম এস বা হোয়াটসএপ এ মেসেজ আসে আপনি ভালো পরিমাণের টাকা জিতেছেন। সাথে কিছু লিংক প্রোভাইড করা থাকে। ওই লিংকে প্রবেশ করলেই আপনি তাদের ফাঁদে পড়ে যাবেন।

  • Tailgating

অনুমতি ছাড়াই কোনো ব্যক্তির পিছু পিছু নিরাপত্তা বেষ্টিত জায়গায় প্রবেশ করাকে টেইলগেটিং বলা হয়। টেইলগেটিং দুই ধরণের হয়ে থাকে। ফিজিক্যাল টেইলগেটিং আর ডিজিটাল টেইলগেটিং। ডিজটাল টেইলগেটিং হলো ভার্চুয়াল স্পেসে ইউজারের লগইন তথ্য ব্যবহার করে সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। আর ফিজিকাল টেইলগেটিং হলো ইউজারের পিছনে সরাসরি গিয়ে প্রবেশ করা। যেমন অফিসে প্রবেশ করার সময় কেউ যদি আপনার সাথে দরজা ধরে বা কার্ড দিয়ে স্ক্যান করার পর পিছনে চলে আসে।

আর একটা বিষয় টেইলগেটিং এ উল্লেখ করা জরুরি। আমরা প্রায়শই দেখি QR কোড স্ক্যান করে অনেক প্রতিষ্ঠানে পেমেন্টের ব্যবস্থা থাকে। সেখানে গিয়ে যদি কেউ নিজের QR কোড লাগিয়ে দিয়ে আসে তাহলে যারাই ওইখানে স্ক্যান করে পেমেন্ট করবে, তাদের টাকাই চলে আসবে ওই ব্যক্তির কাছে। এটাও এক ধরণের ফিজিক্যাল টেইলগেটিং।

  • Quid Pro Quo

একটি পরিষেবা বা সুবিধার বিনিময়ে তথ্য নেওয়ার অপচেষ্টা কে Quid Pro Quo  বলা হয়। যেমন, ভুয়া আইটি সাপোর্ট কল।

Social Engineering Attacks থেকে বাঁচার উপায়

Social Engineering Attacks থেকে রক্ষা পেতে নিম্নলিখিত প্রতিরোধমূলক পদক্ষেপগুলো অনুসরণ করা উচিত:

১. সচেতন থাকুন।

  • আন-নোউন ইমেইল বা মেসেজে কোনো লিংকে ক্লিক করার আগে তার সোর্স যাচাই করুন।
  • যদি কোনো অফার খুব বেশি লোভনীয় মনে হয়, তবে সেটি স্প্যাম বা সন্দেহজনক হতে পারে।

২. স্ট্রং ও কমপ্লিকেটেড পাসওয়ার্ড ব্যবহার করুন।

  • আপনার সব অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করুন।
  • পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্ন ইউজ করুন।

৩. Two-Factor Authentication চালু করুন।

  • অ্যাকাউন্টের সিকিউরিটি বাড়ানোর জন্য Two-Factor Authentication (2FA) ইউজ করুন। যদি বাই-এনি-চান্স আপনার অ্যাকাউন্ট হ্যাক করা হয়, তার পরও আপনার অ্যাকাউন্ট সেইফ রাখতে সহায়তা করবে।

৪. অজানা ফাইল বা ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন।

  • অচেনা পেনড্রাইভ বা ডাউনলোড করা ফাইল ব্যবহার করবেন না। এতে ম্যালওয়্যার থাকতে পারে।

৫. ফিশিং ইমেইল শনাক্ত করে এড়িয়ে চলুন।

  • ফিশিং ইমেইল সাধারণত নিচের বৈশিষ্ট্যগুলোর মতো হয়:
    • পাঠকের উপর তাড়াহুড়ো বা চাপ তৈরি করে।
    • অচেনা লিংক বা অ্যাটাচমেন্ট যুক্ত থাকে মেইলের সাথে।
    • ইমেইল ডোমেইনে ছোট ছোট বানান ভুল থাকতে পারে।

৬. ব্যক্তিগত তথ্য শেয়ার করার সময় সতর্ক থাকুন

  • ফোন কল, ইমেইল, বা মেসেজের মাধ্যমে কোনো সংবেদনশীল তথ্য শেয়ার করতে যাবেন না।
  • নিশ্চিত না হয়ে কখনোই আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড সম্পর্কিত তথ্য শেয়ার করতে যাবেন না।

৭. নিয়মিত সাইবার সিকিউরিটি রিলেটেড ব্যাসিক ট্রেইনিং নিন।

  • আপনার কর্মস্থলে বা পার্সোনাল লাইফে সাইবার সিকিউরিটি ট্রেইনিং এর মাধ্যমে Social Engineering এর ঝুঁকি সম্পর্কে সচেতন থাকুন।

৮. সফটওয়্যার আপডেটেড রাখুন

  • আপনার ডিভাইসের অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার আপডেট রাখুন।
  • সিকিউরিটি প্যাচগুলি রেগুলার ইনস্টল করুন।

৯. নিয়মিত ব্যাকআপ নিয়ে রাখুন।

  • গুরুত্বপূর্ণ ডেটার ব্যাকআপ রাখুন, যেন আক্রমণের ক্ষেত্রে ডেটা রিকভারি করা যায়।

১০. সন্দেহজনক কিছু টের পেলে রিপোর্ট করার অভ্যাস গড়ে তুলুন।

  • কোনো সন্দেহজনক ইমেইল বা অ্যাক্টিভিটি লক্ষ্য করলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট করুন।

সর্বোপরি, Social Engineering Attacks একটি মারাত্মক থ্রেট, যা প্রযুক্তির পাশাপাশি মানুষের মানসিক দুর্বলতাকে টার্গেট করে। তবে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এই ধরনের আক্রমণ থেকে নিজেকে এবং আপনার অরগানাইজেশন কে সেইফ রাখা সম্ভব।

নিজে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করতে সাহায্য করুন।

আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

The post ২০২৫ সালে যা না জানলেই নয়! Social Engineering Attack কি? এর থেকে বেঁচে থাকার উপায়। appeared first on Trickbd.com.


হস্তমৈথুন কি? হস্তমৈথুনের কারণ? হস্তমৈথুনের ক্ষতি এবং ক্ষতিপূরণ?

হস্তমৈথুন কি? হস্তমৈথুনের কারণ? হস্তমৈথুনের ক্ষতি এবং ক্ষতিপূরণ?

এটি আমার এলাকার একটি বড় ভাই ‘রাতুল’ এর গল্প। যখন তার বয়স ১৪-১৫ বছর, তখন থেকেই তার মধ্যে মাঝে মাঝেই অদ্ভুত একটি অনুভূতি কাজ করত। এক ধরণের অজানা উত্তেজনা, যা তার মনের গভীরে একটা অস্থিরতার জন্ম দিত। সে নিজেও বুঝতে পারত না কেন তার এরকম হয়। এই অনুভূতি কখনো তাকে কৌতূহলী করত, কখনো আবার বিব্রত করত। সময়ের সাথে সাথে সে অনুভব করল যে, এই অদ্ভুত অনুভূতিগুলো তার শরীর এবং মনের উপর প্রভাব ফেলছে। তবে, সেগুলো কীভাবে সামলাতে হয় বা কোন দিকে তা পরিচালিত করা উচিত, তা নিয়ে সে ছিল পুরোপুরি অজ্ঞ। এই সময়ে সে একাকী সময়ে অনেক ভেবে দেখত, কিন্তু সেই অনুভূতির গভীরতা এবং তাৎপর্য তাকে আরো ধোঁয়াশার মধ্যে ফেলত।
একটা সময় সেই অদ্ভুত অনুভূতিগুলো তাকে এমন এক জায়গায় নিয়ে গেল, যেখানে সে নিজেকে সামলাতে পারত না। সে বুঝতে পারল না, কীভাবে এই অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করবে। তার শরীর যেন তাকে নিজের অজান্তেই একটা নতুন অভ্যাসের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল। একদিন কৌতূহলবশত সে এমন কিছু করল, যা তাকে সাময়িক স্বস্তি দিল, কিন্তু সেই স্বস্তির পিছনে লুকিয়ে ছিল এক গভীর ফাঁদ।
এরপর থেকে সেই কাজ তার জীবনের একটা নিয়মিত অভ্যাসে পরিণত হলো। সে বুঝতেই পারল না, কখন এই অভ্যাস তার ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়ে গেছে। সে ধীরে ধীরে হস্তমৈথুনে আসক্ত হয়ে গেল। প্রতিদিনের অজস্র সময় এবং শক্তি সে এই অভ্যাসের পেছনে ব্যয় করতে শুরু করল।
প্রথমদিকে এটি তাকে ভালো লাগাত, কিন্তু সময়ের সাথে সাথে সে অনুভব করতে লাগল যে, এটি তার শরীর ও মন উভয়ের ওপরই নেতিবাচক প্রভাব ফেলছে। সে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছিল, তার মানসিক শক্তি কমে যাচ্ছিল, এবং জীবনের প্রতি তার আগ্রহ ক্রমশ হারিয়ে ফেলছিল। তবুও, এই অভ্যাস থেকে বেরিয়ে আসা তার জন্য অসম্ভব হয়ে উঠেছিল।
আর এটি শুধু একজন রাতুল এর গল্প নয় এটি এখন বর্তমানে বিশেষ করে আমাদের বাংলাদেশের বেশিরভাগ তরুণ প্রজন্মের জীবনের আসল কাহিনী।  যে সমাজে এই সব বিষয় গুলোকে সবথেকে লজ্জাজনক ভাবে দেখা হয় সেই সমাজেই এই সকল বিষয়গুলো বেশি হয়। আমি হস্তমৈথুনের কথা বলছি। 
হস্তমৈথুন কি? হস্তমৈথুন, যাকে অনেকেই ‘স্বমৈথুন’ বলে জানেন। হস্তমৈথুন হলো একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার নিজের হাতের সাহায্যে নিজের লিঙ্গকে চাপ বা গতিশীলতা দিয়ে বীর্যপাত ঘটিয়ে আনন্দ বা সন্তুষ্টি লাভ করেন। এটি একটি যৌন অভ্যাস, যা ব্যক্তির শারীরিক বা মানসিক তৃপ্তি নিশ্চিত করতে ব্যবহৃত হয়।”
হস্তমৈথুনের কারণ: সাধারণত, একটি ছেলের মধ্যে বয়ঃসন্ধি কালে হস্তমৈথুনের প্রতি আগ্রহ বা অনুভূতি তৈরি হতে থাকে, যা সাধারণত ১২ থেকে ১৬ বছর বয়সের মধ্যে ঘটে। এই সময় শরীরে হরমোনের পরিবর্তন ঘটে এবং যৌন উদ্দীপনা বা আকর্ষণ বৃদ্ধি পায়। তবে, এটি ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থার উপর নির্ভর করে ভিন্ন হতে পারে। আমাদের দেশে, যেখানে একটি ছেলের বিয়ের বয়স ২১ বছর নির্ধারিত, সেখানে ১২ থেকে ১৬ বছর বয়সের মধ্যে তার মধ্যে যৌন অনুভূতি তৈরি হয়। এসময় সে বুঝে না কি করতে হবে বা কিভাবে তার অনুভূতিগুলোর মোকাবিলা করতে হবে।
এছাড়া, বাংলাদেশে কোথাও শিশুদের সেক্স এডুকেশন দেওয়া হয় না, যার কারণে তারা সঠিক জ্ঞান বা ধারণা না থাকায় হস্তমৈথুনের মতো বিপজ্জনক অভ্যাসে আসক্ত হয়ে পড়ে।
অতিরিক্ত হস্তমৈথুন হলে কি কি ক্ষতি হতে পারে?
  1. ক্লান্তি ও দুর্বলতা: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে কর্টিসোল হরমোনের মাত্রা বৃদ্ধি পায়, যা ক্লান্তি ও দুর্বলতার কারণ হতে পারে।

  2. পিঠে ব্যথা: হস্তমৈথুনের কারণে ইনফ্লেমেটরি হরমোন প্রস্টাগ্লান্ডিন ই২-এর উৎপাদন বেড়ে যায়, যা পিঠের নিচের অংশে ব্যথা সৃষ্টি করতে পারে।

  3. অস্পষ্ট দৃষ্টি ও চোখে ফ্লোটার্স: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে চোখে অস্পষ্ট দৃষ্টি ও ফ্লোটার্স (চোখের সামনে ভাসমান বিন্দু) দেখা দিতে পারে।

  4. চুল পড়া ও পাতলা হয়ে যাওয়া: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে চুল পড়া ও চুল পাতলা হয়ে যাওয়ার সমস্যা দেখা দিতে পারে।

  5. স্মৃতিশক্তি হ্রাস: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে স্মৃতিশক্তি দুর্বল হতে পারে।

  6. ইরেক্টাইল ডিসফাংশন: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে লিঙ্গের উত্থানে সমস্যা দেখা দিতে পারে।

  7. অকাল বীর্যপাত: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে বীর্যপাতের সময় নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে।

  8. সেমিনাল লিকেজ: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অনিয়ন্ত্রিতভাবে বীর্যপাত হতে পারে।

  9. যৌনাঙ্গে ফোলা ও নমনীয়তা: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে যৌনাঙ্গে ফোলা ও নমনীয়তা দেখা দিতে পারে।

  10. যৌনাঙ্গের সংবেদনশীলতা হ্রাস: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে যৌনাঙ্গের সংবেদনশীলতা কমে যেতে পারে।

  11. অপরাধবোধ ও লজ্জা: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে মানসিকভাবে অপরাধবোধ ও লজ্জা অনুভূত হতে পারে।

  12. আত্মবিশ্বাসের অভাব: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে আত্মবিশ্বাস কমে যেতে পারে।

  13. ধৈর্য ও মনোনিবেশের অভাব: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে ধৈর্য ও মনোনিবেশ কমে যেতে পারে।

  14. পর্নোগ্রাফিতে আসক্তি: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে পর্নোগ্রাফিতে আসক্তি তৈরি হতে পারে।

  15. অসামাজিক আচরণ: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে অসামাজিক আচরণ দেখা দিতে পারে।

  16. সামাজিক মেলামেশায় সমস্যা: হস্তমৈথুনের অতিরিক্ততার কারণে সামাজিক মেলামেশায় সমস্যা হতে পারে।

  17. বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যাওয়া: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে, যা পুরুষ বন্ধ্যাত্বের কারণ হতে পারে।

  18. বাধ্যতামূলক যৌন আচরণ: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে বাধ্যতামূলক যৌন আচরণের ঝুঁকি বাড়ে।

  19. প্রস্রাবের নালীতে ক্ষত: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে প্রস্রাবের নালীতে ক্ষত সৃষ্টি হতে পারে এবং পুঁজ নির্গত হতে পারে।

  20. প্রস্টেটের সমস্যা: অতিরিক্ত হস্তমৈথুনের ফলে প্রস্টেট গ্রন্থির সমস্যা দেখা দিতে পারে।

মোটামুটি এই ২০টি সমস্যার কথা শোনা যায়। এবং এগুলো আমি প্রচুর জানাশোনার পরই পোস্টে উল্লেখ করেছি। এছাড়া আমি ফেসবুকে অনেক গুরুপ সহ নানান জায়গায় দেখেছি যেখানে মানুষ হস্তমৈথুনের ক্ষতির সমুক্ষীন হয়ে এখন ভয়নাক জীবন পার করছে। তাই যত দ্রুত পারবেন এই ক্ষতিকর অভ্যাসটি থেকে বেরিয়ে আসুন নাহলে আপনার ভবিষ্যতে জীবন হতে পারে অন্ধকার। এখন যারা ইতি মধ্যে হস্তমৈথুন এর ফলে হওয়া সমস্যা গুলোই ভুগছেন তাদের করনীয় কি কি ? অতিরিক্ত হস্তমৈথুনের ফলে শরীরে যে শারীরিক ও মানসিক দুর্বলতা তৈরি হয়, তা ঠিক করতে সুষম খাদ্যগ্রহণ এবং সঠিক ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে খাবার ও ব্যায়ামের তালিকা দেওয়া হলো যা শরীর পুনরুদ্ধারে সহায়তা করবে ।

১. প্রোটিনসমৃদ্ধ খাবার:

  • ডিম: প্রতিদিন ১-২টি সেদ্ধ ডিম খেতে পারেন।
  • মুরগির মাংস: চর্বি ছাড়া গ্রিল বা সিদ্ধ মুরগি।
  • মাছ: তেলযুক্ত মাছ যেমন টুনা, স্যামন বা ইলিশ।
  • দুধ ও দুগ্ধজাত খাবার: দুধ, দই এবং পনির।
  • চিকন মাংস: গরু বা খাসির মাংস (কম তেলযুক্ত)।

২. ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার:

  • সবুজ শাকসবজি: পালং শাক, ব্রকলি, লাউ, কুমড়ো।
  • ফল: কলা, কমলা, আপেল, ডালিম, আমলকি।
  • বাদাম: কাঠবাদাম, কাজুবাদাম, আখরোট।
  • বীজ: চিয়া বীজ, তিলের বীজ, সূর্যমুখী বীজ।

৩. ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড:

  • ফ্ল্যাক্স সিড (তিসি বীজ), চিয়া সিড।
  • ওমেগা-৩ সমৃদ্ধ ফিশ অয়েল সাপ্লিমেন্ট।

৪. অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার:

  • গ্রিন টি।
  • বীটরুট।
  • ডার্ক চকলেট (কম চিনি যুক্ত)।

৫. শক্তিবর্ধক খাবার:

  • খেজুর।
  • মধু।
  • ওটস।
  • বাদামের মাখন।

পানীয়

  • প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
  • ডাবের পানি।
  • হোমমেড ফলের স্মুদি।


ব্যায়ামের তালিকা

১. কার্ডিও ব্যায়াম:

  • সকালে ১৫-২০ মিনিট দৌড়ানো।
  • সাইকেল চালানো।
  • সাঁতার কাটা।

২. স্ট্রেংথ ট্রেনিং:

  • পুশ-আপস: প্রতিদিন ১০-২০ বার।
  • প্লাঙ্ক: দিনে ১-২ মিনিট।
  • স্কোয়াটস: প্রতিদিন ১৫-২০ বার।

৩. যোগব্যায়াম ও মেডিটেশন:

  • কপালভাতি ও অনুলোম-বিলোম: মানসিক স্থিরতা আনবে।
  • ভুজঙ্গাসন: স্পাইন ও পেশির জন্য ভালো।
  • শবাসন: মানসিক চাপ কমাবে।

৪. পেলভিক ব্যায়াম:

  • কেগেল ব্যায়াম: পেলভিক ফ্লোর মাংসপেশি শক্তিশালী করে।

জীবনধারা পরিবর্তন

  1. পর্যাপ্ত ঘুম: প্রতিরাতে ৭-৮ ঘণ্টা ঘুমানোর চেষ্টা করুন।
  2. স্ট্রেস কমানো: চাপমুক্ত থাকতে মেডিটেশন করুন।
  3. ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন।
  4. পর্যাপ্ত রোদ: প্রতিদিন সকালে ১৫-২০ মিনিট রোদে থাকুন, যা ভিটামিন ডি সরবরাহ করবে।
আশা করি এই নিয়মগুলো মেনে চললেই হস্তমৈথুনের ক্ষতিপূরণ করা যেতে পারে। আপনার জন্য শুভ কামনা রইল, যত দ্রুত পারেন এই ভয়ানক অভ্যাস থেকে বেরিয়ে আসুন। এই অভ্যাস ত্যাগ করাটা কিছুটা কঠিন হতে পারে, তবে অসম্ভব কিছু নয়। সোশ্যাল ডিটক্স পালন করুন, কিছুদিনের জন্য হারিয়ে যান সোশ্যাল মিডিয়া থেকে। যখনই খারাপ চিন্তা মাথায় আসবে, তখনই স্মরণ করুন সৃষ্টিকর্তাকে। মনে করুন এটি একটি বড় গুনাহের কাজ। ৫ ওয়াক্ত নামাজ আদায় করুন। ইনশাআল্লাহ, সব ঠিক হয়ে যাবে। আল্লাহর উপর ভরসা রাখুন। আপনার নতুন জীবনের জন্য শুভ কামনা।

আর একটা কথা আপনি কি জানেন টিপসট্রাই.কম ( https://www.tipstry.com ) দিচ্ছে প্রতি পোস্টের ভিঊয়ের উপর টাকা ? যতো বেশি পোস্ট ভিউ হবে ততোবেশি ইনকাম করতে পারবেন । সুধু তাই নয় প্রতিটি পোস্টের উপর পেয়ে যাবেন ১০০৳ প্রযন্ত বোনাস ক্রেডিট । তাহলে আর দেরি কেনো এখনি ভিজিট করুন WWW.TIPSTRY.COM আর শেয়ার করুন আপনার লেখা পোস্ট



পোস্ট লিখে টাকা আয় করুন





The post হস্তমৈথুন কি? হস্তমৈথুনের কারণ? হস্তমৈথুনের ক্ষতি এবং ক্ষতিপূরণ? appeared first on Trickbd.com.


Saturday, January 25, 2025

পিসির জন্য নিয়ে নিন Advanced SystemCare Pro 18 একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]

পিসির জন্য নিয়ে নিন Advanced SystemCare Pro 18 একদম ফ্রি তে! [With Genuine License Key 2025]

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।

অনেকদিন পর ট্রিকবিডিতে লিখতে বসলাম। আসলে অনেক পড়াশোনার চাপের কারণে লিখতে বসা হয় না। আজকে আমি এসেছি আপনাদের জন্য পিসিতে ব্যবহারযোগ্য একটি সিস্টেম কেয়ার সফটওয়্যার এর লেটেস্ট ভার্শন এর প্রিমিয়াম নিয়ে, তাও ফ্রি তে।

Iobit এর Advanced SystemCare Pro অনেক আগে থেকেই জনপ্রিয় একটি সফটওয়্যার। এটি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজার দের জন্য ডিজাইন করা হয়েছে, যা পিসির পারফরম্যান্স বাড়ায়, সিস্টেমের ইরর গুলো মেরামত করে এবং ডেটা সুরক্ষা উন্নত করার জন্য বিভিন্ন ফিচার সরবরাহ করে থাকে। আপনারা মোটামুটি কমবেশি সবাই জানেন এই সফটওয়্যার সম্বন্ধে। যাদের লো কনফিগারেশন এর পিসি, কাজ করার সময় অনেক জাংক ফাইল জমা পড়ে আর পিসি স্লো হয়ে যায়, তাদের পিসি ফাস্ট করার জন্য এই সফটওয়্যার টি খুবই কাজের।

 

চলুন একনজরে এর ফিচার গুলো জেনে নেয়া যাকঃ

  • System Cleanup

Advanced SystemCare Pro  জাঙ্ক ফাইল, Cache এবং অপ্রয়োজনীয় সিস্টেম ফাইলগুলো দ্রুত স্ক্যান করে মুছে ফেলতে সক্ষম। এর ফলে আপনার পিসির স্টোরেজ খালি হবে আর সিস্টেমের স্পীড উল্লেখযোগ্যভাবে বাড়ে।

  • Privacy Protection

ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এটি উন্নত ফিচার দিয়ে থাকে। ব্রাউজার হিস্টোরি এবং ট্র্যাকিং ডেটা মুছে ফেলার মাধ্যমে আপনার গোপন তথ্য সাইবার আক্রমণ থেকে সুরক্ষিত রাখে এই সফটওয়্যারটি।

  • Real-Time Optimization

এই ফিচারটি আপনার পিসির ব্যাকগ্রাউন্ডে কাজ করে থাকে আর সিস্টেম রিসোর্সের সর্বোত্তম ব্যবহারযোগ্যতা নিশ্চিত করে। গেমিং করার সময় বা হেভি সফটওয়্যার চালানোর সময় এটি পিসির পারফরম্যান্সকে স্ট্যাবল রাখে।

  • Registry Cleaner

অপ্রয়োজনীয় বা ত্রুটিপূর্ণ রেজিস্ট্রি এন্ট্রিগুলো ঠিক করে, যা সিস্টেম ক্র্যাশ বা ধীরগতি রোধে সহায়তা করে। এটা পিসির স্ট্যাবলিটি বাড়ায়।

  • Internet Speed Optimizer

ইন্টারনেটের স্পীড বাড়ানোর জন্য এটি নেটওয়ার্ক সেটিংস অপ্টিমাইজ করে। ব্রাউজিং, ডাউনলোড, এবং স্ট্রিমিংয়ের সময় এটি ইন্টারনেটের পারফরম্যান্স আরো বাড়ায়।

  • Automatic Updates and Maintenance

সফটওয়্যারটি অটোমেটিক আপডেট হয় এবং নির্ধারিত সময়ে সিস্টেম স্ক্যান ও পরিষ্কার করে। এটি পিসি রক্ষণাবেক্ষণকে সহজ এবং কার্যকর করে তোলে।

  • Software Updater

আপনার সিস্টেমে থাকা পুরনো সফটওয়্যারগুলো স্বয়ংক্রিয়ভাবে ডিটেক্ট করে আর সর্বশেষ ভার্শনে আপডেট করে দেয়।

  • File Shredder

সিক্রেট বা ইম্পরট্যান্ট ফাইল সম্পূর্ণরূপে ডিলিট করার জন্য এটি একটি নিরাপদ পদ্ধতি ব্যবহার করে, যাতে ফাইলগুলো রিকভারি করা সম্ভব না হয়।

  • Turbo Boost

পিসিতে চলমান অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন বন্ধ করে সিস্টেমের রেসপন্স টাইম বাড়ায় এবং দ্রুত কাজ করতে সহায়তা করে।

  • Malware Removal

উন্নত সেইফটি ইঞ্জিন ব্যবহার করে এটি ভাইরাস, ম্যালওয়্যার, এবং স্পাইওয়্যার ডিটেক্ট করে ব্লক করে। এভাবে সিস্টেম সিকিউরড থাকে।

  • Startup Optimization

এই ফিচারটি স্টার্টআপ প্রোগ্রামগুলো কন্ট্রোল করে। এতে করে সিস্টেম দ্রুত চালু হয় এবং অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশন স্টার্টআপ সময়ে অতিরিক্ত লোড হয় না।

 

এবার চলুন Advanced SystemCare Pro 18 তে নতুন কি কি ফিচার এড করা হয়েছে তা জেনে নিই।

  • Enhanced AI Mode:
    Advanced SystemCare Pro 18-এর AI মোড আরও উন্নত করা হয়েছে। এটি ইউজারের রেগুলার ব্যবহার আর সিস্টেমের অবস্থা বিশ্লেষণ করে অটোমেটিকাল্লি সেরা অপ্টিমাইজেশন অপশন সিলেক্ট করে থাকে।
  • Improved Junk File Cleaning Algorithm:
    ভার্সন ১৮-তে ক্লিনিং অ্যালগরিদম আরও উন্নত করা হয়েছে যা আগের তুলনায় বেশি সঠিকভাবে জাঙ্ক ফাইল এবং ক্যাশ ফাইল ডিটেক্ট ও রিমুভ করতে পারে।
  • Privacy Shield Upgrade:
    ব্যক্তিগত ডেটা সেইফ রাখতে নতুন নতুন ইম্প্রুভ সিকিউরিটি প্রটোকল অ্যাড করা হয়েছে। এখন এটি ২০০ টিরও বেশি প্রোগ্রাম ও ব্রাউজার থেকে গোপনীয় ডেটা রক্ষা করতে সক্ষম।
  • Optimized Startup Manager:
    ভার্সন ১৮ তে স্টার্টআপ ম্যানেজার আগের চেয়ে অনেক বেশি স্পীডি ও কার্যকর। এটি সিস্টেম বুটিং এর সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনতে সক্ষম।
  • Enhanced Malware Protection:
    নতুন মালওয়্যার প্রোটেকশন ইঞ্জিন আগের চেয়ে আরও বেশি কার্যকর। এটি রিয়েল-টাইমে বিপজ্জনক ফাইল ও ভাইরাস শনাক্ত করে ব্লক করতে সক্ষম।
  • Disk Optimization:
    ভার্সন ১৮ তে ড্রাইভ অপ্টিমাইজেশনের ফিচার আরো উন্নত করা হয়েছে, যা হার্ড ড্রাইভ বা SSD থেকে সেরা পারফরম্যান্স বের করে আনতে সহায়তা করে।
  • Real-Time Speed Booster:
    ভার্সন ১৮ একটি নতুন রিয়েল-টাইম স্পিড বুস্টার যুক্ত করেছে, যা রিসোর্স-হেভি কাজ যেমন গেমিং বা ভিডিও এডিটিংয়ের সময় পিসিকে দ্রুতগতির করে তোলে।

আপডেটের মূল দিকঃ

  • গতি: ভার্সন ১৮ পূর্ববর্তী ভার্সনের তুলনায় স্ক্যানিং এবং অপ্টিমাইজেশনে ৩০% ফাস্ট।
  • ইউজার ইন্টারফেস: আগের তুলনায় আরও সহজ এবং আধুনিক UI, যা ইউজার দের দ্রুত অপশন খুঁজে পেতে সাহায্য করে।
  • নিরাপত্তা: ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য আরও উন্নত ডেটা এনক্রিপশন এবং রিয়েল-টাইম প্রাইভেসি।
  • কাস্টমাইজেশন: ইউজার রা তাদের প্রয়োজন অনুযায়ী টুলস কাস্টমাইজ করতে পারবেন।

এবার ডাউনলোড করার পালা।

সবার প্রথমে নিচের লিংক থেকে অফিশিয়াল ওয়েবসাইট এর সফটওয়্যার টি ডাউনলোড করে নিন। আমরা কোনো ক্র্যাক ব্যবহার করবো না।

Download Link Here

 

ডাউনলোড শেষ হয়ে গেলে ইনস্টল করে নিন। Pro ব্যবহার করার জন্য জেনুইন কিছু কি দিচ্ছি।

Key 1: 74EC5-C2171-04E6D-122GN
Expiry Date: Dec 12, 2025
Key 2: 4B74F-061B6-9050F-F23GN
Expiry Date: Jun 03, 2025
Key 3: C882C-E36C3-C71ED-2A8G4
Expiry Date: May 23, 2025
Key 5: 38917-9B756-57185-847G4
Expiry Date: May 1, 2025
যেকোনো একটা কপি করে নিন। এরপর সফটওয়্যার এ প্রবেশ করুন।
স্ক্রিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন। এরপরঃ
যেকোনো একটি সিরিয়াল কি কপি করে নিয়ে পেস্ট করে নিয়ে Register Now তে ক্লিক করুন।
দেখুন সফটওয়্যার টি প্রিমিয়াম হয়ে গিয়েছে।
এভাবেই আপনার সফটওয়্যার ফ্রি ভার্শন থেকে প্রো হয়ে যাবে। একটা key কাজ না করলে অন্য key ট্রাই করুন।

আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

 

The post পিসির জন্য নিয়ে নিন Advanced SystemCare Pro 18 একদম ফ্রি তে! [With Genuine License Key 2025] appeared first on Trickbd.com.


Friday, January 24, 2025

অনলাইনে টাকা ইনকাম করার ৩টা সেরা উপায়

অনলাইনে টাকা ইনকাম করার ৩টা সেরা উপায়

বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে শোনা যায় যে, মানুষ অনলাইনে প্রচুর টাকা ইনকাম করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে। এ ধরনের খবর ও তথ্য আমাদের আশেপাশে খুবই প্রচলিত। ফেসবুক, ইউটিউব, টিকটক এবং অন্যান্য সামাজিক মাধ্যমগুলোতে এমন অনেকেই আছেন যারা নিজের ইনকাম শেয়ার করে, এবং তারা দাবি করে যে, অনলাইনে কাজ করে অল্প সময়ের মধ্যে তারা লাখপতি হয়ে গেছেন। এসব খবর দেখে অনেকেই উদ্বিগ্ন হয়ে পড়েন এবং প্রশ্ন করতে শুরু করেন

—এগুলো কি সত্যিই সম্ভব, নাকি সেগুলো শুধুমাত্র মিথ্যা বা বানোয়াট তথ্য?

অবশ্যই, অনলাইনে টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু সেটি রাতারাতি বা সহজে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেক সময়, এমন মানুষ যারা রাতারাতি বড়লোক হওয়ার কথা বলেন, তারা হয়তো তাদের প্রচারণা বা পণ্য বিক্রির জন্য এসব দাবি করে। বাস্তবতা হলো, অনলাইনে সফল হতে হলে সঠিক জ্ঞান, কঠোর পরিশ্রম এবং ধৈর্য প্রয়োজন। শুধু তাই নয়, কিছু নির্দিষ্ট ক্ষেত্রেই সঠিক সুযোগ পাওয়ার মাধ্যমে আপনি অনলাইনে সফল হতে পারেন। এখানে ৩টি উপায় তুলে ধরা হলো, যেগুলো অনুসরণ করলে আপনি অনলাইনে আয় করার সম্ভাবনা বাড়াতে পারেন:

ফ্রীলান্সিংঃ ধরুন, আপনি একটি কাজ জানেন যা অনলাইন প্ল্যাটফর্মে করা সম্ভব। হতে পারে সেটি ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, ডাটা এন্ট্রি, অথবা আরও অনেক কিছু। এই ধরনের কাজের একটি দীর্ঘ তালিকা রয়েছে, এবং যদি আপনি এসব কাজের মধ্যে কোনো একটি জানেন বা শিখতে আগ্রহী হন, তবে আপনি খুব সহজেই অনলাইন মাধ্যমে কাজ করে আয় করতে পারেন। এখন প্রশ্ন আসে, তাহলে কিভাবে এই কাজগুলো করে আয় করবেন?

এটি খুবই সহজ, কিন্তু প্রথমত আপনাকে কিছু প্রস্তুতি নিতে হবে। আপনার প্রথম কাজ হবে ফ্রীলান্সিং মার্কেটপ্লেসগুলোতে একাউন্ট তৈরি করা। আপনি Gigtry Freelance Marketplace (https://www.gigtry.com)-এ একাউন্ট খুলে আপনার দক্ষতা উপস্থাপন করতে পারেন। এটি একটি নতুন এবং উদীয়মান মার্কেটপ্লেস যেখানে আপনি আপনার কাজের মাধ্যমে ক্লায়েন্টদের কাছে পৌঁছাতে পারবেন।
তবে, শুধু Gigtry-ই নয়, আরও অনেক জনপ্রিয় ফ্রীলান্সিং মার্কেটপ্লেস রয়েছে যেখানে আপনি আপনার দক্ষতা অনুযায়ী কাজ খুঁজে পেতে পারেন:

– Fiverr (https://www.fiverr.com) 
– Freelancer (https://ift.tt/xcQn2fC) 
– Toptal (https://www.toptal.com) 
– Guru (https://www.guru.com)
– PeoplePerHour (https://ift.tt/0vASlNZ) 
– SimplyHired (https://ift.tt/gQliuPs) 
– 99designs (https://ift.tt/uw6kfMh) 

একবার আপনি এই সব মার্কেটপ্লেসে একাউন্ট তৈরি করে ফেললে, তারপর সঠিকভাবে আপনার স্কিল এবং পোর্টফোলিও উপস্থাপন করতে হবে। এর মাধ্যমে ক্লায়েন্টদের কাছে আপনার দক্ষতা তুলে ধরতে পারবেন।
এছাড়া, আপনাকে আপনার কাজের মান উন্নত করতে হবে এবং নিয়মিত ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। আপনি যদি একটি নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষ হন এবং ভালো মানের কাজ করতে পারেন, তবে খুব দ্রুত আপনি ফ্রীলান্স মার্কেটপ্লেসগুলোতে সফল হতে পারবেন।

ই-কমার্স ও ড্রপশিপিংঃ  ড্রপশিপিংয়ের মাধ্যমে আপনি শুধুমাত্র ওয়েবসাইটই নয়, ফেসবুক পেইজ বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও পণ্য বিক্রি করতে পারেন। উদাহরণস্বরূপ, আপনি Shopify, WooCommerce বা Wix-এর মতো প্ল্যাটফর্মে আপনার ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং সেখান থেকেই পণ্য বিক্রি করতে পারেন। আবার, যদি আপনি ওয়েবসাইট তৈরি করতে না চান, তবে আপনি ফেসবুক পেইজ বা Instagram পেইজ ব্যবহার করে সহজেই পণ্য বিক্রি করতে পারেন।
ধরি, আপনি ফেসবুকে একটি পেইজ খুলেছেন যেখানে আপনি গ্যাজেটস, ফ্যাশন প্রোডাক্ট বা হোম ডেকর আইটেমস বিক্রি করছেন। আপনি সরবরাহকারী থেকে পণ্য নেওয়ার পর, আপনার পেইজে ছবি ও দাম দিয়ে পোস্ট করবেন। যখন গ্রাহক আপনার পেইজে পণ্যটি কিনবে, আপনি সরবরাহকারীকে অর্ডার দিবেন, এবং সরবরাহকারী সরাসরি গ্রাহকের কাছে পণ্য পাঠাবে। এখানে আপনি সরবরাহকারীর দামের উপর কিছুটা markup (কমিশন) রেখে বিক্রি করবেন।
এছাড়া, আপনি Instagram ব্যবহার করেও খুব সহজে পণ্য বিক্রি করতে পারেন। আপনার প্রোডাক্টের ছবি ও বিবরণ দিয়ে একটি আকর্ষণীয় feed তৈরি করুন এবং আপনার ফলোয়ারদের মাধ্যমে বিক্রির সুযোগ পেয়ে যান। Instagram Shopping feature ব্যবহার করে, আপনি সরাসরি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারেন এবং অর্ডার পাওয়ার সাথে সাথে সরবরাহকারীকে পাঠিয়ে দেবেন।
আপনি যদি পণ্যের নকশা বা ব্র্যান্ডিংয়ের প্রতি মনোযোগ দেন, তাহলে ফেসবুক বা Instagram এর মাধ্যমে প্রচুর মানুষ আপনার শপে আসতে পারে এবং এটি একটি লাভজনক ব্যবসা হতে পারে।

ব্লগিং এখন যেই মাধ্যমটির কথা বলব, সেটা হলো সবচেয়ে সহজ ইনকামের পদ্ধতি, এবং সেটি হলো ব্লগ পোস্ট লিখে ইনকাম করা। যেমনটা আপনি এখন দেখতে পাচ্ছেন ট্রিকবিডিতে এখানে আপনি কোনো ঝামেলা ছাড়া পোস্ট লিখে টাকা আয় করতে পারেন। ট্রিকবিডি প্রতি পোস্টের বিনিময়ে আপনি একটি অর্থ প্রদান করবে।  শুধু ট্রিকবিডি নয় আপনি চাইলে টিপসট্রাই ( https://www.tipstry.com )  এ পোস্ট করেও টাকা আয় করতে পারেন। টিপসট্রাই.কম দিচ্ছে আপনার পোস্টের ভিউয়ের উপর টাকা। আপনার পোস্টে যতো বেশি ভিউ হবে ততো বেশি টাকা পাবেন।  আর যদি আপনি আরো বেশি ইনকাম করতে চান, তাহলে আপনি খুব সহজেই Blogger.com বা WordPress ব্যবহার করে একটি ব্লগ ওয়েবসাইট তৈরি করতে পারেন। এরপর, আপনি সেটি গুগল এডসেন্স বা অন্য কোনো মাধ্যমে মনিটাইজ (Monetize) করে আয় করতে পারেন। এটি একটি লাভজনক উপায়, যেখানে আপনার ব্লগ থেকে আসা ট্রাফিক অনুযায়ী আপনি ভালো আয় করতে পারবেন।





The post অনলাইনে টাকা ইনকাম করার ৩টা সেরা উপায় appeared first on Trickbd.com.


Thursday, January 23, 2025

গ্রামীনফোনে ফ্রি ইন্টারনেট আনলিমিটেড সবাই চালাতে করতে পারবেন.!

গ্রামীনফোনে ফ্রি ইন্টারনেট আনলিমিটেড সবাই চালাতে করতে পারবেন.!


Grameenphone সিমে ফ্রি ইন্টারনেট চালানো যাচ্ছে..!

যেই সিমে টাকা /এমবি নেই সেই সিমে ডাটা অন করে ফ্রি ইন্টারনেট ইউজ করেন..!

বি:দ্র: এটা গ্রামীন সিমের কোনো Bug সমস্যা হতে পারে তাই

জানিনা কতক্ষণ থাকবে যতক্ষণ থাকবে চালাতে থাকেন আনলিমিটেড..!

আশা করি আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন TrickBD সাথেই থাকবেন সবাইকে আসসালামুয়ালাইকুম।

সকল প্রকার প্রিমিয়াম অ্যাপস এবং ফ্রি নেট পেতে নিজের গ্রুপে জয় হন।

Telegram –https://t.me/PremiumAppsShareVIP

The post গ্রামীনফোনে ফ্রি ইন্টারনেট আনলিমিটেড সবাই চালাতে করতে পারবেন.! appeared first on Trickbd.com.


Tuesday, January 21, 2025

Semrush premium ফ্রিতে ১ মাসের জন্য! 🔥

Semrush premium ফ্রিতে ১ মাসের জন্য! 🔥

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে কন্টেন্ট র‍্যাংক করানোর জন্য এবং ভালোভাবে এসইও করার জন্য একটি প্রিমিয়াম
এসইও টুলসের প্রয়োজন হয়।

বর্তমানে অনেক এসইও টুলস থাকলেও, তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুলসটি হলো সেমরাস (Semrush)।
কারণ সেমরাস (Semrush) এসইও টুলসের মাধ্যমে
আপনারা খুব সহজে আপনার কিওয়ারড রিসার্চ,
র‍্যাংক ট্র্যাকিং, ব্যাকলিংক চেক, কীওয়ার্ড এনালাইসিস , কোয়ালিটি অ্যানালাইসিসসহ এসইও-এর সবকিছুই করতে পারবেন।

সেমরাস এসইও টুলসের মাধ্যমে এসইও করা তুলনামূলক সহজ এবং কার্যকর।
Semrush premium 1 month

সেমরাস-এর এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো

এটিতে এসইও সম্পর্কিত সবকিছু একত্রে পাওয়া যায়। তবে, এই টুলের বেশিরভাগ ফিচার সম্পূর্ণরূপে ব্যবহার করতে প্রিমিয়াম অ্যাক্সেস   প্রয়োজন, যা পেইড এবং টাকার বিনিময়ে নিতে হয়।

তবে আমি আজ আপনাদের জন্য , সেমরাস প্রিমিয়াম ১ মাসের জন্য ফ্রিতে ব্যবহারের সুযোগ নিয়ে এসেছি।

যদি কোনো সমস্যা হয়, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সেমরাস প্রিমিয়ামের লিংক আপডেট করে দিব। সেই লিংকের মাধ্যমে আপনারা এটি ব্যবহার করতে পারবেন।

এর মাধ্যমে আপনারা পুরো এক মাস , সম্পূর্ণভাবে সেমরাস প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন।

এটি মূলত কুকির মাধ্যমে কাজ করবে।

যখন কুকি এক্সপায়ার হয়ে যাবে, আপনারা আবার আমার টেলিগ্রাম চ্যানেল থেকে , নতুন কুকি সংগ্রহ করে সেমরাস প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন।

সেমরাস কুকি সেটআপ পদ্ধতি:

  • ব্রাউজারে যান
    আমার দেওয়া লিংকে ক্লিক করুন।
  • কুকি এডিটর এক্সটেনশন ইনস্টল করুন
    Chrome বা অন্যান্য ব্রাউজারে কুকি এডিটর এক্সটেনশন ব্যবহার করুন।

  • অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য
    আপনি কুকি এডিট করার জন্য KIWI ব্রাউজার ব্যবহার করতে পারেন।

  • কুকি ডাউনলোড করুন
    আমার দেওয়া কুকি ডাউনলোড করুন।

  • কুকি পেস্ট করুন
    আপনার ব্রাউজারে গিয়ে কুকি এডিটরে আমার দেওয়া কুকি পেস্ট করুন।

  • সেমরাস ইন্টারফেসে প্রবেশ করুন
    আবার এই লিংকে প্রবেশ করুনঃ Semrush toolspik এবং এক বার রিলোড করুন। এবার সেমরাসের প্রিমিয়াম ইন্টারফেস চালু হবে।

এখন আপনি আরামে সেমরাস প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন। আপনার প্রয়োজনীয় কিওয়ার্ড রিসার্চ, এসইও অ্যানালাইসিস এবং
অন্যান্য ফিচার খুব সহজে উপভোগ করতে পারবেন।

🔥 Semrush Premium Link 🔥

যদি কোনো সমস্যা হয়:

যেকোনো সমস্যায় আমার টেলিগ্রামে জানালে আমি দ্রুত লিংক বা কুকি আপডেট করে দেব।

প্রিমিয়াম অ্যাক্সেস:

  • এটি শুধুমাত্র ১ মাসের জন্য
  • আনলিমিটেড ইউজার এটি ব্যবহার করতে পারবেন।

আশা করি, আজকের পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকুন।দেখা হবে পরবর্তী পোস্টে।

ভালো লাগলে আমার সাইট itjanun.com থেকে ঘুরে আসতে পারেন।

 

আল্লাহ হাফেজ।

The post Semrush premium ফ্রিতে ১ মাসের জন্য! 🔥 appeared first on Trickbd.com.


Sunday, January 19, 2025

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স আপ্প্রভ পর্ব ১)

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স আপ্প্রভ পর্ব ১)

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন?

 

বর্তমানে অনেকেই ইংলিশ, অথবা বাংলা ব্লগিং করতে চাইলেও অনেকের সময়, দক্ষতা, ও অভিজ্ঞতার কারনে আর হয়ে ওঠে না। অনেকেই ইনকাম করার জন্য গুগল adsense থেকে এপ্রুভ পেতে ও ইনকাম করার জন্যও ব্লগিং করতে চাই। তবে কন্টেন্টের অভাবে ভুগেন অনেকে, অনেকে ভাবেন চ্যাটজিপিটি বা, এ-আই দিয়ে লিখে পোস্ট করবেন তবে তা র‍্যাংক করাতে পারেন না। ফলে কোন লাভ ও হয় না। তবে আমি যদি বলি এর সব কিছুর সহজ এবং, সব থেকে দ্রুত উপায় সেয়ার করবো তাহলে কেমন হয়?

আজকের টিউটোরিয়ালে আমি সেটাই দেখাবো। আর কন্টেন্ট লিখার জন্য ব্যবহার করব, ChatGPT । কারন আরও অনেক এ আই থাকলেও তাদের ডাটাবেজ এত বড় আর পাওয়ারফুল না। এবং এই পোস্টটিতে, আমি দেখাবো একটি হাই কুয়ালিটি প্রম্পট দিয়ে কিভাবে টপ কুয়ালিটির আর্টিকেল লিখতে পারবেন, র‍্যাংক করাতে পারবেন, এবং গুগল এডসেন্স তো পাবেনই।

চ্যাটজিপিটি দিয়ে লিখেও Google Adsense পাওয়া গেলেও একটি আর্টিকেল সহজে র‍্যাংক করানো যায় না।  তাই চলুন দেখে নিই এর কারন, এবং কিভাবে একটি পাওয়ারফুল প্রম্পট বানিয়ে হাই কুয়ালিটি কন্টেন্ট লিখে নিবেন তার বিস্তারিতঃ

 

AI দ্বারা জেনারেটেড আর্টিকেল নিয়ে সাধারণ সমস্যাগুলো:

  • ক্রিয়েটিভিটির অভাব: AI-generated কন্টেন্টে সাধারণত নতুন বা ভিন্নধর্মী আইডিয়া থাকে না।
  • পার্সোনাল এক্সপেরিয়েন্সের ঘাটতি: লেখায় ব্যক্তিগত অভিজ্ঞতা যোগ করা হয় না।
  • ইমোশন শেয়ারের অভাব: পাঠকদের আবেগে স্পর্শ করার ক্ষমতা কম।
  • বারবার রিপিটিশন: একই তথ্য পুনরাবৃত্তি হয়।

আর্টিকেল লিখা নিয়ে সম্পূর্ণ কেইস স্টাডি আছে , আমি ধিরে ধিরে সেগুলো আপনাদের মাঝে সেয়ার করব।

 

গুগলের আর্টিকেল ক্রিয়েশন গাইডলাইন (EEAT) অনুসারে ভালো আর্টিকেলের জন্য যেগুলো প্রয়োজন:

  • Expertise (বিশেষজ্ঞ জ্ঞান)
  • Experience (ব্যক্তিগত অভিজ্ঞতা)
  • Authoritativeness (কর্তৃত্ব বা বিশ্বাসযোগ্যতা)
  • Trustworthiness (বিশ্বাসযোগ্যতা)

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

EEAT কিভাবে পূরণ করবেন

1. Expertise যোগ করুন:
লেখার শুরুতেই আপনার বিশেষজ্ঞতা তুলে ধরুন। যেমন:
“As an SEO expert, I always focus on…”
এভাবে আপনি দেখাতে পারবেন যে, আপনি যে বিষয়ে লিখছেন তাতে আপনার বিশেষজ্ঞ জ্ঞান রয়েছে।

2. Experience শেয়ার করুন:
আর্টিকেলের মধ্যে আপনার অভিজ্ঞতা এবং উদাহরণ শেয়ার করুন। এটি আপনার লেখাকে আরও বাস্তব এবং আকর্ষণীয় করে তুলবে।

3. Authoritativeness নিশ্চিত করুন:
আপনার লেখাকে গুছিয়ে এবং সংগঠিতভাবে উপস্থাপন করুন। কেবল তথ্য যোগ করাই যথেষ্ট নয়; সেটি পাঠকদের কাছে কিভাবে উপস্থাপন করবেন, সেটাই এখানে গুরুত্বপূর্ণ।

4. Trustworthiness প্রতিষ্ঠা করুন:
আপনার তথ্যগুলো সঠিক এবং যাচাইযোগ্য হতে হবে। পাঠক যাতে আপনার তথ্যকে বিশ্বাস করতে পারে, সেটাই হলো EEAT-এর T পূরণের মূল চাবিকাঠি।

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

ChatGPT দিয়ে EEAT পূরণ করা

ChatGPT বা অন্য AI টুল দিয়ে আর্টিকেল লিখতে হলে, ভালো প্রম্পট ব্যবহার করতে হবে। যেমন:

  • লেখায় আপনার অভিজ্ঞতা যোগ করতে বলুন।
  • AI কে নির্দিষ্ট তথ্য বা উদাহরণ ব্যবহার করতে নির্দেশ দিন।
  • এমন প্রম্পট তৈরি করুন যা EEAT গাইডলাইন ফলো করে।

উদাহরণস্বরূপ:

“Write a detailed article about ‘SEO Best Practices’ focusing on expertise, personal experience, and practical examples. Organize the content logically and ensure it adheres to Google’s EEAT guidelines.”

কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন: সম্পূর্ণ গাইড

AI-Generated vs Human-Written Content

গুগল কখনোই বলে নি যে, আর্টিকেল হিউম্যান না AI-Generated হতে হবে। গুগল শুধু চায় ইউজারের সার্চ ইন্টেন্ট পূরণ হোক এবং EEAT গাইডলাইন ফলো করা হোক।

কিন্তু আমাদের দেশে অনেক সময় দেখা যায়, একজন লেখক ডিজিটাল মার্কেটিং নিয়ে লিখে, আবার কিচেন গার্ডেনিং নিয়েও লেখেন। এতে করে তার লেখায় না থাকে এক্সপার্টাইজ, না থাকে ট্রাস্ট।

 

ChatGPT দিয়ে কীভাবে ভালো আর্টিকেল লিখবেন

১. কাস্টম প্রম্পট তৈরি করুন:
আপনার নির্দিষ্ট টপিক অনুযায়ী প্রম্পট কাস্টমাইজ করুন।
২. গুগলের গাইডলাইন মেনে চলুন:
EEAT অনুযায়ী প্রম্পট তৈরি করুন এবং লেখার মধ্যে অভিজ্ঞতা, উদাহরণ এবং বিশ্বাসযোগ্যতা যোগ করুন।
৩. AI টেক্সট এডিট করুন:
লেখা শেষ হলে, সেটি নিজে পর্যালোচনা করুন এবং দরকার হলে এডিট করুন।

(ChatGPT সিরিজের এটি প্রথম অংশ, আমি আরও এই রিলেটেড বিস্তারিত, গাইডলাইন নিয়ে ফিরে আসব, ততক্ষণ পর্যন্ত নিয়মিত ভিজিট করুন আমাদের সাইটে।)

উপসংহার

গত ১ বছর ধরে আমি ChatGPT দিয়ে কাস্টম প্রম্পট ব্যবহার করে আর্টিকেল লিখছি। গুগলের EEAT গাইডলাইন ফলো করার কারণে কখনোই র‍্যাংকিং নিয়ে সমস্যায় পড়তে হয়নি। আপনি যদি ঠিকভাবে প্রম্পট তৈরি করেন এবং লেখার মধ্যে সঠিক তথ্য এবং অভিজ্ঞতা যোগ করেন, তাহলে AI-generated আর্টিকেল দিয়েও খুব সহজে ভালো র‍্যাংকিং পেতে পারেন।

 Telegram Channel

The post কিভাবে ChatGPT দিয়ে আর্টিকেল লিখবেন (গুগল এডসেন্স আপ্প্রভ পর্ব ১) appeared first on Trickbd.com.


এবার ইন্টারনেট ছাড়াই AI চ্যাট ব্যবহার করুন। [Hot Post]

এবার ইন্টারনেট ছাড়াই AI চ্যাট ব্যবহার করুন। [Hot Post]

আসসালামু আলাইকুম।
আশা করি সকলে অনেক ভাল আছেন।
আজকে আমি একটি অনেক মজাদার বিষয় শেয়ার করতে যাচ্ছি। টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে সম্ভব। আসেন আলোচনা করি এটি কিভাবে কাজ করে।

ধরুন, আপনি রান্না শিখতে চান। ইন্টারনেট ছাড়াই কাজ হবে, এজন্য একটি রেসিপির বই কিনলেন। বইয়ে প্রতিটি রান্নার ধাপ সুন্দরভাবে লেখা আছে। এখন বই দেখে আপনি নিজেই রান্না করতে পারছেন। ঠিক তেমনি AI মডেল গুলো চালানোর জন্য বইয়ের মত একটি বিশেষ ফাইল থাকে যেটার নাম GGUF ফাইল।

GGUF ফাইলও ঠিক সেই রেসিপি বইয়ের মত কাজ করে। এটি AI মডেলের সব নিয়ম এবং তথ্য গুলো এটিতে সংরক্ষণ করা থাকে । যা আপনার ডিভাইস এর পারফরম্যান্স (CPU , RAM) ব্যবহার করে চলে, ঠিক যেমন রেসিপির বই দেখে রান্না হয়, তেমনি GGUF ফাইল দিয়ে আপনার ডিভাইস AI এর সব কাজ করতে পারে। ফলে, আপনি ইন্টারনেট ছাড়াই সহজে AI ব্যবহার করতে পারবেন।

এবার দেখি কিভাবে ব্যবহার করব

প্রথমে এই লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করে নিন

Download Now

picked1

তারপর এখান থেকে যেকোনো একটি মডেল ডাউনলোড করে নিন। অবশ্যই আপনার RAM এর দিকে খেয়াল রেখে ডাউনলোড করবেন। কারণ অতিরিক্ত বড় ফাইল আপনার RAM এ চললে ফোনে হ্যাং বা ল্যাগ ইস্যু হতে পারে অথবা অতিরিক্ত হিট হতে পারে।

picked1

এরপর ডাউনলোড হয়ে গেলেই ব্যবহার করতে পারবেন।

picked1picked1picked3

আর হ্যাঁ, যত বড় ফাইল ডাউনলোড করবেন তত বেশি সঠিক তথ্য দিবে। কারণ সেই ফাইলগুলোতে অধিক তথ্য সংরক্ষিত আছে। 

আজকের মত এ পর্যন্তই সকলে ভালো থাকবেন।


The post এবার ইন্টারনেট ছাড়াই AI চ্যাট ব্যবহার করুন। [Hot Post] appeared first on Trickbd.com.


Friday, January 17, 2025

পিসি কিংবা মোবাইলে বাংলা ধারাভাষ্যে BPL, বিগ ব্যাশসহ যেকোনো খেলা দেখুন খুব সহজেই!

পিসি কিংবা মোবাইলে বাংলা ধারাভাষ্যে BPL, বিগ ব্যাশসহ যেকোনো খেলা দেখুন খুব সহজেই!

আসসালামু আলাইকুম!

ট্রিকবিডির সবাইকে জানাচ্ছি আমার এই পোস্টে স্বাগতম।
আশা করছি, সকলেই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালোই আছেন।

পোস্টের টাইটেল দেখে আশা করছি সকলেই পোস্টের টপিক সম্পর্কে ধারণা পেয়ে গেছেন। হ্যাঁ,ঠিকই ধরেছেন,আজ আমি আপনাদের এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিবো,যার মাধ্যমে আপনারা পিসি কিংবা মোবাইল যেকোনো ডিভাইসেই বাংলা ধারাভাষ্যে চলমান বিপিএল খেলা উপভোগ করতে পারবেন।
শুধু বিপিএল নয়,চলমান বিগ ব্যাশ,SA20, IL T20 সহ যেকোনো খেলাই উপভোগ করতে পারবেন খুব সহজেই। নেই কোনো এপ ইন্সটল কিংবা এডের ঝামেলা।

যার জন্য আপনাদের ফলো করতে হবে নিচের ধাপগুলো!

ধাপ-১ঃ প্রথমে যেকোন ব্রাউজারে গিয়ে eplayhd লিখে সার্চ করুন। অথবা সরাসরি
eplayhd.com লিংকে ঢুকে ওয়েবসাইটে প্রবেশ করুন।

ধরে নিলাম আপনি eplayhd ব্রাউজারে লিখেছেন নিচের ছবির মতো।

ধাপ-২ঃ এবার নিচের ছবির মতো প্রথম যে ওয়েবসাইট আসবে সেটিতে ক্লিক করুন।

ধাপ-৩ঃ ওয়েবসাইটে ঢোকার পর নিচের মতো আসবে।
এখানে আপনাদের দেখতে পাচ্ছেন বিভিন্ন খেলার তালিকা।

ধাপ-৪ঃ মনে করুন আমি বিপিএল দেখবো,তাই আমি বিপিএলের একটি ম্যাচে ক্লিক করলাম।

ধাপ-৫ঃ এবার দেখুন পরের পেজে এরকম আসবে।দেখুন চ্যানেলে প্লে হচ্ছে।

এভাবে আপনারা যে ম্যাচ দেখতে চাচ্ছেন বা দেখবেন,সে ম্যাচে ক্লিক করে খুব সহজেই বিজ্ঞাপনের ঝামেলা ছাড়াই লাইভ ম্যাচ উপভোগ করতে পারবেন।

আজ এ পর্যন্তই! ইনশাল্লাহ আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পোস্টে।

সকলকে মনোযোগ সহকারে পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

The post পিসি কিংবা মোবাইলে বাংলা ধারাভাষ্যে BPL, বিগ ব্যাশসহ যেকোনো খেলা দেখুন খুব সহজেই! appeared first on Trickbd.com.


Tuesday, January 14, 2025

আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড যা আপনি জানেন না। [Hot Post]

আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড যা আপনি জানেন না। [Hot Post]

আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড যা আপনি জানেন না

এই লেখা একদম ঢাকাইয়া ভাষায়, গুছায়, আর বিস্তারিত তথ্যসমেত থাকবে। চলেন, শুরু করি।

অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড কী?

উনি কি জানেন, আপনার ফোনের ভিতর লুকানো কিছু সিক্রেট কোড থাকে, যেইগুলা দিয়া আপনি ফোনের অনেক ফিচার আনলক করতে পারেন? এই কোডগুলা মূলত ডেভেলপার আর টেকনিক্যাল সাপোর্টের জন্য বানানো। তবে, কিছু সাধারণ কোড আপনি নিজেও ব্যবহার করতে পারেন ফোনের ইনফো চেক করতে বা কিছু লুকানো ফিচার দেখতে।

কোড গুলারে USSD (Unstructured Supplementary Service Data) কোডও বলা হয়। এই কোডগুলি একপ্রকার শর্টকাট, যেগুলা ফোনের অপারেটিং সিস্টেমের ডিরেক্ট অ্যাকসেস দেয়।


কেন সিক্রেট কোড ব্যবহার করবেন?

১. ফোনের হার্ডওয়্যার চেক করতে: ফোনের সেন্সর, ক্যামেরা, স্ক্রিন বা অন্য হার্ডওয়্যার ঠিকমত কাজ করছে কিনা সেটা জানার জন্য।
২. সফটওয়্যারের ডিপ ইনফো: অ্যান্ড্রয়েড ভার্সন, বিল্ড নাম্বার, IMEI নাম্বার এইসব ডিটেইলস দেখতে।
৩. সিকিউরিটি ও পারফরম্যান্স বুস্ট: কিছু টেস্ট আর ফিচার ফোনের পারফরম্যান্স বাড়ায়।
৪. ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বা ডিবাগিং: যারা অ্যাপ বানায় বা ফোনের ফিচার নিয়ে কাজ করে তাদের জন্য এই কোড অনেক হেল্পফুল।


কোড ব্যবহারের আগে সতর্কতা

মনে রাখেন, সব কোড আপনার ফোনে কাজ নাও করতে পারে। কারণ, আলাদা ব্র্যান্ড আর মডেল অনুযায়ী কোডগুলা ভিন্ন হতে পারে। তাছাড়া, কিছু কোড ব্যবহার করলে আপনার ফোন রিসেট হইতে পারে বা ডাটা মুছে যেতে পারে। তাই আগে ভালোভাবে পড়ে নেন।


প্রচলিত সিক্রেট কোডগুলো

এখন চলেন, ফোনের জন্য সবচেয়ে দরকারি আর জনপ্রিয় কোডগুলা দেখা যাক।

১. ফোনের জেনারেল ইনফো দেখতে:

কোড কাজ
*#06# ফোনের IMEI নাম্বার দেখাবে।
#0# হার্ডওয়্যার টেস্ট মেনু।
*#1234# ফোনের ফার্মওয়্যার ভার্সন।
*#2663# টাচ স্ক্রিন ভার্সন চেক।
*#0228# ব্যাটারি স্ট্যাটাস।

কিভাবে ব্যবহার করবেন:
১. ডায়াল প্যাডে যান।
২. কোড টাইপ করুন, যেমন *#06#।
৩. অটোমেটিক ইনফো স্ক্রিন ওপেন হবে।


২. হার্ডওয়্যার টেস্টিং কোড

কোড কাজ
##4636## ফোন, ব্যাটারি আর Wi-Fi টেস্টিং মেনু।
##0842## ব্যাকলাইট আর ভাইব্রেশন টেস্ট।
##0588## প্রক্সিমিটি সেন্সর টেস্ট।
##1472365## GPS টেস্ট মেনু।
##232331## Bluetooth টেস্ট।

৩. সিকিউরিটি আর রিসেট কোড

কোড কাজ
27673855# পুরোপুরি ফ্যাক্টরি রিসেট।
##7780## ডেটা রিসেট (ফোনের ডাটা মুছে যাবে)।
##7594## পাওয়ার বাটন কাস্টমাইজ।

৪. ক্যামেরা আর ডিসপ্লে টেস্টিং কোড

কোড কাজ
##34971539## ক্যামেরা ইনফো চেক।
##0283## অডিও লুপব্যাক টেস্ট।
##0*## ডিসপ্লে টেস্ট।

কোডগুলা সব ফোনে কাজ করবে?

এই সিক্রেট কোডগুলা সব ফোনে কাজ করবে না। কিছু নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য আলাদা কোড থাকে। যেমন:

Samsung ফোনের জন্য

কোড কাজ
##9900## SysDump মোড।
*#1234# ফার্মওয়্যার ডিটেইলস।
#12580369# সফটওয়্যার আর হার্ডওয়্যার ইনফো।

Xiaomi ফোনের জন্য

কোড কাজ
##6484## হার্ডওয়্যার টেস্ট।
##4636## ফোন ইনফো আর ব্যাটারি টেস্ট।

কোড দিয়ে ফোনের সিকিউরিটি বাড়ান

আপনার ফোন সুরক্ষিত রাখতে কিছু দরকারি কোড:

১. ##7594##: পাওয়ার বাটনের কাজ কাস্টমাইজ করুন।
২. ##225##: ইভেন্ট আর ক্যালেন্ডার চেক করুন।
৩. ##8351##: কল লোগের অডিও রেকর্ড শুনুন।


সিক্রেট কোড ব্যবহারের সময় কিছু টিপস

১. প্লে স্টোর থেকে কোড চেকার অ্যাপ ব্যবহার করুন: কিছু কোড আপনার ফোনে কাজ নাও করতে পারে, তাই অ্যাপ ব্যবহার করতে পারেন।
২. কোড মেমোরি করুন না: সব সময় অনলাইনে বা নোটে লিখে রাখুন। ভুল টাইপ করলে বিপদ হতে পারে।
৩. ফ্যাক্টরি রিসেট কোড এড়িয়ে চলুন: ভুল করলে ফোন সম্পূর্ণ ফরম্যাট হয়ে যাবে।


অ্যান্ড্রয়েড সিক্রেট কোডের ভবিষ্যৎ

বর্তমানে নতুন অ্যান্ড্রয়েড ভার্সনে সিক্রেট কোডের ব্যবহার কিছুটা কমে আসছে। কারণ, গুগল আর ম্যানুফ্যাকচারাররা আলাদা অ্যাপ বা সেটিং মেনুতে এই ফিচারগুলো দিয়েছে। তবে, টেক ইন্ডাস্ট্রিতে কাজ করেন এমন মানুষের জন্য এই কোড গুলার এখনো অনেক দামি।


মোট কথা

উনি যদি আপনার ফোন নিয়া এক্সপেরিমেন্ট করতে চান বা লুকানো ফিচার আনলক করতে চান, এই সিক্রেট কোড গুলা একদম পারফেক্ট। তবে, সব সময় সতর্ক থাকেন। ভুল কোড দিলে আপনার ফোনের ক্ষতি হতে পারে।

এবার উনি এই কোড গুলা ট্রাই করেন আর জানান কোনটা সবচেয়ে কাজে লাগলো!


এ ধরনের টুকিটাকি সিক্রেট কোডের জন্য

The post আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিক্রেট কোড যা আপনি জানেন না। [Hot Post] appeared first on Trickbd.com.


Monday, January 13, 2025

পিসি বা মোবাইল ফোনে বিপিএল খেলা দেখুন খুব সহজেই অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যমে With MovieBaaz Website

পিসি বা মোবাইল ফোনে বিপিএল খেলা দেখুন খুব সহজেই অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যমে With MovieBaaz Website

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيم

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় ট্রিকবিডি বাসি কেমন আছেন সবাই ? আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে অনেক ভাল আছেন।আপনাদের দোয়া ও ভালবাসায় আমিও অনেক ভাল আছি।

আজকে আলোচনা করবো অসাধারণ একটি ওয়েবসাইট সম্পর্কে যার মাধ্যমে পিসি বা মোবাইলে বিপিএল লাইভ খেলা দেখতে পারবেন খুব সহজেই ।

আমরা জানি বর্তমান বাংলাদেশ প্রিমিয়াম লিগ ক্রিকেট খেলা শুরু হয়েছে।আর এই ক্রিকেট খেলা আমাদের জীবনের একটি আনন্দিত করার মাধ্যম হয়ে গেছে।তাই সমগ্র পৃথিবী জুড়ে এই ক্রিকেট খেলার জনপ্রিয়তাও রয়েছে।অনেকের কাছে ক্রিকেট নিজেরদের জীবনের সাথে মিশে গেছে।এই ক্রিকেট খেলা যেমন দর্শকদের অনেক সময়ে এন্টারটেইনমেন্ট হিসেবে দেখে ঠিক এই ক্রিকেট খেলায় আবার অনেক সময় আশাহত দুঃখ দিয়ে থাকে। তাই এই আন্নদ-দুঃখের সঙ্গী হিসেবেই ক্রিকেট মানুষের হৃদয়ে পৌঁছে গেছে।
তাই প্রতিবছর ক্রিকেট প্রেমিরা অপেক্ষায় থাকে এই জনপ্রিয় খেলাটি উপভোগ করার জন্য। বর্তমান মানুষ টেলিভিশন এর চেয়ে নিজের স্মার্ট ফোন ও পিসি ব্যাবহার করে থাকেন। তাই অনেকেই হয়তো টেলিভিশনের মাধ্যমে খেলা উপভোগ করতে চান না।তাই আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি যেনো আপনারা খুব সহজেই আপনার পিসি বা স্মার্ট ফোন দিয়েই বিপিএল খেলা খুব সুন্দর ও ঝামেলাহীন ভাবে দেখতে পারেন।

কিভাবে কাজটি করবেন চলুন দেখে নেওয়া যাক।

আমি যে ওয়েবসাইট সম্পর্কে বলতে যাচ্ছি এই ওয়েবসাইটটিতে অনেক এডের ঝামেলা রয়েছে।

প্রথমে আপনারা একটি ভাল এড ব্লক বা Brave Browser দিয়ে লিংকটিতে প্রবেশ করবেন।তাহলে অনেকটাই এডের ঝামেলা কমে যাবে।

➡ প্রথমে এই লিংকে ক্লিক করুন Moviebaaz.site

এই ওয়েবসাইটটি একটি মুভি ডাউনলোড করার ওয়েবসাইট আবার এর মাধ্যমে Gtv,T sprots চ্যানেল লাইভ দেখার সুযোগও রয়েছে। তাই আমি আপনাদের এই ওয়েবসাইট থেকেই দেখাবো কিভাবে আপনারা বিপিএল খেলা দেখতে পারবেন।
এরপর এড আসলে ক্রশ বা বাতিল অপশনে ক্লিক করে এড রিমুভ করে দিবেন।

যদি এই ওয়েবসাইট ব্যাতিত অন্য ওয়েবসাইট আসে তাহলে ব্যাক বাটনে ক্লিক করে এই ওয়েবসাইটে ফিরে আসবেন।যদি অন্য নতুন ট্যাব চালু হয় তাহলে পুনরায় আগের ট্যাবে ফিরে আসবেন।

এরপর দেখতে পারবেন ঐ ওয়েবসাইটে লেখা রয়েছে BPL Live,G Tv, T Sports এই তিনটির যেকোন একটি অপশনে ক্লিক করবেন।

এরপর একটু ‍সময় অপেক্ষা করবেন।

দেখুন আমার পিসিতে খেলা দেখা যাচ্ছে।আপনি চাইলে ফুল স্ক্রীন অপশনে  ক্লিক করে ফুলস্ক্রীন করতে পারবেন।

আবার আপনি চাইলে বিভিন্ন ভিডিও ফরমেট এ ক্লিক করে আপনার ভিডিওর কোয়ালিটি পরিবর্তন করতে পারবেন।

⚠ বি:দ্র: এই ওয়েবসাইটে  অনলাইন জুয়া বা ব্যাটিং সাইটের অনেক এড রয়েছে ।আপনারা সবসময় অনলাইন জুয়া খেলা হতে বিরত থাকবেন।

বিপিএল  খেলার দেখার জন্য আমার কাছে এই ওয়েবসাইটটি অনেক ভাল লেগেছে।আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন।

পরিশেষে আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি,

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন Facebook – Instagram – My Telegram Channel

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন ও নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post পিসি বা মোবাইল ফোনে বিপিএল খেলা দেখুন খুব সহজেই অসাধারন একটি ওয়েবসাইটের মাধ্যমে With MovieBaaz Website appeared first on Trickbd.com.