Thursday, November 30, 2023

দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি।

বর্তমানে সবচেয়ে বহুল ব্যবহৃত আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান bKash. সম্প্রতি তাদের অফিসিয়াল এপসে নতুন একটি ফিচার চালু করেছে। নতুন এই ফিচার যুক্ত করেছে ব্যবহারকারীর জন্য চমৎকার একটি সেবা।

বিকাশ তাদের ব্যবহারকারীর কথা বিবেচনায় তাদের ইপসে চালু করেছে নতুন Login সিস্টেম।

সকল ব্যবহারকারী এখন এই এপসটি আপডেট করে নিলেই তাদের এই সেবাটি উপভোগ করতে পারবে।

 

bkash face id touch id

নতুন এই আপডেটে সকল ব্যবহারকারী তাদের আঙ্গুলের ছাপ অথবা ফেস ভেরিফিকেশন এর মাধ্যমে বিকাশ এপ্সে login করতে পারবে।

তবে এই সেবাটি চালু করার কিছু সুবিধা এবং অসুবিধাও রয়েছে।

সুবিধাসমূহ:

১. ব্যবহারকারী বিকাশ এপসে খুব দ্রুত লগইন করতে পারবে।

২. ব্যবহারকারীর বিকাশ এপস এ লগইন করতে কোন প্রকার PIN CODE এর ঝামেলা পোহাতে হবেনা।

৩. ব্যবহারকারী ছাড়া অন্য কেউ অ্যাপসে লগইন করতে পারবেনা।

অসুবিধা সমুহ:

১. বর্তমান আপডেটে যেহেতু ফেস ভেরিফিকেশন সিস্টেম চালু করা যায়, সেক্ষেত্রে AI (আর্টিফিসিয়াল ইন্টেলিজন্স) ব্যাবহার করে সহজেই হুবহু ফেস তৈরি করে অন্য ব্যবহারকারী পিন ছাড়াই লগইন করতে পারবে।

২. আপনার অগোচরে (আপনি ঘুমিয়ে/অচেতন হয়ে পড়লে) যে কেউ আপনার বিকাশ অ্যাপসে লগইন করতে পারবে।

তো অনেক কিছুই জানলাম। এখন এই সেবাটি ব্যাবহার করবেন কি করবেন না সেটা আপনার উপর নির্ভরশীল।

আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক,

কিভাবে bKash অ্যাপসে  টাচ আইডি (Fingerprint) অথবা ফেস আইডি( Face Login) সেটআপ করবেন?

এই সুবিধাটি ব্যবহার করার জন্য আপনাদের প্রয়োজন বিকাশ এর Updated মোবাইল অ্যাপটি

Bkash এর Updated অ্যাপ লিঙ্ক:

 ✓ bKash App

* অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন, এবং অ্যাপটি ওপেন করুন।

* অ্যাপটি ওপেন করার পরে সাধারণ ভাবে যে স্ক্রীনটি আসে সেটি চলে এসেছে। 

* নিচে মার্ক করা ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করুন
* ফিঙ্গারপ্রিন্ট আইকন এ ক্লিক করার পরে এমন একটি স্ক্রীন চলে আসবে,এখান থেকে পরবর্তী অপশন এ চলে যান
 

পরবর্তী অপশন এ আশার পরে আপনার কাছে আপনার বিকাশ অ্যাকাউন্টটির পিন চাইবে,
এখানে আপনার পিন নাম্বার টা দিয়ে নিশ্চিত করুন অপশন এ ক্লিক করুন।

*  নিশ্চিত করুন এ ক্লিক করলে আপনার মোবাইল ফোন এ যে নিরাপত্তা বাবস্থাটি চালু আছে সেটি অটোমেটিক পপ-উপ আকারে চলে আসবে।

* এরপর আপনার আঙ্গুলটি আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এ দিন। আপনার বিকাশ অ্যাকাউন্টটি তে টাচ আইডি অথবা ফেস আইডি যুক্ত হয়ে যাবে।

 এখন চাইলেই ফেস আইডি অথবা টাচ আইডি দিয়ে Bkash এ লগইন করে ফেলতে পারবেন যেকোনো সময়।  
 এরকম আরো তথ্য পেতে ভিজিট করুন।
আজকের পোস্ট এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কোথাও কোন সমস্যা দেখলে দয়া করে comment করে জানাবেন। 
ধন্যবাদ সবাইকে

The post দেখে নিন কিভাবে বিকাশ অ্যাপসে টাচ আইডি ( Fingerprint) অথবা ফেস আইডি(Face Login) সেটআপ করবেন appeared first on Trickbd.com.


Wednesday, November 29, 2023

Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা!

Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা!

আপনি text আকারে যা লিখবেন সেটাই ভিডিও আকারে প্রকাশ‌ হবে। এমন একটি ai নিয়েই আজকের পোস্ট।


আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিকবিডির সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের পোস্ট শুরু করছি।

বর্তমানে ai এর নাম শুনেছে কিন্তু Chatgpt এর নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না।chatgpt একটি text to text Ai. কিন্তু ai এর ইদানিং যে উন্নতি ঘটছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিনদিন এমনভাবে আগাচ্ছে যে মোশন‌ গ্রাফিক্সের জায়গা দখল করে নিচ্ছে।আজকে আলোচনা করছি এমন একটি Ai নিয়ে যেটির ফিচার হচ্ছে Text to Video আউটপুট। আপনি যা লিখবেন যেটির বর্ননা দিবেন সেটিই video আকারে প্রকাশ‌ করার ক্ষমতা রাখে এই ai।

এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর নাম Runway

চলুন কথা না বাড়িয়ে এটির টিউটোরিয়াল দেখে নিই

প্রথমে এই লিংক এ ক্লিক করুন ai ওয়েবসাইট এর জন্য


এ ধরনের পেজ আপনারা দেখতে পাবেন।Try runway for free তে ক্লিক করবেন


Ai টির সুবিধা পেতে আপনার দরকার হবে একটি একাউন্ট। এটির জন্য সাইন‌আপ করা লাগবে। আপনারা গুগল একাউন্ট দিয়ে এটির রেজিস্ট্রেশন করে নিতে পারবেন।এজন্য sign up with google এ ক্লিক করূন


সফলভাবে সাইন‌আপ করার জন্য এ ধরনের পেজ আসবে। এগুলো হয় skip নয় ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দিবেন।

এখন এই হোমপেজের দেখা পাবেন।start with text এ ক্লিক করবেন।

তারপর Gen-2 এসব পেজ সামনে আসবে।চাইলে সার্ভেতে অংশ‌ নিয়ে আপগ্রেড করতে পারেন কিন্তু প্রাথমিকভাবে দেখার জন্য skip এ ক্লিক করূন


দেখুন Text লেখার অপশন চলে আসছে। এখানে আপনি কি ধরনের ভিডিও তৈরি করতে চান‌ তা লিখবেন। আমি যেমন‌ লিখলাম A dog riding on space এরপর generate 4s এ ক্লিক করবেন। এটি দিয়ে আপনারা 4 second এর একটি শর্ট ভিডিও জেনারেট করতে পারবেন।


দেখুন ভিডিও জেনারেট হতে শুরু করেছে। ১৫-২০ সেকেন্ড মতো অপেক্ষা করুন। এরপর দেখুন আমার ভিডিও চলে আসছে।

এভাবে আপনারা ৪ সেকেন্ডের একটি শর্ট ভিডিও ai দিয়ে তৈরী করতে পারবেন।
তবে ai টির এখনো লিমিটেশন আছে। আরো কয়টি ভিডিও দেখতে পারবেন সেটি উপরে লেখা থাকবে। আমার যেমন 101 সেকেন্ড বাকি আছে যেটি দিয়ে ২৫ টি ভিডিও তৈরি করতে পারব।

আজকে এ পর্যন্ত‌ই।আশা করছি পোস্টটি আপনাদের ভালো লাগবে। ট্রিকবিডির সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

The post Text to video Ai- এবার যা লিখবেন তা ভিডিও আকারে প্রকাশ করুন ai দ্বারা! appeared first on Trickbd.com.


Download Netflix Premium Apk – নেটফ্লিক্স মুড

Download Netflix Premium Apk – নেটফ্লিক্স মুড

Download Netflix Premium Apk

আসসালামু আলাইকুম। 

আসা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। 

আজকে আমি আপনাদের সাথে Netflix Mod Apk শেয়ার করবো। এই App টি শুধু মোবাইলে ব্যাবহার করা যাবে। আর আপনি যদি এটি কম্পিউটারে ব্যাবহার করতে চান তাহলে আপনাকে এই Apk টি ইমুলেটর এ ইন্সটল করতে হবে। 

Netflix Mod Apk টি Install করার সময় Virus Detected দেখাতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। এটা আমাদের নিজস্ব মুড করা। তাই এটা নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন। এটাতে ভাইরাসে কোনো ভয় নেই। 

প্রথমেই আমরা Netflix Mod Apk টি Download করে Install করে নিবো। 

পোস্টের নিচে দুইটি Download Link পাবেন। আপনার ইচ্ছা মতো যেকোনো একটা থেকে Download করে নিতে পারেন।

Install করার পর আমরা Apk টি ওপেন করবো। ওপেন করার পর লগিন পেজ দেখতে পেলে Apk টির Data Clear করে আবার ওপেন করবো।

কোনো কিছু জানার থাকলে বা সমস্যা হলে কমেন্টে বা টেলিগ্রামে জানাতে পারেন।


Download From Telegram (Apk)

Download From Google Drive (ZIP)

Join Telegram Channel

Message Here

ZIP Password – @Apptivate


The post Download Netflix Premium Apk – নেটফ্লিক্স মুড appeared first on Trickbd.com.


এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট।

এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট।

আসসালামু আলাইকুম trickbd বাশি।

আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহ রহমতে অনেক ভাল আছেন। আজকে একটু অন্য টপিক নিয়ে আসলাম।

ইদানিং গুগল মেসেজ টিম কঠোর পরিশ্রম করছে। কারণ এই কয়দিনের ভিতরে এখানে বেশ কিছু নতুন ফিউচার  যুক্ত করেছে। এখন আপনারা এটি শুধুমাত্র সাধারণ মেসেজ করার কাজে নয়, অনলাইনে মেসেজ করার মত সুবিধা পাবেন। যেমন :

  • 1. Gif
  • 2. স্টিকার
  • 3. লোকেশন
  • 4. কন্টাক্ট
  • 5. যেকোনো প্রকার ডকুমেন্ট
  • 6. এমনকি আপনি ভয়েস মেসেজ দিতে পারবেন।
  • 7. এছাড়াও আছে স্মার্ট রিপ্লাই।
  • 8. স্ট্যাম্প প্রটেক্ট, এটাও অনেক শক্তিশালী।

আর এগুলো সব ফিউচার পেতে হলে আপনাকে এখনই অ্যাপ আপডেট দিতে হবে। আর এই ফিউচারগুলো পেতে হলে গুগল মেসেজ থাকা লাগবে। সাধারণত বর্তমানে সব ফোনেই এটি ডিফল্টভাবে দেওয়া থাকে। তবুও যদি আপনার না থাকে তাহলে ডাউনলোড করে নিন। আর যদি থাকে তাহলে আপডেট করে নিন। নিচে লিংক দিলাম :

Link: Click here

এগুলো শহ আপনি আরো অনেক কিছু দেখতে পারবেন। নিচে স্ক্রিনশট দিলাম :

যেকোনো এপ্স মোড রিকোয়েস্ট এবং ওয়াইফাই স্পিড বাইপাস ভিপিএন পেতে আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারেন। Link: Click here

তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন,  সুস্থ থাকুন, trickbd এর সাথে থাকুন।

The post এবার মেসেজে Ultra HDR image সেন্ড করুন ! গুগল মেসেজের নতুন আপডেট। appeared first on Trickbd.com.


যেকোনো Text থেকে বানিয়ে ফেলুন PDF

যেকোনো Text থেকে বানিয়ে ফেলুন PDF

আমাদের অনেকসময় Text কে PDF এ Convert করার প্রয়োজন পড়ে।আর এর জন্য প্রয়োজন হয় যেকোনো অফিস সফটওয়্যার।কিন্তু অনেক Android User দের ফোনে এটি Install করা থাকে না আবার কখনো কখনো অনেকের PC তেও Install করা থাকে না।তাই বিশেষ প্রয়োজনে Text কে PDF বানাতে অফিস Install করতে হয়।আর এর জন্যে অনেক ওয়েবসাইট থাকলেও সেখানে File upload করা বা login এর ঝামেলা থাকে।তাই আজকে এমন একটি Website শেয়ার করবো যেটি দিয়ে কোনো ঝামেলা ছাড়াই Text থেকে PDF বানাতে পারবেন।

 

-প্রথমে এই ওয়েবসাইট এ যেতে হবে।

-এবার এখানে আপনার Text টি দিতে হবে।

-এখন Create Button এ ক্লিক করতে হবে।

-এখন Download এ ক্লিক করলেই PDF টি download হয়ে যাবে।

 

 

 

বিভিন্ন Tips and tricks পেতে Join করুন: t.me/techzbd

 

The post যেকোনো Text থেকে বানিয়ে ফেলুন PDF appeared first on Trickbd.com.


Tuesday, November 28, 2023

Symlex VPN New, 15 days || WiFi speed bypass 🔥🔥 আগুন স্পীড

Symlex VPN New, 15 days || WiFi speed bypass 🔥🔥 আগুন স্পীড

আসসালমুআলাইকুম trickbd বাসি।

নিয়ে আসলাম simplex vpn এর নতুন আপডেট। এর আগে এটাতে আপনারা অনেক সমস্যা দেখতে পেয়েছেন, অনেকেই বলেছিলেন যে কাজ করে না। এখানে সব ঠিক করা হয়েছে। আর ১৫ দিনের দেওয়া হয়েছে। তাই আপনারা নিশ্চিন্তে অর্ধেক মাস ব্যবহার করতে পারবেন। আর সবাই টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারতেছেন না। তাই এবার বিভিন্ন লিংক যুক্ত করব।

 

ব্যবহার করার নিয়ম : 

প্রথমে অ্যাপস ডাউনলোড করুন । তারপর ইন্সটল করার সময় একটা নোটিফিকেশন আসবে। সেটা নিচের দেখানো জায়গায় ক্লিক করে ইন্সটল করুন।

 

তারপর আবার install anyway করুন :

 

 

 

এটা দেখে ঘাবড়ানোর কিছু নেই। এখানে কোন ভাইরাস বা মেলওয়ার নেই। কারণ এটা পার্সোনাল ভাবে মুড করা হয়েছে। আমাদের নিজস্ব স্কোয়াড দারা । তাই নিশ্চিন্তে ব্যবহার করেন।

এর পর বাংলাদেশ সার্ভার দিয়ে ভিপিএন কানেক্ট করুন। দেখুন আপনার ওয়াইফাই বাইপাস হয়ে গেছে।

 

✳ Mod Features:

▪ bug fix

▪ 32 bit and 65 bit supposed

▪ Premium Unlocked

▪ No Login Required

▪ All Surver Available

▪ High Speed Vpn

▪ All Devices are supported

 

 

ডাউনলোড লিংক :

Telegram 1 : Click here

Terabox 1: Click here

Telegram 2:Click here

Google Drive: Click here

 

পরবর্তী আপডেট পেতে trickbd’র সঙ্গে থাকুন। এবং সিমলেক্স সহ যেকোনো এপস এর আপডেট এবং মুড পেতে বা যেকোনো অ্যাপস মুড করার জন্য রিকোয়েস্ট করতে আমাদের টেলিগ্রামে জয়েন করতে পারেন :

আমাদের টেলিগ্রাম চ্যানেল : Click here

The post Symlex VPN New, 15 days || WiFi speed bypass 🔥🔥 আগুন স্পীড appeared first on Trickbd.com.


Unreal Engine এর viral গ্রাফিক্সের গেমটি খেলুন মোবাইলে

Unreal Engine এর viral গ্রাফিক্সের গেমটি খেলুন মোবাইলে

Unreal Engine 5 এর ভাইরাল হ‌ওয়া সেই Shooting ভিডিও ক্লিপের কথা মনে আছে? সেটি খেলুন এখন অ্যান্ড্রয়েডে

আসসালামু আলাইকুম সবাইকে। ট্রিকবিডির আজকের পোস্টে সবাইকে স্বাগতম জানাই

আজকে কথা বলতে চলেছি Unreal Engine এর গ্রাফিক্স নিয়ে আগে ভাইরাল হ‌ওয়া একটি ভিডিও ক্লিপ নিয়ে।অনেকে হয়তো দেখেছেন অনেকে দেখেন‌ নাই। YouTube এ সার্চ করলেই আপনারা সেটি পাবেন এখনো।

আজকের পোস্টের উদ্দেশ্য সেটি নিয়ে। গেমটিতে দেখা যায় মাথার হ্যালমেট ক্যাম এবং আল্ট্রা রিয়ালিস্টিক গ্রাফিক্স নিয়ে শ্যুট করা হচ্ছে। মূলত সেটি কিভাবে খেলবেন সেটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি

গেমের নাম: Rec.o.r.d


Game size: 494 MB after installation

গেমের লিংক


TapTap অ্যাপ থেকে

play store থেকে


প্রথমে taptap কিংবা প্লে স্টোর থেকে নামাবেন।
অতপর একটি usa ভিপিএন কানেক্ট করবেন।(কারন এটির region restriction করা)

তারপর গেমে ঢুকবেন আর নিচের মতো option এখানে ক্লিক করবেন।

অতপর নিচের মতো কনফিগার করে নিবেন।

তারপর প্লে তে চাপ দিয়ে খেলবেন।নিচে স্ক্রিনশট দিলাম..



গেমটির কিছু খারাপ দিক
গেমটি unoptimized এবং এখনো beta পর্যায়ের
•গেমটি খুবই হেভি এবং ram-hungry
•গেমটির কন্ট্রোল একটু tricky
•যদি fpp shooting গেম অপছন্দ করেন তাহলে আপনার জন্য না কারন এখানে tpp অপশন‌ নেই

গেমটির ভালো‌ দিক
গেমটি আল্ট্রা রিয়ালিস্টিক গ্রাফিক্স দেয়
•গেমটি হ্যালমেট ক্যামেরা এর তাই আপনি real life battle experience পাবেন
•গেমটি মাল্টিপ্লেয়ারের তাই অনলাইনে অন্যদের সাথে ফাইট নিতে পারবেন

আজ এই পর্যন্তই।

The post Unreal Engine এর viral গ্রাফিক্সের গেমটি খেলুন মোবাইলে appeared first on Trickbd.com.


Monday, November 27, 2023

Free call: আনলিমিটেড যেকোনো নাম্বারে কথা বলুন একদম ফ্রীতে।

Free call: আনলিমিটেড যেকোনো নাম্বারে কথা বলুন একদম ফ্রীতে।

ওয়েলকাম টু TRICKBD 🥰! আজ আপনাদের সাথে শেয়ার করবো, আনলিমিটেড যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন একদম ফ্রীতে। কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না। তবে এর জন্য আমাদের কে কিছু বিষয় মনে রাখতে হবে এবং পরবর্তী প্রয়োগ করতে হবে। তাহলে আপনার ইচ্ছে মত ফ্রিতে যেকোনো নাম্বারে কথা বলতে পারবেন।

একটি অ্যাপ নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে! যদিও এটি টাকা দিয়ে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা শুধুমাত্র বিনামূল্যে কথা বলার জন্য অ্যাপটি, ডাউনলোড করে ব্যাবহার করবো। সম্পূর্ণ সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। তবে বিনামূল্যে বা ফ্রিতে কথা বলতে হলে অবশ্যই আপনাকে একটু পরিশ্রম করে একাউন্ট তৈরি করতে হবে।

ফ্রি কল কথা বলুন টাকা ছাড়া।

এখানে প্রতি অ্যাকাউন্টের জন্য আপনি পাবেন 10 মিনিট করে। তবে যখন নতুন একাউন্টে রেজিস্ট্রেশন করবেন, সে সময় আপনাকে ৫ মিনিট দেওয়া হবে। এবং একাউন্টে যখন ভেরিফাইড করবেন (ইমেইল কনফার্মেশন) এর জন্য আপনাকে আরো ৫ মিনিট দেওয়া হবে। টোটালি ১০ মিনিট ফ্রিতে পেয়ে যাবেন।

এবং এই মিনিট দিয়ে আপনি যেকোনো সময়! বাংলাদেশ সহ অন্যান্য যে কোন নাম্বারে সরাসরি কথা বলতে পারবেন। আমি নিজে সফল নাম্বারে কথা বলছি ভুলে আপনাদের সাথে একটি শেয়ার করতেছি। (কোন প্রকার প্রমোশনাল পোস্ট নয়)

তাহলে চলুন এখন স্ক্রিনশটের মাধ্যমে সহজে জানার চেষ্টা করব! যদি এরপরও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে সমস্যাটির বিবরণ শেয়ার করবেন।

আপনার মোবাইল ফোন থেকে প্লে-স্টোর গিয়ে সার্চ করুন BNESIM অথবা এখানে ক্লিক করুন

                   অ্যাপ সাধারণ তথ্য।
Name: BNESIM: eSIM card, Mobile Data
Publish: 25 July, 2017
Required: android 6.0 and up
Size: 62.41MB

আপনার মোবাইল ফোনে ইন্সটল করার পর! অ্যাপটি ওপেন করুন অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। নিচের স্ক্রিনশট ফলো করুন।

আমদের প্রথমে একাউন্ট তৈরি করতে হবে এর জন “SIGN UP FOR FREE” বাটনে চাপ দিন।

এরপর প্রয়োজন হবে আমদের ইমেল এর জন্য আমরা ব্যাবহার করবো (Temp mail) অস্থায়ী মেইল যেহেতু আমাদের কে বার বার একাউন্ট তৈরি করতে হবে, সেই কারণে পার্সোনাল ইমেল ব্যাবহার না করা ভালো হবে বলে আমি মনে করি।

Temp mail লিখে সার্চ করলে অনেক ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে ইমেল কপি করবেন। (বর্তমানে আমি একটি অ্যাপ ব্যবহার করছি)

আমাদের মূল অ্যাপে গিয়ে প্রথম বক্সে একটি নাম দিবো, এবং দ্বিতীয় বক্সে কপি করা ইমেল পেস্ট করে দিবো। এরপর “CONTINUE” চাপ দিবো।

এরপর কিছুক্ষণ সময় প্রসেসিং হবে, এই সময় অপেক্ষা করতে হবে। অ্যাপ থেকে বের হয়ে যাবেন না, বা অ্যাপটি কেটে দিবেন না।

এখানে তাদের পলিসি একটি পেজ প্রদর্শন করানো হবে। কিছুটা নিচের দিকে স্ক্রল করে দেখতে পারবেন AGREE অপশন এসেছে এখানে চাপ দিবেন।

এরপর বেশ কয়েকটি পারমিশন চাইবে! আপনার ইচ্ছে মত পারমিশন দিতে “NEXT” চাপ দিবেন।

এরপর এই পেজটি আসবে ( বাংলাদেশী রেফার করে লাভ নাই 😂) আপনি “SKIP” দিয়ে এগিয়ে যান।

দেখুন আমাদের কে ৫ মিনিট ফ্রিতে দিয়েছে। এটি দেওয়ার কারণ আমরা শুধু একটি একাউন্ট করেছি। (যদি প্রতি একাউন্টে ৫ মিনিট করে দেয় তাহলে পরিশ্রম বেকার হয়ে যাবে ফাও 😑)

তাই প্রথমে যে আমরা ইমেলটি নিয়েছিলাম সেখানে প্রবেশ করে, মেইল বক্সে দেখতে পারবো আমাদের কে একটি কনফার্মেশন লিংক পাঠানো হয়েছে। এখান থেকে “Confirm email” চাপ দিন।

(কোনো একটি ব্রাউজার রিডাইরেক্ট করে নিয়ে যাবে সেখানে কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন ভেরিফাই সম্পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। একবার হয়ে গেলে ট্যাব কেটে দিয়ে অ্যাপে চলে আসুন)

এখন দেখুন , এখানে ১০ মিনিট দিয়েছে। (পূর্বে অ্যাকাউন্ট তৈরি করার সময় ছিল ৫ মিনিট, ইমেইল ভেরিফিকেশন করার পর আরও ৫ মিনিট বোনাস)
সঙ্গে দেখুন উপরে কল আইকন রয়েছে!

আপনি যে কোন নাম্বার এখানে টাইপ করতে পারবেন এবং কল করতে পারবেন। সাধারণত মোবাইল ফোনে কল অপশন থাকে সেই রকম এখানেও রয়েছে। 11 ডিজিটের নাম্বার তুলতে হবে।

কল আইকনের পাশেই কন্টাক আইকন রয়েছে! পূর্বে যদি আপনি পারমিশন দিয়ে থাকেন তাহলে আপনার ফোনের সকল নাম্বার এখানে চলে আসবে। এবং এখান থেকে যেকোনো নাম্বারে আপনি কল করে কথা বলতে পারবেন লাল দাগ চিহ্নিত আইকনে ক্লিক করার মাধ্যমে।

কোন নাম্বারে কল করার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সাধারণ মোবাইল যেভাবে থাকে।

বিভিন্ন সময় নাম্বার চেঞ্জ হতে পারে! অ্যাপটি কায্যকর প্রফু হিসেবে দেখতে পারেন ছবিটি।

আশাকরি আপটির সাধারণ বিষয় গুলি বুঝতে পেরেছেন। রেজি্ট্রেশন ও অন্যান্য বিষয় সহ।

BNESIM আমার মতামত।

ফ্রি কলের জন্য দারুন একটি অ্যাপ! আমি মনে করি এখানে আনলিমিটেড একাউন্ট করার জন্য আমাদের প্রতিবার অ্যাপ এর ডাটা ক্লিয়ার করে নিবেন ফোনের সেটিং থেকে। তাহলে নতুন একাউন্ট তৈরি করতে ঝামেলা হবে না।

অফলাইনে ফ্রী কল কাজ করবে? উত্তর: না। অর্থাৎ এই অ্যাপটি ব্যাবহার করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। অফলাইনে এখানে কোনো নাম্বারে কল করলে সেটা আপনার সিম থেকে করা হবে এবং টাকা কাটবে।

এটি কেনো ব্যাবহার করবো? উত্তর: আপনার এমবি অথবা ওয়াইফাই রয়েছে! কিন্তু আপনি একজনের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছে তার কাছে কোনো স্মার্ট ফোন নেই এবং আপনার ফোনের ব্যালান্স ও শেষ হয়ে গেছে (😑) এক্ষেত্রে আপনি রয়েছে বড় এক চিপায়। এই সময় হয়তো অ্যাপটি আপনার কাজে আসবে। এছাড়াও এটি যেকোনো নাম্বারের সঙ্গে যোগাযোগ করার জন্য ও ব্যাবহার করতে পারেন।

একবার যখন ১০ মিনিট শেষ হয়ে যাবে , অ্যাপ থেকে ডাটা ক্লিয়ার করে নতুন করে একাউন্ট তৈরি করবেন। উপরের নিয়ম অনুযায়ী। এবং Temp mail ব্যাবহার করে আনলিমিটেড করা যাবে।

আশাকরি বুঝাতে পেরেছি। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে সমস্যাটি শেয়ার করবেন। এবং আপনার সাধারণ মতামত ও শেয়ার করবেন। (খারাপ ভালো দুটোই শেয়ার করার অনুরোধ থাকলো 🙂)

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অজানা সকল বিষয় জানতে নিয়মিত TRICKBD ডিজিট করেবন। ধন্যবাদ

The post Free call: আনলিমিটেড যেকোনো নাম্বারে কথা বলুন একদম ফ্রীতে। appeared first on Trickbd.com.