Wednesday, May 31, 2023

লিনাক্স ও উইন্ডোজের জন্য পিডিএফ পড়া, অ্যানোটেশন ও এডিটিংয়ের জন্য চমৎকার কিছু টুলস

লিনাক্স ও উইন্ডোজের জন্য পিডিএফ পড়া, অ্যানোটেশন ও এডিটিংয়ের জন্য চমৎকার কিছু টুলস

আসসালামু আলাইকুম। ডকুমেন্টের জন্য পিডিএফ খুবই জনপ্রিয় একটি ফরমেট। এটি এডোবির লাইসেন্সকৃত একটি প্রপ্রাইটরী ফর্মেট। উইন্ডোজে জনপ্রিয় পিডিএফ অ্যাপগুলোর অধিকাংশ লিনাক্সে সমর্থিত নয় বা খুবই আউটডেটেড অথবা লিমিটেড ফিচার্ড। তবে অনুসন্ধান করে চমৎকার কিছু অ্যাপস পেয়েছি, যেগুলো এখানে শেয়ার করছি। আশা করি লিনাক্স ব্যবহারকারীদের উপকারে আসবে, এবং উইন্ডোজ ব্যবহারকারীরাও সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন।

Okular

লিনাক্সের জন্য পিডিএফ টুলস নিয়ে লিখতে হলে Okular শুরুতে থাকাটা ডিজার্ভ করে। এটি একটি ফ্রি ও ওপেন সোর্স ইউনিভার্সাল ডকুমেন্ট ভিউয়ার, যেটি পিডিএফ, এবং সেইসাথে ই-পাব, কমিকস, বিভিন্ন ধরণের ইমেজ ফর্মেট সমর্থন করে। এটি KDE Applications এর অন্তর্ভুক্ত এবং KDE ডেস্কটপের ডিফল্ট পিডিএফ ভিউয়ার। যাইহোক, অন্যান্য ডেস্কটপ এবং উইন্ডোজেও এটি ব্যবহার করা যায়।

Okular-এ পিডিএফ পড়ার পাশাপাশি টেক্সট হাইলাইটিং, আন্ডারলাইন, স্ট্রাইক আউট; টাইপরাইটিং, পপআপ ও ইনলাইন নোটস, এবং ফ্রি-হ্যান্ড টুল, পলিগন, স্ট্যাম্প বিবিধ ধরণের অ্যানোটেশন সুবিধা রয়েছে। ফর্মস, ডিজিটালি সাইনিং, ইম্বেডেড ফাইল ও মিডিয়া সমর্থিত। এর ইউআই কাস্টমাইজেবল এবং টুলবারগুলো প্রয়োজনমত সাজিয়ে নিয়ে Okular ইফেক্টিভলি ব্যবহার করা যায়।

Okular এর অনেক ফিচার বলা যায় কিছুটা হিডেন, কেননা টুলবার কনফিগার ও নাড়াচাড়া না করলে অনেক ফিচারের অন্য কোন ইন্ডিকেশন নেই। যেকারণে দীর্ঘদিন ব্যবহার করেও Okular-এর অনেক ফিচার আমার অজানা-ই ছিলো। এদিক থেকে ইন্টারফেস আরেকটু গোছানো হলে ভালো হত। তবে ওভারঅল, Okular-কে বেস্ট ওপেন সোর্স পিডিএফ রিডার অনেকটা নিশ্চিতভাবেই বলা যায়।

লিনাক্স ইউজাররা Okular খুব সহজেই প্রায় যেকোন ডিস্ট্রোর রিপোজিটরী, Flathub অথবা Snapcraft থেকে পেয়ে যাবেন। উইন্ডোজের জন্য Microsoft Store থেকে এটি পাওয়া যাবে।

PDF Studio Viewer

PDF Studio Viewer একটি প্রপ্রাইটরী সফটওয়্যার, যেটি Qoppa Software ডেভেলোপ করেছে। Okular নিয়ে বলছিলাম, ইন্টারফেস আরেকটু গোছানো হলে ভালো হত, তো PDF Studio Viewer মাইক্রোসফট অফিসের মত একটি রিবন ইউআই ব্যবহার করছে, যেমনটা অনেকে পছন্দ করেন।

Qoppa Software-এর ওয়েবসাইট থেকে লিনাক্স, ইউনিক্স, উইন্ডোজ ও ম্যাকের জন্য ইন্সটলার ফাইল ডাউনলোড করা যাবে।

PDF Arranger

PDF Arranger সিম্পল এবং ইফেক্টিভ একটি টুল, যা পিডিএফের পেজ রোটেট, রিঅ্যারেঞ্জ, মাল্টিপল পিডিএফ মার্জ, পেজ এক্সট্রাকশন, প্রোপার্টিজ এডিটিং প্রভৃতি খুব ইজিলি করা যায়।

বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর রিপোজিটরী ও Flathub-এ PDF Arranger পাওয়া যাবে। উইন্ডোজ ইউজাররা ডাউনলোড করতে পারবেন এখান থেকে।

Xournal++

Xournal++ একচুয়ালি একটা হ্যান্ডরিটেন নোট টেকিং অ্যাপ, তবে এটা পিডিএফ ফাইল সমর্থন করে এবং একচুয়ালি পিডিএফ অ্যানোটেশনের জন্য চমৎকার একটা টুল। বিশেষ করে যদি পেন ট্যাবলেট ব্যবহারকারী হন, নোট করে পিডিএফ পড়ার জন্য Xournal++ এর এক্সপ্রেরিয়েন্স চমৎকার। সাথে LaTeX ইকুয়েশন সমর্থন, টুলে অডিও নোট টেকিংয়ের মত কিছু ফিচার এটা প্রদান করে, যা সাধারণ পিডিএফ রিডারগুলোতে থাকে না।

বর্তমান ভার্সনে Xournal++ পিডিএফের কনটেন্টগুলোকে ব্যাকগ্রাউন্ডের মত ট্রিট করে যেকারণে টেক্সট সিলেকশন সম্ভব না এখানে। তবে নাইটলি বিল্ডে ইতোমধ্যে পিডিএফ টেক্সট সিলেকশন ও হাইলাইটিং ফিচার আছে, আশা করা যায় সামনের রিলিজগুলোতে পিডিএফ রিডার হিসেবে Xournal++ আরো বেটার হবে।

সাথে আমি একটা সাইডনোট যুক্ত করতে চাই, অডিও রেকর্ডিং আমার ক্ষেত্রে কাজ করছিলো না- Preferences > Audio Recording > Audio Devices সিস্টেম ডিফল্ট থেকে পরিবর্তন করে ডিফল্ট সেট করার পর কাজ করেছে। অডিও রেকর্ডিং ব্যবহারের ইন্সট্রাকশন এখানে আছে।

বিভিন্ন লিনাক্স ডিস্ট্রোর রিপোজিটরী, Snapcraft ও Flathub-এ Xournal++ রয়েছে। এছাড়া উইন্ডোজ ও ম্যাক সমর্থন আছে। অ্যান্ড্রয়েড ও ওয়েবের জন্য বিটা সংস্করণ আছে, যা দীর্ঘদিন অবশ্য আপডেট করা হয়নি। ইন্সটলেশন পেজ

LibreOffice Draw

লক্ষ্য করে থাকবেন বিনামূল্যে পিডিএফ রিডারের কমতি না থাকলেও মানসম্মত পিডিএফ এডিটর বিনামূল্যে খুব দুর্লভ। কিছুক্ষেত্রে ফ্রি ভার্সন থাকলেও তাতে ওয়াটারমার্ক বা মেজর লিমিটেশন থাকে। সম্ভবত পিডিএফের লাইসেন্সিং ও স্ট্রাকচারজনিত কমপ্লেক্সিটি এর অন্যতম কারণ।

ওপেন সোর্স ফ্রি অফিস সফটওয়্যার LibreOffice-এর মডিউল, LibreOffice Draw পিডিএফ এডিটিংয়ের জন্য কার্যকর একটি সমাধান হতে পারে। এটি দিয়ে পিডিএফ ফাইল ওপেন করা এবং টেক্সট এডিটিং, ইমেজ ইনসার্শন বা রিমুভ, এক কথায় এডিট করা সম্ভব। এরপর পুনরায় পিডিএফ ফর্মেটে এক্সপোর্ট করা যায়।

তবে LibreOffice Draw যেহেতু পিডিএফ এডিটর হিসেবে তৈরি হয়নি, তাই কিছু অসুবিধা আছে। পিডিএফ ফাইলটিতে টেক্সট হাইলাইট বা বিভিন্ন অ্যানোটেশনগুলো এটা প্রপারলি ম্যানেজ করতে পারে না। এম্বেডেড ফন্টগুলো সিস্টেমে ইন্সটল না থাকলে ব্যবহার করতে পারবে না। যেমন নিচের ছবিতে টেক্সটগুলো ফন্ট পরিবর্তন হওয়াতে নির্ধারিত বক্সের বাইরে চলে গেছে, যেটা ফন্ট ইন্সটলের মাধ্যমে সমাধান করা সম্ভব। হাইলাইটগুলো আলাদা একটি অবজেক্ট হিসেবে প্রদর্শিত হচ্ছে। হাইলাইটগুলো রিমুভ করলে বা ব্যাকওয়ার্ডসে পাঠালে নিচের টেক্সটগুলো দেখা যাবে, তবে পিডিএফ করার পর অ্যানোটেশনগুলো অ্যানোটেশন হিসেবে থাকবে না।

যাইহোক, এর বাইরে অনেক প্রয়োজনের জন্যই, লিব্রাঅফিস ড্র পিডিএফ এডিটর হিসেবে ফ্রি একটি সল্যুশন হতে পারে।

অন্যান্য

পিডিএফ রিডার হিসেবে ওয়েব ব্রাউজারগুলো বেশ ভালো সমাধান। ফায়ারফক্স আর মাইক্রোসফট এজ পিডিএফ পড়ার পাশাপাশি বেসিক অ্যানোটেশন ফিচারও প্রদান করে। OnlyOffice ও WPS Office বেসিক পিডিএফ রিডার অফার করে।

স্ক্যানড PDF থেকে টেক্সট এক্সট্রাক্ট করার জন্য PDF2OCR একটি অ্যাপ রয়েছে যা শুধু Snapcraft থেকে লিনাক্সে ইন্সটল করা যাবে।

প্রোপার পিডিএফ এডিটর চাইলে কমপ্লিটলি ফ্রি কোন সল্যুশন আমার জানা নেই। Sejda PDF, Master PDF Editor, PDF Studio সহ বেশ কিছু পেইড অপশন আছে। এদের ফ্রি অপশন আছে, তবে লিমিটেড। Sejda PDF এর ফ্রি ভার্সনটিতে সাইজ, পেজ ও ডেইলি লিমিট আছে। Master PDF Editor দিয়ে এডিট করা হলে প্রতিটি পেজে ওয়াটারমার্ক প্রদর্শন করে। এবং PDF Studio-র ফ্রি ভার্সন হলো PDF Studio Viewer, যা নিয়ে আলোচনা হয়েছে।

একটি নিয়নবাতি পরিবেশনা

The post লিনাক্স ও উইন্ডোজের জন্য পিডিএফ পড়া, অ্যানোটেশন ও এডিটিংয়ের জন্য চমৎকার কিছু টুলস appeared first on Trickbd.com.


শুধুমাত্র ব্লু-টিক পাওয়া টুইটার সাবস্ক্রাইবার’রাই পাবেন ‘পিকচার ইন পিকচার’ সুবিধা। [ must see….]

শুধুমাত্র ব্লু-টিক পাওয়া টুইটার সাবস্ক্রাইবার’রাই পাবেন ‘পিকচার ইন পিকচার’ সুবিধা। [ must see….]

টুইটার আমাদের পূর্ব পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ফেসবুকের মতোই বহুল ব্যবহৃত একটি অ্যাপ। অনেকে টুইটার’কে মাইক্রো ব্লগিং সাইট বলে চেনেন। আমাদের দেশ সহ আরো কয়েকটি দেশে যেমন “ফেসবুক” একটি তুমুল জনপ্রিয় অ্যাপ। ঠিক তেমনি, অন্যান্য দেশের লোকেদের কাছে টুইটারই জনপ্রিয়। টুইটারের মালিক হচ্ছে ‘ইলন মাস্ক‘ নামক এক ব্যাক্তি, যিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যাক্তিদের মধ্যে একজন।

টুইটারের একটি নিয়ম হচ্ছে যে যেকোনো ভিডিও আপলোড করতে হলে সেটা ৩০ মিনিটের মধ্যে হতে হবে। ৩০ মিনিটের বেশি সময়ের ভিডিও টুইটারে আপলোড করা যায়না। নিয়মটিতে পরিবর্তন আনা হয়েছে, তবে কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষেরা এই সুবিধাটি পাবেন।

ইলন মাস্ক তার নিজের টুইট বার্তায় লিখেছেনঃ (> ব্লু ভেরিফাইড সাবস্ক্রাইবার’রা এখন থেকে টুইটারে ২ ঘন্টা দৈঘ্যের ভিডিও আপলোড করতে পারবেন <)
তবে শর্ত হচ্ছেে ভিডিওর সাইজ সর্বোচ্চ ৮ জিবি হতে হবে, মানে আপনার আপলোড করা ভিডিওটি ৮ জিবির মধ্যে হতে হবে। ৮ জিবির বেশি হলে সেটা আপলোড হবেনা।

গত ১৮ই মার্চ টুইটারে নিজের অফিসিয়াল টুইটার একাউন্টে এক টুইট বার্তায় তিনি এই ঘোষনা দেন । আরো জানা গেছে যে, আগে দীর্ঘ ভিডিও শুধুমাত্র টুইটারের ওয়েব সংস্করণ থেকেই আপলোড করা যেতো। তবে এখন থেকে আইওএস অ্যাপ থেকেই ভিডিও আপলোড করা যাবে ।

ইলন মাস্ক আরো জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ‘পিকচার ইন পিকচার’ সুবিধাটি টুইটারে চালু করা হবে। এই সুবিধাটি চালু হলে আপনারা যে উপকারটি পাবেন তা হলোঃ ‘টুইটারে কোনো ভিডিও চালু করা অবস্থায় আপনি, স্ক্রল করে করে নিউজ দেখতে পারবেন,ঘুরাঘুরি করতে পারবেন কিন্তু ভিডিও বন্ধ হবেনা।

বরং মোবাইলে এক কোনে ছোট স্ক্রীনে ভিডিওটি চলতে থাকবে। ভিডিও চালু রাখা অবস্হাতেই আপনি অন্যান্য পোস্ট দেখতে পারবেন, রিটুইট করতে পারবেন রিয়্যাক্ট দিতে পারবেন । যারা টুইটার ইউজ করেন তাদের জন্য এটা দারুন একটা সুবিধা।

তো ভিউয়ার্স! আশা করছি সুবিধাটি অতি শীঘ্রই সকল ইউজারদের জন্য উন্মুক্ত করে দেবে । তখন আমি আপনি সকলেই খুব উপকৃত হবো, কিছুদিন শুধু অপেক্ষায় থাকতে হবে।

খবরটা আপনাদের’কে জানিয়ে দেওয়ার জন্যই এই আর্টিকেল’টি লেখা। ভুল হলে ক্ষমা করবেন, আর কথা বাড়াবোনা।
ধন্যবাদ সবাইকে_ভালু থাকুন সবাই,, আল্লাহ হাফেজ

The post শুধুমাত্র ব্লু-টিক পাওয়া টুইটার সাবস্ক্রাইবার’রাই পাবেন ‘পিকচার ইন পিকচার’ সুবিধা। [ must see….] appeared first on Trickbd.com.


Tuesday, May 30, 2023

নিজের সন্তান কে যদি সঠিকভাবে গড়ে তুলতে চান বাবা মা হিসেবে যেসব দিক মাথায় রাখা জরুরি!!

নিজের সন্তান কে যদি সঠিকভাবে গড়ে তুলতে চান বাবা মা হিসেবে যেসব দিক মাথায় রাখা জরুরি!!

আসসালমুআলাইকুম প্রিয় trickbd এর সকল সদস্যগণ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সেই জন্য আবারও হাজির হলাম আপনাদের মাঝে ।

একটা প্রবাদ প্রচলিত আছে সেটা হলো সন্তান সব সময় মা বাবার কাছে থেকে যা দেখে তাই শিখে। তাকে যেটা বলা হয় ঠিক সেটাই রপ্ত করে নেই। কথা টা কিছুটা হলেও বাস্তব। ছোট থেকে সন্তান কে মানুষ এর মত মানুষ করতে হলে সন্তানের মধ্যে মা বাবার উচিত কিছু অভ্যাস করানো।

ছোট বাচ্চারা কোমল মন এর তৈরি তাদের কে যেটা শিক্ষা দেওয়া হবে ঠিক সেটাই তারা শিখবে এটাই স্বাভাবিক। বাচ্চারা কারো বাসায় গেলে যেনো অন্য কারো জিনিস এ হাত না দেই সেই শিক্ষা দিবেন। আস্তে আস্তে ধীরে সুস্থে তাদের কে বলতে থাকলে তারা অবশ্যই সেটা শুনবে। বাচ্চা কে কখনো অন্যের জিনিস লুকিয়ে রাখে এমন কিছু তে বাধা দিবেন। যার ফলে সে অসৎ পথ অবলম্বন করবে না।

বাচ্চাদের এইসব ছোট ছোট বিষয় গুলো তার ১ বছর বয়স এর মধ্যেই শিক্ষা দিতে থাকবেন। আস্তে আস্তে দিনে দিনে ঠিক তারা শিখে যাবে। যদি কখনো কোথাও দেখেন যে আপনার বাচ্চা কোনো অপরাধ করলো বা ঝামেলা করলো কখনোই না জেনে বুঝে নিজের বাচ্চার পক্ষ নিবেন না। সব সময় আগে ২ পক্ষ এর মতামত বিশ্লেষণ করে সমাধান করবেন। নয়তো সন্তান সময়ের সাথে সাথে কন্ট্রোল এর বাইরে চলে যেতে পারে।

অনেক বাবা মা আছেন যারা সন্তান কিছু করলেই কোনো প্রকার বাচ বিচার না করেই সন্তান কে মারধর করেন। সেটা কিন্তু মোটেও ভালো নাহ এতে সময় এর সাথে সাথে সন্তান মা বাবার ওপর বিষিয়ে গিয়ে ভুল কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে। তাদের কে শান্ত শিষ্ট করে বুঝিয়ে বলবেন দেখবেন তারা ঠিকই শুনবে। কারণ মা বাবার ছোট মিষ্টি কথা গুলো সন্তান এর ওপর ভালো প্রভাব ফেলে তারা সেটা পরবর্তী থেকে করতে সাহস বোধ করে না মা বাবার কথা ভেবে।

কখনোই সন্তান এর ওপর তার ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু চাপিয়ে দিবেননা। এর ফলাফল হিতে বিপরীত ও হতে পারে। সে যেটা নিজে করতে চাই ভালো কিছু হলে অবশ্যই সেটাই সাপোর্ট করার চেষ্টা করবেন। আর যদি সেটা কোনো ক্ষতি এর কারণ হয় তাকে বুঝিয়ে বলার চেষ্টা করুন। সন্তানের মধ্যে ধর্মীয় শিক্ষা এর বিস্তার করুন।

মূলত একজন নেক সন্তান আর মনের মত করে যদি নিজের সন্তান কে গড়ে তুলতে চান মা বাবা হিসেবে অবশ্যই বিষয় গুলো পরিবারের সদস্যদের মাথায় রাখা উচিত।

এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য অনেক ক্ষেত্রে লিখা তে বানান ভুল হয়ে যায় অনুগ্রহপূর্বক নিজ গুনে ক্ষমা করবেন। আর ট্রিকবিডির সাথেই থাকুন

The post নিজের সন্তান কে যদি সঠিকভাবে গড়ে তুলতে চান বাবা মা হিসেবে যেসব দিক মাথায় রাখা জরুরি!! appeared first on Trickbd.com.


ios bangla ফন্ট ডাউনলোড, আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড

আপনারা হয়তো অনেকেই আইফোনের ফন্ট দেখেছেন দেখতে কত সুন্দর। আপনি হয়তো খুজে থাকবেন আইফোনের বাংলা ফন্ট আপনার Android ফোনে ব্যবহার করার জন্য।

আমি কীভাবে আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড করবো এটি লিখে অনেকে গুগলে সার্চও করে থাকেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আইফোনের বাংলা ফন্ট এবং ডাউনলোড লিংক।

ফন্ট পরিচিতিঃ

আইফোন বাংলা ফন্ট(কোহিনুর ফন্ট)
ফন্টের নামঃ কোহিনুর বাংলা ইউনিকোড
ফন্টের ফরম্যাটঃ টিটিএফ TTF
সাইজঃ ১০০ কেবি
সাপোর্টেডঃ বাংলা ও ইংরেজি

আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড করবেন কীভাবেঃ

আপনি যদি আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড করতে চান তবে আপনি খুব সহজেই এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনি নিচে ডাউনলোড বাটনে ক্লিক করবেন এবং drive থেকে ডাউনলোড করবেন।

তারপর আপনার ফোনে ফন্টটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।

ডাউনলোড (Drive Link)

ফন্টের প্রিভিউ বাংলাঃ

নিচে আমি ফন্টের কিছু প্রিভিউ দিয়েছি আপনি ফন্টটি কেমন দেখতে হবে দেখে নিন।

ios bangla ফন্ট ডাউনলোড, আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড
এটি বাংলা ফন্ট এর প্রিভিউ
ios bangla ফন্ট ডাউনলোড, আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড
ইংরেজি ফন্ট প্রিভিউ
ios bangla ফন্ট ডাউনলোড, আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড
লিখলে এমন দেখা যাবে

আপনি চাইলে ফন্টটি আপনার ফোনে বা আপনার কম্পিউটারে ব্যবহার করতে পারবেন এবং বিভিন্ন ফটো এডিটিং অ্যাপেও ব্যবহার করতে পারবেন। ফন্ট ডাউনলোড করতে কোনো সমস্যা হবে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

বিঃদ্রঃ কেউ SmartMag Premium blogger থিম নিতে চাইলে Facebook এ মেসেজ দিন। (Paid)

The post ios bangla ফন্ট ডাউনলোড, আইফোনের বাংলা ফন্ট ডাউনলোড appeared first on Trickbd.com.


নিয়ে নিন কয়েকটি Premium Data Recovery Software

নিয়ে নিন কয়েকটি Premium Data Recovery Software

আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।

আজকের এই পোস্ট এ আপনাদের সাথে Share করব কয়েকটি Data Recovery Software এর Premium Licence Key, অনেক Software আছে যেগুলো Free তে শুধু Limited Service Provide করে কিন্তু Better Service এর জন্য টাকা দিয়ে Premium কিনতে হয়।

শুরুতেই যেনে নেই ডাটা রিকভারি কি?
সহজ ভাবে বলতে গেলে, ডাটা রিকভারি হলো ডিজিটাল ডাটার তথ্যগুলি পুনরূদ্ধার বা ফিরে পাওয়ার প্রক্রিয়া। যখন কোনো ডিজিটাল তথ্য হারিয়ে যায়, মুছে যায় বা ক্ষতিগ্রস্থ হয়, তখন ডাটা রিকভারি ব্যবহার করে সে তথ্যগুলি পুনরূদ্ধার করা হয়।

এটি করার জন্য আমাদের একটি Computer অথবা Laptop এর প্রয়োজন হবে।

 

Stellar professional Data Recovery 10

Stellar Data Recovery software restores your lost data

Key: 0CE1-A64D-193F-47E8-9929
Validity: Lifetime
Download

The Stellar® Data Recovery Professional is the preferred software to recover lost or deleted data —documents, emails, pictures, videos, audio files, and more—on any Windows device.

 

Stellar Data Recovery 10 Standard
Stellar Data Recovery Standard: Recover your lost data!

Key: 2932-A387-94AC-6CAB-66FE
Validity: Lifetime
Download

The Stellar® Data Recovery Standard Edition software recovers your lost data from your PC, laptop, external hard drive, SSD, USB drive, SD card, etc. It recovers more than 200 files types including PowerPoint presentations, MS Office documents, spreadsheets, presentations, multimedia files, etc. in two easy steps.

 

iCare Data Recovery® Pro

iCare Data Recovery Pro Home Edition Free License

Key: KTCEQ-TCVG3-EEKYC-II7CE-2NUSI-7IFIV-33KBG-WSPCH
Validity: Lifetime
Download

iCare Data Recovery software is a data recovery tool that scans your drives and disks for any lost or hidden files and then helps you get back them on your PC. Whether the data is lost from the USB Flash Drive or SD Card or RAW Drive, iCare Data Recovery Free works great.

 

iTop Data Recovery

Free Download iTop Data Recovery Software 2023 | Win 11/10/7

Key: CCA4B-F2538-1CC52-92743
Download

iTop Data Recovery is a no-nonsense solution for recovering lost or deleted files from Windows Recycle Bin, Hard Drive, SSD, External Disk, USB Drive, Memory Card, Digital Camera, etc. You can use it to retrieve lost or deleted files and data easily. iTop Data Recovery makes data recovery easy.

 

Aiseesoft Data Recovery

Aiseesoft Archives - techubiz.com

Key: e2f78e412abd0c492061313d76c26175c0dfc8d4e6a0a6240a0262084cc0c2ac
Validity: 1 Year
Download

Aiseesoft Data Recovery can complete the data scanning process quickly. It provides a “Deep Scan” feature to ensure you find all the deleted files. What’s more, if you care about the safety of your essential data, this file recovery tool can also be your first option. When you retrieve lost images, audio, videos, documents, or emails, it won’t store any data on its server. This reliable data recovery will guarantee data safe.

 

আজকের পোস্ট এই পর্যন্তই ভুল ত্রুতি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কোথাও কোন সমস্যা দেখলে দয়া করে Comment Box এ জানাবেন।
সম্পূর্ণ পোস্ট পরার জন্য ধন্যবাদ!

এই পোস্ট সহ যেকোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতেঃ
Facebook এ আমি: https://www.facebook.com/Sobhan762426

Free তে Premium Accounts/ License Keys পেতে ঘুরে Join করতে পারেন আমার Telegram Channel
Post টি ভালো লাগলে একবার ঘুরে আসতে পারেন আমার Site TrickWebBD থেকে হইত আপনার কাজের কিছু পেতে পারেন।

The post নিয়ে নিন কয়েকটি Premium Data Recovery Software appeared first on Trickbd.com.


Monday, May 29, 2023

Powerful Telegram Bot. Telegram থেকেই করুন, “ইমেইল বোম্বিং” Text Repeat In 1 Click ), লিংক সর্ট, Encrypted Decrypt

Powerful Telegram Bot. Telegram থেকেই করুন, “ইমেইল বোম্বিং” Text Repeat In 1 Click ), লিংক সর্ট, Encrypted Decrypt

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন আজকের পোষ্টের বিষয় দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব!

আমরা অনেকে বিভিন্ন ওয়েবসাইট বা App  থেকে বম্বিং করি কিন্তু আজকে দেখব যে কিভাবে আমরা কিভাবে টেলিগ্রাম থেকে ইমেইল বোম্বিং করতে পারি!

শুধু তাই নয় ইমেইল বোম্বিং এর পাশাপাশি লেখা রিপিট করতে পারবো একটি ক্লিকের মাধ্যমেই! এছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ টেক্সট Encrypted, Decrypt  করতে পারবো!

একটি বটের মাধ্যমে যাদের অপশন গুলো পাবেনঃ

1/ Email Bombing

2/Text Repeator

3/Encrypted, Decrypt

4/ Link Shortner

5.মাত্র বট টা রিলিজ করলাম, পরবর্তী যখন ফ্রী হবো, Sms Bomber যুক্ত করে দেবো।

তো দেখুন, একটা বট এই কত অপশন, কত সুবিধা! 

বট টি ওপেন করার পর, Start করে দিবেন।

 

এরপর এখানে আনলক /Unlock অপশনে ক্লিক করবেন তাহলে এই Bot এর যে অপশনগুলো সেগুলো আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন!  এবং যখন আমি এসএমএস Bomber  যুক্ত করব তাহলে আপনারা সাথে সাথে এটি পেয়ে যাবেন! 

/Unlock আনলক অপশন এ ক্লিক করার পর যখন এরকম একটি এসএমএস আসবে! তখন ভাববেন যে আপনার সবগুলো অপশন আনলক হয়ে গেছে! এরপর আপনি যেভাবে ইচ্ছা সেভাবে Bot টি ইউজ করতে পারেন!

আমি আপনাদের এখানে কিছু উদাহরণ দেখাই তো মনে করেন আমি কোনল লেখা Encrypted  করব এই কারণে আমি encrypted Option এ  ক্লিক করে দিলাম।

এখন একটা বিষয় ভালোভাবে লক্ষ্য করেন আপনি যদি আপনার লেখা এনক্রিপটেড করতে চান!

তাহলে আবার ইনক্লিপটর অপশনে ক্লিক করবেন!

তারপর আপনার কাছে আপনার লেখা চাওয়া হবে এরপর আপনি যখন আপনার লেখাটি পাঠিয়ে দিবেন তখন এটি Enক্রিপটেড রূপ আপনাকে দিয়ে দেবে!

 

 

তারপর সেই লেখাটিকে যদি দিকে Decrypt  করতে চান তাহলে আপনার লেখাটি কপি করার পর আবার Decrypt  অপশনে ক্লিক করবেন এরপর আপনার কাছে এনক্রিপটেড টেক্সট চাওয়া হবে,  আপনি যে লেখাটি কপি করলেন সেটি পাঠিয়ে দিবেন। এরপর দেখবেন যে আপনার লেখার অরিজিনাল টেক্সটা শো করছে।

 

২য় Option Text Repator:

লেখা রিপিট করার জন্য এখানে টেক্সট রিপিটার অপশনে ক্লিক করবেন তারপর আপনার কাছে একটি লেখা চাওয়া হবে!

আপনি তখন আপনি যে লেখাটি রিপিট করতে চান সেটা পাঠিয়ে দেবেন এরপর আপনি কতবার এমাউন্টে রিপিট করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টে পাঠিয়ে দেবেন!

১০০০ এর নিচে যেকোনো সংখ্যা পাঠিয়ে দিবেন এরপর দেখবেন আপনার টেক্সটাই রিপিট করে দিয়েছে।

 

৩য় অপশন লিংক সর্টনারঃ

 

লিংক শর্ট করার জন্য লিংক শর্টনার অপশনে ক্লিক করবেন এরপর আপনার বড় লিংকটি পাঠিয়ে দিবেন এরপর এক সেকেন্ডেরও কম সময় সেটি শর্ট করে আপনার কাছে পাঠিয়ে দিবে!

৪ নম্বর অপশন, Email Bomber:

ইমেইল বম্বিং করার জন্য এখানে মেনুতে ক্লিক করবেন

অথবা

/email

কমান্ড টি বটে পাঠিয়ে দেবেন! 

তারপর আপনার কাছে ইমেইল চাওয়া হবে আপনি যে ইমেইলে বম্বিং করতে চান সেই ইমেইলটি পাঠিয়ে দিবেন!

এরপর সেখানে এমাউন্টটা দিবেন, এখানে আপনি যে কোন একটি অ্যামাউন্ট দিবেন তারপর সেন্ডিং হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন যখন Sent সাকসেসফুল হবে তখন এটি সবগুলো চলে যাবে!

কোথাও কোন সমস্যা হলে আমাকে নক দিবেন আমি ঠিক করে দেব!

BOT LINK: @teamxtools_bot

 

হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

আজকের পোস্ট এ পর্যন্তই!

আল্লাহ হাফেজ!

 

 

The post Powerful Telegram Bot. Telegram থেকেই করুন, “ইমেইল বোম্বিং” Text Repeat In 1 Click ), লিংক সর্ট, Encrypted Decrypt appeared first on Trickbd.com.


ডাউনলোড করে নিন বর্তমান ভাইরাল ক্যামেরা Lmc 8.4 R13 আর ছবি তুলুন একদম DSLR তোলা ছবির মতোনg

ডাউনলোড করে নিন বর্তমান ভাইরাল ক্যামেরা Lmc 8.4 R13 আর ছবি তুলুন একদম DSLR তোলা ছবির মতোনg


আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 

কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভাল আছেন।

আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বর্তমান সময়ের একটি ভাইরাল ক্যামেরা নিয়ে lmc8.4 R13. এই ক্যামেরা দিয়ে আপনার ফোনের ক্যামেরার চেয়ে ভাল মানের ফোনের মতো ছবি তুলতে পারবেন।ছবি গুলো একদম হাই কোয়ালিটি হবে যা দেখতে একদম Dslr এর তোলা ছবির মতোন।

তবে এই সফটওয়্যার সব ফোনে সার্পোট করতে নাও পারে।

তো কিভাবে এই ক্যামেরাটি ব্যাবহার করবেন নিচে স্ক্রীনশট আকারে দেখানো হলো।

প্রথমে এই লিংক থেকে ডাউনলোড করুন Lmc 8.4 R13

কনফিগ ডাউনলোড লিংকDownload now google Drive

তারপর নিচের স্ক্রীনশট অনুযাযী কাজ করে নিন

প্রথমে আপনার ফাইল ম্যানেজার ওপেন করুন এরপর Add Folder এ ক্লিক করুন বা প্লাস আইকনে ক্লিক করুন

উপরে দেখানো ঠিক এভাবেই ফোল্ডার নাম LMC8.4 লিখুন এরপর Creat Folder এ ক্লিক করুন।

বি:দ্র:হুবহু আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন

এখন আমাদের ডাউনলোড করা কনফিগ গুলোর সব সিলেক্ট করুন তারপর মুভ করে lmc8.4 এই ফোল্ডারে পেস্ট করে দিন।

এখন আমাদের ডাউনলোড করা অ্যাপস Lmc 8.4 ক্যামেরা ওপেন করুন

এরপর ক্যামেরার শাটার এবং ইমেজ দেখার আইকনের দুটির মাঝখানে 2 থেকে 3 বার ক্লিক করুন

এরপর আমাদের ডাউনলোড করা কনফিগ গুলো শো করবে

যেকোনো একটি কনফিগ সিলেক্ট করে ইমপোর্ট করুন

এখন একটি ছবি তুলুন আর আপনার ক্যামেরার ম্যাজিক দেখুন ।

নিচে আমার ফোনে তোলা কয়েকটি ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম

ছবিগুলো আমি এই ক্যামেরা দিয়েই তুলেছি। আমার ফোনের নাম ভিভো y21।

lmc 8.4 নিয়ে আমার আগের পোস্ট দেখতে এই লিংকে ক্লিক করুন Lmc 8.4 R15

lmc ক্যামেরার যাবতীয় সমস্যা এবং অনেক কনফিগ আমি আরো একটি পোস্টে আলোচনা করেছি। ওই পোস্টটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন lmc All Camera & config

আমরা কম বেশি সবাই জানি lmc ক্যামেরা গুলো সব ফোনে সাপোর্ট করে না যেমন meditek G80 & snapdragon 680 এর নিচে ডিভাইসগুলোতে সাপোর্ট করেনা  সেই সাথে আরো কিছু ফোন আছে যেগুলোতে এই জিক্যাম গুলো সাপোর্ট করেনা যেমন : Symphony, walton,techno,infinix etc.

আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি এই সফটওয়্যার এর বিস্তারিত আলোচনা করার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন।

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

The post ডাউনলোড করে নিন বর্তমান ভাইরাল ক্যামেরা Lmc 8.4 R13 আর ছবি তুলুন একদম DSLR তোলা ছবির মতোনg appeared first on Trickbd.com.


কেন তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে? কোন কায়দায় তারা এসব প্রতারণা করছে? আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই সাবধান হয়ে যান !

কেন তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে? কোন কায়দায় তারা এসব প্রতারণা করছে? আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই সাবধান হয়ে যান !

পনি ফেসবুকে অনেক ধরনের এড দেখেছেন হয়তো যেগুলোর বেশিরভাগই হচ্ছে চাকরির নিয়োগ সংক্রান্ত। আমাদের দেশের শিক্ষিত জনগনের শতকরা ৭০ ভাগই বেকার। জনসংখ্যার দিক বিবেচনায় চাকুরি পাওয়া সোনার হরিন হাতে পাওয়ার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশে কর্মসংস্থান খুবই কম, উচ্চশিক্ষা লাভের পরেও মিলছেনা চাকরি। অন্যদিকে ফেসবুক থেকে পাওয়া চাকরির বিজ্ঞপ্তিতে অভিজ্ঞতা ছাড়াই ভালো বেতনের চাকরি মিলে যাচ্ছে কপালে।

চাকরির ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তিঃ
ফেসবুকে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনেকে লোভে পড়ে যান। যেমন ধরুনঃ অষ্টম শ্রেণি পাশ_ম্যানেজার পদ_১৮০০০ টাকা বেতন। এস এস সি পাস_জি.এম. পদ_বেতন ২২০০০ , স্বভাবতই যে কেও এটা দেখে বিশ্বাস করে ফেলবে যে এটা সত্য। কারণ এখন পড়ালেখা শেষ করে উচ্চ শিক্ষা লাভ করেও কপালে চাকরি জুটেনা। যদিও ভাগ্য জোটে কেও পায়_সেটাও ৮-১০ হাজার টাকা বেতনের। এই টাকা দিয়ে পরিবার তো দূর,নিজে চলতেও কষ্ট হয়ে যাবে। তারা আপনাকে নাম্বার সহ দিয়ে দিবে, ইমু/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে বলবে। চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরে আপনি অবশ্যই তাকে নক করবেন বা কোনো ম্যাসেজ পাঠাবেন। তারা আপনাকে আপনার বায়োডাটা সহ সমস্ত ইনফরমেশন দিতে বলবে, যদি আপনি তা দেন_তাহলে ফেঁসে যাবেন। একটা সময় তারা আপনাকে ব্ল্যাকমেইল করবে এবং টাকা চাইবে,এই টাকা আপনি দিতে বাধ্য হবেন। বাঁচার কোনো রাস্তা তখন থাকবেনা। তাই সতর্ক থাকুন সবসময়, এসব লোভনীয় অফার দেখে প্রতারকদের ফাঁদে পা দিবেন না।

ফ্রিল্যান্সিং করার জন্য প্রতিষ্ঠানকে টাকা দিয়ে ধোকা খাওয়াঃ
ফ্রিল্যান্সিং ওয়ার্কশপ গুলো ফেসবুকে ইদানিং অনেক বেশি বেশি প্রচার হচ্ছে। এখানে এতো বেশি এড/প্রচার করা হচ্ছে যে ভালো খারাপ আলাদা করা প্রায় মুশকিল। এই ফাঁকে একদল প্রতারক চক্র ওইসব প্রতিষ্ঠানের নামে নকল পেজ খুলে লোকেদের থেকে টাকা নিচ্ছে। একসময় ক্লাস শুরুর সময়টা উল্লেখ করে হঠাৎই পেজ সহ টাকা নিয়ে তারা উধাও হয়ে যায়। এতে করে লোকেদের অনেক টাকা লস হয়ে যায়,কারন একটা কোর্সে এডমিশন নিতে গেলে ৭৫০০-১২০০ টাকার মতো লাগে। এই ঘটনাটা বাস্তব এবং প্রতিদিনই কারো না কারো সঙ্গে এমনটা হচ্ছে। একটা প্রতিষ্ঠানের নামে ফেসবুকে ৫-১০ টা পেজ থাকে। এখানে মূলত ১ টা আসল বাকিগুলো সব নকল। এভাবে একদিকে প্রতিষ্ঠানের বদনাম হচ্ছে অন্যদিকে কষ্টের টাকা হারিয়ে নিঃস্ব হয় অনেক তরুন-তরুনী।

ওয়েবসাইটে ইনভেস্ট করে ইনকাম করাঃ
আমি জানি এখানে অনেকে আছে যারা অনলাইনে টাকা ইনভেস্ট করে ধোকা খেয়েছেন। এদের ফাঁদটা এতটাই কার্যকর যে কেও চোখ ফেরাতে পারেনা। সবাই কোনো না কোনো ভাবে লোবে পড়ে যায়। তারা ১ মাসের জন্য ডোমেইন নিয়ে ওয়েবসাইট তৈরী করে। তাতে কয়েক ধরণের প্যাকেজ চালু করে, যেমনঃ ২০০০ টাকা ইনভেস্ট করে মাস শেষে ৪০০০, ৫০০০ দিয়ে ১০,০০০ আবার ২০০০০ করে ৪০,০০০ ….। এভাবে ১ লক্ষ এমনকি ৫ লক্ষ টাকার প্যাকেজও আমি দেখেছি। প্রথম অবস্হায় ৭-৮ দিন সবাইকে ডেইলি ইনকম’টা তাদের একাউন্টে এড করে দেয়। তাদের সাইটে একসময় লোকেরা এতো বেশি ইনভেস্ট করে যে এটা ৪০,৫০,৮০ লাখ এমনকি কোটির ওপরে হয়ে যায়। ঠিক এই সময়টাতেই তারা তাদের ওয়েবসাইট বন্ধ করে দিয়ে টাকা নিয়ে সটকে পড়ে। কেও কিছু টেরও পায়না। আজকাল তো তারা জুম অ্যাপে মিটিং করে মেম্বার কালেক্ট করছে, এমনকি তারা অনলাইন থেকে ভুয়া ট্রেড লাইসেন্স বানিয়ে লোকেদের দেখাচ্ছে। এই ঘটনা আমার সাথেও ঘটেছে,তাই সকলে সাবধান হয়ে যান। আপনাদের সুবিধার্তে আমি কিছু নাম দিয়ে দিচ্ছিঃ ১. Seilaze(২.৫ কোটি গ্রাহক) ২. Digital-marketing-bd(১৪ হাজার + গ্রাহক) ৩. Delta1airlines( ৭০ হাজার + গ্রাহক) ৪. Rulai-ai.vip( ৪৬ হাজার + গ্রাহক) ৫. hotelplus (১ লক্ষ + গ্রাহক)

রোবট কিনে ডলার ইনকামঃ
বেশ কিছুদিন আগে থেকে প্রচলন হয়েছে রোবট দ্বারা ইনকামের সাইট। এসকল সাইটে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন বোনাস হিসেবে ১০-৩০ ডলার দিয়ে দেবে। এটাই তাদের কার্যকরি ফাঁদ। ধরুন আপনি ৩০ ডলার বোনাস পেলেন, এবার ইনকাম শুরু করতে হলে ৫০ ডলারের একটা রোবট কিনতে হবে। তখন আর ২০ ডলার আপনি নিশ্চিন্তে সাইটে ডিপোজিট করে রোবট কিনবেন। এখানে যত দামি রোবট কিনবেন,দিনে তত ডলার ইনকাম করতে পারবেন। এমনকি ১ দিনে ২০-৫০ ডলারও আর্ণ হয়ে যাবে। তোহ মিনিমাম উইথড্র অপশন থাকবে ৩০০/৫০০ ডলার। এই উইথড্র অপশন চালু করতে গেলেও আপনাকে আরো ১০-২০ (১২০০-২১০০ ৳) ডলার খরচ করতে হবে। মাস শেষে যার যত ইনকাম হবে তা উইথড্র দিতে যাবে। ঠিক তখন দেখা যাবে সাইটটি আর নেই,স্ক্যাম করে চলে গেছে। তাদের টেলিগ্রাম সাপোর্ট গ্রুপের সদস্য সংখ্যা হিসেব করলে পরিষ্কার বোঝা যাবে যে ৫০-৭০ লক্ষ টাকা তারা মেরে দিয়েছে।

ভিউয়ার্স, আপনারা আজকে এখানে যেসব বিষয়ে জানলেন_সেগুলোই এখন প্রচলিত আছে। বিশেষ করে যারা টেলিগ্রাম ব্যবহার করেন তারা অনায়াসে এসকল সাইটের তথ্য সহ ইনভাইটেশন পেয়ে যাবেন। তবে এসব ইগনোর করাই ভালো, নাহয় আপনিও নিঃস্ব হয়ে যাবেন। যে যত বেশি লোভ করবে_সে তত তাড়াতাড়ি নিঃস্ব হবে। আপনাদেরকে সতর্ক করা আমার দায়িত্ব ছিলো। তো আজকে এই পর্যন্তই, আগামীতে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, বিদায়_আল্লাহ হাফেজ..।

The post কেন তারা লক্ষ কোটি টাকা হাতিয়ে নিচ্ছে? কোন কায়দায় তারা এসব প্রতারণা করছে? আপনার সাথেও এমনটা ঘটতে পারে তাই সাবধান হয়ে যান ! appeared first on Trickbd.com.


এই ভয়াবহ গরমে আপনার স্মার্ট ফোন ঠান্ডা রাখবেন যেভাবে?

এই ভয়াবহ গরমে আপনার স্মার্ট ফোন ঠান্ডা রাখবেন যেভাবে?

আসসালামু আলাইকুম,

বাইরের অবস্থা ভয়াবহ প্রচন্ড গরম পড়ছে, চলছে তাপাদাহ। এই তীব্র গরমে মানুষের জীবন যেমন নাজেহাল হয়ে পড়ছে, ঠিক তেমনি আমাদের আরেকটি দৈনন্দিন ব্যবহারের স্মার্টফোনের অবস্থা ও খারাপ।

এই প্রচন্ড গরমের তীব্রতাই আমাদের স্মার্ট ফোনগুলো হয়ে যাচ্ছে ভয়াবহ গরম, কিন্তু কেন হচ্ছে এতটা ভয়াবহ অনাকাঙ্ক্ষিত গরম? চলুন জেনে নিই।

সাধারণত গ্রীষ্মকালে বাংলাদেশর তাপমাত্রা ৩০ থেকে ৪৫° তাপমাত্রা পর্যন্ত উঠতে পারে। ফলে যখন আবহাওয়া অনেক গরম হয়ে যায়, তখন একটু একটু করে বাড়তে থাকে আপনার হাতের মোবাইল ফোনেরও তাপমাত্রা।

যেহেতু সারাক্ষণ আমাদের কোন না কোন কাজে মোবাইল ফোন ব্যবহার করা লাগে, সেহেতু আশেপাশের তাপমাত্রাতে অতিরিক্ত ব্যবহারই ফোনকে গরম করে তোলে।

তবে একটি বিষয় জেনে রাখুন সেটি হচ্ছে স্বাভাবিকভাবে একটি স্মার্টফোন ৩২ থেকে ৯৫ ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে, আবার সাধারণভাবে আপেলের ফোন গুলো ব্যবহারে একটু বেশি গরম হয়। তাই সাধারণ তাপমাত্রা সম্পর্কে একটু জেনে রাখা ভালো।

যেমন আপনি অ্যাপেলের ওয়েবসাইট একটু ঘাঁটাঘাটি করলে জানতে পারবেন, ios এবং ipad ডিভাইস গুলোতেও ৩২ থেকে ৯৫ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে‌।

তবে আপনার মোবাইল ফোন যদি অতিরিক্ত মাত্রায় গরম হতে থাকে তাহলে আপনি নিজেও কিন্তু কিছু পদক্ষেপ অনুসরণ করতে পারেন। নিচের বেশ কিছু পদক্ষেপ আপনি অনুসরণ করলে আপনার ফোনটি আগের মত আর গরম হবে না।

গরমে ফোন ঠান্ডা রাখতে যা যা করবেন:-

  • শীতল এবং ঠান্ডা স্থানে রাখুন।
  • এয়ারপ্লেন মোড চালু করুন।
  • ফোনের ব্যবহার কমিয়ে ডিভাইসকে বিরতি দিন।
  • অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন কিংবা আনইন্সটল করে দিন।
  • ফ্লাশ লাইট ব্যবহার থেকে একদম বিরত থাকুন।
  • গেম না খেলায় ভালো, গেম খেলা বন্ধ করুন‌।
  • ব্যাটারি ১০০% চার্জ হওয়া পর্যন্ত চার্জে রাখা থেকে বিরত থাকুন।

স্মার্টফোন আজকাল আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই এই ডিভাইসটিকে যত্ন শীল হওয়া আমাদের কর্তব্য। যেহেতু এখন অনেক গরম পড়ছে, তাই আপনার ফোনটিকে ঠান্ডা রাখার পদ্ধতি গুলো অনুসরণ করা উচিত।

আর আপনি যদি এগুলো না করেন তাহলে আপনার ফোনটি বারবার হ্যাং কিংবা রিস্টার্ট, বা একেবারেই ডেট হয়ে যেতে পারে। তাই অবশ্যই সাবধান থাকুন এবং সতর্কতার সাথে ব্যবহার করুন। আজকের মত আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ

আরো পড়ুন:-
মনিটাইজেশন অন করা ইউটিউব চ্যানেল লাগবে? এদিকে আসুন।

The post এই ভয়াবহ গরমে আপনার স্মার্ট ফোন ঠান্ডা রাখবেন যেভাবে? appeared first on Trickbd.com.