Friday, February 10, 2023

ফেসবুকের মতো মজার একটি সোস্যাল নেটওয়ার্ক “FunBook”

আলহামদুলিল্লাহ,
অনেকদিনের প্রচেষ্ঠায় আপনাদের জন্য ফেসবুকের মতো একটি Social Media Website তৈরি করতে সফল হলাম।

এটির নাম রেখেছি funbook
প্রায় ২০১৮ সাল থেকেই ইচ্ছা ছিলো এটা বানানোর।
কারন আমি দেখেছিলাম অকারণে অনেকের প্রফাইল ফেসবুক ব্যান করে দিচ্ছে। আমার আইডিও করেছিলো।

সেটার প্রতি ক্ষোভ থেকেই এটা তৈরির জন্য উঠেপড়ে লাগা।
অনেকবার অনেক ঘাটাঘাটি করেও কোনকিছু মনমতো হয়নি।

 

কিভাবে তৈরি হলো ?
– ফেসবুকের মতো ফাংশনাল ওয়েবসাইট তৈরি খুবই কঠিন। অনেক টিউটোরিয়াল ঘেটেও কোন লাভ হলো না।
যা হোক তবু আমি হাল ছাড়িনি, নিজের Web Develpment এবং Graphics Design Skill কে আরো বাড়াতে শুরু করলাম।
অনেক প্রচেষ্ঠার পর পরবর্তীতে কিছু সোর্স কোড ম্যানেজ করলাম কারণ একার পক্ষে এতো কোড লিখা সহজ না।
এবং সেগুলোকে নিয়ে ভালোভাবে রিসার্চ করে এবং আমার Skill কে কাজে লাগিয়ে ডিজাইন করে বানিয়ে ফেললাম আমার নিজস্ব “Funbook”

এইটার স্পেশালিটি কি ভাই?
– ফেসবুক রিসেন্টলি যেভাবে বিভিন্ন রকমের রুলস বানানো শুরু করেছে, সেখানে খুব সহজেই নষ্ট হয়ে যেতে পারে আপনার আমার একাউন্টটা

তাই এটার স্পেশালিটি হলো এখানে আপনি যা ই করেন না কেন আপনাকে সহজে কেউ ব্যান করবে না খুব বড় রকমের ক্রাইম না করলে (যেমন 18+ জিনিস)।
এই জন্যই মূলত এটা তৈরি। মেইনলি এটা আমার জন্য একটা আত্মতৃপ্তি, ওইরকমভাবে বিজনেসের কথা চিন্তা করে এটা বানানো হয়নি।
তাই যা পোস্ট ই করেন না কেন এতোটুকু বলতে পারি আপনার পোস্ট ডিলিট হচ্ছে না যত রিপোর্টই মারুক কেউ 😆
Just মজা করার জন্য বানানো

লিংক কই?
– এটার লিংক হলো: funbook.top
এখানে গিয়ে Register এ ক্লিক করে মেইল পাসওয়ার্ড দিলেই একাউন্ট তৈরি হয়ে যাবে। আর কোন ঝামেলা নেই।

এটাতে একাউন্ট খোলা ফেসবুকের চেয়েও সহজ কারণ আমি জানি মেইল এক্টিভেশন খুবই ঝামেলাপূর্ণ কাজ। তাই শুরু হিসেবে এটার ঝামেলা রাখিনি আপাতত।

এটা পরবর্তীতে বড় হোক বা না হোক আমি আমার প্রজেক্টে সফল হয়েছি এটাতেই এক ধরনের আলাদা আত্মতৃপ্তি কাজ করে।
এটাই আমার জন্য সাফল্য

আমি মেইনলি শখবশত এ ধরনের প্রজেক্ট তৈরি করি, যার জন্য অনলাইনে আমার এক্টিভিটি কিছুটা কম।
আমার আগের তৈরি Zorexid , Zorexeye এর সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিতো।

তাইলে কি আপনে জুকার মামা হয়ে গেছেন?
– ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ধারে কাছেও আমি নেই। কিন্তু আমার লাইফের অনেক বড় উৎসাহ আমি তার লাইফ থেকে পেয়েছি।
তাই এরকম ছোট ছোট প্রজেক্ট তৈরি করে আপনাদের সাথে আনন্দটা ভাগ করে নিই।
যেহেতু আমি উনার মতো জিনিয়াস নই তাই কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।

আমার বিশ্বাস এটি আপনাদের মধ্যে অনেক ভাইকে আরো বেশি করে উৎসাহ প্রদান করবে ওয়েব ডেভেলপমেন্ট শিখে নতুন নতুন জিনিস তৈরি করতে।
সকলের জন্য শুভকামনা রইলো, আল্লাহাফেজ

Funbook এ আমি https://facebook.top/zorex

Next এ আশা করি আরো নতুন নতুন মজাদার প্রজেক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ

আপনাদের কারোর ফ্রিল্যান্সিং বা স্কিল ডেভেলপমেন্ট বিষয়ক যেকোন ফ্রি হেল্প লাগলে আমাকে মেসেজ দিতে পারেন।

The post ফেসবুকের মতো মজার একটি সোস্যাল নেটওয়ার্ক “FunBook” appeared first on Trickbd.com.


Previous Post
Next Post
Related Posts

0 comments: