Saturday, December 31, 2022

CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game

 CarX Street – এটাই প্রথম Open-World Online Mobile Car Racing Game.

Online Mobile Car Racing এর Game এর কথা শুনতেই আমাদের প্রথমে মাথায় আসে Asphalt 9 এর কথা। কিন্তু এই Game টি Asphalt 9 এর মতো নয়।

Asphalt 9 শুধুমাত্র একটি Futuristic Car Racing Game, কিন্তু CarX Street Open-World Realistic Car Racing Game. Open-World মানে হচ্ছে আপনি একটি বড় Map এ নিজের ইচ্ছে মতো ঘুরতে পারবেন, অনেকটা Vice City Game এর মতো। অন্যান্য Real Players দের সাথে Racing করতে পারবেন। এই Game আপনাকে অনেকটা Need for Speed Most Wanted এর feel দিবে।

এই Game এর control gyroscope এর মাধ্যমেও সহজে করতে পারবেন।

 

Game টির আসল মজা নিতে চাইলে, আপনাকে game টি খেলে খেলে টাকা আয় করতে হবে, যা দিয়ে অসাধারণ গাড়ি কিনতে পারবেন।

 

Club এ join করে Racing করে অনেকটাই Need for Speed Most Wanted Blacklist এর মতো feel পাবেনঃ

 

Game এর physics, control আর graphics আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবে।

যেহেতু আজকেই game টি Android device এর জন্যে release হয়েছে, তাই low এবং mid range mobile device এ ঠিকমতো হয়তো support করবে না। তবে iOS device এবং high-end device এ ভালোই চলবে। আর ধীরে ধীরে হয়তো game developers রা বেশকিছু mid-end mobile device এর জন্যে game টি optimize করতে সক্ষব হবেন।

আর Playstore থেকে Download করার জন্যে Russia এর VPN connect করে Playstore App এর Data clear করতে হবে। এক্ষেত্রে Power VPN app টি ব্যবহার করতে পারেন। Playstore এ যখন 1% download হয়ে যাবে, তখন VPN disconnect করে দিবেন ভালো internet speed পাবার জন্যে।

Game open করতে বা খেলতে কোনো VPN connect করা লাগবে না।

Game এর Map open করে Online status করে নিয়ে পরিচিত Friends দের সাথেও Racing করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আর আপনার Friend কে Map এর একই জায়াগায় দেখা করতে হবে। এই game এ Friends add করার কোনো option নেই। প্রথমে হয়তো আপনার একটু অসুবিধা হতে পারে Game টির option গুলো বুঝতে, তবে খেলতে থাকলে, শিখে যাবেন আর YouTube এ search করেও বিভিন্ন tutorials পেয়ে যাবেন।

নিচের CarX Street এর এই video টি দেখলে, আপনি মুদ্ধ হয়ে অবশ্যই game টি খেলতে আগ্রহী হবেনঃ

Join করতে পারেন আমাদের CarX Street এর Facebook Group এবং Messenger Group Chat এঃ https://linktr.ee/carx.street

The post CarX Street – চলে এলো অসাধারণ এক Open-World Mobile Car Racing Game appeared first on Trickbd.com.


একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে

একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে

২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট বের হয়েছে আছকে.! ভর্তির রেজাল্ট ফোনে এসএমএস দিয়ে যানিয়ে দেওয়া হয় কিন্তু রেজাল প্রকাশ হওয়ার অনেকক্ষণ পরে কিন্তু অনলাইন খুব দ্রুত রেজাল্ট দেখতে পারবেন ফলাফল প্রকাশ হয়া মাত্রই

ভর্তির রেজাল্ট দেখতে প্রথমে এখানে ক্লিক করুন.!

তার পর আপনার Ssc রোল, শিক্ষা বোর্ড, পরিক্ষা সাল, রেজিষ্ট্রেশন নাম্বার এবং Verification কোড সিলেষ্ট করে দিয়ে View Result এ ক্লিক করুন

তার পর আপনার নাম সহ এবং কোন কলেজে এবং কোম বিভাগে একাদশ শ্রেণীতে চাঞ্জ পেয়েছে তা দেখতে পাবেন। আর এখানে যদি কোনো ধরনের ফলাফল না আসে তো তা হলে ১ম পর্যায়ের ভর্তির জন্য কোন কলেজে মনোহিত হননি। আবার ২য় পর্যায়ের ভর্তির জন্য আবেদন করতে হবে.!

আপনি যে কলেজে চাঞ্জ পেয়েছেন সে কলেজে এখন ভর্তি হতে চান তো আগামি ০১/০১/২০২৩ তারিখ হতে ০৮/০১/২০২২ তারিখ এর মধ্যে মোবাইল ব্যাংকিং চার্জ বাদে রেজিস্ট্রেশন ফি ৩২৮/= টাকা জমা দিতে হবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হয়ে যাবে। পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

আর যদি আপনি যে কলেজে চাঞ্জ পেয়েছেন সে কলেজে ভর্তি হতে না চান তো ২য় বার আবার আবেদন করবেন তা হলে নিশ্চায়ন ফি জমা দিতে হবে ১ম পর্যায়ের যে কলেজে চাঞ্জ পেয়েছেন তা বাতিল হয়ে যাবে এবং নতুন করে ২য় বার আবার আবেদন করতে পারবেন।

আর একবার নিশ্চায়ন ফি দিয়ে দিলে তার পরে ২য় বার আর কোনো কলেজে ভর্তি জন্য অনলাইন এ আবেদন করতে পারবেন না।

নিশ্চায়ন ফি জমা দিয়ার পর আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি কলেজ পর্যায়ে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে। এই নির্দৃষ্ট সময়ের মধ্যে নির্বাচিত কলেজে গিয়ে কাগজ পত্র জমা দিয়ে ভর্তি হতে হবে.!

 

যেকোনো প্রয়োজনে Facebook এ আমি..!!

বাংলালিংক সিমে ফ্রি 1.5GB নিয়ে নিন

 

ধন্যবাদ

The post একাদশ শ্রেণীর ভর্তির ১ম পর্যায়ের আবেদন এর রেজাল্ট প্রকাশ হয়েছে appeared first on Trickbd.com.


Friday, December 30, 2022

এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working)

এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working)

আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন নতুন আরও একটি পোস্টে আপনাকে স্বাগতম আজকে আমরা দেখে নিব কিভাবে টেলিগ্রামের মাধ্যমে আপনি যে কারো লোকেশন এবং তার বর্তমান একটি ছবি এছাড়াও তার মোবাইল ফোনের চার্জিং সম্পর্কে কিভাবে আপনি জানতে পারবেন একদম সহজে আমার মনে হয় অনেকেই হয়তোবা এই বিষয়টি জানেন না।

এ আর্টিকেলটি শুধুমাত্র বন্ধুদের সাথে মজা করার জন্য ব্যবহার করবেন দেখানো পদ্ধতিগুলি। দয়া করে কেউ সিরিয়াস বা কাউকে হয়রানি করার ক্ষেত্রে অবলম্বন করবেন না আপনার নিজ দায়িত্বে এই কাজটি করে নিবেন। আমাদের আজকে আর্টিকেলে সম্পন্ন বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করব যদি আপনার কোন কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আপনার একটি সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে আমার সাথে শেয়ার করবেন আমি চেষ্টা করব আপনার সমস্যাটি সমাধান দেওয়ার।

টেলিগ্রামের মাধ্যমে লোকেশন, ছবি বের করার উপায়।

সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে টেলিগ্রাম অ্যাপ আশা করি অনেকেই এই অ্যাপটি ব্যবহার করেন যদি আপনার মোবাইল ফোনে এক্সট্রা ইন্টারনেট থাকে তাহলে এই অ্যাপটি প্লে স্টোর থেকে ইন্সটল করে নিতে পারেন এবং শুধুমাত্র বিনোদন বা মজা করার জন্য আপনি এটি অবলম্বন করবেন প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোন ইন্সটল করুন এবং এরপর আমাদের যে কাজগুলি আমি স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতেছি যদি সমস্যা হয় তাহলে কমেন্টে আপনার সমস্যাটি তুলে ধরার চেষ্টা করবেন।

ট্রিকবিডিতে পূর্বে একটি আর্টিকেল পাবলিশ করা হয়েছিল যেখানে একটি অ্যাপ ডাউনলোড করতে হয় এবং সেখান থেকে বিভিন্ন উপায়ে লোকেশন ট্র্যাক করা যায় বা তার লোকেশন দেখা যায় কিন্তু এখানে আপনি টেলিগ্রামের মাধ্যমে তার লোকেশন সহ তার মোবাইল ফোনের বর্তমান সময় কত পার্সেন্ট চার্জ রয়েছে এবং তার একটি ছবি সরাসরি আপনি দেখতে পারবেন আপনার ভিকটিম বুঝতেই পারবে না যে আপনি তার এই সমস্ত বিষয়ে দেখতেছেন।

টেলিগ্রামে প্রবেশ করার পর দেখতে পারবেন একটি সার্চ মেনু রয়েছে যেখানে আমাদেরকে Track Down লিখে সার্চ করতে হবে। স্ক্রিনশট ফলো করুন।

স্ক্রিনশটে যে সকল জায়গায় আমি চিহ্নিত করে দেবো এখানে ক্লিক করবেন এরপর আমাদের কাজ হচ্ছে এখান থেকে লিঙ্ক তৈরি করতে হবে তো আপনি যখন উপরে থাকা স্ক্রিনশট চিহ্নিত করা অপশনে ক্লিক করবেন তারপরে আপনার সামনে একটি বট চলে আসবে অর্থাৎ টেলিগ্রাম বট চলে আসবে এখান থেকে স্টার্ট অপশন পাবেন সেখানে ক্লিক করে দিবেন এরপর আপনাকে হয়তো বা একটি গ্রুপে জয়েন হতে বলবে সেটি হচ্ছে তাদের সাপোর্ট গ্রুপ এখান থেকে আপনি কোন সমস্যা হলে তার সমাধান পেয়ে যাবেন তো গুরুপে জয়েন হবেন এবং এরপর একটি মিনু দেখতে পারবেন সেই মিনু থেকে Create নামের বাটনটিতে ক্লিক করে দেবেন।

উপরে থাকা স্কিনশট দে ক্লিক দেওয়ার পর আপনার কাছে একটি লিঙ্ক চাইবে তো যেকোনো একটি লিংক অর্থাৎ লিংকের শুরুতে অবশ্যই HTTPS রকম থাকতে হবে যেন সেটিকে একটি লিঙ্ক মনে হয় আমি এখান থেকে ট্রিক বিডি লিংকটি দিয়ে দিচ্ছি।

দেওয়ার পর সেন্ড করে দেবেন এরপর কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন আপনার জন্য কিছু লিংক তারা তৈরি করে দিবে এবং কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনাকে আট থেকে দশটি লিংক তৈরি করে দিয়েছে টেলিগ্রাম বট।

এখন দেখুন আমাদেরকে এখানে বেশ কিছু লিংক দেওয়া হয়েছে (আমি নতুন এবং পুরাতন কিছু স্ক্রিনশট ব্যবহার করেছি যার জন্য লিংক গুলো ভিন্ন ভিন্ন মনে হচ্ছে এবং নিয়মিত লিংক গুলি আপডেট হতে থাকে)

আরো পড়ুন:

অনলাইন স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করার নিয়ম।

তো আমাদেরকে কি করতে হবে এই লিংক গুলি আমাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে হবে এর জন্য আপনি যেকোন সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন লিংক শেয়ার করার জন্য।

আপনার বন্ধুদের মাঝে যেকোনোভাবে এই লিংকটি শেয়ার করবেন এবং যেকোন ভাবেই হোক আপনি এই লিংকে মধ্যে তাকে ক্লিক করতে বলবেন তো এরপর কাজ হচ্ছে সে যখন লিংকে ক্লিক করবে সাথে সাথে আপনার সামনে একটি নতুন পেজ চলে আসবে সেই পেজটি নিচে থাকা স্ক্রিনশটের মত হবে।

এটি লিংকে ক্লিক দেওয়া মাত্রই কিন্তু আপনার সামনে চলে আসবে এরপর হচ্ছে ছবি এবং লোকেশন লিংকে ক্লিক করার পর তার কাছে কিছু একসেস পাবেন যেমন ক্যামেরা এক্সেস এবং লোকেশন এক্সেস সে যদি দুটো অন করে দেয় তাহলে তার লোকেশন এবং ক্যামেরা চালু হয়ে যাবে সাথে সাথে আপনাকে তারা ছবি পাঠাবে টেলিগ্রাম বট এর মাধ্যমে অবশ্যই তাকে এক্সেস প্রদান করতে হবে এবং তাকে এমন ভাবে বলবেন যেন সে এখানে এক্সেস প্রদান করে।

এরপর দেখতে পারবেন তার ছবি এবং লোকেশন চলে এসেছে 😛😁 অবশ্যই তা ক্যামেরা এক্সেস এবং লোকেশন চালু থাকতে হবে তাহলে কিন্তু আপনি এ দুটি দেখতে পারবেন এছাড়াও উপরে স্ক্রিনশটে যখন সে ক্লিক করবে দেখতে পারবেন তার মোবাইল ফোনে কত পারসেন্ট চার্জ রয়েছে।

এইভাবে কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে মজা করতে পারবেন অনেকেই হয়তো বা এই লিংকগুলোতে ক্লিক করতেছেন না কেননা লিংক গুলো তাদের কাছে সন্দেহজনক মনে হয়। তো এর জন্য আমি একটি টিপস আপনাদের সাথে বলতেছি আমার পার্সোনালি আপনি তাকে এইভাবে এসএমএসটি দিবেন এবং লিংকটি দেবেন।

( dst ei dekh tor r Ekta mayyar pic ekhane dekhlam tui je prem koris seta amake eto din bolis nai 🙂 vabchilam tui Amar sathe sob kichu share koris, jaihok meye ta kintoo onek sondor ache 🐸)

উপরে থাকলে লেখাটি কপি করে আপনার বন্ধুকে দিবেন এবং সাথে লিংক দিবেন তাহলে আশা করি সে অবশ্যই এ লিংক এর মধ্যে ক্লিক করবে এবং আপনি তার সমস্ত বিষয়গুলি দেখতে পারবেন অর্থাৎ লোকেশন তার মোবাইল ফোনের চার্জ এবং তার ফটো যে অবস্থায় রয়েছে অটোমেটিক ভাবে ক্যামেরা থেকে ছবি উঠে যাবে সে বুঝতেও পারবে না।

আশাকরি আপনার কাছে আর্টিকেলটি ভালো লেগেছে যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যাটি আমাদের সাথে শেয়ার করুন চেষ্টা করব সমস্যার সমাধান দেওয়ার জন্য এবং এটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের মধ্যে করার চেষ্টা করবেন তা ছাড়া কারো হ্যারাসমেন্ট করার জন্য ব্যবহার করবেন না তাহলে আপনি দায়ী থাকবেন আমি শুধুমাত্র মজা করার জন্য এটি ট্রিকবিডি তে শেয়ার করলাম।

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নতুন কিছু জানতে নতুন কিছু শিখতে প্রতিনিয়ত ট্রিকবিডি ওয়েবসাইট ভিজিট করুন ধন্যবাদ।

The post এবার টেলিগ্রামের মাধ্যমে আপনার বন্ধুদের ছবি , লোকেশন বের করুন তাদের অজান্তেই 😛(99.99% working) appeared first on Trickbd.com.


জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে]

জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে]

Hello Trickbd Visitor’s !

At first take my salam with more greetings & congratulations.
with JUMMA Mubarok

Today I Explain that :

জাভাতে ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করা

তো কথা না বাড়িয়ে মূল কাজে আসিঃ-

Main Work :

প্রথমেই আপনাকে ১টি জাভা অপেরাতে ঢুকতে হবে । আমি Opera Mini 4.4.jar ইউজ করতেছি ।
আপনারাও চাইলে ইউজ করতে পারবেন । তবে যেকোনো জাভা অপেরা দিয়েই এটি করা পসিবল । আপনাদের যেটা ভালো হয় ।
তো আমি যে অপেরাতে ঢুকেছি , সেটাতে বুকমার্ক এ “Facebook” নামক সাইট টি সেইভ করা আছে । কিছু কিছু অপেরাতে সেইভ করা থাকেনা । সেক্ষেত্রে আপনারা “www.facebook.com” এ গিয়ে কাজটি করতে পারবেন ।
তো আমারটায় যেহেতু সেইভ করায় আছে , সেহেতু আমি Facebook এ চাপ দিলাম ।
নিচের মতো ।

যেহেতু আমার আগে থেকেই লগিন করা ছিলো । তাই আর লগ ইন করা লাগলো না । আর আপনাদের যদি লগিন করা না থাকে , তাহলে লগিন করে নিবেন ।

তো লগ ইন করার পর আপনাকে ফেসবুকের হোম পেজে নিয়ে যাওয়া হবে ।
নিচের মতো

লক্ষ্য করুন , পেজের হেডার এ “Home, Profile, Messages, Notification, Chat, Friends, COVID-19, Pages, Group, Menu” ইত্যাদি অপশন গুলো রয়েছে । তো এখানে থেকে “Friends” অপশনটিতে চাপ দিন ।
এরপর একটি ইন্টারফেইস দেখতে পারবেন ।
নিচের মতো

এইবার আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন । একটু নিচের গেলেই দেখবেন “See All Friend Request” নামে একটি অপশন দেখতে পারবেন । ঐটাতে চাপ দিন ।
চাপ দেওয়ার পর নিচের মতো দেখতে পারবেন ।

এরপর নিচের মতো আসবে

এখন আবার আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকবেন ।
একটু নিচে গেলেই দেখতে পারবেন View Sent Requests . ঐটাতে চাপ দিন ।
নিচের মতো

এখন দেখুন , আপনি যাদেরকে রিকুয়েস্ট পাঠিয়েছিলেন/পাঠিয়েছেন তাদের আইডি ।
নিচের মতো

আপনি যাদেরকে রিকুয়েস্ট পাঠিয়েছেন তাদেরকে আইডেন্টিফাই করার পর্ব শেষ হলো ।

তো এখন দেখাবো কিভাবে আপনার রিকুয়েষ্ট বাতিল করবেন ।

Request Cancel :

এটি করতে হলে আপনাকে আইডির পাশে (যার আইডিতে পাঠানো রিকুয়েষ্ট বাতিল করতে চাঁন) Cancel Request চাপ দিন ।
এরপর নিচের মতো দেখতে পারবেন

চাপ দেওয়ার পর যদি উপরের মতো আসে তাহলে বুজবেন . আপনি যাকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েষ্ট দিয়েছিলেন তার আইডির পাশে/ নিচে “Add friend” লেখা দেখতে পান , তবেই তাকে রিকুয়েষ্টের আওতা থেকে বাতিল করা সম্ভব হয়েছে ।

তো বন্ধুরা এই ছিলো আজকের পোষ্টের আলোচ্য বিষয় । কোনো ভূল ত্রুটি হলে নতুন হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন । আর পোষ্ট যদি ভালো লেগে থাকে , তাহলে অবশ্যই পোষ্ট টিতে লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন ।

Thanks !

The post জাভা ইউজার’রা ফেসবুকে যাদেরকে ফ্রেন্ড হওয়ার জন্য রিকুয়েস্ট দিয়েছেন . তাদেরকে আইডেন্টিফাই + বাতিল করুন [অতি সহজে] appeared first on Trickbd.com.


[ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See)

[ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See)

হ্যালো ট্রিকবিডিবাসী । শুরুতেই সবার প্রতি আমার সালাম “আস্সালামু আলাইকুম”, সেই সাথে শুভেচ্ছা ও অভিনন্দন । আশা করি ভালোই আছেন । আমিও আল্লাহর রহমতে ভালোই আছি । আজকে আমি একটি আপডেট ট্রিক আপনাদের মাঝে শেয়ার করবো । আশা করি এই ট্রিকটা অনেক জাভা ইউজার ভাইদের কাজে আসবে । আর বন্ধুরা প্রিয়ো ট্রিকবিডিতে এটাই আমার ১ম পোষ্ট ।
কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দূষ্টিতে দেখবেন ।
তো বেশি বকবক না করে মূল কাজে আসিঃ-

Main Topic

আজ আপনাদের মাঝে যে ট্রিকটি শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে যে, “জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে কিভাবে পোষ্ট ( Only Text )করবেন . (একদম নতুন পদ্ধতিতে)

SOMEONE :অনেকেই হয়তো বলতে পারেন যে, ফেসবুক পেজে পোষ্ট করা কি ! এমন কঠিন ব্যাপার । আমি তাদের উদ্দেশ্যে বলছি , বেশ কিছুদিন ধরে আমরা যারা জাভা মোবাইল ইউজার ভাইয়েরা রয়েছি । আপনারা হয়তো খেয়াল করেছেন যে. বর্তমানে জাভা দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করা তো দূরের কথা , পেজ অপেন করায় যাচ্ছেনা । অনেক জাভা ইউজার’রা আছেন যারা পেজে পোষ্ট করতে আগ্রহী কিন্তু পাচ্ছেন না । আর কোনো চিন্তা নেই । আমার দেওয়া ট্রিকটা ফলো করতে পারেন । আশা করি , সক্ষম হবেন ।
তো অনেক ঘাটাঘাটির পর আমি জাভা দিয়ে পেজে পোষ্ট করতে সক্ষম হলাম । তাই আজকে আপনাদের সাথে ট্রিকটা শেয়ার করার জন্য লিখতে বসলাম ।

[Warning : Mobile View অন করুন]

Let’s Start :
তো প্রথমেই আপনাকে যেকোনো একটি অপেরা মিনিতে ঢূকতে হবে । যে অপেরা মিনি দিয়ে আপনি পেজে পোষ্ট করতে চাঁন , সেটাতে আগে থেকেই আপনার ফেসবুক আইডিটি লগ ইন করে রাখুন । আর যদি লগ ইন করা না থাকে তাহলে নাম্বার/জিমেইল, পাসোয়ার্ডের মাধ্যমে আইডিটি লগ ইন করে নিন ।
এরপর অপেরার হোম পেজে যান এবং “Enter Address এ চাপ দিন । (নিচের মতো)

এরপর সেখানে লিখুন

“mtouch.facebook.com/(এখানে আপনার পেজের ইউজার নেইম দিন)

এখানে আমি আমার পেজের ইউজারনেইম টা দিলাম অর্থ্যাৎ উদাহরণস্বরূপ এই ভাবে লিখুনঃ ( mtouch.facebook.com/bgmhs.bd )
নিচের মতো

তারপর কল বাটনের উপরের বাটন চাপুন + “go to” এ চাপুন ।
নিচের মতো

তারপর আপনাদের সামনে নিচের মতো ১টি ইন্টারফেইস শো করবে ।

এখন আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করতে থাকুন । একটু যাওয়ার পর “Write Something” নামে ১টি অপশনের মতো দেখতে পারবেন । যেটাতে ক্লিক করার মতো পজিশন শো করবে ।
নিচের মতো

ঐটার উপর ক্লিক করুন ।
এইবার নিচের মতো দেখতে পারবেন ।

এখানে আপনার পোষ্ট লেখালেখির জন্য ১টি বক্স পাবেন এবং বক্সটির উপরে + নিচে “Post” লেখা দেখতে পারবেন । ভুলেও বক্সের নিচে থাকা “Post” লেখায় চাপ দিবেন না কারন বক্সের নিচে থাকা “Post” লেখাতে চাপ দিলে আপনার পোষ্ট পাবলিশ হবেনা । সো বক্সের উপরে থাকা “Post” লেখাটিতে চাপ দিতে হবে । তবেই আপনার পোষ্ট পাবলিশ হবে ।
এখন বক্সটিতে আপনি আপনার পোষ্টের বিস্তারিত লিখুন । আমি “I Love Trickbd” লিখছি । আপনারা আপনাদের ইচ্ছামতো লিখতে পারেন । তারপর ওকে চাপ দিয়ে পুনরায় ইন্টারফেসটিতে ফিরে আসুন নিচের মতো ।

এখন এই পেজটির সর্ব উপরে থাকে “Post” লেখাতে চাপ দিলেই আপনার পেজে করা পোষ্টটি পাবলিশ হয়ে যাবে ।

এরপর নিচের মতো আসলে বুজবেন , আপনার পোষ্ট পাবলিশ হয়েছে ।

তো এই ছিলো আজকের পোষ্টে ।
বন্ধুরা অবশ্যই পোষ্টটিতে লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানান ।

ধন্যবাদ

যেকোনো প্রয়োজনে ফেসবুকে

Shawon Ahmed Shan আমি ।

The post [ Updated ] জাভা মোবাইল দিয়ে ফেসবুক পেজে পোষ্ট করুন . একদম নতুন পদ্ধতিতে ২০২২ ইং (Java User Must See) appeared first on Trickbd.com.


Thursday, December 29, 2022

ব্যাংক থেকে বিকাশ-এ ৫০ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ১৬ টাকা ক্যাশব্যাক। তো আর দেরি কেনো, এখুনি নিয়ে ‍নিন ১৬ টাকা ক্যাশব্যাক।

 স্বাগতম!

শুরু করছি আজকের পোস্ট।

আজকের পোস্ট টা হচ্ছে বিকাশ এর অফার নিয়ে ।

বিকাশ কিঃ বিকাশ বাংলাদেশের ব্যাংকিং সুবিধার আওতাধীন ও বহির্ভূত উভয় শ্রেণীর মানুষকে মোবাইল ফোনের মাধ্যমে পেমেন্ট এবং অর্থ স্থানান্তর পরিষেবাগুলি নিরাপদ, সুবিধাজনক এবং সহজ উপায় সরবরাহ করে। বিকাশ ২০১০ সালে, ব্র্যাক ব্যাংক লিমিটেড, বাংলাদেশ এবং ড়েসুলতন মোশন এলএলসি, ইউএসএ এর একটি যৌথ উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করে।

যেহেতু অফারটি যেকোনো পরিমান টাকা ব্যাংক টু বিকাশ এর ক্ষেত্রে তাই সর্বনিম্ন ৫০ টাকা ব্যাংক থেকে এ্যাড মানি করলে পাওয়া যাবে ১৬ টাকা ক্যাশব্যাক। আজকের অফার হচ্ছে বিকাশ এ ব্যাংক থেকে ৫০ টাকা এ্যাড মানি করে নিয়ে নিন ১৬ টাকা ক্যাশব্যাক।
ক্যাশব্যাক পাবেন এ্যাড মানি করার পরবর্তী কার্যদিবসে।
– ব্যাংক টু বিকাশ-এ ১৬ টাকা ক্যাশব্যাক
ব্যাংক থেকে বিকাশ-এ ৫০ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ১৬ টাকা ক্যাশব্যাক, ১ বার।
ক্যাশব্যাক পাবেন লেনদেনের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
অফারটি ৩১ নভেম্বর, ২০২২ পর্যন্ত প্রযোজ্য।
তবে এই অফার সবার জন্য নয়। যাদের বিকাশ-অ্যাপে নোটিফিক্যাশন আসছে অথবা এসএমএস আসছে তারাই কেবল এই অফার এর জন্য যোগ্য থাকবে।
তাই অফার টি নেওয়ার আগে অবশ্যই একবার চেক করে নিবেন।
এখন প্রশ্ন যদি এরকম ই হয় তাহলে আপনার এই পোস্ট করার কি দরকার পড়লো, সবার তো তাহলে জানার কথা।
উত্তর না, এসএমএস বা নোটিফিক্যাশন আসার পরেও সবার ওখানে পৌছায় না। আবার কেউ কেউ হয়তো অনেক নোটিফিকেশন এর ভিরে দেখতেই পান না বা একসাথে সব নোটিফিক্যাশান ডিলেট করে দেন, তাই কেউ কেউ জানতে পারে না কিন্তু ট্রিকবিডি নিয়োমিতো ভিজিট করে, তাহলে এই অফার সম্পর্কে জানতে পারবে।
অফার টি আপনার জন্য প্রযোজ্য আছে কিনা তা জানার জন্য সিম্পলি বিকাশের লাইভ চ্যাট থেকে একটু জেনে নিবেন।
নিচের লেখাটুকু কপি করে লাইভ চ্যাটে পেস্ট করে দিয়ে জানতে চান, তাহলে আপনাকে জানিয়ে দিবে যে এই অফারটি আপনার জন্য আছে কিনা। জাস্ট এক মিনিটের ব্যাপার।
নামঃ (Your Name)
নাম্বারঃ (Your bKash Number)
বিকাশে যেকোনো পরিমাণ ব্যাংক টু বিকাশ এ ১৬ টাকা ক্যাশব্যাক, এই অফারটি কি আমার জন্য প্রযোজ্য??
অফারটি কি আমার জন্য আছে?


ধন্যবাদ পোস্ট টি পড়ার জন্য।

আর হ্যা, পোস্টটি কারো অপছন্দ হলে অযাথা গালিগালাস করবেন না, এতে ট্রিকবিডি কমিউনিটি খারাপ হতে পারে। নতুন ইউজার রা ব্যাড রিভিউ করতে পারে। তাই আসুন সবাই সংযত ভাষায় কথা বলি।

একান্ত অপছন্দ হলে রিপর্ট করতে পারেন।

সৌজন্যেঃ Today Result

লেখক ওয়েবঃ NewsProBD
















The post ব্যাংক থেকে বিকাশ-এ ৫০ টাকা অ্যাড মানি (ব্যাংক টু বিকাশ) করলে ১৬ টাকা ক্যাশব্যাক। তো আর দেরি কেনো, এখুনি নিয়ে ‍নিন ১৬ টাকা ক্যাশব্যাক। appeared first on Trickbd.com.


ইগ নোবেল কি? কেন দেওয়া হয়?

ইগ নোবেল কি? কেন দেওয়া হয়?

হ্যালো ট্রিক বিডি বাসি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভাল আছেন আমিও ভাল আছি তো আবারো আজকে একটি নতুন আটিকে নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আপনারা আজকের আর্টিকেলটিও প্রতিবারের ন্যায় উপভোগ করবেন তাহলে চলুন কথা না বাড়ি আজকে আর্টিকেলটি শুরু করি।

ইগ নোবেল (Ig Nobel) প্রাইজের নাম শুনেছেন কখনো? বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তিদের নোবেল পুরস্কার জেতার কথা তো হরহামেশাই শোনা যায়।

নোবেল পুরস্কার। বিশ্বের সবচেয়ে দামি ও সম্মানিত পুরস্কার। কিন্তু জানেন কি, এই নোবেল পুরস্কারের মতোই আরেকটি পুরস্কার আছে? তবে সেটা ব্যঙ্গাত্মক নোবেল পুরস্কার। নাম ‘ইগ নোবেল।

ইগ নোবেল কি?

ইগ নোবেল একধরনের ব্যঙ্গাত্মক পুরস্কার। শব্দ থেকেই মূলত এই ‘Ig Nobel’ এর নামকরণ করা হয়েছে। কোনো কিছু মহৎ,উন্নত কিংবা পুরস্কারের যোগ্য নয় এমন কিছুই ‘Ignoble’।তাই এটাকে ছোট ভাবাও ঠিক না। ইগ নোবেল পুরস্কার কিন্তু মোটেই ফেলনা কিছু নয়। 

বিজ্ঞানের যেসকল উদ্ভাবন প্রথমে হাস্যরসের উদ্ভব ঘটায়, এরপরে তাতে ভাবনার খোরাকও জোগায় এমন কিছু উদ্ভাবনকে সম্মান জানাতেই এই আয়োজন। পরিপূর্ণ নোবেল পুরস্কারের আদলে এ যেন এক হাসির নোবেল। নোবেল এর উল্টো চিত্র এই ইগনোবেল।

1991 সাল থেকে এই ভিন্নধর্মী নোবেল এর যাত্রা শুরু হয়। প্রতি বছর সত্যিকারের নোবেল পুরস্কার ঘোষণার ঠিক আগের মাসেই আয়োজন করা হয় ইগ নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ঘটা করে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সত্যিকারের নোবেল বিজয়ীরা। 

ইগ নোবেল কেন দেওয়া হয়?

মূলত বিজ্ঞানের আবিষ্কারের ব্যাপারে মানুষকে উৎসাহিত করা এবং ব্যতিক্রমধর্মী হাসির আবিষ্কারকে স্বীকৃতি দেওয়াই ইগ নোবেলের উদ্দেশ্য।

যে বিষয় গুলা মানুষ কে হাসায় এর সাথে সাথে ভাবতেও বাধ্য করে মুলত এইরকম বিষয় আবিষ্কার এর জন্যই এই নোবেল দেওয়া হয়।

কয়েকটি ইগনোবেল প্রাপ্ত এক্সপ্রিমেন্ট

  • পৃথিবী ধ্বংসের ভুলভাল দিনক্ষণ গণনা
  • যুদ্ধক্ষেত্রে সৈন্যদের কোষ্ঠকাঠিন্যের উপর গবেষণা
  • একটা গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে রাখলে তার দেহে কী প্রতিক্রিয়া হয়

আরো পড়ুনঃ অনলাইনে জিডি করার নিয়ম

আরো পড়ুনঃ How to make a reel on facebook 2023

আজকে এই পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন আর যদি এই বিষয়টি সম্পর্কে কোন কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।

The post ইগ নোবেল কি? কেন দেওয়া হয়? appeared first on Trickbd.com.


মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ।

মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ।

বর্তমান সময়ে সকলের হাতে স্মার্টফোন থাকাতে এখন সকলেই কমবেশি যেখানে সেখানে ছবি তুলে থাকেন। যদিও সবাই না অল্পকিছু সংখ্যক লোক রয়েছে যারা ছবি তোলেন না, যার মধ্যে আমি একজন। তবে বেশিরভাগ লোকই ছবি তুলতে পছন্দ করেন। এর মধ্যে অনেকেই আছেন আবার ছবিগুলোকে একটু এডিট করে আরো সুন্দর লুক দেওয়ার চেষ্টা করেন। যা এখন মোবাইল দিয়ে করা যায় সহজে। আগে মূলত কম্পিউটার দিয়ে করতে হতো এইসব ধরনের কাজ। এখন আপনার যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনাকে এই পোস্টের মাধ্যমে আমি কিছু অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলোর মাধ্যমে আপনি সহজে যেকোনো ছবিকে এডিট করতে পারবেন।

ছবি এডিট করার জনপ্রিয় অ্যাপগুলির তালিকাঃ
আমি এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে ফটো এডিট সরার জন্য যে অ্যাপগুলির তালিকা তৈরি করেছি সেগুলো বিভিন্ন সোর্স বা সূত্র থেকে এবং নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তৈরি করার চেষ্টা করেছি। তালিকায় উল্লেখিত প্রতিটি অ্যাপেই ইউজার রেটিংয়ের দিক থেকে খুব ভালো অবস্থায় রয়েছে। বলতে গেলে প্রতিটি অ্যাপই এক একটি থেকে এক একটি অনন্য। এক একটি এক এক কাজের জন্য একটি থেকে আরেকটি আলাদা।

Adobe Photoshop Fix বা অ্যাডোবি ফটোশপ ফিক্সঃ
ছবি এডিট করার জন্য আমরা প্রথমে যে অ্যাপটির আলোচনা করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অ্যাডোবি ফটোশপ ফিক্স। যা মূলত কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স এবং ছবি এডিটের কাজ করার জনপ্রিয় সফটওয়্যার কোম্পানি অ্যাডোবির তৈরি করা জনপ্রিয় অ্যাপ। অ্যাপটিতে ছবিকে সুন্দর করে তোলার জন্য রিটাচ ও রিস্টোর ফটোজ নামক টুল রয়েছে, যার মাধ্যমে আপনি সহজে ছবিকে সুন্দর করে তুলতে পারবেন। এছাড়াও ছবির আকার, রূপ পরিবর্তনের জন্য লেয়ার, কাট, ফিল্টার সহ আরও ইত্যাদি টুলস রয়েছে। মোবাইলে থাকা ছবি এডিট করার পাশাপাশি নতুন করে কোনো ছবি তুললে তাও সাথে সাথে এডিট করার সুযোগ দিবে আপনাকে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.adobe.adobephotoshopfix লিংকে ক্লিক করুন।

Perfect365 বা পারফেক্ট৩৬৫ঃ
পারফেক্ট অ্যাপটির নাম অনুযায়ী এটির কাজও পারফেক্ট। তবে তা শুধুমাত্র মেয়েদের জন্য। কারণ মেয়েরা মূলত মেকআপ করতে পছন্দ করে, ছেলেরা এর থেকে ব্যতিক্রম। এখন আপনি যদি একজন মেয়ে হয়ে থাকেন এবং সাজতে খুব পছন্দ করেন তাহলে এটি নিশ্চিন্তে আপনার জন্য একটি পারফেক্ট অ্যাপ। এটির মাধ্যমে আপনি আপনার তোলা ছবিতে থাকা ড্রেস বা পোশাকের উপর নির্ভর করে কোন মেকআপ নিলে ভালো হবে তা বলে দিবে। যার মাধ্যমে আপনি সহজে বিভিন্ন রংয়ের লিপস্টিক, আইশ্যাডো, আইলাইনার, মাশকরা ও ব্লাশঅন সহ ইত্যাদি টুলসের ব্যবহার করে ছবিকে সাজিয়ে তুলতে পারবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.arcsoft.perfect365 লিংকে ক্লিক করুন।

Photo Effects Pro বা ফটো ইফেক্টস প্রোঃ
অনেকেই আছেন ছবি তোলার পর ছবিকে আরও সুন্দর লুক দিতে বিভিন্ন ধরনের ইফেক্ট ব্যবহার করে থাকেন। যার পরিপ্রেক্ষিতে একটি সাধারণ ছবিকে অসাধারণ লাগে। এই অ্যাপটির মধ্যে আপনি ৪০ এরও অধিক ইফেক্টস ও ফিল্টার রয়েছে। ফিল্টারের পাশাপাশি অ্যাপটিতে বিভিন্ন স্টাইলের ফন্ট, ফিঙ্গার পেইন্ট এবং কোলাজও রয়েছে। এতে করে আপনি একাধিক ছবিকে একসাথে সাজিয়ে নিতে পারবেন। এছাড়াও স্টিকার ও ফ্রেমও রয়েছে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.dhqsolutions.enjoyphoto লিংকে ক্লিক করুন।

Waterlogue বা ওয়াটারলগঃ
নিজের তোলা ছবিকে যদি চিত্র শিল্পীদের মতো জলরঙে আঁকা ছবির মতো করতে চান তাহলে সেটা কি আপনার দ্বারা সম্ভব, হয়তো না। কারণ আপনি তো চিত্র শিল্পী না। তবে আপনি চিত্র শিল্পী না হলেও আপনি কিন্তু চাইলে আপনার তোলা ছবিকে জলরঙের ছবির মতো তৈরি করতে পারেন। এর জন্য আপনি ব্যবহার করতে পারেন ওয়াটারলগ অ্যাপটি। অ্যাপটিতে ১৪টিরও বেশি জলরঙের ইফেক্টস রয়েছে। এগুলোর মাধ্যমে ছবিকে জলরঙ ছবিতে রূপান্তর করার পাশাপাশি ছবি বিভিন্নভাবে সম্পাদনাও করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করতে এই https://www.tinrocket.com/apps/waterlogue/ লিংকে ক্লিক করুন। (এটি শুধু অ্যাপল বা আইফোন প্লাটফর্মের জন্য।)

PicsArt বা পিকসআর্টঃ
যারা স্মার্টফোন ইউজার এবং স্মার্টফোনের মাধ্যমে ছবি সম্পাদনা বা এডিট করে থাকেন তাদের কাছে পরিচিত এবং জনপ্রিয় একটি অ্যাপ হচ্ছে পিকসআর্ট অ্যাপ। অ্যাপটির জনপ্রিয়তার কারণ হচ্ছে স্মার্টফোনের মাধ্যমে ছবি এডিট করার প্রায় সকল ধরনের টুলস এই অ্যাপটিতে রয়েছে। এটির টুলসের বিষয়ে আলাদাভাবে কিছু বলার নেই। কারণ এটি এমন একটি অ্যাপ যেটিতে অন্যান্য অ্যাপগুলিতে এক একটি এক এক টুলের উপর ভিত্তি করে তৈরি করা। আর এটিতে আপনি ওগুলোর সব টুলই পাবেন। অ্যাপটি ডাউনলোড করতে এই https://play.google.com/store/apps/details?id=com.picsart.studio লিংকে ক্লিক করুন।

কোনটির ব্যবহার করবেনঃ
আসলে নির্দিষ্ট করে বলা যায় না যে আপনি কোনটি ব্যবহার করবেন। এটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কাজের উপর। এক একটি এক এক কারণে বিখ্যাত। তবে হ্যাঁ, আপনি চাইলে পিকসআর্ট অ্যাপটি ব্যবহার করতে পারেন। যেটিকে একের ভিতর সব বলতে পারেন। আমার মনে হয় অনেকেই ইতিমধ্যে এটি ব্যবহার করতেছেন।

আপনাদের সুবিধার্থে আমি আমার টিপস এন্ড ট্রিকসগুলি ভিডিও আকারে শেয়ার করার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি। আশা করি চ্যানেলটি Subscribe করবেন।

সৌজন্যে : বাংলাদেশের জনপ্রিয় এবং বর্তমান সময়ের বাংলা ভাষায় সকল গুরুত্বপূর্ণ বিষয়ক টিউটোরিয়াল সাইট – www.TutorialBD71.blogspot.com নিত্যনতুন বিভিন্ন বিষয়ে টিউটোরিয়াল পেতে সাইটটিতে সবসময় ভিজিট করুন।

The post মোবাইল দিয়ে ছবি এডিট করার জনপ্রিয় কয়েকটি অ্যাপ। appeared first on Trickbd.com.


ব্লগারে কিভাবে FAQ Schema Markup যুক্ত করবেন?

ব্লগারে কিভাবে FAQ Schema Markup যুক্ত করবেন?

আপনার ব্লগার ওয়েবসাইটে FAQ schema যুক্ত করতে চান?জানেন না কিভাবে FAQ schema ব্লগারে যুক্ত করতে হয়?আজকের এই পোস্টে আমি আপনাদের বিস্তারিত দেখবো,কিভাবে ব্লগারে FAQ schema যুক্ত করতে হয়।

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে FAQ schema যুক্ত করা অনেক সহজ।কারণ এইসব কাজ করার জন্য অনেক প্লাগিন পাওয়া যায়।কিন্তু যারা ব্লগারে ব্লগিং করেন,তারা কি করবে?ব্লগারে তো প্লাগিন অপশন নেই।তাই আজকের পোস্টটি পুরো মনোযোগ দিয়ে পড়ুন,যদি আপনার ব্লগার ওয়েবসাইটে FAQ Schema যুক্ত করতে চান।

What is FAQ Schema Markup?

একটি FAQ page(Frequently asked questions page) এ অনেক ধরনের প্রশ্ন এবং উত্তর থাকে।অনেকেই গুগল সার্চে গিয়ে অনেক প্রশ্ন করে।আপনি যদি সেসব প্রশ্নের উত্তর নিয়ে কোনো টিউটোরিয়াল আর্টিকেল লেখেন আপনার ব্লগার ওয়েবসাইটে।তবে,FAQ schema markup যুক্ত করলে সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইট অনেক ভিজিটরদের কাছে পৌঁছাবে।নিচে FAQ schema এর একটি স্ক্রীনশট দিচ্ছি।আপনি হয়তো এর আগে দেখে থাকবেন,অনেক ওয়েবসাইটে প্রবেশ না করেও কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়।এক্ষেত্রে সেসব ওয়েবসাইটে ভিজিটর বৃদ্ধি পায়।

Benefits of FAQ schema

1. Greater Visibility

FAQ shema যুক্ত করলে গুগলের ক্রলার অনেক ভালো করে বুঝতে পারে উক্ত পোস্টের টপিক সম্পর্কে।ফলে সার্চ রেজাল্ট পেজে rich result শো করে।তাছাড়া FAQ schema যুক্ত করার মাধ্যমে visibility অনেক বেড়ে যায় সার্চ রেজাল্ট পেজে।কারণ,তখন আমাদের ওয়েবসাইটের পোস্ট রেজাল্ট অনেক বেশি জায়গা নেয়।

2. Better CTR

এর মাধ্যমে ওয়েবসাইটে CTR (Click Through Rate) বেড়ে যায়।কারণ,ভিজিটররা আকর্ষিত হয়ে রেজাল্ট পেজে ক্লিক করে।

3. Eligible for Voice Search

আপনি যদি গুগল অ্যাসিস্ট্যান্ট কে কোনো প্রশ্ন করেন,তবে গুগল থেকে সার্চ করে রেজাল্ট দেখায়।FAQ schema যুক্ত করার মাধ্যমে গুগল অ্যাসিস্ট্যান্ট আমাদের ওয়েবসাইট থেকেও রেজাল্ট শো করবে।

How to add FAQ Schema Markup in Blogger?

নিচের স্টেপগুলো ফলো করলে সহজেই আপনার ব্লগার ওয়েবসাইটে FAQ schema যুক্ত করতে পারবেন।

Step 1 : প্রথমেই ভিজিট করুন FAQPage JSON-LD Schema Generator ওয়েবসাইটে।(Recommended by Google)

Step 2 : ভিজিট করার পর এখানে আপনার প্রশ্ন এবং উত্তরগুলো লিখুন।একের অধিক FAQ schema যোগ করতে +Add another FAQ বাটনে ক্লিক করে যুক্ত করে নিবেন।

Step 3 : প্রশ্ন এবং উত্তর লেখা হয়ে গেলে নিচে দেখুন Copy FAQ Schema নামে একটি বাটন আছে।সেখানে ক্লিক করে সবগুলো স্ক্রিপ্ট কপি করে নিন।(যে স্ক্রিপ্ট গুলো কপি করতেছেন,এগুলো FAQ schema । এর ভিতরেই সবগুলো প্রশ্ন এবং উত্তর আছে,যেগুলো আপনি একটু আগে লিখেছেন।)

Step 4 : এখন আপনার যে পোস্টে FAQ Schema Markup যুক্ত করতে চান,সেই পোস্ট লেখা শেষ হলে অথবা আগের পোস্ট হলে এডিট করে HTML View এ যাবেন।তারপর পোস্টের একদম শেষে যে স্ক্রিপ্টটি কপি করলেন সেটি পেস্ট করে দিবেন।

Step 5 : এখন আপনার পোস্টটি আপডেট / পাবলিশ করে দিন।আপনার ব্লগার ওয়েবসাইটের পোস্টে FAQ Schema Markup যুক্ত হয়ে গেছে।

Validating FAQ Schema

আমাদের ব্লগার ওয়েবসাইটে তো FAQ Schema যুক্ত করলাম।কিন্তু এটি কি আসলেই কাজ করবে?চলুন দেখে নেয়া যাক।এজন্য আমরা গুগলের একটি টুল ব্যবহার করবো। টুলটির নাম হলো Rich Result Testing Tool

Rich Result Testing Tool <– এখানে ক্লিক করে Code এ ক্লিক করবেন।তারপর যে স্ক্রিপ্টগুলো কপি করেছিলেন,সেগুলো পেস্ট করে দিবেন।নিচে আমি স্ক্রীনশট দিলাম।

দেখুন আমার জেনারেট করা স্ক্রিপ্টটি ভ্যালিড এবং এটি গুগলের রিচ রেজাল্ট এ র‌্যাঙ্ক করতে পারে।

Notify Google to update FAQ schema

আমরা তো আমাদের ওয়েবসাইটে FAQ schema যুক্ত করেছি। এখন গুগলকে বলতে হবে আমাদের পোস্ট আপডেট করতে,যেনো সার্চ পেজের রিচ রেজাল্টে আমাদের ওয়েবসাইটের FAQ schema গুলো শো করায়।এজন্য আমাদের Google Search Console এ গিয়ে URL Inspection এ গিয়ে পোস্ট লিংক দিয়ে ইনডেক্স রিকোয়েস্ট দিতে হবে।তাহলে গুগলকে আমাদের পোস্টটি আপডেট করে নিবে।

উপসংহার

এই পোস্টে আমি দেখিয়েছি কিভাবে ব্লগারে FAQ schema যুক্ত করবেন।আশা করি সবকিছু সঠিক ভাবে করতে পেরেছেন।যদি কোনো প্রশ্ন থাকে,তবে মন্তব্য করবেন।আজকের মত এতটুকুই।

ব্লগিং টিপস পেতে আমার BLOGPEN ব্লগ ভিজিট করুন।আল্লাহ হাফেজ।

The post ব্লগারে কিভাবে FAQ Schema Markup যুক্ত করবেন? appeared first on Trickbd.com.