Saturday, April 30, 2022

শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে?

শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে?

শ্রীলঙ্কার ইতিহাস ও পূর্বে তাদের সরকারের পরিকল্পনাঃ

শ্রীলঙ্কা পূর্বে Ceylon নামে পরিচিত ছিল।এটি ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৮ সালের ৪ ফেব্রুয়ারি স্বাধীনতা লাভ করে।১৯৭২ সালে দেশটির নাম  Ceylon থেকে পরিবর্তন করে Srilanka হিসাবে নামকরণ করা হয়।৬৫৬১০ বর্গকিলোমিটার আয়তনের  এই দেশটির জনসংখ্যা ২ কোটি ৩০ লক্ষের বেশি ও শিক্ষিতের হার ৯৫%।দেশটির মাত্র ১৯% মানুষ শহরে বাস করে ও urbanization rate মাত্র ১.২২%।যদিও বিগত কয়েক বছর ধরে দেশটিতে চলছে নানানরকমের উন্নয়ন প্রকল্প।দেশটির উল্লেখযোগ্য মেগাপ্রজেক্টগুলো হলো→ Hambantota সমুদ্রবন্দর,Hambantota Airport, wind power generator project,Bandaranaike International Airport etc.

চারদিকে সমুদ্রবেষ্টিত ও ট্যুরিজমের জন্য  অত্যন্ত


সম্ভাবনাময় দেশটি দুবায় সিঙ্গাপুরের মতো মেরিনা, Financial centre,Residencial Area সম্বলিত কলোম্বো হাইটেক পোরসিটির মাধ্যমে ট্যুরিজম ইন্টারন্যাশনাল বিজনেসকে  attract করতে চেয়েছিল।

Srilanka এর বর্তমান অবস্থাঃ

Central bank of Srilanka এর একটি তথ্যসূত্রে ২০১৯ সালে Srilanka এর মোট export এর পরিমাণ ছিল প্রায় ১২ বিলিয়ন ডলার যা মহামারীকালীন সময়ে ২০২০ সালে কমে দাড়ায় ১০ বিলিয়ন ডলারের কিছুটা বেশি।তবে ২০২১ সালে দেশটির বিগত সময়ের তুলনায় সবচেয়ে বেশি ১২.৫ বিলিয়ন ডলারের পণ্য এক্সপোর্ট করতে সক্ষম হয়েছিল।এছাড়া রেমিট্যান্স এর দিক থেকে খেয়াল করলে দেখা যায় ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত প্রতি বছরে দেশটির রেমিট্যান্স এর পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলারের বেশি যা ২০১৯ সালে কমে দাড়ায় ৬.৭ বিলিয়ন ডলারে।তবে ২০২০ সালেও দেশটির রেমিট্যান্স এর পরিমাণ ছিল ৭ বিলিয়ন ডলারের বেশি যা ২০২১ সালে আবারো কমে ৫.৪ বিলিয়ন ডলার হয়ে যায়।অন্যদিকে আরেকটি বৈদেশিক মু্দ্রা আর্নিং সোর্স ট্যুরিজম যা থেকে ২০১৮ সালে ৪.৩ বিলিয়ন ডলার আয় করেছিল।যদিও ২০১৯ সালে তা কমে ৩.৬ বিলিয়ন ডলার হয়।অন্যদিকে ২০২০ ও ২০২১ সালে দেশটির ট্যুরিজম থেকে আর্নিং এর পরিমাণ ছিল যথাক্রমে ৬৮২.৪ ও ৫০৬.৯ বিলিয়ন ডলার।Srilanka এর বর্তমান অর্থনৈতিক দু্র্দশা করোনা মহামারীর আগে থেকেই লক্ষ করা গিয়েছিল তবে মহারীর প্রকোপে তা আরো ভয়াবহতা ধারণ করেছে।বিশ্বব্যাংকের তথ্যসূত্রে আজ থেকে ১ দশক পূর্বে ২০১২ সালেও Srilanka এর GDP গ্রোথের পরিমাণ ছিল ৯%, এর বেশি।তবে ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত দেশটির GDP গ্রোথরেট কমে দাড়ায় গড়ে প্রায় ৪%।২০২০ সালে করোনা মহামারীর প্রভাবে Srilanka এর GDP গ্রোথরেট -৩.৬ শতাংশে নেমে আসে।যদিও ADB(Asian Development Bank) এর একটি তথ্যসূত্রে ২০২১ সালে দেশটির GDP তে  ৩.৭ শতাংশ  পজিটিভ গ্রোথ হয়েছিল এবং ২০২২ সালে ২.৪% পজিটিভ গ্রোথ forecast করা হয়েছিল।IMF(International Fund Monetary) এর একটি রিপোর্টে বলা হয়েছে Foreign Exchange এর shortage এর কারণে Srilanka এর GDP এর গ্রোথে negative effect পড়েছে।২০১৪ সালেও যেখানে দেশটির Foreign Reserve এর পরিমাণ ছিল ৮.২ বিলিয়ন ডলার।পরবর্তী বছরগুলোতে তা উঠানামা করতে থাকে এবং BBC এর তথ্যসূত্রে সর্বশেষ ২০২২ সালের মার্চ মাসে দেশটির Foreign Reserve এর পরিমাণ ছিল ১.৯৩ বিলিয়ন ডলার।তাছড়া ২০২২ সালের মার্চ মাসের শুরুর দিকে  Srilanka এর রুপির মূল্য ডলার প্রতি প্রায় ৪৫% fall করেছে।বর্তমানে প্রতি ডলারের বিনিময়ে ৩০৭ Srilankan রুপি বিনিময় হচ্ছে।এমন পরিস্থিতিতে দেশটির খাদ্য থেকে শুরু করে ভোজ্য তেল গ্যাস ও জ্বালানি তেলে বিপুল সংকট দেখা  দিয়েছে।দেশটিতে প্রতিদিন অন্তত ১০-১৩ ঘন্টা মিলছে না বিদ্যুৎ।জ্বালানির অভাবে যেখানে সেখানে বন্ধ হয়ে পড়ছে যানবহন।রান্নার গ্যাসের দাম ১১৩০ শ্রীলঙ্কান রুপি থেকে ৪০০০ ছাড়িয়ে গেছে।দাম বাড়ছে ছোট শিশুদের গুড়া দুধ থেকে শুরু করে প্রতিটি নিত্য প্রয়োজনীয় খাদ্যের।ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও মিলছেনা রেশন, তেল ও গ্যাস।এমনকি দেশটির দুই শহরে তেলের লাইনে দাড়িয়ে থেকে ২ জন  ব্যক্তি নিহত পর্যন্ত হয়েছে।নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট মেটাতে দেশটির সরকার একজন মিলিটারি জেনারেলের নেতৃত্বে কঠোর নজরদারি সংস্থা কন্ট্রোলার অব সিভিল সাপ্লাইসের মাধ্যমে অবস্থা সামাল দিতে পারছে না।বরং সম্প্রতি Srilankan সরকার অর্থনৈতিক জরুরী অবস্থা ঘোষণা করেছে।

Srilanka এর অর্থনীতির এরকম অবস্থার মূল কারণ কি?

Srilanka এর এমন অর্থনৈতিক দূর অবস্থার মূল কারণের মধ্যে রয়েছে বিভিন্ন অলাভজনক প্রকল্পের জন্য বৈদেশিক ঋণ গ্রহন।কৃষি খাতে বাধ্যতামূলক অর্গানিক  ফার্মিং করতে গিয়ে দেশটির ফুড সিকিউরিটি কমিয়ে আনা।

করোনা মহামারীর ইফক্ট কাটিয়ে উঠতে না পারার মতো বেশ কিছু ঘটনা প্রবাহ।বিগত কয়েকবছর ধরে Srilanka বেশ কয়েকটি মেগা প্রজেক্ট বাস্তবায়নের লক্ষে বিশ্বের  বিভিন্ন দেশ থেকে সাহায্য নিয়েছে।কিন্তু Srilanka এসব সাহায্য Foreign Direct Investment হিসাবে না নিয়ে লোন হিসাবে নিয়েছে।এসব প্রজেক্টের মধ্যে বেশকিছু প্রজেক্টেরই কোনো ইকোনোমিক ভায়বেলিটি ছিল না বিধায় প্রজেক্টগুলো সম্পন্ন হওয়ার পর সেসব প্রজেক্ট থেকে দেশটি কোনো রেভিনিউ জেনারেট করতে পারছিলো না।ফলে প্রজেক্টগুলো থেকে নেওয়া ঋণও দেশটি পরিষোধ করতে পারছিলো না।যেমন- Hambantota তে সমুদ্রবন্দর নির্মাণকাজ শেষ হওয়ার পরও আশানুরুপ কার্গোশিপ না আসায় ও পোর্ট থেকে কোনো রেভিনিউ জেনারেট না হওয়ায় দেশটি ১.২ বিলিয়ন ডলারের বিনিময়ে ৯৯ বছরের জন্য চীনের কোম্পানি China Marchant Port Holdings Company Limited(CM Port) এর কাছে Hambantota পোর্ট লিস দেয়।একইভাবে ২৫৩ মিলিয়ন ডলারে নির্মিত Hambantota Airport ও সেভাবে কোনো Airport আনতে পারেনি বিধায় খালিই পড়ে থাকে।দেশটির নেওয়া  বেশিরভাগ প্রকল্পেরই নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর দেখা যায় যে,প্রজেক্টগুলোর জন্য এখনও দেশটিতে পর্যাপ্ত চাহিদা নেই নয়তো যথাযথ প্রকল্প মূল্যায়ন করে নির্মাণ না করার ফলে সেগুলো থেকে পর্যাপ্ত রেভিনিউ জেনারেট হচ্ছে না।শুধু মেগা প্রজেক্টগুলোর জন্য অপ্রয়োজনীয় লোন নিয়েই খ্যান্ত থাকেনি Srilanka সরকার।২০০৭ সাল থেকে ফান্ডিং এর জন্য শ্রীলঙ্কান সরকার ইন্টারন্যাশনাল সোভারেইন বন্ড ইস্যু করে আসছিল।মূলত একটি দেশের আয়ের তুলনায় ব্যয় বৃদ্ধি পেলে এধরনের সোভারেইন বন্ড আআন্তর্জাতিক পূজি বাজারে ইস্যু করে অর্থের জোগান দেওয়া হয়।তবে একাজ করার আগে Srilanka এটা চিন্তা করেনি যে,ইস্যুকৃত বন্ডগুলো ম্যাচিউরড হওয়ার পর কিভাবে এই টাকা পরিষোধ করা হবে।বর্তমানে এই বন্ড বাবদ ১২.৫ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে দেশটির।BBC এর একটি তথ্যসূত্রে Srilanka কে এবছরই প্রায় ৭ বিলিয়ন ডলারের ঋণ বাধ্যতামূলক পরিষোধ করতে হবে যেখানে Sovereign Bond এর  ১.৫ বিলিয়ন ডলার পরিষোধ করতে হবে।পর্যাপ্ত Foreign Reserve না থাকায় এই ঋণ পরিষোধ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।এদিকে দেশটির বর্তমান সরকার ২০১৯ সালে নির্বাচিত হওয়ার পরেই ভ্যাট ট্যাক্স এর পরিমাণ ১৫% থেকে ৮% করে।এর পেছনে দেশের ইকোনোমির গতি বাড়ানোর কথা বলা হলেও আদতে দেশের সরকারি তহবিলে আয়ের পরিমাণ কমতে শুরু করে।এদিকে ২০১৯ সালের শেষ দিকে  বিশ্বব্যাপী করোনা মহামারীর প্রভাবে লকডাউন শুরু হলে Srilanka সরকারের অন্যান্য আয়ের উৎস যেমন-ট্যুরিজম,রেমিট্যান্স ও অন্যান্য খাতের আয় বন্ধ হয়ে পড়ে।Vat,Tax কমানোর ফলে সরকারের রাজস্ব আয় ২৫% পর্যন্ত কমে যায় ও ফলস্রুতিতে Srilanka সরকারও আরো বেশি ঋণ নিতে বাধ্য হয়।করোনা মহামারীকালীন দেশটিতে মৃত্যুহার তুলনামূলক কম থাকলেও দেশটির পর্যটন খাত একেবারে গুড়িয়ে দেয়। ২০১৯ সালে star sunday কে ঘিরে জঙ্গি  হামলা Srilanka এর ট্যুরিজম fall করতে শুরু করে যা মহামারীর সময় আরো বেড়ে যায়।যদিও বৈদেশিক  মুদ্রা আয়ের একটি উৎস পর্যাটন বা ট্যুরিজম সেক্টর।পর্যটন বন্ধন হওয়ায় দেশটির Foreign Currency ইনফ্লো বন্ধ হয়ে যায়।অন্যদিকে প্রবাসে কর্মরত অনেক Srilankan কর্মচারীর চাকরি মহামারীর কারণে হারানোই তারা দেশে ফিরে আসে।Srilanka তে মহামারী মারাত্মক আকার ধারণ করলে বাধ্য হয়ে দেশটির বেশিরভাগ গার্মেন্টস, কারখানা ও চা বাগান বন্ধ ঘোষণা করা হয়।এর ফলে দেশটির এক্সপোর্ট সেক্টরও কলাপস করতে শুরু করে।এছাড়া দেশটির প্রধান দুটি রপ্তানি পণ্য এলাচি ও দারুচিনি মহামারীর সময় বেশ ক্ষতিগ্রস্থ হয়েছে।ফলে বৈদেশিক মুদ্রা আয় Srilanka এর জন্য  প্রায় বন্ধ হয়ে গিয়েছে বলা যায়।তাছাড়া দেশটির GDP তে প্রতি বছর গড়ে ৮% contribute করা কৃষি খাতে হটাৎ পরিবর্তনও দেশটির অর্থনৈতিক বিপর্যস্ততার অন্যতম একটি কারণ।২০১৯ সালে ক্ষমতায় এসেই নতুন president Srilanka তে অর্গানিক কৃষি শুরু করার সিদ্ধান্ত নেন।যার প্রেক্ষিতে কৃষিজাত যেকোনো পণ্যের চাষে রাসায়নিক সার ও কীটনাশকজাত বিভিন্ন দ্রব্যতির ব্যবহার নিষিদ্ধ করা হয়।এর পাশাপাশিতে  দেশটিতে কীটনাশক আমদানিও নিষিদ্ধ করা হয়।ফলে দেশটির কৃষিখাতে উৎপাদনের পরিমাণ ২০%, হ্রাস পায়।ফলে একসময় চাল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ শ্রীলঙ্কা তখন বিদেশ থেকে ৪৫০ মিলিয়ন ডলারের চাল আমদানি করতে বাধ্য হয়।ফলে চালের দাম আকর্ষিক বেড়ে যায়।এছাড়া চা উৎপাদনও ব্যাপকভাবে কমে যায়ও রপ্তাানি কমে যায়।কৃষকদের এই ক্ষতির জন্য srilankan  সরকার ২০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিলেও দেশজুড়ে খাদ্য ঘাটতি প্রকট আকার ধারণ করেছে।

সংক্ষেপেঃ

1.Loan Repayment Foreign Remittances 2.Decrease Failure to Attract Foreign Direct 3.Investment The Collapse of Tourism Export 4.Earnings Decrease

 

বাংলাদেশের পরিণতি কি কখনো শ্রীলঙ্কার মতো হয়ে যেতে পারে???

 

বাংলাদেশ ও শ্রীলঙ্কার অর্থনৈতিক অবস্থা:

Srilanka Bangladesh
শ্রীলঙ্কার মোট ঋণ ৩৩ বিলিয়ন ডলার।যেহেতু দেশটির মোট জনসংখ্যা ২ কোটি ২০ লাখ।সেই হিসাবে Srilanka এর মাথাপিছু ঋণ এর পরিমাণ  ১৬৫০$ অন্যদিকে বাংলাদেশের মোট ঋণ ৪৯.৪৫ বিলিয়ন ডলার।যেহেতু বাংলাদেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৩ লাখ।সেই হিসাবে বাংলাদেশের মাথাপিছু ঋণের পরিমাণ ২৯২.১১ ডলার।বাংলাদেশের থেকে শ্রীলংকার মাথাপিছু ঋণের পরিমাণ ৬ গুণ বেশি।
করোনার মধ্যে ২০২০-২০২১ অর্থবছরে দেশটির রেমিট্যান্স ছিল ৮.৫ বিলিয়ন ডলার। ঐ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স ছিল ২৪.৭৮ বিলিয়ন ডলার।যা শ্রীলংকার থেকে ৩ গুণ বেশি
ঋণ পরিষোধের দায়ের দিক থেকেও বিপদজনক অবস্থানে বাংলাদেশ নেই।অর্থমন্ত্রণালয়ের হিসাব মতে বাংলাদেশের ঋণের পরিমাণ GDP এর ৩৮%।গত জুন পর্যন্ত হিসাবে বাংলাদেশের মোট দেনার পরিমাণ ছিল ১১ লাখ ৪৪ হাজার ২৯৭ কোটি টাকা।এর প্রায় ৩৭% এসেছে বিদেশী উৎস থেকে।পরিমাণ ৪ লাখ ২০ হাজার ৩৫৮ কোটি টাকা।বাংলাদেশের বিদেশী ঋণের হার GDP এর ১৩%।সুতরাং আপাতত চিন্তিত হওয়ার তেমন একটা কারণ নেই মনে হচ্ছে।কেননা IMF এর হিসাবে এই হার ৫৫% এর বেশি মানেই মহা বিপদ।
বর্তমানে শ্রীলংকার রপ্তানি আয় ৮.৫ বিলিয়ন ডলার বাংলাদেশের রপ্তানি আয় ৩৮.৭৫ বিলিয়ন ডলার।যা শ্রীলংকার প্রায় ৫ গুণ বেশি।
মার্চ ২০২২ পর্যন্ত শ্রীলংকার রিজার্ভের পরিমাণ ২ বিলিয়ন ডলার। বাংলাদেশের এটি ৪৪.৪০ বিলিয়ন ডলার।যা শ্রীলংকার প্রায় ২২ গুণ বেশি।

——————————————————————————————

Source:

Google

prothomalo: https://bit.ly/3roudwd

cbsl: https://bit.ly/3xk4A3v

timesofindia: https://bit.ly/3xmKEgk

aljazeera: https://bit.ly/3xmKG7W

treasury: https://bit.ly/3rJ6jfh

CIA: https://bit.ly/3LZ3XQN

Erd: https://bit.ly/3LWSiSI

BBC: https://bbc.in/3rpPjKD

Worldbank: https://bit.ly/3M4x71d

Adb: https://bit.ly/3xnOaa9

IMF: https://bit.ly/3vdkIRI

Thediplomat: https://bit.ly/3O6Eve8

Banglatribune: https://bit.ly/3vdxYpw

Tbsnews: https://bit.ly/3O6W8up

Reuters: https://reut.rs/3xk5tcl

Independent TV

Channelionline: https://bit.ly/3Ob4UHF

Statista: https://bit.ly/3O6PN1U

 

——————————————————————————————

Video Credit:

Business Today: https://bit.ly/3Eciaar

BBC News: https://bit.ly/3E9YIvd

DW News: https://bit.ly/3uAAHtM

World Bank: https://bit.ly/3rk8uWG

SLIITtube: https://bit.ly/3KH8YNY

WION: https://bit.ly/3JzNAZt

 

The post শ্রীলঙ্কার দেউলিয়া হওয়ার কারণ? বাংলাদেশ কি কোনোদিন দেউলিয়া হতে পারে? appeared first on Trickbd.com.


Microsoft Excel এর কিছু Shortcut

Microsoft Excel এর কিছু Shortcut

Howdy EveryOne;

Microsoft Excel হল Database Create এর Boss। এইখানে সকল Features পেয়ে যাবে, যা খুবই Friendly। মাউসের সাহায্যে Click করে করে বিভিন্ন Function এর কাজ করা সত্যিই বিরক্তিকর। তাই কিছু Short Code Share করলাম যা আপনার Productivity কে আর Increase করবে।

Shortcut Code সমূহ

  • CTRL+End key
    Database এর Last cell এ যেতে পারবেন Automatically এই Code Press করে

 

  • CTRL+SHIFT+L
    Filter Apply এবং Remove করার জন্য এই Code ব্যবহার করা হয়

 

  • CTRL+ALT+V
    Specefic কোন কিছু Paste করতে এই Code ব্যবহার করা হয়। অনেক সময় Email ও Password একসাথে কপি করি কিন্তু
    শুধু Emailটাই Paste করব তখন এই Code দিলে Email/Password আলাদা ভাবে দেখাবে যে কোনটা আপনি Paste করতে চান।

 

  •  F3
    Database এর কোন আইটেমের Specefic Info. গুলো দেখতে এই Code ব্যবহার করতে পারেন

 

  • CTRL+Enter

সব cell এ একই Data Input দেওয়ার জন্য এই Code ব্যবহার করা হয়। এইটা খুবই Interesting Code আমার মতে

 

  • F9
    Calculate করার জন্য এটি ব্যবহার করা হয়। পূর্বের ২টি row এর data যখন অনেক বড় সংখ্যা হবে তখন সহজেই f9 click করলে Calculate হয়ে যাবে

The post Microsoft Excel এর কিছু Shortcut appeared first on Trickbd.com.


Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1)

Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1)

আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে top 5 best sniper shooting games for android এর ১ম পর্ব। অন্যান্য বিভিন্ন টপিকে আমি এর আগে পোস্ট করেছি। চাইলে সেগুলোও দেখে আসতে পারেন।

এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন। আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি অবশ্যই যারা Shooting + Sniping Type Games পছন্দ করেন তাদের জন্যেই করা। সবগুলো গেমের Concept কিন্তু একই। কিন্তু ভিন্নতা আছে এদের স্টোরিলাইন, গেমপ্লে, গ্রাফিক্স ইত্যাদিতে।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

 

5) Game Name : Sniper Fury

Game Developer : Gameloft

Game Size : 34 MB (ভেতর থেকে 1 GB+ Data Download হবে)

Required OS : 5.0+

Game Type : Online/Offline

Game Released Date : December 2, 2015

Game Version : 6.2.2a

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

Gameloft এর গেম মানেই ভিন্ন কিছু। তাই না? অনেক পুরোনো একটি গেম। গেমটির ভালো মন্দ দুটি দিকই রয়েছে। সবকিছু নিয়েই আলোচনা করবো। ধৈর্য্য থাকলে পড়ুন। না হলে স্ক্রিনশট তো আছেই।

গেমটির সবচেয়ে ভালো দিক হলো এর কন্ট্রোল। হ্যাঁ, এখানে আপনি Smoothly Control করতে পারবেন আপনার Sniper Gun। তবে গেমটির যে দুটি জিনিস আমার কাছে ভালো লাগেনি সেগুলো হচ্ছে এর Graphics + Gameplay।

Helio G35 Processor এও এই গেমটি Lag দিচ্ছিলো এবং এর গ্রাফিক্স আমার কাছে একটুও ভালো লাগেনি। আমি জানি Helio G35 কোনো গেমিং প্রসেসর না। তবে আমি প্রচুর গেম খেলেছি এই প্রসেসর দিয়ে।

তাই আমি জানি কোন গেম কেমন পারফর্ম করবে। আমার ধারনা আছে। তবে এই গেমটি একটুও ভালো পারফর্ম করতে পারেনি। গেমটির গ্রাফিক্সও আহামরি কিছু না।

আর গেমপ্লে তে লেগের দেখা পেয়েছি মোটামোটি। তবে চালিয়ে নেওয়ার মতো। কিন্তু আরো একটা বিষয় আমার কাছে ভালো লাগেনি সেটি হচ্ছে এই গেমের শুরুতে 1 GB+ Data Download হয়।

গেমটিতে আমি 1 gb+ data download হওয়ার কোনো মানেই দেখিনি। যেখানে অন্যান্য গেমে 100-500 mb এর ভিতরেই অনেক ভালো ভালো জিনিস Offer করে সেখানে এই গেমে Special কিছুই নেই।

গেমটি গত ফেব্রুয়ারী মাসে লাস্ট আপডেট করা হয়। Gameloft এর মতো এতো ভালো কোম্পানিগুলোও যদি এমন গেম বানায় যেখানে মনে হয় কোনো Noob developer গেম বানিয়েছে প্রথমবারের মতো।

তবুও কি ২০২২ সালে এসেও যদি এমন কিছু দেখতে হয় তবে সেটা কোম্পানির উপর খারাপ ইমপ্রেশন পড়বে এটাই স্বাভাবিক।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।

এর চেয়েও ভালো গেম এখন পাওয়া যায় অনেক কম সাইজে। কেউ যদি গেমটি খেলে দেখতে চান তবে খেলে দেখতে পারেন আমি নিচে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখে নিবেন।

তাহলে কেন আমি লিস্টে রেখেছি গেমটাকে? আপনি প্লে-স্টোরে গেলে দেখতে পারবেন বেশিরভাগ রিভিউতেই গেমটির গ্রাফিক্স নিয়ে প্রশংসা করা হয়েছে। হয়তোবা আমারই ভালো লাগেনি। তাই ভাবলাম আপনাদের মতামতের উপর গুরুত্ব দিতে।

এখন আপনি চাইলে খেলতে পারেন। Playstore এ অনেক বেশি ডাউনলোড হয়েছে এবং জনপ্রিয় হওয়ায় sniper games এর ভিতরে top rank করে। তাই গেমটি এড না করে থাকতে পারলাম না।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


4) Game Name : AWP Mode : Online Sniper Action

Game Developer : Azur interactive games limited

Game Size : 400 MB

Required OS : 5.0+

Game Released Date : November 20, 2019

Game Version : 1.8.0

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

আগের গেমটি থেকে এই গেমটিকে আমার কাছে অনেক ভালো লেগেছে। Azur Interactive কোম্পানি অনেক ভালো ভালো গেমস Offer করছে।

যেমনঃ Modern Strike Online, Infinity OPS, Pixel’s Unknown Battlegrounds, World War Heroes, KUBOOM 3D সহ মোট ৩৬টি গেম তাদের Playstore এ এখন পর্যন্ত Available আছে।

বেশিরভাগ গেমই বেশ জনপ্রিয় এবং well developed। এই গেমটির ক্ষেত্রেও তাই। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ২৬ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে আমার কাছে বেশ ভালোই লেগেছে। এখানে বিভিন্ন ধরনের Map & Location আছে। সাথে Cool Skins, Upgrades, Weapons, Armor, Character সবকিছুই পেয়ে যাবেন।

গেমটির অন্যান্য ফিচারগুলো নিচে উল্লেখ করা হলোঃ

✯✯✯ Huge arsenal ✯✯✯
Exclusive sniper rifles of all calibers, from Mosin–Nagant, to CVD and M24s. Gear up and show the competition what a real 3D sniper looks like.

✯✯✯ Different maps ✯✯✯
Lots of maps with special easter eggs, loot chests, helicopters, explosive barrels and other secrets you and your team can use to get the upper hand and dominate in shooting games online!

✯✯✯ Upgrades ✯✯✯
All kinds of sniper rifle attachments, from scopes and silencers, to other different helpful upgrades.

✯✯✯ Cool skins ✯✯✯
Customize your guns to fit your style with tons of skins and awesome straps. Show other players what you’re made of in online sniper games.

✯✯✯ Crazy good graphics ✯✯✯
Dive into an action-packed atmosphere of online shootouts with crisp graphics and exceptional controls.

✯✯✯ Upgrade armor and guns ✯✯✯
Build your own combat arsenal to upgrade damage, kickback, reload time and magazine size for any gun in any online sniper battle!

✯✯✯ Choose your character ✯✯✯
Be yourself! Choose from tons of heroes, including New Yorkers, bad girls, bikers, and even Neo. The choice is yours action sniper!

✯✯✯ Clans and in-game chat ✯✯✯
Form your own clan in one click, or join the clan of your choice. Take down other clans in team shooter battles. Talk to other players and come up with the best tactics to win online sniper battles.

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


3) Game Name : Sniper 3D

Game Developer : Fun Games For Free

Game Size : 136 MB

Required OS : 4.4+

Game Type : Offline

Game Released Date : November 13, 2014

Game Version : 3.45.3

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

শুরুতেই বলে দিই এই গেমটি প্লে-স্টোরে ৫০ কোটিবারেরও বেশি ডাউনলোড হওয়ার মাইলফলক ক্রস করে ফেলেছে। গেমটি প্লে-স্টোরে রিভিউ করা হয়েছে ১ কোটি ৫০ লক্ষবারেরও বেশি এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটির গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। কেননা Simple এর ভিতরে অনেক সুন্দর গ্রাফিক্স, কন্ট্রোল ও গেমপ্লে এই গেমটি অফার করে। এছাড়াও নতুন নতুন যেসব Sniping Games তৈরি করে পাবলিশ করা হচ্ছে সেগুলো এই গেমের Basic Concept এর উপরই Based করে বানানো হচ্ছে।

এই গেমটির জনপ্রিয়তাই প্রমান করে একটি গেম সুন্দরভাবে ডেভেলপ করা হলে মানুষ সেটা পছন্দ করবেই আর গেমের কোম্পানির নামই যে সবকিছু নয় সেটাও এই গেম প্রমান করে।

যাই হোক, গেমটি আপনি mod version খেললে বেশি মজা পাবেন। এই গেমটিতে প্রত্যেকটি Mission এর জন্য আলাদা আলাদা Characters + Location আপনি দেখতে পাবেন।

একটি ভালো Sniping Game এ যে যেসব গুনাবলি থাকা উচিত তা সবই আপনি পাবেন এখানে। গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন অনেক কিছুই এড করা হচ্ছে।

গেমটির কন্ট্রোল + গেমপ্লে আপনাকে মুগ্ধ করবে। কারন যেকোনো ডিভাইসেই আপনি স্মুথলি গেমটিকে Enjoy করতে পারবেন।

গেমটিতে আপনি ১৫০ টিরও বেশি Sniper Rifles এবং অন্যান্য Weapons পেয়ে যাবেন। এখানে মোট ৬টি আলাদা আলাদা গেমমোড হয় অনেক কিছুই পেয়ে যাবেন।

এখানে আপনি Slow Motion Effect সহ অনেক ধরনের ফিচারই দেখতে পাবেন। Gun Skin + Character Design গুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে গেমটিতে।

নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

✔ Sniper Story Campaign: Eliminate Targets to complete missions in 21 Cities to explore

✔ Compete in the Arena: a fast-paced multiplayer assassin game to become the world’s best sniper

✔ Squad Wars: Join a squad and play with your friends to defeat other assassin guilds

✔ Events: Weekly events to earn rare weapons and gear to increase your power

✔ Zombie Nightmare: Earn valuable rewards and save the cities in a unique Zombie Mode

✔ Shooting Range Challenge: Take aim and master your shot in the Shooting Range

KEY FEATURES:
✔ Collect & Upgrade over 150 Sniper Rifles & Other Weapons

✔ Build the best weapons; unlock guns and fun upgrades for ammo and grip, and special abilities

✔ Ultra-realistic 3D graphics

✔ Intuitive game controls

✔ Play with players as sniper assassins compete from around the world

✔ Get tactical with fun missions in offline mode or go online for all-out multiplayer war!

✔ Save hostages and become the army’s top sniper assassin

✔ Supports online and offline play.

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


2) Game Name : Hitman Sniper

Game Developer : SQUARE ENIX LTD

Game Size : 637 MB

Required OS : 4.1+

Game Type : Offline

Game Released Date : Jun 3, 2015

Game Version : 1.7.193827

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

এই গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। গেমটি Mobile Gamer দের কাছে বেশ জনপ্রিয় একটি গেম।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৮ লক্ষ ৮৯ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটিতে আপনি 16 টি Unique Guns, 150 টি Missions + 10 টি ভিন্ন ভিন্ন Contracts, Zombie Killing সহ প্রচুর Gameplay modes পেয়ে যাবেন যা আপনাকে একটুও বোরিং Feel করাবে না।

গেমটির গ্রাফিক্স অন্যান্য গেমের তুলনায় এক কথায় অসাধারন। গেমটির গেমপ্লে + কন্ট্রোলও অনেক ভালো। প্রায় যেকোনো ডিভাইসেই অনায়াসেই স্মুথলি গেমটি খেলতে পারবেন।

আপনার একটি High End Android Device যে থাকতে হবে এমনটা না। আমি গেমটি অনেক পুরোনো ডিভাইসেও খেলে দেখেছি। অনেক ভালোভাবেই গেমটি খেলা যায়।

আমি সাজেস্ট করবো গেমটির Mod version খেলতে। তা না হলে গেমটির আসল মজা উপভোগ করতে পারবেন না। কারন গেমটিতে অনেক Upgrades আছে যা unlimited money না হলে কিনতে পারবেন না।

প্রত্যেক মিশনেই আপনার আপগ্রেডস এর প্রয়োজন পড়বে। তাই mod ছাড়া খেলতে ভুলবেন না যেনো। আমি mod version পাওয়ার ৩ টি সাইটের নাম বলে দিয়েছি।

আমি Rexdl থেকে ডাউনলোড করেছি। সেখানে ভিন্ন ধরনের mod পেয়েছি। এখানে আপনি গেমে ঢুকলে মনে হবে mod টা কাজ করেনি।

তবে আসলে বিষয়টা এমন না। এখানে Mod ঠিকই আছে। mod টা আসলে একটু ভিন্নভাবে কাজ করে যা একটু মজারও। আপনি যতবারই money spend বা খরচ করবেন ততবারই আপনাকে সমপরিমান টাকা এড করে দিবে গেমটিতে।

এভাবে আপনি কখনোই টাকার অভাবে পড়বেন না গেমটিতে। মোডটি আসলেই খুব মজার। এমন mod অনেক গেমেই পাওয়া যায়। অনেকে হয়তোবা এটা নিয়ে জানেন না। যারা জানেন না তাদের জন্যেই জানিয়ে রাখলাম।

নিচে গেমটির কিছু ফিচার এর কথা উল্লেখ করা হলোঃ

✔ PLAY A TACTICAL SNIPER MISSION GAME :
Strike with strategic shooting skills, fulfilling your duty to orchestrate the perfect assassination kill shot.

✔ BATTLE ZOMBIES IN DEATH VALLEY :
Call on non-stop shooting action as a zombie hunter, in a true battle of your skills and speed of execution.

✔ 150+ MISSIONS & 10 DIFFERENT CONTRACTS
Improve your strike skills on mobile for the perfect assassination as you uncover secrets and subterfuges in this fun game.

✔ MOST BEAUTIFUL SNIPER GAME :
Awesome and smooth graphics that make for addictive gameplay on top of a thrilling story.

✔ PLAY WITH 16 UNIQUE GUNS :
Eliminate targets, collect weapon parts and complete blueprints to unlock the most powerful guns.

✔ COMPETE AGAINST YOUR :
FRIENDS FOR THE FIRST PLACE IN THE LEADERBOARDS
Boost your score and climb up the contract killer ranks classic with classic creative hitman kills to become the world’s finest silent assassin.

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

1) Game Name : Lonewolf

Game Developer : FDG Entertainment GmbH & Co.KG

Game Size : 66 MB

Required OS : 5.0+

Game Type : Offline

Game Released Date : February 05, 2016

Game Version : 1.2.90

Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod)

গেমটিতে শুরু থেকে শেষ পর্যন্ত যে সুন্দর একটি স্টোরিলাইন আছে তাতে আপনাকে একের পর এক টুইস্ট ও রোমাঞ্চকর অনুভূতি প্রদান করবে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ কোটি বারেরও বেশি। গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা ৪ লক্ষ ৮৬ হাজার ছাড়িয়েছে। গেমটির রেটিং দাড়িয়েছে 4.6 ★।

রেটিং দেখেই হয়তোবা বুঝে গিয়েছেন গেমটি কতটা ভালো। আমার দেখা One of the best sniper game। এখানে Sound Effects + Soundtrack সবকিছু এত সূক্ষ্ম ও সুন্দরভাবে দেওয়া আছে যে আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গেমটিতে ২০ টির উপর Weapons আছে যেগুলো আপনি Upgrade & Collect করতে পারবেন। তবে Mod version ব্যবহার করলে একবারেই সবকিছু কিনে ফেলতে পারবেন। কোনো সমস্যা হবে না।

গেমটিতে আরো আছেঃ

✔ ৫ ঘন্টার উপরে খেলার মতো Story Mode

✔ ৩০ টি Mission

✔ হাতে আকা Cutscenes

✔ ২০ টিরও বেশি Weapons

✔ Realistic Weapon Sound and Recoil যা আপনাকে বাস্তবিকভাবে বন্দুকের গুলির আওয়াজের স্বাদ দিবে।

✔ ১ ডজন Mini-games

✔ অনেকগুলো shooting Ranges প্র‍্যাকটিস করার জন্যে।

✔ Trophy Room যাতে 40 টিরও বেশি Trophy আছে।

যেহেতু গেমটির সাইজ খুবই কম তাই আপনাকে তেমন High Level এর মোবাইল লাগবে না। গেমটি আপনি যেকোনো মোবাইলেই আরামে খেলতে পারবেন।

আমি অবশ্যই গেমটি Recommend করবো বিশেষ করে গেমটির স্টোরিমোড এর কারনে। আপনাকে প্রত্যেক Mission এ টুইস্ট দিবে। আপনি যতই Level Up করবেন এবং নতুন নতুন Missions Unlock করা শুরু করবেন ততই আপনার Difficulty Level Hard হতে থাকবে।

অসাধারন একটি গেম। সকলের জন্যেই Recommended থাকবে কারন এত কম সাইজের ভিতরে এমন Masterpiece খুব একটা পাওয়া যায় না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। আগের পোস্টগুলোতে অতিরিক্ত স্ক্রিনশট দেওয়ার বিষয়টা বিবেচনায় নিয়ে এসে এবার থেকে যত কম স্ক্রিনশট দেওয়া যায় ততটাই চেষ্টা করবো।

যদি কারো বিরক্তির কারন হয়ে থাকি তবে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই আমার প্রত্যাশা। যাই হোক, এই পোস্টে যতগুলো স্ক্রিনশট দিয়েছি সেগুলো কি ঠিক আছে নাকি জানাবেন।

তাহলে এতগুলোই দিবো। আর আগের পোস্টগুলোতেও আমি বলেছি যে স্ক্রিনশট আপনাদের এটা দেখার জন্যে দিই যেন আপনারা বুঝতে পারেন গেমটির ভিতরে আছে টা কি।

আমি আপনাদের মূল্যবান Data + সময় কোনোটাই Waste করতে চাই না। তাই ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

 

The post Android এর Top 5 Best Sniper Shooting Games (Part-1) appeared first on Trickbd.com.