Monday, January 31, 2022

[🔥 HOT] ফেসবুক অটো রিয়্যাক্ট নিন ২ মিনিটে ১৫০। প্রতি ১ ঘণ্টা পর আবারো নিতে পারবেন।

[🔥 HOT] ফেসবুক অটো রিয়্যাক্ট নিন ২ মিনিটে ১৫০। প্রতি ১ ঘণ্টা পর আবারো নিতে পারবেন।

ফেসবুক আইডিতে অটো রিয়াক্ট নিন কোনো প্রকার ঝুঁকি ছাড়া।

অটো লাইকার অনেক অ্যাপস/ওয়েবসাইট রয়েছে।কিছু কাজ করে আবার কিছু ফেক।অটো লাইক/কমেন্ট নিলে আইডি লক হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়।কিন্তু আমি আজ একটি অটো লাইকার অ্যাপস আপনাদের সাথে শেয়ার করবো যেটি দিয়ে আপনি ৫মিনিটের কম সময়ে ১৫০ অটো লাইক/রিয়্যাক্ট নিতে পারবেন এবং ১ ঘণ্টা পর আবারো ১৫০ নিতে পারবেন।

অর্থাৎ এই অ্যাপস এর ঘন্টা প্রতি লিমিট রয়েছে ১৫০।তাই একবার নেয়ার পর আবারো এক ঘন্টা পর নিবেন।এবং এটি আমার দেখা সব চেয়ে ফাস্ট একটি অটো লাইকার অ্যাপ। Get Auto React এ ক্লিক করার ২ মিনিটের মাঝেই ১১০-১৫০ রিয়্যাক্ট এসে যাবে।

চলুন শুরু করি…

প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন।তারপর ইনস্টল করে ওপেন করুন।

তারপর Login with Facebook এ ক্লিক করুন।

আবারো একটু নিচে স্ক্রল করে গিয়ে Login with Facebook এ ক্লিক করুন।

এবারে একটি ফেক আইডি লগইন করুন।অবশ্যই অবশ্যই একটি ফেক আইডি লগইন করবেন।আইডি টি লক হওয়ার তেমন সম্ভাবনা নেই।তবে ঝুঁকি এড়িয়ে চলা বেটার।

এবারে Captcha টি পূরণ করে Continue এ ক্লিক করুন।

এখন একটু নিচের দিকে এসে Auto Reactions এ ক্লিক করুন।

আপনি চাইলে যে আইডি টি লগইন করেছেন সেটিতে অটো রিয়াক্ট নিতে পারেন।তবে আমি আমার অন্য আইডিতে নিবো।তাই Custom Url এ ক্লিক করবো।

এখন দেখুন আমার এই পোস্ট রিয়াক্ট আছে ৩টি।এবং সময় হলো 1:44 Am । আমি এই পোস্টে অটো রিয়াক্ট নিবো।তাই লিংকটি কপি করে অ্যাপস এর এই ফাঁকা বক্সে পেস্ট করলাম।যে পোস্ট অটো রিয়্যাক্ট নিবো সেটির লিংক এখানে পেস্ট করবো।(অবশ্যই পোস্টটি পাবলিক হতে হবে।এবং আইডিটি পাবলিক করে রাখবেন।নয়তো কাজ করবে না।)

তারপর Get Reactions এ ক্লিক করুন।দেখুন প্রসেসিং হচ্ছে।

এখন Select Reactions এর নিচে 7 Reactions এ ক্লিক করে সিলেক্ট করে নিন আপনি কতটি রিয়্যাক্ট নিতে চান।

আমি ৩টি সিলেক্ট করলাম(লাইক,লাভ,কেয়ার,হাহা,স্যাড,ওয়াও,অ্যাংরি)।এবং Get Reactions এ ক্লিক করলাম।

Get Reactions এ ক্লিক করার পড় ১ মিনিট এর কম সময়ে আপনার পোস্টে অটো রিয়াক্ট এসে যাবে।দেখুন success হয়ে গেছে।

প্রমাণ দেখুন, 1:46 Am । রিয়াক্ট এর সংখ্যা দেখুন।

অ্যাপটি কতদিন কাজ করবে সঠিক জানি না।তবে যতক্ষণ আছে,লুফে নিন।যেকোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন।আর যাদের অ্যাপটি ইনস্টল করতে সমস্যা হবে অথবা ওয়েবসাইট দিয়ে করতে চান,তারা ওই অ্যাপ এর ওয়েবসাইট থেকে নিতে পারেন একই রকম প্রসেস এ।


নিত্যনতুন টিপস পেতে PieTune.xyz ভিজিট করুন

The post [🔥 HOT] ফেসবুক অটো রিয়্যাক্ট নিন ২ মিনিটে ১৫০। প্রতি ১ ঘণ্টা পর আবারো নিতে পারবেন। appeared first on Trickbd.com.


(পর্ব–২) ৫টি উপকারী টেলিগ্রাম বট। 5 Useful Telegram Bots (Part –2)

(পর্ব–২) ৫টি উপকারী টেলিগ্রাম বট। 5 Useful Telegram Bots (Part –2)

আসসালামু আলাইকুম,

আগের পোস্টে আমি ৫টি এমন Bot এর কথা বলেছিলাম যেগুলো খুবই কাজের এবং খুবই উপকারী। এই পোস্টেও আমি এমনই আরো ৫ টি টেলিগ্রাম বটের কথা বলবো যেগুলো আপনার কাজকে আরো সহজ করে দিবে বলে আশা করি।

🔥১) Video Downloader Bot

Bot Username : @VideoDownloadBot

নামের সাথে কাজের মিল আছে। আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি কিসের কথা বলছি। হ্যাঁ, এই বটের মাধ্যমে আপনারা বিভিন্ন সাইটের ভিডিও লিংক কপি পেস্ট করে সেসব ভিডিও ডাউনলোড করতে পারবেন। চিন্তা করবে না। ইউটিউবের ভিডিও ডাউনলোড করতে পারবেন। আশা করি Bot টি উপকারে আসবে।

 

🔥২) Image To Text Bot

1) Bot Username : @the_ocr_bot
2) Bot Username : @imageToText_bot

আমি আপনাদের দুটি Bot ই দিচ্ছি। যদি দেখেন একটি কাজ করছে না বা লিমিট দেখাচ্ছে তবে অপরটি ব্যবহার করতে পারেন। দুটি Bot ই অনেক ভালো কাজ করে। আপনি শুধু আপনার ছবিটি পাঠাবেন আর বট সে ছবিতে থাকা টেক্সট গুলো আপনাকে মেসেজ করে রিপ্লাই করবে। এটাই এই বট দুটির কাজ।

 

🔥৩) Truecaller Bot

আপনারা অনেকেই হয়তো Truecaller এর নাম শুনেছেন। প্লে-স্টোরে এর একটি এপও আছে। এর মূল কাজ হচ্ছে আপনাকে কেউ অপরিচিত নাম্বার থেকে কল দিলে তার পরিচয় দেখানো। এই বটও ঠিক অনেকটা ঐ কাজই করে।

আপনাকে শুধু Bot এ Login করতে হবে। এরপর আপনার নাম্বারটি দিতে হবে। নাম্বারে OTP কোড যাবে। সেটি বসাতে হবে। এরপর লগইন হয়ে যাবে। এরপর আপনি যে নাম্বারটি সম্পর্কে জানতে চান এখানে শুধু সে নাম্বারটি মেসেজ করেন। তাদের ডেটাবেসে সে নাম্বারটি সম্পর্কে যেসব ইনফরমেশন বা তথ্য থাকবে আপনাকে তারা পাঠিয়ে দিবে।
বলে রাখি, আপনি আনলিমিটেড সার্চ করতে পারবেন। এ নিয়ে চিন্তা করতে হবে না।

 

🔥৪) Walls Bot

Bot Username : @awesomewallsbot

এই বটের কাজ অন্যান্য যে বটগুলোর কথা বলেছি সেগুলো থেকে একেবারেই আলাদা।
আপনি Start এ ক্লিক করবেন। এরপর যতবারই /Random লিখে টাইপ করে সেন্ড করবেন ততবারই আপনাকে একটি High Qualityর ছবি পাঠাবে।

যেমন দেখুন আমাকে Unsplash থেকে একটি ছবি পাঠিয়েছে।

 

এরকম যতবারই আপনি /Random লিখে সেন্ড করবেন ততবারই আপনাকে আলাদা একটি ছবি এই bot পাঠাবে। অনেক মজার আবার ইন্টাররেস্টিংও। অনেকের কাজে লাগতে পারে বলে এটা লিস্টে রেখেছি।

 

🔥৫) meme creator

Bot Username : @CreateMeme_bot

আপনি যদি একজন Meme Lover বা Meme creator হয়ে থাকেন তবে এই Bot টি আপনার জন্যেই। বটের কাজ খুবই সিম্পল। আপনাকে একটি ছবি পাঠাতে হবে। এরপর বট বলবে ছবির উপরে আর নিচে Text বসাতে। আপনি আপনার ইচ্ছানুযায়ী Text বসাবেন আর Bot সেটি নিজে তৈরী করে আপনাকে পাঠাবে।

 

তো এই গেলো ৫ টি বট যা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো না লাগলে গালি দেওয়ার দরকার নেই।
Next এ কি নিয়ে পোস্ট চান জানালে ভালো হয়। অন্তত নেগেটিভ কমেন্ট থেকে যেন বাচতে পারি।
ধন্যবাদ।
ইনশাল্লাহ আবারো দেখা হবে।
This Is 4HS4N
Logging Out….

The post (পর্ব–২) ৫টি উপকারী টেলিগ্রাম বট। 5 Useful Telegram Bots (Part –2) appeared first on Trickbd.com.


৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1)

৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1)

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পোস্টে আমি কথা বলবো এমন ৫ টি টেলিগ্রাম বট নিয়ে যেগুলো আপনাকে প্রতিদিনের কাজে অনেক সহায়তা করবে বলে ধারনা করছি। তো চলুন শুরু করা যাক।

 

🔥১) Google Drive X

Bot Username : @GdriveXbot

এই Bot এর কাজ হচ্ছে আপনি যে ফাইলটি বা ফাইলের লিংকটি এই Bot এর কাছে পাঠাবেন এই Bot সেই ফাইল বা লিংকটিকে আপনার কাংখিত গুগল ড্রাইভে আপলোড করে দিবে নিজে নিজে।
এছাড়াও এই Bot এর আরো অনেক Features আছে।

Bot টি ব্যবহার করতে হলে আপনাকে যা যা করতে হবেঃ

১) প্রথমে “Start” এ ক্লিক করুন।

২) /login এ ক্লিক করুন।

৩) “Authorization Url” এ ক্লিক করুন

৪) লিংকটি ওপেন করুন

৫) যে জিমেইল দিয়ে লগইন করতে চান সে জিমেইলটিতে ক্লিক করে Continue তে ক্লিক করুন

৬) আপনাকে একটি কোড দেওয়া হবে। তার পাশেই কপি করার আইকন দেওয়া থাকবে। সেখানে ক্লিক করে কোডটি কপি করে নিন। এবং ব্যাক করুন।

৭) Bot কে কপি করা লিংকটি পেস্ট করে পাঠান।

ছবির মাধ্যমে দেখানো হলোঃ

 

আপনার কাজ শেষ। লগইন করা হয়ে গিয়েছে। এখন আপনি যা ইচ্ছা ফাইল বটলে সেন্ড করুন আর বট তা সাথে সাথে আপনার ড্রাইভে আপলোড করে দিবে। আপনাকে আর এক্সট্রা এম্বি খরচ করে ড্রাইভে গিয়ে সে ফাইলটি আপলোড করতে হবে না। Bot নিজেই আপনার এই কাজটি করে দিবে অতি দ্রুত।

 

 

🔥২) Mega Uploader X

Bot Username : @MegaUploadXbot

এই Bot এর কাজ হচ্ছে আপনার মেগা ড্রাইভকে এই Bot এর সাথে Connect করা। এর ফলে আপনি আগের Bot (Google Drive X) এর মতো এই Bot থেকেই যেকোনো ফাইল বা লিংক Bot এর মাধ্যমে আপলোড করতে পারবেন।

এর জন্যে আপনার যা করতে হবেঃ

১) Start এ ক্লিক করুন

২) Login এ ক্লিক করুন

৩) এরপর আপনার মেগা একাউন্টের email টি Bot কে সেন্ড করুন।

৪) এরপর পাসওয়ার্ডটি সেন্ড করুন।

সাথে সাথে লগইন হয়ে যাবে।

এখন আপনি যা ইচ্ছা Bot কে পাঠাতে পারেন আর Bot তা আপনার মেগা ড্রাইভে আপলোড করে দিবে।

ছবির মাধ্যমে দেখানো হলোঃ


🔥৩) Reverse Image Search

Bot Username : @LCxRvsImgSrch_bot

এই Bot এর কাজ হচ্ছে image এর আসল সোর্সকে খুজে বের করা। অন্যান্য Bot থেকে এটাকে special করে তুলে এক দিয়ে। সেটা হচ্ছেঃ এই Bot এর মাধ্যমে আপনি ৭ টি ওয়েবসাইট থেকে একসাথে সার্চ রেজাল্ট দেখায়।
বটটি ব্যবহার করতে হলে আপনাকে শুধু বটকে সে ছবিটি পাঠাতে হবে যেটির সোর্স সম্পর্কে আপনি জানতে চান। সাথে সাথে আপনাকে বট গুগল,বিং,ইয়ান্ডেক্স সহ মোট ৭টি ওয়েবসাইটের সার্চ রেজাল্ট দিবে।

অনেক কাজের একটি বট।

 

🔥৪) Translator Bot

Bot Username : @TranslatorDR_Bot

এই Bot এর মাধ্যমে খুব সহজেই যেকোনো ভাষা থেকে অন্য যেকোনো ভাষায় ১ সেকেন্ডেরও বা তার কম সময়ে ট্রান্সলেট করতে পারবেন। সবচেয়ে আকর্ষনীয় দিকটি হলো এখানে অনেক ভাষার Option আছে। আমি আশা করি এটা অনেকেরই উপকারে আসবে।

 

🔥৫) Temp mail

Bot Username : @TempMail_org_bot

যাদের Temporary Mail এর প্রয়োজন পড়ে তাদের জন্যে এই Bot টি অনেক উপকারে আসবে। বেশি কিছুই করতে হবে না। Bot এর Start এ ক্লিক করুন। তারপর আপনাকে একটি Temporary mail দেওয়া হবে। সেটি আপনি ব্যবহার করতে পারবেন।
আপনি যদি নতুন Mail চান তবে ( + Generate New) আইকনে ক্লিক করলেই নতুন Mail আপনাকে দিয়ে দিবে।

 

তো এই হলো ৫ টি Bot যা আপনাদের কাজে লাগবে বলে আশা করি।
এর Part-2 দেখতে ভুলবেন না।
আপনারা কোন বিষয়ের উপর পোস্ট চান তা আমাকে যদি Please কমেন্ট করে জানাতে পারেন তবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সে বিষয়ের উপরই পোস্ট করতে। যদি চান এমন Bot নিয়ে আরো পোস্ট দিতে তবেও বলতে পারেন। আমি আরো অনেকগুলো ভালো ভালো Bot নিয়ে পোস্ট করার পরিকল্পনা করছি।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
This Is 4HS4N
Logging Out….

 

The post ৫টি উপকারী টেলিগ্রাম বট (পর্ব-১) 5 Useful Telegram Bots (Part -1) appeared first on Trickbd.com.


অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসবে না, আসুন আমরা সামান্য কিছুর অর্থ জানি নামাজের জন্য

অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসবে না, আসুন আমরা সামান্য কিছুর অর্থ জানি নামাজের জন্য

আসসালামু আলাইকুম,, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভাল আছেন।।

আমি পোষ্টটি প্রথম আলো থেকে কপি করেছি।
যদি পোস্টটি আগে করা থাকে তবে জানাবেন ডিলিট করে দিবো।

অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসবে না
আমরা প্রায়ই নামাজে গভীর মনোযোগ দিতে ব্যর্থ হই। কিন্তু নামাজের পূর্ণতার জন্য গভীর মনোযোগ একান্ত জরুরি। নামাজে আমরা যা বলি, তার অর্থ যদি জানা থাকে, তাহলে নামাজে অন্য চিন্তা মাথায় আসবে না। নামাজে দৃষ্টি নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ বিষয়। তাকবিরে তাহরিমার সময় দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে। দাঁড়ানো অবস্থায়ও দৃষ্টি সেজদার জায়গায় রাখতে হবে। এরপর রুকু অবস্থায় দৃষ্টি পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে; পুনরায় দাঁড়ানো অবস্থায় দৃষ্টি সিজদার জায়গায়; সিজদা অবস্থায় দৃষ্টি নাকের আগায়; বসা অবস্থায় দৃষ্টি নাভিতে রাখতে হবে। সালাম দেওয়ার সময় দৃষ্টি কাঁধে নিবদ্ধ থাকবে। এভাবে নামাজ আদায় করলে মনোনিয়ন্ত্রণ ও আত্মনিয়ন্ত্রণ সম্ভব হবে। নামাজের প্রকৃত উদ্দেশ্যও সফল হবে।

নামাজে দাঁড়িয়েই প্রথমে আমরা বলি ‘আল্লাহু আকবার’—অর্থ আল্লাহ মহান! তারপর সানা পড়ি: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। অর্থ: ‘হে আল্লাহ! তুমি পাক-পবিত্র, তোমার জন্য সমস্ত প্রশংসা, তোমার নাম বরকতময়, তোমার গৌরব অতি উচ্চ, তুমি ছাড়া অন্য কেহ উপাস্য নাই।’ তারপর আমরা শয়তানের প্রতারণা থেকে আশ্রয় চাই এবং বলি, ‘আউযু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম।’ অর্থ: বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহর পবিত্র নাম দিয়ে তাঁর দয়া–করুণার গুণ দিয়ে নামাজ এগিয়ে নিয়ে যাই। বলি, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম।’ অর্থ: ‘পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি।’ এরপর আমরা সুরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করি।

সুরা ফাতিহায় আমরা যখন বলি, ‘আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন (সকল প্রশংসা বিশ্বজগতের মালিক আল্লাহর জন্যই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হামিদা নি, আবদি (আমার বান্দা আমার প্রশংসা করল)।’ অতঃপর আমরা যখন বলি—‘আর রাহমানির রাহিম (তিনি পরম করুণাময় অতি দয়ালু)’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘আছনা আলাইয়া আবদি (আমার বান্দা আমার বিশেষ প্রশংসা করল)।’ এরপর যখন আমরা বলি, ‘মালিকি ইয়াওমিদ্দিন (তিনি বিচারদিনের মালিক)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘মাজ্জাদানি আবদি (আমার বান্দা আমাকে সম্মানিত করল)।’ এরপর আমরা যখন বলি, ‘ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তায়িন (শুধু আপনারই ইবাদত করি আর শুধু আপনার কাছেই সাহায্য চাই)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘হাজা বাইনি ওয়া বাইনা আবদি (এই ফয়সালাই হলো আমার ও আমার বান্দার মধ্যে—বান্দা আমার ইবাদত ও আনুগত্য করবে, আমি তাকে সাহায্য-সহযোগিতা করব)।’ আমরা যখন বলি, ‘ইহদিনাছ ছিরাতল মুস্তাকিম, ছিরাতল্লাজিনা আনআমতা আলাইহিম, গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দল্লিন! (আমাদের সঠিক পথ দেখান, তাদের পথ যাদের আপনি নিয়ামত দিয়েছেন; তাদের পথ নয় যারা পথভ্রষ্ট; আর না যারা অভিশপ্ত)।’ তখন আল্লাহ তাআলা বলেন, ‘লিআবদি মা ছাআল (আমার বান্দা যা চায়, তার জন্য তা-ই)।’ (সহিহ মুসলিম, ৩৯৫)

এরপর আমরা অন্য একটি সুরা মেলাই। আমরা রুকুতে আল্লাহর প্রশংসা করি এবং ক্ষমা চাই। বলি: সুবহানা রাব্বিয়াল আজিম। অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা ও প্রশংসা বর্ণনা করছি।’ রুকু থেকে উঠে বলি, ‘সামি আল্লাহ হুলিমান হামিদা।’ অর্থ: আল্লাহ সেই ব্যক্তির কথা শোনেন, যে তঁার প্রশংসা করে। তারপরই আমরা আবার আল্লাহর প্রশংসা করে বলি, ‘আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ’, অর্থ: হে আল্লাহ! যাবতীয় প্রশংসা কেবল তোমারই। তারপর আমরা সিজদায় গিয়ে বলি: সুবহানা রাব্বিয়াল আলা, অর্থ: ‘আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। এভাবে নামাজ শেষে, মধ্য (দুই রাকাত, চার রাকাত ভিত্তিতে) বৈঠক আর শেষ বৈঠকে তাশাহুদে, আল্লাহর প্রশংসা করি।’

তাশাহুদে যা পড়ি তার অর্থ: ‘সকল তাজিম ও সম্মান আল্লাহর জন্য, সকল সালাত আল্লাহর জন্য এবং সকল ভালো কথা ও কর্মও আল্লাহর জন্য। হে নবী! আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও তাঁর বরকত বর্ষিত হোক। আমাদের ওপরে এবং আল্লাহর নেক বান্দাদের ওপরে শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তাঁর রাসুল।’

দরুদে যা পড়ি তার অর্থ: ‘হে আল্লাহ! আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বংশধরদের ওপর রহমত বর্ষণ করুন, যেরূপভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত সম্মানিত।’

দোয়া মাসুরায় যা পড়ি তার অর্থ: ‘হে আল্লাহ! আমি আমার ওপর অত্যধিক জুলুম করেছি, গুনাহ করেছি এবং তুমি ব্যতীত পাপ ক্ষমা করার কেউ নেই। সুতরাং তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আমার প্রতি রহম কর। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু।’

দুই কাঁধে সালাম দিয়ে আমরা নামাজ শেষ করি।

কপি পোষ্ট, ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন।।

আল্লাহ হাফেজ।

The post অর্থ বুঝে পড়লে নামাজে অন্য চিন্তা আসবে না, আসুন আমরা সামান্য কিছুর অর্থ জানি নামাজের জন্য appeared first on Trickbd.com.


Top 5 Adventure Games On Playstore (Part-2)

Top 5 Adventure Games On Playstore (Part-2)

আসসালামু আলাইকুম,

এই পোস্টে আমি আপনাদের ৫টি Adventure গেম এর কথা বলেছি যেগুলো Unique আর Adventure Game লাভার দের পছন্দ হবে আশা করছি।

5) Game Name : The Trail
Game size : 647 Mb
Game Type : Adventure/Simulation
Playing Mode : Offline

Link – Playstore

https://play.app.goo.gl/?link=https://play.google.com/store/apps/details?id=com.kongregate.mobile.thetrail.google&ddl=1&pcampaignid=web_ddl_1

এই গেমের ক্ষেত্রে ২ টা কথাই বলবো। এক হচ্ছে এই গেমের ডিজাইন আর দুই হচ্ছে গেমটা খুবই Relaxing. ইয়ারফোন ছাড়া খেললে সে স্বাদটা আপনি পাবেন না। গেমটাকে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। সচরাচর দেখতে পাওয়া গেমগুলো থেকে একটু আলাদা হলেও এডভেঞ্চার লাভারদের পছন্দ হবে বলে আশা করছি।

Gameplay Screenshots :

4) Game Name : Tsuki Adventures
Game size : 200 Mb
Game Type : Adventure
Playing Mode : Offline

Link – Playstore

https://play.app.goo.gl/?link=https://play.google.com/store/apps/details?id=com.hyperbeard.tsuki&ddl=1&pcampaignid=web_ddl_1

যাদের Aesthetic Type Games গুলা খুবই পছন্দের তাদের জন্যে এই গেমটা আশা করি পছন্দ হওয়ার কথা। কেননা গেমটা আসলেই খুব Relaxing আর গেমের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন মনে হয় কোনো Picture Book দেখছি। মনোমুগ্ধকর এই ডিজাইনের সাথে স্টোরিও পাবেন।

Gameplay Screenshots :

3) Game Name : Jungle Adventures 2
Game size : 41 Mb
Game Type : Action/Adventure
Playing Mode : Offline

Link – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.renderedideas.jungleadventures2

যাদের Rayman Adventures গেমটি পছন্দ তারা এই গেমটি খেলে দেখতে পারেন। কম সাইজে ভালো একটি গেম ডেভেলপ করেছে Rendered Ideas কোম্পানিটি। তাদের অনেক Java games খেলেছি ছোট বেলায় Nokia Phone গুলোতে। স্মৃতি গুলো মনে পড়ে যায়।
যাই হোক, এডভেঞ্চার গেম যাদের প্রিয় তাদের আশা করি ভালো লাগবে।

Gameplay Screenshots :

2) Game Name : Vertical Adventure
Game size : 34 Mb
Game Type : Arcade/Action/Adventure
Playing Mode : Offline

এই গেমের কন্সেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। একটু ইউনিকের ছোয়া আছে। যারা মিনিমালিস্টিক ডিজাইন আর প্ল্যাটফর্মার টাইপ গেমস পছন্দ করেন তাদের কাছে এই গেমটি ভালো লাগতে পারে। ট্যাপ এন্ড প্লে হওয়ায় গেমের কন্ট্রোল নিয়ে আশা করি খুব একটা সমস্যা হবে না। বাকিটা আপনাদের নিজেদের উপর।

Gameplay Screenshots :

1) Game Name : Swordigo
Game size : 50 Mb
Game Type : Action/Adventure
Playing Mode : Offline

Link – Playstore

যারা মোবাইলে এডভেঞ্চার গেম খেলেন তারা অবশ্যই এই গেমটির কথা জানেন। যদি না জানেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো এই গেমটি একবার হলেও ট্রাই করার জন্যে। কারন মাত্র ৫০ এম্বির ভিতরে এত সুন্দর গেম পাওয়া আসলেই দুস্কর। গেমটিতে আছে অনেক লেভেল। প্লে-স্টোরে ১ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই গেম। আর রেটিংও বেশ ভালো – ৪.৭ ★ রেটিং!
আশা করছি আপনারও ভালো লাগবে।

Gameplay Screenshots :

একটা কথা বলে শেষ করবো।
নেগেটিভিটিকে বিদায় দিন। অন্যকে নিয়ে উপহাস করা বা অন্যের কাজকে ছোট করে দেখা বা অন্যের কাজকে ছোট বলা আপনাকে হিরো বা মহৎ বানিয়ে দিবে না। এগুলোর হিসাব আপনাকে ঠিকই দিতে হবে। নেগিটিভিটিতে ইন্টারনেটের দুনিয়া ভরে যাচ্ছে। আপনি নিজেও হয়তোবা সে দলে যোগ দিয়ে ফেলেছেন। এটা থেকে বেরিয়ে আসুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

The post Top 5 Adventure Games On Playstore (Part-2) appeared first on Trickbd.com.