Thursday, October 31, 2019

আপনার সাইটে চালু করুন Facebook সহ বিভিন্ন Social Site দিয়ে লগিন করার সিস্টেম

আপনার সাইটে চালু করুন Facebook সহ বিভিন্ন Social Site দিয়ে লগিন করার সিস্টেম

আশা করি সবাই ভালো আছেন। 

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ও ভালো। 

ব্যস্ততার মাঝেও একটা কিছু শেয়ার করতে আসলাম।               

চলুন আজকে সেটা জেনে নেওয়া যাক 

তার জন্য  আপনাকে একটা প্লাগিন Plugin Download করে নিতে হবে।
ত প্রথমে Plugin টা ডাউনলোড করে নিন। 

Download Here

Demo :- ডেমো দেখতে এখানে ক্লিক করুন 

অথবা 

ডাউনলোড না করে যদি পারেন তাহলে নিচের সিস্টেম অনুসরণ করুন  :-
ধাপ:-১
প্রথমে আপনার Wp সাইটে Login করুন
ধাপ:-২
নিচের মত ক্লিক করুন 

picked
ধাপ:-সার্চ বক্সে লিখুন
Social  Login

picked
তারপর সেখানে অনেক প্লাগিন আসবে
কিন্তু যেটা সহজেই কাজ হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি
যেটাতে নিচের মত
Orang লিখা দেখবেন সেটা install করে নিন 

picked
তারপর
Active করে নিন 

★★★
যারা কাস্টমাইজড করতে পারেন না 

কমেন্ট করে জানাবেন 

পরবর্তী পোস্ট করব যদি প্রয়োজন হয়। 

প্রথম প্রকাশিত হয়েছে এখানে :- tahercoxbd.xyz

The post আপনার সাইটে চালু করুন Facebook সহ বিভিন্ন Social Site দিয়ে লগিন করার সিস্টেম appeared first on Trickbd.com.


[ Delete this plz] App দিয়ে পোস্ট করার কারণে সমস্যা হয়েছে

[ Delete this plz] App দিয়ে পোস্ট করার কারণে সমস্যা হয়েছে

আশা করি সবাই ভালো আছেন। 

আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ও ভালো। 

ব্যস্ততার মাঝেও একটা কিছু শেয়ার করতে আসলাম।               

চলুন আজকে সেটা জেনে নেওয়া যাক 

তার জন্য  আপনাকে একটা প্লাগিন Plugin Download করে নিতে হবে।
ত প্রথমে Plugin টা ডাউনলোড করে নিন। 

Download Here

Demo :- ডেমো দেখতে এখানে ক্লিক করুন 

অথবা 

ডাউনলোড না করে যদি পারেন তাহলে নিচের সিস্টেম অনুসরণ করুন  :-
ধাপ:-১
প্রথমে আপনার Wp সাইটে Login করুন
ধাপ:-২
নিচের মত ক্লিক করুন 

picked
ধাপ:-সার্চ বক্সে লিখুন
Social  Login

picked
তারপর সেখানে অনেক প্লাগিন আসবে
কিন্তু যেটা সহজেই কাজ হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি
যেটাতে নিচের মত
Orang লিখা দেখবেন সেটা install করে নিন 

picked
তারপর
Active করে নিন 

★★★
যারা কাস্টমাইজড করতে পারেন না 

কমেন্ট করে জানাবেন 

পরবর্তী পোস্ট করব যদি প্রয়োজন হয়। 

প্রথম প্রকাশিত হয়েছে এখানে :- tahercoxbd.xyz

The post [ Delete this plz] App দিয়ে পোস্ট করার কারণে সমস্যা হয়েছে appeared first on Trickbd.com.


Wednesday, October 30, 2019

[Youtube Trick] যেনে নিন ইউটিউব ভিডিও লিংক কিছু ইডিট বা পরিবর্তন করে, কী কী কাজ করা যায়।

[Youtube Trick] যেনে নিন ইউটিউব ভিডিও লিংক কিছু ইডিট বা পরিবর্তন করে, কী কী কাজ করা যায়।

Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
তো অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে
আজ আমি আপনাদের ইউটিউব লিংক এর কিছু ট্রিক শিখাবো।

১. কোনো থার্ড পার্টি অ্যাপ/ওয়েবসাইট ছাড়াই ভিডিও ডাউনলোড করুন:
ইউটিউবে থেকে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা বিভিন্ন রকমের অ্যাপ/ওয়েবসাইট ব্যবহার করি। কিন্তু ইউটিউব থেকেই সরাসরি ভিডিও ডাউনলোড করা যায়। কিভাবে?

মনে করুন একটি ভিডিওর URL হচ্ছে:

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটি ডাউনলোড করতে URL এর আগে ss টাইপ করে এন্টার চাপুন। যদি অ্যাপ ব্যাবহার করেন শেয়ার ক্লিক করে লিংক কপি করে ব্রাউজার দিয়ে ওপেন করুন।

যেমন:

ssyoutube.com/watchv=kFIsoq63lwo

লিংকে প্রবেশ করলে MP3 এবং বিভিন্ন রেজোলিউশনে MP4 ভিডিও ডাউনলোড করার অপশন পাবেন। ফাইল সিলেক্ট করলে নতুন ট্যাবে ভিডিও ওপেন হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করে ডাউনলোড ক্লিক করুন।

২. Age রেস্ট্রিকশন বাইপাস:

সাইন ইন না করে Age Restricted ভিডিও দেখতে URL এর আগে genটাইপ করে এন্টার চাপুন। কিছুক্ষন অপেক্ষা করুন। ভিডিও প্লে শুরু হয়ে যাবে।

যেমন:

genyoutube.com/watch?v=kFIsoq63lwo

৩. ভিডিও লুপ:
ভিডিওর URL এ youtube এর পরে repeater টাইপ করে এন্টার চাপুন। নতুন ট্যাবে ভিডিও লুপ ওপেন হবে।

যেমন:

youtuberepeater.com/watch?v=kFIsoq63lwo

৪. ভিডিওর নির্দিষ্ট সময়ের লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &t=YmXXs (Y এবং XX এর জায়গায় যথাক্রমে মিনিট এবং সেকেন্ড বসান) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&t=1m20s

লিংকটি ওপেন করলে ১ মিনিট ২০ সেকেন্ড থেকে ভিডিওটি প্লে হওয়া শুরু করবে।

৫. স্কিপ ইন্ট্রো লিংক শেয়ার:
ভিডিওর URL এর শেষে &start=x (x এর জায়গায় স্কিপ ডিউরেশন দিন) টাইপ করে লিংক শেয়ার করুন।

যেমন:

youtube.com/watch?v=kFIsoq63lwo&start=45

লিংকটি ওপেন করলে ভিডিওটি ৪৬ সেকেন্ড থেকে প্লে হওয়া শুরু করবে। মানে x এর জায়গায় যতো সেকেন্ড ভ্যালু দেয়া হবে ভিডিওর প্রথম থেকে তত সেকেন্ড স্কিপ করে ভিডিও প্লে হবে।

বিঃদ্রঃ ভ্যালু সেকেন্ডে দিতে হবে। যদি ২ মিনিট পর থেকে ভিডিও প্লে শুরু করতে চান, লিঙ্কের শেষে &start=180 লিখুন।

৬. যেকোনো ভিডিওর অরিজিনাল রেজোলিউশন থাম্বনেইল ডাউনলোড করুন:
img.youtube.com/vi/x/maxresdefault.jpg

উপরের লিঙ্ক কপি করে x এর জায়গায় ভিডিও আইডি বসিয়ে এন্টার চাপুন।

*ভিডিও আইডি: একটি ভিডিওর URL এ /watch?v= এর পরে যেই কোড থাকে সেটা ওই ভিডিওর আইডি।

youtube.com/watch?v=kFIsoq63lwo

ভিডিওটির আইডি: kFlsoq63lwo[/b]

উপরের ভিডিওটির থাম্বনেইল ডাউনলোড করতে নিচের লিংকে প্রবেশ করতে হবে:

img.youtube.com/vi/kFlsoq63lwo/maxresdefault.jpg

৭. ভিডিওকে এ GIF কনভার্ট করতে:
ভিডিওর URL এর আগে gif টাইপ করে এন্টার চাপুন।

যেমন:
gifyoutube.com/watch?v=kFIsoq63lwo

পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আজকের পোষ্টটা এই পর্যন্ত।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।
পোস্টটি কেমন হয়েছে তা কমেন্টএ জানান।

আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো SUBSCRIBE

আমার ছোট একটা সাইটে একবার ঘুরে আসার জন্য আপনাদের আমন্ত্রণ করলাম
সাইটে যেতে এখানে ক্লিক করুন

তাহলে সবাই ভালো থাকবেন, আর TrickBD.Com এর সাথে থাকবেন।ধন্যবাদ।

The post [Youtube Trick] যেনে নিন ইউটিউব ভিডিও লিংক কিছু ইডিট বা পরিবর্তন করে, কী কী কাজ করা যায়। appeared first on Trickbd.com.


জেনে নিন কীভাবে ইউটিউব লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করাবেন।

জেনে নিন কীভাবে ইউটিউব লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করাবেন।

Hello, TrickBD বাসীরা কেমন আছেন সবাই, আশা করি ভাল আছেন।
অবশ্যই টাইটেল দেখে বুঝে গেছেন আজকের পোষ্ট কি নিয়ে, তাই অযথা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টপিকে
তো আজকের বিষয়টি হলো,ইউটিউব লাইভ ভিডিও কিভাবে আপনার সাইটএ দেখাবেন।

তো আজকের টিউনটি শুরু করা যাক,

প্রথমে চলে যান ব্রউজারে,

এখন ইউটিউবে গিয়ে ড্রেসক্রিপশন মুড করে নিন,

এখন সার্চ বারে লাইভ চ্যানেল লিখে সার্চ করুন,

এখন, এখানথেকে যেকোনো একটি লাইভ চ্যানেল বেছে নিন এবং ওপেন করুন,

ওপেন হবার পর ভিডিওর নিচে দেখুন শেয়ার লিখা আংশে ক্লিক করুন,

এখানে কতগুলো অপসন এসেছে সেখান থেকে Embed লিখা অপসনে ক্লিক করুন,

এখন দেখুন কিছু এইচটিএমএল কোড দেওয়া আছে, এখান থেকে কোড গুলো কপি করে নিন।

আপনার ইউটিউব কাজ শেষ, এখন আমরা ব্লগারে কিভাবে লাগাবো সে কাজ টা শিখবো।

এখন চলে যান আপনার ব্লগার এডমিন পেনেলে, সেখান থেকে চলে যান নিউ পোস্টে,

এবার বাম সাইটের উপরে দেখুন এইচটিএমএল লিখা আছে সেখানে ক্লিক করুন।

এরপর ইউটিউব থেকে কপি করা কোড পেস্ট করে দিন, এবং পাবলিশ করুন।

এবার দেখুন লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করছে।

আজকের পোষ্টটা এই পর্যন্ত।
পোষ্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

পোস্টটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না।
পোস্টটি কেমন হয়েছে তা কমেন্টএ জানান।

⭐⭐ধন্যবাদ⭐⭐

The post জেনে নিন কীভাবে ইউটিউব লাইভ ভিডিও আপনার ব্লগ সাইটে শো করাবেন। appeared first on Trickbd.com.


অন্যের মোবাইলের সকল তথ্য নিয়ে আসুন আপনার মোবাইল নাম্বারে। না দেখলে মিস করবেন

অন্যের মোবাইলের সকল তথ্য নিয়ে আসুন আপনার মোবাইল নাম্বারে। না দেখলে মিস করবেন

(আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ)

সবাই কেমন আছেন? অনেক ভাল আছেন নিশ্চই।
হ্যা ভালো তো থাকবেনই। কারন এখন Trickbd তে যেসকল টিপস গুলো শেয়ার করা হচ্ছে তাতে সবারই ভালো থাকার কথা।


চলুন এবার আসুন কাজের কথায় আসিঃ

বন্ধুরা টাইটেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো, বন্ধুরা শিখতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হয়।কেউ শিখতে অবহেলা করবেন না।

আজকের টিউন টা অনেকেই যানেন না। বন্ধুরা শাহিন খান যতদিন আপনাদের মাঝে থাকবে ততোদিন এরকম অসাধারন ট্রিক নিয়েই আপনাদের মাজে হাজির হওয়ার চেষ্টা করবো।

তো বন্ধুরা আজকের টিউন টা আসা করি সবার ভালো লাগবে। তো বন্ধুরা চলুন আজকে আমরা এমন একটি এপ এর সাথে পরিচয় করিয়ে দিবো যেই এপ এর মাধ্যমে আপনী যে কারো মোবাইলের সকল কিছু হ্যাক করে আপনার নাম্বার এ নিয়ে আসতে পারবেন। তাই যার তথ্য আপনার নাম্বার এ আনবেন তার মোবাইলে নিচের এপ টি ইন্সটল করে নিচের মতো কাজ করুন

প্রথমে আপনাকে নিচ থেকে আমার দেওয়া লিংক এ ক্লিক করে এপ টি ডাউনলোড করে নিতে হবে।

[এখানে থেকে ডাউনলোড করুন]

এবার ওপেন করে নিচের Screensort এর মতো এপ টি ওপেন করুন

এবার নিচের মতো ক্লিক করুন

এরপর customise এ ক্লিক করুন

সব গুলো অন করে save দিন

নিচের মতো এটা ও অন করুন

Number এর যায়গায় আপনার নাম্বার দিন

এবার Save করুন

ব্যাস আপনার কাজ শেষ। যেই নাম্বার টি দিয়েছেন সেই নাম্বার মেসেজ এ সকল তথ্য চলে আসবে।

কেমন লাগলো আজকের টিপস টা? আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।

আমার টিপস এ যদি আপনাদের উপকার অথবা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট এ আপনার মতামত জানাতে ভুলবেন না।

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ট্রিকবিডি এর সাথে থাকেন। আর হ্যা পোষ্ট টা কপি করলে ক্রেডিট দিয়ে দিবেন

আজ এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ।

Read More

The post অন্যের মোবাইলের সকল তথ্য নিয়ে আসুন আপনার মোবাইল নাম্বারে। না দেখলে মিস করবেন appeared first on Trickbd.com.


গেইম খেলার সময় অটো কেটে যাবে দুষ্টু বন্ধুর কল

গেইম খেলার সময় অটো কেটে যাবে দুষ্টু বন্ধুর কল

গেইম খেলতে ভালোবাসেন? কিন্তু যখনই গেইম খেলেন তখনই দুষ্ট বন্ধুর কল বিরক্ত করে? বা গেইমের সময় হঠাৎ কোন নোটিফিকেশন এসে গেইমের সব মজা নষ্ট করে দেয়? তাহলে এই পোস্টটি আপনার জন্যই।

দুষ্ট বন্ধুকে কখনো থামানো সম্ভব নয়, তাই তাদের কলকে থামাতে আমাদের প্রয়োজন হবে একটি এপ। এই এপটির নাম হলো “Gaming Mode” (গেমিং মোড)। এপটি ডাউনলোড করে নিন প্লেস্টোর থেকে–
Playstore/GamingMode

 

Gaming Mode - 1

এপটি ডাউনলোড হয়ে গেলে এপে ডুকে উপরের স্ক্রিনশটের মতো প্লাস সাইনে ক্লিক করুন।

যে গেইমগুলো এড করতে চান সেগুলোর পাশে টিক দিয়ে “Save” এ ক্লিক করুন।

গেইমটি যুক্ত হয়ে গেলে গেইমের পাশে “গিয়ার” বাটনটি ক্লিক করুন (উপরের মতো)

অপশনগুলো থেকে নিচের দিকে গেলে “Auto Reject” এবং “Notification Blocking” অপশন পাবেন। সেগুলো চালু করে দিন। তাহলেই কাজ শেষ।

আজ এই পর্যন্তই। এখন থেকে যখনই গেইমের সময় আপনার ফোন আসবে তখন কলটি অটোমেটিক কেটে যাবে। আর গেইমের সময়ও কোন নোটিফিকেশন পাবেন না।

–আপনাকে অসংখ্য ধন্যবাদ পোস্টটি পড়ার জন্য–

The post গেইম খেলার সময় অটো কেটে যাবে দুষ্টু বন্ধুর কল appeared first on Trickbd.com.


XIAOMI MI A3 – বাজেটের মধ্যে একটা অবিশ্বাস্য সেরা ক্যামেরা ফোনের রিভিউ + সাথে থাকছে ওয়েব ডিজাইনার শেখার আগ্রহীদের জন্য দারুন অফার!!!! (বিস্তারিত পোস্টে)

XIAOMI MI A3 – বাজেটের মধ্যে একটা অবিশ্বাস্য সেরা ক্যামেরা ফোনের রিভিউ + সাথে থাকছে ওয়েব ডিজাইনার শেখার আগ্রহীদের জন্য দারুন অফার!!!! (বিস্তারিত পোস্টে)

আসসালামু আলাইকুম


কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি।

টাইটেল দেখে বুঝে গিয়েছেন আজকের টপিকের বিষয়বস্তু কি! আশা করি সহজে বুঝাতে পারবো। ভালো লাগলে লাইক / কমেন্ট করবেন। এতে একটু হলেও পোস্ট লেখার মতো এনকারেজের জোগান পাই।
অন্য দিকে যদি পোস্ট খারাপ লাগে, ইগনোর করবেন।
হয়তো আপনার খারাপ লাগতে পারে, কিন্তু অন্যের তোহ ঠিকই উপকার হলো। তাই না??

যাক কথা না বাড়িয়ে চলুন সরাসরি টপিকে চলে যায়!

নেকের প্রশ্ন, “ভাই বর্তমান বাজারের কম দামের সেরা ক্যামেরা এবং পারফরম্যান্সের ফোন কোনটা??”

ঠিক তাদের জন্যই এই পোস্ট।

Xiaomi Mi A3 ফোনের হাত ধরে বাংলাদেশে মিডরেঞ্জ বাজারে নিজেদের জমি শক্ত করতে চাইছে শাওমি। Mi A সিরিজের অধীনে গত কয়েক বছরে ভারতে একাধিক অ্যান্ড্রয়েড ওয়ান স্মার্টফোন উন্মোচন করেছে বেজিং এর কোম্পানিটি । এই ফোনগুলিতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের উপরে শাওমি-র, MiUi স্কিন এর পরিবর্তে স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দেখা যায়। Mi A1 ফোনের দুর্দান্ত সাফল্যের পরে গত বছর লঞ্চ হওয়া Mi A2 ফোনও বেশ জনপ্রিয় হয়েছিল গোটা দেশে। মিডরেঞ্জের মধ্যে Mi A2 ফোনে সেরা ক্যামেরা থাকলেও এই ফোনে ছিল তুলনামুলক ছোট ৩,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও সেই ফোনে ছিল না ৩.৫ মিমি হেডফোন জ্যাক আর কোন এক্সপ্যান্ডেবেল স্টোরেজ। সম্প্রতি বাজারে এসেছে এই সিরিজের লেটেস্ট স্মার্টফোন Mi A3.।

মিডরেঞ্জ সেগমেন্টে কতটা দাগ কাটতে পারবে এই ফোন? জানার জন্য Mi A3 সেটটি রিভিউ করলাম আমি। এখানে জানিয়ে রাখতে চাই যে, আমি নিজেও Mi A3 (৪/৬৪ ভেরিয়েন্টের মোর দ্যান হোয়াইট) সেটটি ব্যবহার করি, এবং আলহামদুলিল্লাহ পুরোপুরি স্যাটিসফাইড।

Design:
Mi A3 ফোনের সামনে, পিছনে এবং ক্যামেরাতে থাকছে গ্লাস ফিনিশিং। ফোনের দুই দিকেই এবং ক্যামেরাতে থাকছে কর্নিং গরিলা গ্লাস ৫ এর প্রটেকশন। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ডিউড্রপ নচ। এই ফোনে ডিসপ্লের দুই পাশে পাতলা বেজেল থাকলেও উপরে ও নীচে থাকছে তুলনামুলক চওড়া বেজেল।

তিনটি রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন। কালার গুলোর নামও সুন্দর। কাইন্ড অফ গ্রে, মোর দ্যান হোয়াইট এবং নট জাস্ট ব্লু। ফোনের উপরে রয়েছে একটি ৩.৫ মিমি অডিও জ্যাক একটি সেকেন্ডারি মাইক্রোফোন আর একটি আইআর ব্লাস্টার। যার সাহায্যে আপনি চাইলে ঘরের টিভি, এসি, প্রজেক্টর ইত্যাদি ডিভাইসগুলো ফুললি কন্ট্রোল করতে পারবেন।



ফোনের নিচে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, দুটি স্পিকার গ্রিল। ফোনের ডান দিকে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটন। আর বাঁ দিকে রয়েছে হাইব্রিড সিম ট্রে।

Specifications & Software:
ফোনটি স্টক অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে রয়েছে ৬.০৮ ইঞ্চি এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। ফোনের চিপসেট হিসেবে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেট। সাথে থাকছে দুই ভেরিয়েন্ট, ৪ জিবি র‍্যাম এবং ৬৪ / ১২৮ জিবি রম আর ৬ জিবি র‍্যাম এবং ১২৮জিবি পর্যন্ত স্টোরেজ। ফোনে ইউএফএস ২.১ স্টোরেজ ব্যবহার করেছে শাওমি। যদিও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রমের ভেরিয়েন্টটি বাংলাদেশে আসেনি, এটি মূলত ইন্ডিয়ার জন্য উন্মোচিত করেছে শাওমি।

ফোনের পিছনে ট্রিপল ক্যামেরায় থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর ২ মেগাপিক্সেল ডেপ্ট সেন্সর। সেলফি তোলার জন্য এই ফোনের ফন্টে থাকছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।

Mi A3 ফোনে থাকছে একটি ৪,০৩০ MAh ব্যাটারি। সাথে থাকছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং। কানেক্টিভিটির জন্য এই ফোনে থাকছে এনএফসি, ৩.৫ মিমি অডিও জ্যাক, ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ ভি৫ ওয়াই-ফাই ৮০২.১১ এ/বি/জি/এন/এসি। এই ফোনে ডিসপ্লের নীচে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। থাকছে ফেস আনলক, গেম টার্বো ফিচার। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা হওয়ায় স্বল্প আলোতেও ভালো ভাবেই ফেস ডিটেক্ট করে আনলক করতে পারে ফোনটি। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি মূলত ইন-ডিসপ্লে ৭ম জেনারেশনের সেন্সর।

Performance & Battery Life:
রিভিউ করার সময় Mi A3 ফোনে কোন রকম ল্যাগ পাইনি আমি।। প্রয়োজনীয় সকল কাজ খুবই স্মুথলি করতে পেরেছে এই স্মার্টফোনটি। এই ফোনের স্ন্যাপড্রাগন ৬৬৫ চিপসেটে মাল্টিটাস্কিং করতে কোন অসুবিধা হয়নি। কোন সমস্যা ছাড়াও সহজে যে কোন অ্যাপ লোড হয়েছে।

আনতুতু বেঞ্চমার্কিং এ ১৪১,১৩২ পয়েন্ট পেয়েছে Xiaomi Mi A3 । গিকবেঞ্চ সিঙ্গেল কোর ও মাল্টিকোরে Mi A3 যথাক্রমে ১,৫০৪ আর ৫,৩৮৬ পয়েন্ট পেয়েছে।

পাবজি মোবাইল খেলার সময় ফোনে কোনপ্রকার ল্যাগিং সমস্যা হচ্ছিলো না। বিভিন্ন রিভিউতে দেখেছি ফোন একটু হিট করে গেইম খেললে, কিন্তু আমি COD /Asphalt 9 এবং পাবজি মোবাইল খেলে তেমন একটা গরম অনুভব করিনি। আমার কাছে ভালোই লেগেছে। ব্যাটারিও তেমন খরচ করেনি। ১ ঘন্টা গেইম খেলে দেখলাম মাত্র ১৮% চার্জ খরচ করেছে ফোনটি।

রোজকার ব্যবহারে এই ফোনে প্রায় দেড় দিন ব্যাটারি ব্যাক আপ পাওয়া গিয়েছে। ফোনের সাথে দেওয়া ১০ ওয়াটের চার্জারে ৩০ মিনিটে এই ফোনের ব্যাটারি ৩৪% চার্জ হয়েছে। যদিও একটি ১৮ ওয়াটের চার্জার কিনে নিলে জলদি চার্জ করে নেওয়া যাবে। এক রিভিউতে দেখেছি মাত্র ৩০ মিনিটে ৬০% চার্জ হয় ১৮ ওয়াটের চার্জারে।

এইবার আসি ক্যামেরা প্রসঙ্গেঃ
১৫০০০ টাকা (আন-অফিসিয়াল) দামের এই ফোনে আপনি যে ক্যামেরাটি পাচ্ছেন, তাতে আপনার মনে হবে আপনার টাকাগুলো আপনি জলে ফেলে দেননি বরং ডাবল করে নিয়েছেন। 😄 ফোনের পিছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর। এর সাথে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ১১৮ ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর আলট্রা ওয়াইড ক্যামেরা আর একটি ২ মেগাপিক্সেল ডেপ্ট সেন্সর। ওয়ানপ্লাস ৭ আর রেডমি কে২০ প্রো ফোনের প্রাইমারি ক্যামেরাতে একই সনি আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর ব্যবহার হয়েছে।



আর অন্যান্য অপশন হিসেবে থাকছে পোট্রেট, প্যানোরামা, নাইট আর প্রো মোড এবং স্লো মোশন ভিডিও রেকর্ড করার অপশন। এর সাথে থাকছে ফটো ও ভিডিও মোড। এছাড়াও থাকছে একটি আলাদা ৪৮ মেগাপিক্সেল মোড। এই মোডে ফুল রেজোলিউশন ছবি তোলা যাবে।

এই ফোনের ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাতেও ভালো ডিটেল পাওয়া যাবে। বিউটি মোডে ছবি সফট হবে। পোট্রেট মোডে থাকছে ভালো এজ ডিটেকশন। কম আলোতেও এই ফোনের ক্যামেরা উজ্জ্বল ছবি তুলতে পারবে। যে কারণে আগে যেটা বলেছিলাম, ফেস ডিটেক্ট করে স্বল্প আলোতেও ফেস লক খুলতে পারবেন সহজেই।

ফোনের পিছনের ক্যামেরা দিয়ে ৪কে আর সেলফি ক্যামেরা দিয়ে ১০৮০ পিক্সেল ভিডিও রেকর্ড করা যাবে। রিয়ার ক্যামেরায় ১০৮০ পিক্সেল মোডে স্টেবিলাইজেশন ব্যবহার করা যাবে। রিয়ার ক্যামেরা দিয়ে স্লো মোশন ভিডিও খুব ভালো আসে।

মতামতঃ
Mi A3 ফোনে ৩.৫ মিমি অডিও জ্যাক আর আর মাইক্রো এসডি কার্ড স্লট ফিরিয়ে এনেছে শাওমি। যদিও ডিসপ্লে রেজোলিউশন এফএইচডি+ থেকে কমে এইচডি+ হয়েছে। ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসর। রোজকার কাজে বেশ সক্ষম এবং শক্তিশালী এই প্রসেসর। দামের প্রতি যথেষ্ট সুবিচার করেছে এই স্মার্টফোন। ৪জিবি র‍্যাম + ৬৪জিবি স্টোরেজে Mi A3 ফোনটির দাম ২২,৯৯৯ টাকা (আনঅফিসিয়ালঃ ১৫০০০ টাকা) । ৪ জিবি র‍্যাম + ১২৮জিবি স্টোরেজে কিনতে ২৪,৯৯৯ টাকা খরচ হবে (আনঅফিসিয়ালঃ ১৭৫০০ টাকা) ।

যদি বলতে বলেন আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে ফোনটি কেমন, তাহলে নির্দ্বিধায় বলবো… আলহামদুলিল্লাহ নিজের টাকা ডাবল করে নিয়েছি।

#বিঃদ্রঃ আমি আনঅফিসিয়ালি কিনেছি ১৫৫০০ টাকা দিয়ে। যদিও এখন ১৫০০০ টাকায় পেয়ে যাবেন ৪/৬৪ ভেরিয়েন্ট এর ফোনটি। আমার মনে হয় শুধু শুধু অফিসিয়াল কিনতে চেয়ে এত্তো টাকা খরচ করার কোনো মানে হয়না। অফিসিয়াল এবং নন-অফিসিয়ালের পার্থক্য একটায়, আর তা হলো আপনি অফিসিয়ালে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আর নন অফিসিয়ালে তা পাচ্ছেন না। আমার মনে হয় শুধু শুধু ওয়ারেন্টির জন্য ৮০০০ টাকা বাড়তি খরচের কোনো মানেই হয় না। তারপরও যদি খরচ করতে চান, তবে তা আপনার একান্ত ব্যাক্তিগত ব্যাপার। ২য়ত, আমি পুরো পোস্টে আমার পার্সোনাল অপিনিউন পেশ করেছি, সুতরাং, কারো খারাপ লেগে থাকলে দুঃখিত।

প্রমোশনাল সেকশনঃ
ওয়েব ডিজাইন আগ্রহীদের অফারটি দেখতে এখানে ভিজিট করুন


#নোটঃ ট্রিকবিডির টার্ম অনুসরণ করতে গিয়ে ওয়েব আগ্রহীদের পোস্টটি এখানে দেওয়া সম্ভব হয়নি। যেহেতু ওয়েবসাইট লিংক পোস্ট শেষে শেয়ার অনুমোদন আছে, সেক্ষেত্রে পোস্টটি আমার সাইটে পোস্ট করে এখানে প্রমোশনাল সেকশনে লিংক দিয়ে দিলাম। যারা আগ্রহী তারা দয়া করে দেখে নিবেন।


ধন্যবাদ।

The post XIAOMI MI A3 – বাজেটের মধ্যে একটা অবিশ্বাস্য সেরা ক্যামেরা ফোনের রিভিউ + সাথে থাকছে ওয়েব ডিজাইনার শেখার আগ্রহীদের জন্য দারুন অফার!!!! (বিস্তারিত পোস্টে) appeared first on Trickbd.com.


এবার খেলুন ভুতুরে গেমস Granny: Chapter Two নতুন আপডেট ৷

এবার খেলুন ভুতুরে গেমস Granny: Chapter Two নতুন আপডেট ৷

প্রথমেই সবার কাছে ক্ষমা চাচ্ছি যে
বাংলা, বাংলিশ ও ইংলিশ মিক্স করে পোস্ট করার জন্য ৷

প্রাথমিক আলোচনাঃ
সাধারনত গেম কম বেশি সবাই খেলে ৷
যে গেমগুলা এ্যাডভেন্চার হয় তাহলে তো ছাড়ার কথাই নাই, যতক্ষন না প্রযুন্ত ফোনের চার্জ সিঙ্গলান বা লাল দাগ না হয় ৷
আমি আজকের পোস্টে যে গেমটার কথা বলতেছি, সেটা কিন্তু মটেই সাধারন গেমস নয় ৷ এটার এমন সব আওয়াজ যেন, যেন মনে হয় সত্তিকারের ভুতনি বুড়ি ঘারে বসেছে ৷ আর যদি রাতে না বাবা রাত না দিনই খেলা ভালো ৷ কি বলবো রাত মানেই তো ভুতরে খেলা, ভুতদের আনন্দের উৎসব ৷ ভুত মানেই তো অদৃশ্য ছায়া ৷

যাই হোক ভুত নিয়ে অত লেখতে ইচ্ছে নেই ৷
কনোক্রমে ভুত বাবাজিরা যদি এই পোস্ট দেখে আমার কপালে কি বুঝতেই পারছেন আর বলতে হবে কী?

Granny: Chapter two সম্পর্কে ধারনাঃ

অনেক টা পরিবর্তন এেনেছে Granny: Chapter two তে ৷

অনেকেই Granny ০১ গেমস খেলেছেন,
তাদের Granny গেম সম্পর্কে ভাল ধারনা আছে ৷

নতুনরা নিচের Step এ কি ভাবে খেলবেন দেখে নিন ৷

  • একজন প্লেয়ার সিয়ারের মেঝে
    দিয়ে নর্দমার দিকে পড়ে যাবে না।
  • অবজেক্টস আর প্লেয়ার আটকেবে না।
  • দাদা যখন তার ঘুমের মধ্যে পড়ে তখন চিরতরে স্তব্ধ হয়ে যান না।
  • দাদু যখন স্তব্ধ হয়ে যায় এবং শটগান দিয়ে গুলিবিদ্ধ হয়, তখন দাদা দু’জন দাদু হয়ে ওঠেন না।
  • গ্রানি এবং দাদা খেলোয়াড় গুলি
    করার পরে একই মেঝেতে ফোটেন না।
  • খেলোয়াড় ড্রয়ারের মধ্যে উঠতে পারবে না ।
  • *** কি ভাবে খেলবেনঃ
    1. একজন বুড়ি এবং বুড়ো মানে দাদা এবং দাদি তার হাতে একটা লাঠি দেখতে পাবেন ৷

    2. তাদের লাঠির আঘাত থেকে আপনাকে বাঁচতে হবে ৷
      এখানে আপনি কোন আঘাত করতে পারবেন না ৷
    3. আপনাকে একটা ঘরে তালা বদ্ধকরে রাখবে ৷
      আপনি যদি বাঁচতে চান তাহলে আপনাকে ঐ বাড়ি থেকে খুব সাবধানতার সাথে বেরিয়ে আসতে হবে ৷ যদি ভুল করে টের পায় তাহলে মৃত্যু ! মানে গেম ওভার ৷
    4. দাদি সবকিছু শোনেন, দাদা খুব একটা শুনতে পায় না, তবে সে খুব ভয়নাক ৷


    5. আপনি মেঝেতে কোনকিছু ফেললে ওরা শুনতে পাবে এবং সেখানে আসবে ৷

    6. আপনি চাইলে ৫দিন লুকিয়ে থাকতে পারবেন ৷

    Granny: Chapter Two 0.8.4 Update 2019-09-18

    Game features:
  • High quality graphics
  • Scary atmosphere
  • Gloomy locations
  • Logic puzzles
  • Hard decisions
  • File Information:
  • Name: Granny: Chapter Two
  • Size: 66.3 mb
  • Publish Date: 2019-09-17
  • Latest Version: 0.8.4
  • Downlod link: Dowload Now
  • (

    সবার কাছে অনুরোধ কেউ বাজে কমেন্ট করবে না ৷

    )

    Post টা ভালো লাগলে শেয়ার করুন ♯

    The post এবার খেলুন ভুতুরে গেমস Granny: Chapter Two নতুন আপডেট ৷ appeared first on Trickbd.com.


    Tuesday, October 29, 2019

    আপনার ফেসবুক মেসেঞ্জারের ম্যাসেজ হাইড করে রাখুন – গ্যারান্টি দিচ্ছি কারো পক্ষে দেখা সম্ভব হবে না।

    আপনার ফেসবুক মেসেঞ্জারের ম্যাসেজ হাইড করে রাখুন – গ্যারান্টি দিচ্ছি কারো পক্ষে দেখা সম্ভব হবে না।

    আসসালামুআলাইকুম ওয়া-রাহমাতুল্লাহ
    হ্যালো ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভাল আছেন। আর ভালো থাকবেনই নাই বা কেন!  যারা ট্রিকবিডি সাথে থাকে তারা সবসময় ভালই থাকে। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি।
    আজকে আমি আপনাদের সামনে একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। এই টিউটোরিয়ালটি দেখার মাধ্যমে আপনি আপনার ম্যাসেঞ্জারের যে কোন প্রিয় মানুষকে আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনদের নজর থেকে হাইড করে রাখতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী তাকে মেসেজ করে আবার হাইড করে রাখতে পারবেন।
    তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক

    ১।


    এর জন্য সর্বপ্রথম আপনাকে আপনার মেসেঞ্জারে চলে যেতে হবে। যাওয়ার পর যে আইডিটার মেসেজ হাইড করে রাখতে চান সেই আইডির ওপর চাপ দিয়ে ধরে রাখুন।

    ২।


    চাপ দিয়ে ধরে রাখার কয়েক সেকেন্ডের মধ্যেই নিচের স্ক্রিনশটের মত কয়েকটি অপশন আসবে সেখানে সমান তিন চিহ্নযুক্ত অপশনে ক্লিক করুন।

    ৩।


    এরপর আরো কয়েকটি অপশন আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারবেন সেখান থেকে প্রথম অপশনটি যেটা রয়েছে Archive নামের সেটার উপর ক্লিক করুন। ব্যাস আপনার কাজ এখন মোটামুটি শেষ।

    ৪।


    যে আইডি থেকে আপনি হাইড করতে চাচ্ছিলেন দেখুন সেই আইডিটা এখন হাইড হয়ে গেছে।


    এখন সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে আপনি তো আপনার সব বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছ থেকে ওই কাঙ্খিত আইডিটি হাইড করেছেন কিন্তু যখন আবার তাকে মেসেজ দেওয়ার দরকার হবে বা কনভারসেশন শুরু করবেন তখন আপনি কি করবেন!? এর জন্য আপনাকে সর্ব প্রথমে ম্যাসেঞ্জারের সার্চ অপশনে চলে যেতে হবে।

    ৫।


    যার কাঙ্খিত আইডিটি একটু আগে হাইড করেছিলেন তার প্রথম অক্ষর বা সম্পূর্ণ নামটি লিখলেই সেই আইডিটি দেখবেন সার্চ লিস্টে শো করছে।


    তো সেখান থেকে তার আইডি তে ক্লিক করলেই আপনি আবার তার সাথে কনভারসেশন বা চ্যাট করা শুরু করতে পারবেন।



    এখন যদি আপনি আবার তার সাথে চ্যাট করা শুরু করেন তাহলে সে মেসেঞ্জারে সামনে চলে আসবে কিন্তু তখন যদি আমার দেখানোর নিয়ম টা ফলো করেন তাহলে আবার সেই মেসেজটা হাইড হয়ে যাবে।


    আশা করি বুঝতে পেরেছেন। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনুপ্রেরণা যোগাবে আমার পরবর্তী পোস্টের জন্য।
    আর হ্যাঁ আমার পোস্টে ভুল ত্রুটি থাকা অস্বাভাবিক নয়। যদি আমার কোন ভুল হয়ে থাকে তাহলে খারাপ ভাবে না বলে বুঝিয়ে ভুল অংশটুকু ধরিয়ে দিলে উপকৃত হব। 
    আজকের মতো এখানেই শেষ করছি। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী পোস্টে। আল্লাহ্ হাফেজ।







    The post আপনার ফেসবুক মেসেঞ্জারের ম্যাসেজ হাইড করে রাখুন – গ্যারান্টি দিচ্ছি কারো পক্ষে দেখা সম্ভব হবে না। appeared first on Trickbd.com.