Monday, September 30, 2019

How to URL submit Google!! নিজের ওয়েব সাইট Google Submit করুন খুব সহজেই।

How to URL submit Google!! নিজের ওয়েব সাইট Google Submit করুন খুব সহজেই।

আশা করি সবাই ভালো আছেন। আমার সালাম নিবেন। আমি Trickbd তে নতুন। আশা করি আমি ভালো কিছু আপনাদের দিতে পারবো।কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

Website Google submit করার জন্য আমরা প্রথম নিচের লিংকে যাবো।
https://search.google.com/search-console/welcome?utm_source=about-page

নিচের পেজের মতো করে সব কাজ করবেন ছবি গুলো ভালো করে লক্ষ করুন আশা করি বুঝতে পারবেন।

এর পর নিচে দেখুন

এর পর যা করবেন

এবার ফাইলটি ডাউনলোড করুন

এবার আপনার hosting cpnal login করুন তারপর আপলোড করুন

এবার নিচের ছবি‌ দেখুন

তার পর যা করবেন

তার পর যা করবেন

তার পর যা করবেন

এবার শেষ
অনেক কষ্টে করে পোষ্ট করার পর লাইক না পাইলে খুব খারাপ লাগে। কোনো প্রয়োজন লাগলে আমার ফেসবুকে নক করতে পারেন।
My Facebook link:https://m.facebook.com/m.d.romanraihan7

The post How to URL submit Google!! নিজের ওয়েব সাইট Google Submit করুন খুব সহজেই। appeared first on Trickbd.com.


নারি ও পুরুষ উভয়ের সলাত আদায়ের সহিহ পদ্ধতি

অআসসালামু আলাইকুম!
আশা করি সবাই ভালো আছেন।
#TrickBDCompetition
একজন মুসলিম হিসেবে আমাদের উপর ৫ ওয়াক্ত নামায ফরজ করা হয়েছে।
নারি ও পুরুষ উভয়ের সলাত আদায়ের সহিহ পদ্ধতি-
নারি ও পুরুষ উভয়ের সলাত আদায়ের সহিহ পদ্ধতি

 আমরা জানি,

নামায বেহেশতের চাবি

কিন্তু আমাদের মধ্যে অনেকেয় আছেন যারা নামাযের সঠিক নিয়ম জানি না।
আমরা জানি চাবি ছাড়া যেমন তালা খোলা যায়না,তেমনি নামায ছাড়া আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না।তবে শুধু নামায আদায় করলেয় হবে না তা হতে হবে সহিহ ও শুদ্ধ।
আমরা যারা C Programming জানি তারা অব্যশ্যয় জানি “;” এর গুরুত্ব কতটুকু।
 Infact Programming তে কোন ক্যারেক্টার ভুল হলেও সে প্রোগ্রাম টি কাজ করে না, তেমনি নামাযের কোন একটি কাজ বাদ পড়লে বা সঠিক ভাবে না করলে তা কবুল হবে না।
অনেক কথা হলো এখন আসি মুল কাজে।

নারি ও পুরুষ উভয়ের সলাত আদায়ের সহিহ পদ্ধতি-
____________________________________________
১- বড় পবিত্রতা বা ফরয গোসলের পূর্বে অযু করতে হবে তারপর আর ওজু না ভাঙলে ফরয গোসলের পরে নতুন করে অযু করার দরকার নেই ।(বুখারী হাদীস নং ২৪৮- পৃষ্ঠা ১৩৪)

 ২- ছোট পবিত্রতা বা অযুর সময় ঘাড় মাসাহ করা যাবে না, মাথা মাসাহ করতে হবে ১বার এবং তার পদ্ধতি হচ্ছে ২হাতকে মাথার সামনে থেকে পিছনে নিয়ে যেতে হবে এবং পিছন থেকে সামনে আনতে হবে তারপর ২তর্জনী আঙ্গুল ২কানের ছিদ্রের মধ্যে দিয়ে পরিষ্কার করতে হবে এবং তারপর কানের ছিদ্রের উপরের ভাজ তর্জনী আঙ্গুল দ্বারা পরিষ্কার করতে হবে এবং শেষে ২বৃদ্ধাঙ্গুল দারা ২কানের পিছনে মূছে দিতে হবে। অন্যান্য অঙ্গগুলো ৩বার করে ধুতে হবে এবং হাত ও পায়ের আঙ্গুলগুলোর মধ্যে আঙ্গুল প্রবেশ করিয়ে ভালকরে খিলাল করে পরিষ্কার করতে হবে। মুখে পানি নিয়ে গড়গড়া করতে হবে এবং নাকে পানি নেওয়ার সময় পানি নাকের মধ্যে টেনে নিতে হবে তারপর নাক ঝেরে ফেলতে হবে।(বুখারী হাদীস নং ১৬৪-১৬৫-পৃষ্ঠা ৯৭-৯৮)

 ৩- স্বলাতে দাড়িয়ে অন্তরে নিয়ত করতে হবে কিন্তু মুখে পড়তে হবে না(কোন ব্যক্তি স্বলাত আদায় করবে বলেই সে স্বলাতে দাড়িয়েছে, এটাই তার নিয়ত। সে যদি স্বলাতের নিয়ত না করতো তবে সে অযুও করতো না এবং স্বলাতেও দাঁড়াতো না আর সবচেয়ে বড় কথা মুখে নিয়ত করার কোন প্রমাণ নেই সুতরাং একাজ বিদয়াত)।(বুখারী ৭৯৩, ৮০৩ -পৃষ্ঠা ৩৮৫, ৩৯০)
ফজর বা যোহর বা আসরের ফরজ সলাত বা সুন্নাত সলাত আদায় করছি মনে মনে এই সংকল্প করে আল্লাহু আকবার দিয়ে সলাত আরম্ভ করবে।

 ৪- তাকবীরে তাহরীমা অর্থাৎ আল্ল-হু আকবার বলে কাধ বরাবর বা কাঁন বরাবর হাত উঠিয়ে(তবে কাঁন বা কাঁনের লতি স্পর্শ করতে হবে না) বুকে হাত বাধতে হবে।(নাসাঈ ১১০২- পৃষ্ঠা ৩৫৩, বুখারী ৭৩৮, ৭৪০ – পৃষ্ঠা ৩৫৪, ৩৫৭। আবু দাউদ ৭৫৯ – পৃষ্ঠা ৫১০)

 ৫- স্বলাতের কাতারে একে অন্যের পায়ের সাথে পা এবং কাধের সাথে কাধ মিলীয়ে দাড়াতে হবে অর্থাৎ একে অন্যের মাঝে কোন ফাকা রাখা যাবে না।(বুখারী হাদীস নং ৭২৫ – পৃষ্ঠা ৩৪৯)

 ৬- স্বলাতে দাড়িয়ে কোন কাজ ইমামের আগে বা ইমামের সাথে সাথে করা যাবে না বরং ইমাম করার পর করতে হবে।(বুখারী হাদীস নং ৬৮৯, ৬৯১ – পৃষ্ঠা ৩৩৩-৩৩৪)

 ৭- একাকী বা ইমামের পিছনে, সরবে কিরাত বা নিরবে কিরাত সর্বোবস্থায় সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে।(মুসলিম হাদিস নং ৭৬৪, বুখারী হাদীস নং ৭৫৬ – পৃষ্ঠা ৩৬৭, তিরমিযী ৩১১ – পৃষ্ঠা ২৭৪)

 ৮- সরবে কিরাতের স্বলাতে সূরা ফাতিহা শেষে ইমামের সাথে জোরে আমীন বলতে হবে এবং নিরবে কিরাতের স্বলাতে সূরা ফাতিহা শেষে নিরবে আমীন বলতে হবে।(বুখারী ৭৮০ – পৃষ্ঠা ৩৭৮)

 ৯- রুকু করার আগে রফউল ইয়াদাইন করতে হবে(২হাতকে প্রথম তাকবীরে তাহরীমায় উঠানোর মতো কাধ বরাবর বা কাঁন বরাবর ঊঠাতে হবে)।(বুখারী হাদীস ৭৩৫-পৃষ্ঠা ৩৫৩, মুসলিম ৭৪৭ পৃষ্ঠা-৩৭৫)
 ১০- রুকু করার সময় পিঠ একেবারে সোজা করতে হবে।(বুখারী হাদীস নং ৭৯১, ৭৯৩ – পৃষ্ঠা ৩৮৪-৩৮৫)

১১- রুকু থেকে উঠে রফউল ইয়াদাইন করতে হবে এবং ধীর-স্থিরতার সাথে অবশ্যই সোজা হয়ে দাড়াতে হবে নইলে স্বলাত হবে না।(বুখারী হাদীস নং ৭৩৫,। ৮০০ – পৃষ্ঠা ৩৫৩,। ৩৮৮)

 ১২- সেজদায় যাওয়ার সময় আগে ২ হাত মাটিতে রাখতে হবে, অবশ্য হাঁটু আগে রাখলেও চলে।(আবু দাউদ ৮৪০ – পৃষ্ঠা ৫৭৯)

 ১৩- সেজদার সময় ২পা মিলে যাবে, ২হাত মাটীতে কাধ বরাবর বা কাঁন বরাবর থাকবে, আঙ্গুলের মাঝে কোন ফাকা থাকবে না। ২হাতের বাহুকে কুকুরের মতো মাটীতে বিছিয়ে দেওয়া যাবে না এবং হাতকে পেট এবং পা থেকে এতোটা দূরে রাখতে হবে যাতে পেটের নিচ দিয়ে ১টা ছাগলের বাচ্চা যাওয়ার মতো জায়গা থাকে।(বুখারী ৮২২, ৮০৭ – পৃষ্ঠা ৪০০, ৩৯৪, মুসলিম ৯৯৪ – পৃষ্ঠা ৪৬৩, নাসাঈ ১১০২- পৃষ্ঠা ৩৫৩, সহীহ্ ইবনে খুযাইমা) 

১৪- রুকু এবং সেজদা ধীর-স্থিরতার সাথে করতে হবে। কাঁকের মতো দ্রুত ঠোকর মারলে স্বলাত হবে না।(বুখারী হাদীস নং ৭৯১, ৭৯৩ – পৃষ্ঠা ৩৮৪-৩৮৫) 

১৫- সেজদাতে কপালের সাথে নাকও অবশ্যই মাটীতে রাখতে হবে, নাক উপরে উঠে গেলে হবে না।(বুখারী হাদীস নং ৮১২ – পৃষ্ঠা ৩৯৬, আবু দাউদ ৮৯৪ – পৃষ্ঠা ৩২)

 ১৬- প্রথম সেজদা থেকে উঠে সোজা হয়ে বসতে হবে এবং এ সময় পঠনীয় যে দোয়া রয়েছে (রব্বিগফিরলি রব্বিগফিরলি) তা অবশ্যই বলতে হবে।(বুখারী হাদীস নং ৮০১ – পৃষ্ঠা ৩৮৮.। আবু দাউদ ৮৫০, ৮৭৪ – পৃষ্ঠা ৫)

 ১৭- স্বলাতের মধ্যে ১ বা ৩ রাকাতের সময় দ্বিতীয় সেজদা শেষে কিছুসময় বসতে হবে তারপর ২ হাত জমিনের উপর ভর করে উঠতে হবে।(বুখারী হাদীস নং ৮২৪ – পৃষ্ঠা ৪০১)

 ১৮- স্বলাত যদি ২ রাকাতের বেশী হয় তবে ২য় রাকাতের বৈঠক শেষ করে উঠে আবার রফউল ইয়াদাইন করতে হবে।(বুখারী হাদীস নং ৭৩৯ – পৃষ্ঠা ৩৫৫)

 ১৯- ২ রাকাতের বেশী স্বলাতের ক্ষেত্রে শেষ বৈঠকে তাওয়াররুক করতে হবে অর্থাৎ ডান পা খাড়া রেখে বাম পাকে ডান পায়ের ভীতরে ঢুকিয়ে নিতম্বের উপর বসতে হবে।(বুখারী হাদীস ৮২৮ – পৃষ্ঠা ৪০৩)

 ২০- তাশাহুদের বৈঠকে সবসময় তর্জনী আঙ্গুল নাড়াতে হবে এবং চোখ তর্জনী আঙ্গুলের দিকে থাকবে।(মিশকাত ৯১৩ – পৃষ্ঠা ৫৩৯, নাসাঈ ১১৬০, ১১৫৯ – পৃষ্ঠা ৩৭০, মুসলিম ১১৯৬-১১৯৮ – পৃষ্ঠা ৫৫, তিরমিযী ২৯৪, ৩৫৫৭ – পৃষ্ঠা ২৫৭, ৪১৪)

 ২১- পুরো স্বলাতের সময় চোখ সেজদার জায়গায় রাখতে হবে শুধু তাশাহুদের বৈঠকে চোখ তর্জনী আঙ্গুলের দিকে রাখতে হবে। (বাইহাকী, হাকেম)

 ২২- সালাম দিয়ে স্বলাত শেষ হয়ে যাবে।(বুখারী হাদীস নং ৮৩৭ – পৃষ্ঠা ৪০৮, মুসলিম ৯৯৭ – পৃষ্ঠা ৪৬৪)

 ২৩- সলাতের পদ্ধতিতে নারি এবং পুরুষের কোন পার্থক্য নেই, সলাত আদায়ের পদ্ধতি উভয়ের জন্য একই রকম। (বুখারি হাদিস ৬৩১)

(তাওহিদ পাব্লিকেসনের থেকে হাদিসের নাম্বার মিলিয়ে দেখতে পারেন)
কতটা ভালোভাবে বুঝাতে পেরেছি জানি না।
কোন ভুল বা এর চেয়ে শক্তিশালী সহিহ দলিল পেলে জানাতে ভুলবেন না।
আল্লাহ আমাদের সঠিক জনার আর সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন।

ইসলামিক আপডেট  পেতে যুক্ত  হোন ঃ
ফেসবুকঃMission Peace

প্রথম প্রকাশিত হয়েছেঃ Peace Dairy

The post নারি ও পুরুষ উভয়ের সলাত আদায়ের সহিহ পদ্ধতি appeared first on Trickbd.com.


খুব সহজেই আনলিমিটেড Twitter এক্যাউন্ট খুলুন,সাথে থাকছে ভেরিফাইয়ের জন্য আনলিমিটেড জিমেইল।

খুব সহজেই আনলিমিটেড Twitter এক্যাউন্ট খুলুন,সাথে থাকছে ভেরিফাইয়ের জন্য আনলিমিটেড জিমেইল।

#TrickBDCompetition

আসসালামু অলাইকুম,

কেমন আছেন সবাই। আশা করি TrickBD এর সাথে ভালই আছেন।

তো আজকের পোস্টে আমি দেখাবো কিভাবে আনলিমিটেড টুইটার এক্যাউন্ট করবেন।আমাদের বিভিন্ন সাইটে টুইটার এক্যাউন্টের প্রয়োজন হয়।যেমনঃযারা লাইকফরলাইক সাইটে কয়েন ইনকাম করেন,তাদের বেশী কয়েন ইনকামের জন্য টুইটার এক্যাউন্ট প্রয়োজন হয়,আবার টেলিগ্রামের বিভিন্ন এয়ারড্রপেও টুইটার এর প্রয়োজন হয়।শুধু টুইটার এক্যাউন্ট নয়,সাথে দেখাবো কিভাবে নিউ নিউ আনলিমিটেড জিমেইল ব্যবহার করবেন।তো চলুন আর কথা না বাড়িয়ে মূল পোস্টে যায়।

প্রথমে এই লিংকে ডুকে দেখবেন একটি জিমেইল আছে।আপনি চাইলে এই জিমেইল টি ডিলিট করে নিউ জিমেইল ব্যবহার করতে পারেন।তো ডিলিট করার জন্য ডিলিটের আইকনে ক্লিক করলে নতুন জিমেইল আসবে।

এভাবে একটা জিমেইল এর কাজ শেষ হলে,জিমেইল ডিলেট করে নিউ জিমেইল দিয়ে টুইটার এক্যাউন্ট ভেরিভাই করবেন।তো আমি একটা জিমেইল দিয়ে একটি টুইটার এক্যাউন্ট তৈরি করে দেখায়।প্রথমে টেম্পমেইল সাইটে ডুকে একটা জিমেইল কপি করে নিন।

 কপি করার পর টুইটারের অফিশিয়াল সাইটে চলে যান।তারপর Sign up এ ক্লিক করুন।

তারপর Name অপশেনে যেকোনো একটি নাম দিন।নামের সাথে নাম্বার যোগ করতে পারেন,যেমনঃSaddam87875 ।তারপর use email instead এ ক্লিক করুন।

তারপর আপনার কপি করা মেইলটি বসিয়ে Next বাটনে ক্লিক করুন।

সবগুলোতে রাইট এ ক্লিক করে Next এ ক্লিক করুন।

এবার Sign Up এ ক্লিক করুন।

এবার আপনার টেম্পমেইলে একটা কোড যাবে।

টেম্পমেইল সাইটটিতে গিয়ে আপনার টুইটারের ভেরিফিকেশন কোডটি কপি করুন।

কোডটি বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।

এবার একটি পাসওয়ার্ড দিয়ে নেক্সট এ ক্লিক করুন।

এখন আপনি যদি আপনার টুইটার এক্যাউন্টের কোনো ছবি দিতে চান,তাহলে মাঝখানে প্লাস বাটনে ক্লিক করে প্রোফাইল পিক আপলোড দিতে পারেন।আর প্রোফাইল পিক না দিলে  Skip for now তে ক্লিক করুন।

আপনি চাইলে এখানে আপনার সম্মপর্কে যেকোনো কিছু লিখতে পারেন।না লিখলে Skip for now এ ক্লিক করুন।

এর পরের অপশেনে নেক্সট এ ক্লিক করুন।

আবার Next এ ক্লিক করুন।

এখানে যেকোনো একটি বাটনে ক্লিক করলে হবে।

এবার দেখুন আপনার একটি জিমেইল ভেরিফাইড টুইটার এক্যাউন্ট হয়ে গিয়েছে।

আরো টুইটার এক্যাউন্টের জন্য লগ আউট করে,আবার টেম্প মেইল থেকে নতুন মেইল দিয়ে ভেরিফাই করে নতুন এক্যাউন্ট তৈরি করতে পারবেন।এভাবে আনলিমিটেড টুইটার এক্যাউন্ট করতে পারবেন।

তো এই ছিল আজকের পোস্ট।পোস্টটা ভালো লাগলে একটি লাইক কি পেতে পারি।পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমা মার্জনীয়।আজ এই পর্যন্ত।

আল্লাহ হাফেজ

The post খুব সহজেই আনলিমিটেড Twitter এক্যাউন্ট খুলুন,সাথে থাকছে ভেরিফাইয়ের জন্য আনলিমিটেড জিমেইল। appeared first on Trickbd.com.


নতুন করে খেলুন মারিও কার্ট টুর রেসিং গেমস আবারও ২৭ বছর পর নতুন রুপে

নতুন করে খেলুন মারিও কার্ট টুর রেসিং গেমস আবারও ২৭ বছর পর নতুন রুপে

#TrickBDCompetition

ট্রিকবিডির নিয়মিত ভিজিটর, সাবস্ক্রাইবার,কন্ট্রিবিউটর,
লেখক,সাপোর্ট টিম,এডমিন এবং শুভাকাঙ্ক্ষী দের
অনেক অনেক সুভেচ্ছা ও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম!

সবাই কেমন আছেন?
আমি আছি ৷

তো চলুন Mario Kart Tour গেমসটা সম্পর্কে জানা যাকঃ ⇓

গেমস সামারি পরিচয়ঃ


Name: Mario Kart Tour
Publisher: Nintendo
Genre 3D , Online , Racing
Latest Version: 1.0.1
Size: 125M
MOD Features: No
Platforms: Android
Get It On: Play Google

গেমস প্রকাশঃ

  • এই মারিও কার্ট টুর গেমসটা ১৯৯২ সালের একদল টুরিস্ট রেসিং খেলায় গোল্ড পরুস্কার পায় ৷ তার উপর ভিত্তি করে গেমসটা তৈরী করেন ৷ ২০১৮ সালে প্রথম পুরস্কার পায় ৷ ২০১৯ সালে গেমসটা সংস্কার করা হয় ৷ মারিও কার্ট টুর গেমসটা সিরিজ হিসাবে প্রকাশ হয় ৷ উওর আমেরিকা ও জাপানে মারিও কার্ট টুর গেমস স্যাক্সেসফুল রাজত্য করতেছে ৷
  • মারিও কার্ট টুর ২৭ বছর পর মোবাইল ভারসনে গেমস হিসাবে চালু হয়, আপনাকে আলন্দ দিবে গেমসটি ৷ এটি সুপার মুডে তৈরি করা হয় ২০১৯ সালে ৷
    সব এন্ড্রয়েড ফোনেই চলবে ৷
  • মারিও কার্ট টুর যা যা থাকছেঃ

  • মারিও কার্ট টুর ভালো মানের 3d গেমস ৷
  • পুরা পৃথিবী রাসিং করতে পারবেন ৷
  • বিপক্ষের গাড়িকে ধাক্কা দিতে পারবেন ৷
  • গাড়ি দিয়ে মারতে পারবেন ৷
  • ফাস্ট হলে পুরস্কার পাবেন ৷
  • কন্ট্রল করবেন কি ভাবেঃ

  • মারিও কার্ট ট্যুরের ওপনে করার পর কন্ট্রোল প্যালেন আছে ৷
  • এটি মোবাইলের অন্যান্য রেসিং গেমের মতই কন্ট্রোল করতে পারবেন ৷
  • আপনি চাইলে ডালিকে ডুবিয়ে রাখতে আঙুল দিয়ে সোয়াপ করুন তাহলেই হবে ৷
  • কনসোল সংস্করণ থেকে
    একটি ছোট পরিবর্তন আসবে, প্রতিপক্ষের কাছে আসা বা
    প্রাচীরের সাথে সংঘর্ষের কারণে আপনার পতনের
    পরে যখন আপনার কার্টটিকে স্বয়ংক্রিয়ভাবে আবার গতি
    বাড়তে পারবেন ।
  • চরিত্র ধারন বা পরিবর্তনঃ
    আপনি যদি সুপার মারিও কার্টের চরিত্রগুলির সাথে অনুরাগী
    হন তবে চরিত্র ব্যবস্থা আপনাকে চরম উদ্দীপনা
    বোধ করবে। আপনি গেমটি শুরু করতে পারবেন টোড বা টোডেট অক্ষর দিয়ে । মুড দ্বারা বাছাই করা
    অক্ষরের মধ্যে তিন ধরণের অক্ষর চালু আছে, মুড এবং
    সুপার মুডের অন্তর্ভুক্ত। আপনি চাইলে পান্না ব্যবহার করে
    চরিত্রের বুকে আনলক করতে পারেন।
    আপনি চাইলে চরিত্র বদলাতে পারবেন ৷

    সিলেক্ট করতে পারবেন চরিত্র গুলি ৷

  • কিছু সাধারণ চরিত্রগুলি: কোওপা ট্রুপা, বেবি মারিও,
    বেবি লুইজি, ল্যারি ট্রোপা,…
  • কিছু চরিত্র মুড: মারিও, লুইজি, ওয়ারিও, গাধা কং, ডেইজি,…
  • বর্তমানে আছে মারিও,
    রোজালিনা, সহ সুপার মুডের চারটি চরিত্র
    রয়েছে, শুকনো বোসার, কিং বু।
  • চ্যালেঞ্জগুলি

      মারিও কার্ট টুর গেমে পাঁচ ধরনের চ্যালেঞ্জ আছে ৷
      চ্যালেঞ্জগুলি গলোঃ
    1. রকেট স্টার্ট!
    2. রিংয়ের মধ্য দিয়ে রেস করুন
    3. জাম্প করা
    4. বুস্টস ক্র্যাশ
    5. গ্লাইডার চ্যালেঞ্জটি করবেন না

    গ্রাফিক্সঃ
    মারিও কার্ট ট্যুর গেমটি খুব সুন্দর ডিজাইন করা গ্রাফিক্স ৷
    মারিও কার্ট ট্যুর গেমটি মোবাইলে ভারসন গ্যাফিক্স ৷
    কলসেলের তুলনাই কিছু পরিবর্ত আনা হয়েছে ৷
    গেমটি আপনাকে ২৭ বছর আগের রেসিং এর আলন্দ বা আবেগ দিবে ৷

    ধন্যবাদ সবাইকে এত কস্ট করে পড়বার জন্য ৷


    তাহলে গেমসটি ডাউনলোড করে খেলতে থাকুন ৷
    ডাওনলোড করে নিন ⇅ ৷

    The post নতুন করে খেলুন মারিও কার্ট টুর রেসিং গেমস আবারও ২৭ বছর পর নতুন রুপে appeared first on Trickbd.com.


    খুব সহজেই আপনার Youtube Channel এ প্রতিদিন হাজার হাজার সাবস্ক্রাইব নিয়ে নিন এবং সাবস্ক্রাইব বাড়ানোর অভিনব কৌশল জেনে নিন।

    খুব সহজেই আপনার Youtube Channel এ প্রতিদিন হাজার হাজার সাবস্ক্রাইব নিয়ে নিন এবং সাবস্ক্রাইব বাড়ানোর অভিনব কৌশল জেনে নিন।

    #TrickBDCompetition

    আসসালামু অলাইকুম,

    কেমন আছেন সবাই। আশা করি TrickBD এর সাথে ভালই আছেন।

    তো আমাদের অনেকেরই ইউটিউব চ্যানেল রয়েছে।কিন্তু পর্যাপ্ত সাবস্ক্রাইব এর জন্য আমাদের ইউটিউব চ্যানেল গ্রো হচ্ছে না।তো আজকের পোস্টের আমি সাবস্ক্রাইব বাড়ানোর কিছু কৌশল আপনাদের সাথে শেয়ার করব।আশা করি পোস্টি আপনাদের উপকারে আসবে।তো আর কথা না বাড়িয়ে মূল পোস্টে চলে যায়।

    তো আমি প্রথমে সাবস্ক্রাইব বাড়ানোর ২ টি কৌশল বলব।প্রথম কৌশলটি হলো আপনার চ্যানেলের মাধ্যমে এবং আরেকটি কৌশল হচ্ছে সাইটের মাধ্যমে সাবস্ক্রাইব বাড়ানো।

    প্রথমেই বলব যদি আপনার চ্যানেলটি টেক রিলেটেড চ্যানেল হয়,তাহলেই অবশ্যই আপনার চ্যানেলে এমন ভিডিও দেন,যেন মানুষ ভালো কিছু জানতে পারে এবং খুব সহজেই আপনার ভিডিও বুঝতে পারে।এবার কথা হচ্ছে আপনি ভালো ভিডিও ছাড়লেন,কিন্তু কেউ তো আপনার চ্যানেল বা ভিডিও পাচ্ছে না।তাই এখন আপনার যেটি করতে হবে।প্রথমে ফেসবুকে কিছু গ্রুপ আছে।যেমনঃ Android Army Bd,Android Problem Fix,ইত্যাদি।এই গ্রুপে অনেকে তার ফোন বা কম্পিউটারের বিভিন্ন প্রব্লেম শেয়ার করে সল্ভ করার জন্য।তো ধরুন একজন গ্রুপে পোস্ট করেছে,”আমার জিমেইল পাসওয়ার্ড ভুলে গেছি,এখন কি করব?”।তো এই প্রব্লেমের ফিক্সের ভিডিও আপনার চ্যানেল এ রয়েছে।এখন আপনি তার কমেন্ট বক্সে আপনার সেই ভিডিওয়ের লিঙ্ক দিবেন,যেটায় সেই প্রব্লেমের সল্ভ হবে।কিন্তু শুধু লিঙ্ক দিলেই হবে না,সাথে ভালো একটি কমেন্ট করবেন।এর ফলে যখন আপনার ভিডিওটি সেই লোক দেখবে এবং তার প্রব্লেম সল্ভ হবে,সে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং বিভিন্ন প্রয়োজনে আপনার চ্যানেলে ডুকবে এবং আপনার নিউ নিউ ভিডিও দেখবে।তো আপনি একজন রিয়েল এবং এক্টিভ সাবস্ক্রাইব পেয়ে যাবেন।আরেকটি পদ্ধতি হলোঃঅনেক বড় বড় ইউটিউবার এর ভিডিও এর নিচে অনেকে অনেক প্রব্লেম শেয়ার করে ,কিন্তু কমেন্ট বেশী হওয়াই বড় ইউটিউবাররা রিপ্লায় দিতে পারে না।তো আপনি গিয়ে সেই কমেন্টের রিপ্লায়ে তার প্রব্লেমের সলুশেন দিবেন।তাহলে সে অন্তত একবার হলেও আপনার চ্যানেলে আসবে এবং সাবস্ক্রাইব করে যাবে।এভাবে আপনারা এক্টিভ সাবস্ক্রাইব পাবেন খুব সহজেই।

    তো এবার আমি বলব কিভাবে সাইটের মাধ্যমে আপনি সাবস্ক্রাইব,লাইক,ভিউ নিবেন।তো এর জন্য অনেক সাইট রয়েছে।আমি একটি সাইট দিয়ে আপনাদের দেখাব।সাইট্টির নাম Followlike।এছাড়াও আরো ২টি ভালো সাইট আছে।তো আমি একটি সাইট দিয়ে দেখাবো।আপনারা চাইলে ৩টা ব্যবহার করে দেখতে পারেন।এই ৩টা সাইটই একি রকম।

    সাবস্ক্রাইব,ভিউ,লাইক নেওয়ার তিনটি সাইটঃ

    ১. Followlike

    ২. Youlikehits

    ৩. Like4Like

    তো আমি Followlike দিয়ে দেখাবো কিভাবে আপনারা সাবস্ক্রাইব নিবেন।

    প্রথমে সাইটে ডুকে রেজিস্টার ওপশেনে ক্লিক করে একটি এক্যাউন্ট করতে হবে।এন্ড্রোয়েড ফোনেও সাইট্টি এমন দেখাবে।আমি পিসি দিয়ে দেখাচ্ছি।

    তারপর একটি রেজিস্টেশন ফর্ম আসবে।ফর্মটি পূর্ণ করতে হবে।

    ইউজার নেমে আপনার সংক্ষেপে নাম দিবেন সাথে নাম্বার দিবেন।যেমনঃRakib24 ।তারপর আপনার পাসওয়ার্ড দিন এবং পুনরায় আবার একই পাসওয়ার্ড দিন।তারপর আপনার জিমেইল দিন এবং পুনরায় আবার জিমেইল দিন।কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করুন।তারপর ক্যাপচা পূরণ করে I agree তে টিক চিনহ দিয়ে Sign me up এ ক্লিক করুন।তারপর আপনার জিমেইলে একটা কোড যাবে।কোডটা দিয়ে আপনার আইডি ভেরিফাই করে নিন।

    তো সাবস্ক্রাইব নেওয়ার জন্য আপনার কিছু কয়েন লাগবে।Earn Coins এ ক্লিক করুন ।

    অথবা একটু নিচে নামলে কিছু ওপ্সহেন পাবেন কয়েন আর্নের।

    এখানে একেবারে নিচে Traffic Exchange এ ক্লিক করুন।

    তারপর Manual Traffic Exchange এ ক্লিক করুন।

    তারপর দেখুন অনেকগুলো টাস্ক এসেছে।প্রথমটাতে যেখানে Earn:29 লেখা আছে,অর্থাৎ এই টাস্ক কমপ্লিট করলে ২৯ কয়েন পাবেন।টাস্ক কমপ্লিট করার জন্য View now তে ক্লিক করুন।

    তারপর নতুন একটি ট্যাব ওপেন হবে এবং এখানে আপনার ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে।

    তো ৩০ সেকেন্ড কমপ্লিট হলে ট্যাবটি অটোমেটিক কেটে যাবে এবং দেখাবে Success to earn coin

    এভাবে আপনারা কয়েন ইনকাম করবেন।যত বেশী কয়েন হবে সাবস্ক্রাইব,ভিউ,লাইক তত বেশী পাবেন।তারপর আপনার ইউটিউব চ্যানেলটি এড করার জন্য Add New ওপশেনে ক্লিক করতে হবে।

    তারপর Add New Exchange এ ক্লিক করুন।

    তারপর একটি ফর্ম আসবে।ফর্মটি পূরণ করতে হবে।

    Campaign Type এ Youtube Subscribe সিলেক্ট করুন বা আপনি যা নিতে চান তাই সিলেক্ট করুন।

    তারপর Url link to add এ আপনার চ্যানেলের লিঙ্ক দিন।Display Name এ যেকোনো কিছু একটা লিখুন।যেমন আমি লিখেছি Subscribe my channel ।এরপর Cost per click এ আপনি কয়েন সিলেক্ট করে দিন,মানে প্রতি সাবস্ক্রাইবে আপনি কত কয়েন দিবেন।তো কয়েন ১০-১৫ সিলেক্ট করলে তাড়াতাড়ি আপনি সাবস্ক্রাইব পাবেন।CPC Boaster এ ১০ করে দিন এবং কান্ট্রি সিলেক্ট করুন,যে কান্ট্রির আপনি সাবস্ক্রাবই চান সেই কান্ট্রি সিলেক্ট করুন।

    তারপর Submit Link এ ক্লিক করুন।

    দেখুন Youtube Account Successfully Added লেখা এসেছে।এখন আপনার চ্যানেলে কিছুক্ষণ পরই সাবস্ক্রাইব বাড়তে থাকবে।

    কতজন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করেছে বা লিঙ্ক ডিলিট করার জন্য My Exchange এ ক্লিক করুন।তারপর My Default Exchange এ ক্লিক করুন।তারপর আপনার লিংক্টি দেখতে পারবেন।এখান থেকে আপনার লিঙ্কটি ইডিট করে নতুন লিঙ্ক দিতে পারবেন।আমি একটা চ্যানেল এড করে দেখাবো কত সাবস্ক্রাইব আমি ২ ঘন্টায় পেয়েছি।দেখুন Today তে ৯২ টি।

    আমার চ্যানেলে দেখুন সাবস্ক্রাইব 92টি।

    আপনার সাবস্ক্রাইব নেওয়া হয়ে গেলে লিঙ্ক টি ডিলিট করে কয়েন আর্ন করে আবার নতুন লিঙ্ক এড করবেন।

    তো এভাবে আপনারা আপনাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাড়িয়ে নিতে পারবেন।

    তো এই ছিল আজকের পোস্ট।যদি পোস্টটা ভালো লাগে একটি লাইক কি পেতে পারি।এটি আমার ট্রিকবিডিতে প্রথম পোস্ট।তাই ভুল ত্রুটি হলে মাফ করবেন।আজ এই পর্যন্ত।

    আল্লাহ হাফেজ।

    The post খুব সহজেই আপনার Youtube Channel এ প্রতিদিন হাজার হাজার সাবস্ক্রাইব নিয়ে নিন এবং সাবস্ক্রাইব বাড়ানোর অভিনব কৌশল জেনে নিন। appeared first on Trickbd.com.